প্লেজারিজম(কপি-পেষ্ট) এ আক্রান্ত স্বনামধন্য ম্যাগাজিনের ওয়েব পোর্টালঃ সকলেই সাবধান

প্লাগিয়ারিজম(Plagiarism) কে সহজ ভাবে সংজ্ঞায়িত করতে গেলে বলা যায় অন্যের অনুমতি ছাড়া কোন কিছু নিজের বলে দাবি করা। বইয়ের ভাষায় অন্যায়ভাবে অন্যের আইডিয়া, কর্ম, ভাষা, ভাব-ভঙ্গি, ইত্যাদি নিজের বলে চালিয়ে দেওয়া বা দাবি করাকেই প্লাগিয়ারিজম বলে। সোজা বাংলায় যাকে বলে নকল করা বা চুরি করা। আমাদের দেশে টেক ব্লগিং জগতে জেনে না জেনে অনেকই অন্যায় কাজটি করে থাকেন। কিন্তু এটার জন্য যে পরিমান ক্ষয় ক্ষতি হয় তাও স্বয়ং প্লাগিয়ারিষ্ট(চোর) নিজেও খেয়াল করেননা। বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে এক্ষেত্রে। মেধার অপচয়, সময়ের অপচয়, আর্থিক জরিমানা, জেল-জরিমানা, চুরির গ্লানি, সর্বোপরী সামাজিকভাবে নিচ হিসেবে গন্য হওয়া। অবুঝরা না হয় এটা না জেনে করে থাকেন। কিন্তু যখন বুঝের ব্যাক্তিরা এর সাথে নিজেদের সংশ্লিষ্ট করেন তখন এটাকে ঠিক কোন ধরনের অপরাধ বলা যাবে তার সঙ্গায়িত করার ভাষা আমার নেই, আপনারাই সেই দায়িত্বটুকু পালন করুন।
আজকে এই প্রতিবেদনটির অবতারনা মূলত দেশি একটি মসিক টেক ম্যাগাজিনের ওয়েব পোর্টাল এ অন্যায় ভাবে ধরা পড়া বেশ কিছু পোষ্ট যেগুলা কোন অনুমতি ছাড়াই দেদারসে কপি পেষ্ট করা হয়েছে। একটা অশিক্ষিত কিংবা শিক্ষানবীশ কোন ব্যাক্তির দ্বারা এই কাজটি হয়ে থাকলে খুব একটা অবাক হয়া হত না, কিন্তু যাদের মাসিক পত্রিকা কয়েক বছর ধরে প্রকাশ হয়ে আসছে প্রিন্টেড ভার্শনে, যারা পরিচালনা করছে ব্লগ ও ব্লগ প্রতিযোগিতা, এছাড়াও আরো বিভিন্ন কর্ম-কান্ড, যাদের রয়েছে দক্ষ জনশক্তি তারা কেন এভাবে সস্তা মানসিকতার পরিচয় দিলো তাই এখন সবার কাছে প্রশ্ন??

পোষ্ট মর্টেমঃ

টেকটুডে বিডি নামক অয়েব পোর্টাল এর প্রিন্টেড ভার্শন হল মাসিক পত্রিকা 'টেকনোলজী টুডে' এবং ব্লগ হল ব্লগ ডট টেক টুডে বিডি। যেখানের সম্পাদকের দায়িত্বে আছেন জনাব প্রকৌশলী মুহম্মদ আবুল হাসান। বরাবরের মত আমি নিজে আমার লেখাগুলোর গুগল সার্চ করতে থাকি এবং তাজ্জব ভাবে আমার লেখা বায়োস নিয়ে একটি পোষ্ট তাদের ওয়েবসাইটে হুবহু মিলে যায় :O যেটা কিনা আমি বিজ্ঞান প্রযুক্তিতে সেই জানুয়ারি মাসে প্রকাশ করে থাকি। তখন খুব অবাক হলাম, কারন আমার লেখা আমি জানিনা, অথছ তাদের ওয়েব পোর্টালে তাও কোন প্রকার নাম উল্লেখ ছাড়া, কিংবা কোন প্রকার সূত্র উল্লেখ ছাড়াই :O। আপনারা নিচে পোষ্টের লিঙ্ক খেয়াল করবেন পোষ্টে আমার আমার নাম ওয়াটারমার্কে এমনকি ছবির লিঙ্ক যে কপি করা হয়েছে তার প্রমান পাবেন ইমেজ লোকেশানে গেলে।
ঘটনা সন্দেহ জনক মনে হয়ওয়ায় তাদের সাইতে আমারই লেখা আরো কিছু লেখা সার্চ করে তাদের কোয়ালিটি সম্বন্দে আরো আইডিয়া চলে আসে। আমারই লেখা আরো ৪-৫টি লেখা হুবহু মিল পাই যাদের কোনটিতে রাফাত নাম উল্লেখ করা কোনটিতে কোন নাম উল্লেখই নেই । কে সেই রাফাত ??????

