কম্পিউটার বাজার আপডেট ২৬.০৪.২০১১

কেমন আছেন সবাই?? আশা করছি সবাই ভালো আছেন।  আজকে গিয়েছিলাম কম্পিউটার মার্কেটে, আই.ডি.বি ভবনের বিসিএস কম্পিউটার সিটি আর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের ইসিএস কম্পিউটার সিটি ঘুরে প্রযুক্তি পণ্যের যে তালিকা পেলাম তাই এখানে তুলে ধরছি। দোকান ভেদে দাম সামান্য হের ফের করতে পারে। তবে দামের পার্থক্য ৫০-১৫০ টাকার বেশি নয় কোন যায়গাতেই। তাহলে আসুন জেনে নেই কোনটি কত দামে পাচ্ছেন।

প্রসেসরঃ

ইন্টেল সেলেরন ৪৩০ (1.8 Ghz, 512KB cache, 800Mhz FSB)     মুল্যঃ ২৮৫০-৩০০০/-*

ইন্টেল পেন্টিয়াম ডুয়াল কোর ই৫৪০০ (2.7 Ghz, 2MB cache, 800Mhz FSB) মুল্যঃ ৪৫৫০-৪৬৫০/-*

ইন্টেল ডুয়াল পেন্টিয়াম কোর ই৬৩০০ (2.8 Ghz,  2MB cache, 1066Mhz FSB) মুল্যঃ ৪৭০০-৪৮০০/-*

ইন্টেল কোর২ডুও ই৭৪০০ (2.8 Ghz, 3MB cache, 1066MHz FSB) মুল্যঃ ৮৪৫০-৮৫৫০/-*

ইন্টেল কোর২ডুও ই৭৫০০ (2.93 Ghz, 3MB cache, 1066Mhz FSB) মুল্যঃ ৮৪০০-৮৫০০/-*

ইন্টেল কোর আই৩ ৫৩০ (3.06 Ghz, 4MB cache, 1333Mhz FSB) মুল্যঃ ৮৪০০-৮৫০০/-*

ইন্টেল কোর আই৫ ৬৫০ (3.20 Ghz, 4MB cache, 1333Mhz FSB) মুল্যঃ ১৫০০০-১৫৫০০/-*

ইন্টেল কোর আই৫ ৭৬০ (2.8 Ghz, 8MB cache, 1333-1600Mhz FSB) মুল্যঃ ১৬৫০০/-*

ইন্টেল কোর আই৭ ৯৬০ (3.2 Ghz, 8MB cache, 1333-2200Mhz FSB) মুল্যঃ ২২৩০০-২৩০০০/-*

মাদার বোর্ডঃ

ফক্সকন ইন্টেল ৪১ চিপসেট ডিডিআর৩  মুল্যঃ ৩৩০০/-*

ফক্সকন ইন্টেল ৩১ চিপসেট ডিডিআর২  মুল্যঃ ৩১০০/-*

ফক্সকন ইন্টেল ৫৫ চিপসেট ডিডিআর৩  মুল্যঃ ৫২০০(৫৫এমএক্সভি)/-*

বায়োস্টার ইন্টেল৪১ চিপসেট ডিডিআর২ মুল্যঃ ৩৩০০-৩৬০০/-*

বায়োস্টার ইন্টেল৫৫ চিপসেট ডিডিআর৩ মুল্যঃ ৬৪০০-৬৮০০/-*

গিগাবাইট ইন্টেল৩১ চিপসেট ডিডিআর২ মুল্যঃ ৩৩০০/-*

গিগাবাইট ইন্টেল৪১ চিপসেট ডিডিআর২ মুল্যঃ৩৬০০-৩৮০০/-*

গিগাবাইট ইন্টেল৪১ চিপসেট ডিডিআর৩ মুল্যঃ৪০০০-৪২০০/-*

গিগাবাইট ইন্টেল৫৫ চিপসেট ডিডিআর৩ মুল্যঃ ৬৭০০-১৮০০০/-*(মডেল ভেদে দাম বেশি)