আরো বেশি তাদের প্লাগিয়ারিজম এর ধারন থেক আমি বিজ্ঞান প্রযুক্তি থেকে বেশ কিছু লেখা চেক করি। অবাক করে দিয়ে টেকটুডে বিডি বুক ফুলিয়ে লেখা চুরি করে তাদের সাইটে মেরে দিয়েছে। বাহ এই তাদের বিজ্ঞান ও টেকনোলজি চর্চার নমুনা!!!

তা আপনারাই দেখুন তাদের চোরাই কন্টেন্টের নমুনা যারা সামনে এক পিছনে আরেক, যারা লেখকের বিনা অনুমুতিতে লেখা মেরে দিতে পারে, এবং এই কাজ গুল ক্রুতে তাদের বিবেকে কন রূপ বাধা হয়না।

plagiarist TechtodaYbd

এবার চোখ বুলিয়ে নেওয়া যাক বিজ্ঞান প্রযুক্তি থেকে প্লাগিয়ারজমকৃত টেকটুডে বিডির এই নেক্কার জনক কর্মকান্ড।

মূল পোষ্টঃ

অ্যাপল আনছে ফাইনাল কাট প্রো-এর নতুন সংস্করণ
লিখেছেনঃ আমিনুল ইসলাম তারিখঃ ১৬/০৪/২০১১
http://www.bigganprojukti.com/post-id/13295

চোরাই পোষ্টঃ

অ্যাপল আনছে ফাইনাল কাট প্রো-এর নতুন সংস্করণ
লেখা হয়েছে 17 Apr, 2011 তারিখে, সময় 12:06
http://www.techtodaybd.com/archives/8758

মূল পোষ্টঃ

চার্লি চাপলিনের ১২২-তম জন্মবার্ষিকী উদযাপনে গুগল ডুডল
লিখেছেনঃ লাকি এফএম তারিখঃ ১৫/০৪/২০১১
http://www.bigganprojukti.com/post-id/13313

চোরাই পোষ্টঃ

চার্লি চাপলিনের ১২২-তম জন্মবার্ষিকী উদযাপনে গুগল ডুডল
লেখা হয়েছে 17 Apr, 2011 তারিখে, সময় 12:11
http://www.techtodaybd.com/archives/8762

মূল পোষ্টঃ

ফেইসবুক পাসওয়ার্ড পরিবর্তন ম্যালওয়ার হতে সাবধান!
লিখেছেনঃ লাকি এফএম তারিখঃ ১৫/০৪/২০১১
http://www.bigganprojukti.com/post-id/13290

চোরাই পোষ্ট

ফেইসবুক পাসওয়ার্ড পরিবর্তন ম্যালওয়ার হতে সাবধান!
লেখা হয়েছে 17 Apr, 2011 তারিখে, সময় 12:19
http://www.techtodaybd.com/archives/8766

মূল পোষ্টঃ

উবুন্টু ৯.১০এর সহায়তা সেবা বন্ধ হচ্ছে ২৯ এপ্রিল
লিখেছেনঃ লাকি এফএম তারিখঃ ১৪/০৪/২০১১
http://www.bigganprojukti.com/post-id/13251

চোরাই পোষ্টঃ

উবুন্টু ৯.১০এর সহায়তা সেবা বন্ধ হচ্ছে ২৯ এপ্রিল
লেখা হয়েছে 18 Apr, 2011 তারিখে, সময় 12:42
http://www.techtodaybd.com/archives/8776

মূল পোষ্টঃ

বিজ্ঞান ও প্রযুক্তি বিস্তারে ব্লগিং সংবাদপত্র এবং পাঠ্যপুস্তকের চেয়ে ভাল
লিখেছেনঃ অসীম কুমার তারিখঃ ১৪/০৪/২০১১
http://www.bigganprojukti.com/post-id/13219

চোরাই পোষ্টঃ

বিজ্ঞান ও প্রযুক্তি বিস্তারে ব্লগিং সংবাদপত্র এবং পাঠ্যপুস্তকের চেয়ে ভাল
লেখা হয়েছে 18 Apr, 2011 তারিখে, সময় 12:45
http://www.techtodaybd.com/archives/8779

মূল পোষ্টঃ

১১টি চমৎকার অপটিক্যাল ইল্যুশন
লিখেছেনঃ মরুভূমির জলদস্যু তারিখঃ ১৪/০৪/২০১১
http://www.bigganprojukti.com/post-id/13190

চোরাই পোষ্টঃ

১১টি চমৎকার অপটিক্যাল ইল্যুশন
লেখা হয়েছে 18 Apr, 2011 তারিখে, সময় 12:49
http://www.techtodaybd.com/archives/8781

মূল পোষ্টঃ

সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করছে গুগল
লিখেছেনঃ মাহবুব টিউটো তারিখঃ ১৪/০৪/২০১১
http://www.bigganprojukti.com/post-id/13199

চোরাই পোষ্টঃ

সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করছে গুগল
লেখা হয়েছে 18 Apr, 2011 তারিখে, সময় 12:56
http://www.techtodaybd.com/archives/8785

মূল পোষ্টঃ

উত্তর মহাসাগরে কাঁকড়া শিকার
লিখেছেনঃ মরুভূমির জলদস্যু তারিখঃ ০১/০৪/২০১১
http://www.bigganprojukti.com/post-id/12393

চোরাই পোষ্টঃ

উত্তর মহাসাগরে কাঁকড়া শিকার
লেখা হয়েছে 18 Apr, 2011 তারিখে, সময় 12:59
http://www.techtodaybd.com/archives/8787

মূল পোষ্টঃ

বাংলাদেশে চালু হলো অনলাইনে সাধারন ডায়রী
লিখেছেনঃ রাসেল তারিখঃ ০১/০৪/২০১১
http://www.bigganprojukti.com/post-id/12372

চোরাই পোষ্টঃ

বাংলাদেশে চালু হলো অনলাইনে সাধারন ডায়রী
লেখা হয়েছে 18 Apr, 2011 তারিখে, সময় 13:04
http://www.techtodaybd.com/archives/8789

মূল পোষ্টঃ

ইলেকট্রনিক্স ক্লাসরুম এবং আমাদের কল্পনার সাত রং
লিখেছেনঃ অসীম কুমার তারিখঃ ৩১/০৩/২০১১
http://www.bigganprojukti.com/post-id/12344

চোরাই পোষ্টঃ

ইলেকট্রনিক্স ক্লাসরুম এবং আমাদের কল্পনার সাত রং
লেখা হয়েছে 18 Apr, 2011 তারিখে, সময় 13:08
http://www.techtodaybd.com/archives/8791

মূল পোষ্টঃ

ফিলিস্তিনি অভ্যুত্থানের পেইজ মুছে দিল ফেইসবুক
লিখেছেনঃ মাহবুব টিউটো তারিখঃ ৩১/০৩/২০১১
http://www.bigganprojukti.com/post-id/12334

চোরাই পোষ্টঃ

ফিলিস্তিনি অভ্যুত্থানের পেইজ মুছে দিল ফেইসবুক
লেখা হয়েছে 18 Apr, 2011 তারিখে, সময় 13:12
http://www.techtodaybd.com/archives/8793