ইন্টেল ডিজি ৩১ পি আর ডিডিআর২ মুল্যঃ ৩৮০০-৪০০০/-*

ইন্টেল ডিজি ৪১ আরকিউ ডিডিআর২ মুল্যঃ ৪১৫০-৪২৫০/-*

ইন্টেল ডিজি ৪১ সিএন ডিডিআর২ মুল্যঃ ৪৫০০/-*

ইন্টেল ডিজি৪১ ডব্লিউভি ডিডিআর৩ মুল্যঃ  ৪৫০০/-*

ইন্টেল ডিএইচ ৫৫ পিজে ডিডিআর৩ মুল্যঃ  ৬৭০০-৬৯০০/-*

ইন্টেল ডিএইচ ৫৫ টিসি ডিডিআর৩ মুল্যঃ  ৭১০০-৭৩০০/-*

ইন্টেল ডিএইচ ৫৫ এইচ সি ডিডিআর৩ মুল্যঃ  ৭৪০০-৭৭০০/-*

ইন্টেল ডিএক্স৫৫এসও  ডিডিআর৩ মুল্যঃ  ১৮০০০-১৮৫০০/-*

র‍্যামঃ

২ গিগাবাইট ডিডিআর ২ (৮০০ বাস) মুল্যঃ ২২০০-২৩৫০/-*

১ গিগাবাইট ডিডিআর ২ (৮০০ বাস) মুল্যঃ ১৩০০/-*

২ গিগাবাইট ডিডিআর ৩ (১০৬৬-১৩৩৩ বাস) মুল্যঃ ১৫৫০-১৭০০/-*

১ গিগাবাইট ডিডিআর ৩ (১০৬৬-১৩৩৩ বাস) মুল্যঃ ১১০০-১২৫০/-*

৪ গিগাবাইট ডিডিআর ৩ (১৩৩৩-১৬০০ বাস) মুল্যঃ ৩৫০০-৪০০০/-*

হার্ডডিস্ক ড্রাইভঃ

১৬০ গিবা ৭২০০ আর পি এম   মুল্যঃ ২২০০-২৩৫০/-*

২৫০ গিবা ৭২০০ আর পি এম   মুল্যঃ ২৫৫০/-*

৩২০ গিবা ৭২০০ আর পি এম   মুল্যঃ ২৬৫০-২৮০০/-*

৫০০ গিবা ৭২০০ আর পি এম   মুল্যঃ ২৯০০-৩০০০/-*

১ টেরা বাইট ৭২০০ আর পি এম মুল্যঃ ৪২৫০-৪৮০০/-*

ইউএসবিঃ ২৫০ গিবা ৪০০০-৪৩০০/-*

৩২০ গিবা ৪২০০-৪৫০০/*

৫০০ গিবা ৪৩০০-৪৭০০/-*

৬৪০ গিবা ৫৬০০-৬০০০/*

১ টেরা বাইট ৯৭০০-১০৫০০/-*

২টেরা বাইট ১৬০০০-১৭৫০০/-*

ডিভিডি রম-রাইটারঃ

সনি-স্যামসাং-লাইটঅন-আসুস-এইচপি ডিভিডি রাইটার ১৬এক্স-২২এক্সঃ ১৩৫০-১৪০০/-*

আসুস ২৪এক্স ১৬৫০/-

ব্লু রে ড্রাইভ ৭৪০০-১০৫০০/-*

ডিভিডি রমঃ ১৩০০-১৩৫০/-*

গ্রাফিক্স কার্ডঃ

৫১২ মেগা ডিডিআর২ ২৩০০-৩৫০০/-*

১ গিবা ডিডিআর২  ৪১০০-৬৫০০/-*

২ গিবা ডিডিআর২ ৬৫০০-৯৫০০/-*

১ গিবা ডিডিআর৩  ৪১০০-৭৫০০/-*

২ গিবা ডিডিআর৩  ৬৭০০-১৬৫০০/-*

১গিবা ডিডিআর ৫  ৬৫০০-১০৫০০/-*

২ গিবা ডিডিআর ৫ ৮৫০০-১৮৯০০/-*

৪ গিবা ডিডিআর ৫  ২৪৫০০-৪৮০০০/-*

মনিটরঃ

১৫.৬" স্যামসাং  এলসিডি    মুল্যঃ ৭২০০-৭৫০০/-*

১৫.৬" এওসি এলসিডি    মুল্যঃ ৬৮০০-৭২০০/-*

১৫.৬" এলজি এলসিডি    মুল্যঃ ৬৮০০-৭৪০০/-*

১৫.৬" বেনকিউ এলসিডি    মুল্যঃ ৬৮০০-৭১০০(led)/-*

১৭" স্যামসাং এলসিডি মুল্যঃ ৮৫০০-৮৮০০/-

১৮.৫" স্যামসাং  এলসিডি    মুল্যঃ ৮১০০-৮৪০০/-*

১৮.৫"এওসি এলসিডি    মুল্যঃ ৮০০০-৯৪০০/-*

১৮.৫" এলজি এলসিডি    মুল্যঃ ৮১০০-৯৪০০/-*

১৮.৫" বেনকিউ এলসিডি    মুল্যঃ৭৯০০-৯০০০/-*