মূল পোষ্টঃ

+১ বাটন চালু করলো গুগল
লিখেছেনঃ মাহবুব টিউটো তারিখঃ ৩১/০৩/২০১১
http://www.bigganprojukti.com/post-id/12329

চোরাই পোষ্টঃ

+১ বাটন চালু করলো গুগল
লেখা হয়েছে 18 Apr, 2011 তারিখে, সময় 13:14
http://www.techtodaybd.com/archives/8795

মূল পোষ্টঃ

বায়োস সেটিং বা পাসওয়ার্ড ভাঙ্গার ৫ টি উপায়
লিখেছেনঃ লাকি এফএম তারিখঃ ২২/০১/২০১১
http://www.bigganprojukti.com/post-id/8046

চোরাই পোষ্টঃ

বায়োস সেটিং বা পাসওয়ার্ড ভাঙ্গার ৫ টি উপায়
লেখা হয়েছে 18 Apr, 2011 তারিখে, সময় 13:22
http://www.techtodaybd.com/archives/8797

মূল পোষ্টঃ

একজন ভাল ওয়েব ডিজাইনারের পরিচ্ছন্নতা, দক্ষতা এবং সৃজনশীলতা
লিখেছেনঃ অসীম কুমার তারিখঃ ০৪/০৪/২০১১
http://www.bigganprojukti.com/post-id/12589

চোরাই পোষ্টঃ

একজন ভাল ওয়েব ডিজাইনারের পরিচ্ছন্নতা, দক্ষতা এবং সৃজনশীলতা
লেখা হয়েছে 18 Apr, 2011 তারিখে, সময় 14:36
http://www.techtodaybd.com/archives/8800

মূল পোষ্টঃ

আসছে উইন্ডোজ ৮ – এক্সপ্লোরার এবং লগইন স্ক্রীনে পরিবর্তন থাকতে পারে
লিখেছেনঃ আমিনুল ইসলাম তারিখঃ ০৪/০৪/২০১১
http://www.bigganprojukti.com/post-id/12609

চোরাই পোষ্টঃ

আসছে উইন্ডোজ ৮ – এক্সপ্লোরার এবং লগইন স্ক্রীনে পরিবর্তন থাকতে পারে
লেখা হয়েছে 18 Apr, 2011 তারিখে, সময় 14:39
http://www.techtodaybd.com/archives/8803

সবগুলো চোরাই পোষ্ট ছবি আকারে মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করতে পারেন ,

এই পোষ্ট চুরির ঘটনাটি জেনে বিজ্ঞান প্রযুক্তির এডমিনকে প্রশ্ন করা হয়

প্রশ্নঃ বিপি থেকে কন্টেন্ট কপি করার ব্যাপারে আপনার মন্তব্য কি?

তিনি উত্তরে জানান

উত্তরঃ লেখা কপি করা সংক্রান্ত সমস্যার সম্মুখীন আমরা এর আগেও হয়েছি এবং প্রতিবারই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। টেকনোলজী টুডের মত ম্যাগাজিনের ওয়েব সাইটে কপি করা কন্টেন্ট প্রকাশিত হওয়াটা সত্যি দুঃখজনক। এ ব্যাপারে তাদের আমরা অবহিত করেছি এবং আশা করছি তারা দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন।

বিজ্ঞান প্রযুক্তি সাইট থেকে নীতিমালা পর্যবেক্ষন করে প্লাগিয়ারিজম এর ব্যপারে স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়

লেখার স্বত্ব ব্লগ কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত। লেখক বা কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত কোন লেখা অন্য কোন অনলাইন বা অফলাইন মিডিয়াতে প্রকাশিত হলে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে

উল্লেখ্য টেকটুডে এর এর মূল সাইটে এডমিন প্যানেল ছাড়া আর কেউ পোষ্ট দিতে পারেনা। তার মানে কি দাড়াল??? যে এডমিন প্যানেল জেনে শুনে এই কাজটিকরেছে??? কে জানে হয়তো প্রন্ট মিডিয়ায় ও প্রকাশ করেছে, তথ্য উপাত্ত বিশ্লেষন করে সেটাও জানানো হবে।

এখন টেক টুডে বিডির কাছে আমার প্রশ্নগুলো

০১. একই সাইট থেকে আপনাদের মূল সাইটে লেখকদের কিংবা সাইটের কোন রকম অনুমতি ছাড়া আপনারা কেন এই পোশট প্রকাশ করেছেন???