১৮.৫"   ডেল  এলসিডি  মুল্যঃ ৮১০০-৮৭০০/-*

১৮.৫" স্যামসাং এলইডি    মুল্যঃ ৯১০০-৯৫০০/-*

১৮.৫" হুন্দাই এলইডি    মুল্যঃ ৮৭০০-৯২০০/-*

১৮.৫" এইচপি এলসিডি    মুল্যঃ৯১০০-৯৫০০/-*

২০" দাম মোটামুটিঃ ১০৫০০-২১৫০০/-*

২১.৫" দাম মোটামুটিঃ ১১৫০০-৩১৫০০/-*

কেসিং এর দাম পড়বে ১২০০-৩০০০ টাকা, ব্র্যান্ডের কেসিং-এর দাম পড়বে ২২০০-৪৫০০ টাকা। মাউস এবং কী-বোর্ড পাবেন সাধারণ মানের ২০০-৬৫০ এর মধ্যে। ওয়্যারলেস ৮০০-১৮০০ এর মধ্যে। ব্লুটুথ ১২০০-৩০০০ এর মধ্যে। ব্রান্ডের (যেমন মাইক্রোসফ্‌ট এর) পৃথক পৃথক ভাবে প্রায় ২০০০ থেকে ১৪০০০ পর্যন্ত। ইউপিএস পাবেন ৬৫০ভিএ ২৪০০-৪৫০০ এর মধ্যে। ৫+ ব্যাকআপের জন্য ৮৫০০-১৩০০০ টাকা খরচ পড়বে।  সাউন্ড সিস্টেম সাধারন ৪৫০-১২০০, ২.১ ব্র্যান্ড ভেদে ১২৫০-২৭০০, ৪.১ ব্র্যান্ড ভেদে ৩৫০০-৬৫০০, ৬.১ ব্র্যান্ড ভেদে ৫১০০-১২৫০০, ৯.১ ব্র্যান্ড ভেদে ১০৫০০-২৪৫০০/-* মোটামোটি এটিই আজকের বাজার দর। বাজার ঘুরে যা মনে হল তাতে কোর ২ ডূয়ো-র দিন শেষ নতুন যারা কিনছেন তারা আই সিরিজ কিনছেন। Core2Duo আর Core i কম্পিউটারের মুল্য প্রায় একই পড়বে।

তবে বাজেট যদি কম হয় তবে কমপক্ষে ডুয়াল কোর কেনার চেষ্টা করবেন। কম্পিউটার কেনার সময় প্রসেসরের ক্যাশ মেমোরি দেখে কিনুন যত বেশি ক্যাশ মেমোরি তত স্পিড পাবেন। ৬৪ বিট অপারেটিং সিস্টেম ব্যবহার না করলে ৪ গিবা এর বেশি র‍্যাম কেনার প্রয়োজন নেই। গেমস খেলার জন্য ও গ্রাফিক্সের কাজের জন্য গ্রাফিক্স কার্ড কিনলে কমপক্ষে ১ গিবা ভিডিও মেমরি যুক্ত কিনুন। ভালো পাওয়ার সাপ্লাই যুক্ত কেসিং কিনুন। কাজের ধরন বুঝে কাজের উপযোগী কনফিগারেশনের কম্পিউটার কিনুন। আর বিদ্যুতের যা অবস্থা ইউপিএস ব্যবহার করুন আপনার প্রিয় কম্পিউটারকে রক্ষার জন্য। ধন্যবাদ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে কষ্ট করে সকল তথ্য যোগাড় করার জন্য।
যদি সম্ভব হয় মাঝে মাঝে এ রকম টিউন করে সবার উপকার করবেন। এতে যারা কম্পিউটার কিনবে তাদের অনেকেরই উপকার হবে।

খুবই গুরুত্ব পূর্ন টিউন। অমিও ১টা নতুন কম্পিউটার কিনতে চাই। সাধারনত আমি নেট ব্যাবহার,মুভি দেখা, কম বেশি গ্রফিক্স এর কাজ করব।সেখেত্রে কোনটা কিনতে পারি? আমার বাজেট ২৫-৩০হাজার টাকা। এই দামে ল্যাপটপ হলেত আরো ভাল। তবে আপনি কি বলেন ল্যাপটপ নাকি ডেস্কটপ?

    আপনি ৩০ হাজার টাকায় কোর আই থ্রী প্রসেসর সম্মৃদ্ধ ডেস্কটপ কিনতে পারবেন। আর এএমডি এর ডুয়াল কোর প্রসেসর যুক্ত ল্যাপটপ পেতে পারেন ৩২৫০০/- টাকায়। আপনি যে ধরণের কাজ করতে চান, তার জন্য উপযোগী. ধন্যবাদ।

Level 0

ভালো হইছে……

নতুন একটা কম্পিউটার কিনতে সর্ব নিম্ম মোট কত টাকা লাগবে? জানালে খুশি হব।

    সেলেরন মানের কম্পিউটার কিনতে পারবেন ১২৫০০-১৩০০০ টাকায় (১.৮গিগা হার্টজ,১গিবা ডিডিআর৩,২৫০ গিবা হার্ড ডিস্ক, ডিভিডি রাইটার,[শুধু সিস্টেম]) মনিটর সি আর টিঃ ১৭ ইঞ্চি ৪০০০/- ,এল সি ডি মনিটরঃ ১৫.৬" ৬৮৫০/- আর স্পিকারঃ ১২০০/- আর কীবোর্ড মাউস ৩৫০-৪০০।এখন আপনি বাকী হিসেবটা করে নেন। ধন্যবাদ

    monitor crt- 3000 (+ -)

খুবই গুরুত্ব পূর্ন টিউন। অমিও ১টা নতুন কম্পিউটার কিনতে চাই। সাধারনত আমি নেট ব্যাবহার,মুভি দেখা, কম বেশি গ্রফিক্স এর কাজ করব।সেখেত্রে কোনটা কিনতে পারি? আমার বাজেট ২৫-৩০হাজার টাকা। এই দামে ল্যাপটপ হলেত আরো ভাল। তবে আপনি কি বলেন ল্যাপটপ নাকি ডেস্কটপ? *প্রতিদিন গড়ে ৮ ঘন্টা ব্যাবহার করা হতে পারে*

    ধন্যবাদ। দিনে ৮ ঘন্টা ব্যবহার করলে আমি মনে করি ডেস্কটপ বেটার। আপনি স্পিড ও অনেক বেশি পাবেন।

আসা করি মাঝে মাঝে আপডেট দিবেন।

ধন্যবাদ। আচ্ছা Core2Duo এবং Core i3 এর মধ্যে পার্থক্য কি? বললে ভালো হয়/

    কোর২ডুও আগের প্রজন্মের আর বর্তমান সময়ের আই থ্রি। কোর২ডুও এর চাইতে আই থ্রি এর ক্লক স্পিড বেশি পাবেন* ক্যাশ মেমরি বেশি তাই গতি বেশি। ৩চ্যানেলের মেমরি সাপোর্ট করে। ২ সিপিইউ সাথে আরো দুটি থ্রেডিং কোর। কোর২ডুও (২ সিপিইউ)ঃ কোর আই ৩ (৪ সিপিইউ)। আর পার্ফরম্যান্সের পার্থক্য খুব বেশি না। তবে আপগ্রেড হিসেবে ভাল হবে এটাই স্বাভাবিক। ধন্যবাদ।

Level 0

আমি ল্যাপটপের দর জানতে চাই! 🙂

অনসক ধন্যবাদ দাম গুলো জানানোর জন্য।আমার অনেক উপকার হলো।

অনেক ধন্যবাদ।

সম্ভব হলে প্রতি মাসে এরকম বাজার-দর নিয়ে Tune করবেন, অনেকের উপকারে আসবে…

আচ্ছা ভালো মানের একটা Internal TV Card কত পড়বে? TV Card কি PC Configuration-এর উপর Depend করে?

    gadmei tv card এর software দরকার কারোর কাছে থাকলে লিন্ক দিয়েন। ইমেইল [email protected]

ভাই আপনি খুব ভাল একটি কাজ করলেন , আমি আশা করছি এই তথ্য গুলো আপনি নিয়মিত দিয়ে যাবেন ।
এটা আমার মত অনেকের ই কাজে লাগবে ।
অসংখ ধন্যবাদ ।

Thank you bro,

Bhai ami Techtunes e natun. Amar profile er picture kibhabe change korbo? Ek2 janalale khusi hobo. Pls janaben.

    gravatar.com এ গিয়ে আপনার ইমেইল (যেটা দিয়ে এ্যাকাউন্ট খুলেছেন) আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন। তারপর সেখান থেকে আপনার ছবি আপ্লোড করে ব্যবহার করুন। এ বিষয়ে আগে পোস্ট হয়েছে। সময়ের সল্পতার জন্য ঐ লিঙ্কটি খুজে দিতে পারলাম না। সেখানে বিস্তারিত দেওয়া আছে।

Kun user name aar password t dimu? TT er?

Level 0

ধন্যবাদ অনেক উপকারে আসলো।