০২. এভাবে কপি-পেষ্ট করলে আপনাদের নৈতিকতা কোথায় দাড়ালো ???

০৩. এমন করলে আপনাদের প্রতি মানুষের সম্মান বোধ ঠিক কমবে বই বাড়বেনা তা চিন্তা করা উচিত ছিলো

০৪. আপনাদের দেখে যে আরো কিছু লেখা চোর বেরুবে তার দায়িত্ব কে নেবে ???

০৫. লেখা চুরি আর সম্পদ চুরি বলতে গেলে একই কথা, সে দিক দিয়ে আপনাদের এহেন কর্ম কান্ডে আমাদের কি করনীয় ??

০৬. আপনারা কি মনে করেন অনলাইনে কারো লেখা মেরে দিলে কেউ টের পাবেনা??

০৭. এখন কি ব্যবস্থা নিবেন ??

উল্লেখ্য আমরা বেশ কয়েক মাস থেকেই বিভিন্ন সাইটে কপি পেষ্ট কৃত লেখা প্রতিরোধে কাজ করে যাচ্ছি সাইটের এডমিনদের সহোযোগীতায়। কিন্তু একটি ম্যাগাজিন প্রকাশকারী ওয়েবসাইট এমনটা করবে ভাবাও চিন্তাতীত ছিলো।

তাই অনলাইন চোররা সাবধান

এই কেলেঙ্কারি নিয়ে ফেসবুকে অংশগ্রহন করতে পারেন ইভেন্টে, নিজে প্রতিকৃয়া জানা, বন্ধুদের ইনভাইট করুন

আপনি লেখাটি লেখকের নাম ও সূত্র সহ যেকোন জায়গায় শেয়ার করতে ও সচেতনতা তৈরী করতে পারেন

এ বেপারে আপনার মন্তব্য তুলে ধরতে ও ভুলবেননা কিন্তু

Level 0

আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খারাপ ভাষা ব্যবহার করতে মন চাচ্ছে, তবুও নীতিমালার খপ্পরে পরে করলাম না, তো লাকি ভাই একটা কথা বলি? এই ব্লগের এডমিনকে হাতেনাতে জুতাপেটা বা তাদের ম্যাগাজিনের প্রিন্টেড ভার্শনের কাজ কোথায় হয় সেখানে গিয়ে তাদের ধোলাই দিতে চান? চাইল আমার পরীক্ষা শেষ হলে আমাদের বাসায় চলে আসুন, পারলে আরো কিছু বিদ্রোহী নিয়া আইসেন, এক সাথে গিয়া হামলা করুম, কি কন? 😉 তাদের অফিস আমাদের বাসার পাশেই…

    ব্যাপারটি অনেক সিরিয়াজরি করতে হবে। নো এস্কিউজ হিয়ায় 😉

    Level 0

    হুম সময় পরিস্থিত বুঝে পদক্ষেও নিতে হবে
    আর এই পদক্ষেপে যে কারো বিরুদ্ধে হতে পারে
    ধন্যবাদ সবাইকে

এত মাথা ঘামানোর কিছু নাই এইসব ফালতু ম্যাগাজিন নিয়া, এরা এইসব করেই চলে। বাদ দেও।

    আপনার ম্যাগাজিন {প্রিন্টেড] কবে নাগাদ বের হচ্ছে?

    হূমম তথ্য মন্ত্রনালয়ের অনুমোদন, ডিসি অফিসের ছাড়পত্র, প্রেসের চুক্তি, টিন সার্টিফিকেট এসব করে বের করতে নূন্যতম ৩-৪ মাস চলে যাবে।

    প্রেসের চুক্তির ব্যাপারটা আমি দেখতে রাজি আসি, সফল হওয়ার সম্ভাবনা ২০০ ভাগ, বাকি গুলো ম্যানেজ করে নিতে পারবেন না? ছোট-খাট একটা কমিটি গঠন করে ফেলুন, সাহায্য করতে সতস্ফুরতভাবে যোগদানে উৎসাহী।

    Level 0

    ডিজের আইডিয়া খারাপনা,
    শাকিল ভাই আগিয়ে যান, সাথেতো আম জনতারা আছিই

    আপনার ম্যাগাজিনের জন্য কপি-পেষ্ট কন্টেন্ট আমরা যোগাড় করব ;-D

খুবই অবাক হলাম এরকম প্রকাশ্যে চুরি দেখে !!! এটা যদি আজকে বাংলাদেশ না হয়ে ইউ.কে হতো, আপনি কেস করলে চোখ বন্ধ করে আপনাকে ১০,০০০ পাউন্ড জরিমানা দিতে বাধ্য হতো।

আর কিছু মনে করবেন না, শব্দটা ‘প্লেজারিযম‘; ‘প্লাগিয়ারিজম‘ না।

    Level 0

    হুম প্রকাশ্যেই,
    এরা মনে করে চোর চুরি করে কিন্তু কেউ দেখেও না, বলেওনা
    শবদটা ঠিক করে দিয়েছি

কি আর করবে তারা.. টেকনোলজির নতুন কিছু তাদের মাথায় আসে না। তাই তো.. কপি পেষ্ট মারে… হা হা মাগাজিন তো চালাতে হবে.. তবে সোর্স উল্লেখ করে তা লেখকের নাম সহ প্রকাশ করতে পারত।

    Level 0

    লেখক লাগলে পেইড অথর হায়র করুক না,
    তাইলেইতো ঝামেলা চুকে যায়

একদম ফালতু এইসব ম্যাগাজিনের কাজকর্ম। নিজেদের নামে এরা অন্যদের পোষ্ট চালায় লজ্জা নাই বললেই চলে। আরে ভাই যদি লেখক নাই পেয়ে থাকেন তাহলে পেইড রাইটার নিয়োগ দের না কেন। অযাথা নিজেদের গুডউইল নষ্ট করতেচেন। ধরা পরছেন এইবার, জাতির কাছে আপনাদের উত্তর দিতেই হবে। 🙁

    Level 0

    এটাই
    এদের সম্বন্দে লিখলে আরো লিখতে পারতাম, বাট অদেরকে শুধরাণোর চান্স দিলাম
    নাইলে ধুয়ে ফেলতাম

    😀

সামুতে শেয়ার করে দিলুম। হি হি হি। মনে হয় এইবার একটা যুদ্ব শুরু হবে। হা হা হা। অনেক কষ্ট করে টিউনটা লিখেছেন আর এটা দিয়েই টিউনার লাকি এফ এম এর পুনরাগমন ঘটবে আশা করি। যুদ্ব করতে থাকেন। আমরা সাথে আছি। 😀

চমৎকার পোস্টটির জন্য ধন্যবাদ। গতকালই একটা মন্তব্যের জবাবে পত্রিকাগুলোর এই চরিত্রের কথা বলেছিলাম। (https://www.techtunes.io/editorial/tune-id/63847/#comment-162827)

আপনি যা প্রকাশ করেছেন বাস্তবে এরকম ঘটনা আরও অনেক বেশি। কিছুদিন আগে সচলায়তন থেকে লেখা চুরি করে একটা সাপ্তাহিক ম্যাগাজিনে (বিচিন্তা) প্রকাশ নিয়ে বিরাট হৈচৈ হইল সেখানে, এই প্রতিবাদকে আবার তারা সাহিত্যগুন্ডা বলেও লেখা ছাপিয়েছিল!! পরবর্তীতে ঐ ম্যাগাজিনওয়ালা ভুল স্বীকার করতে বাধ্য হয়েছে।

অনেক সময় এমনও দেখা যায় যে, আপনার পাঠানো লেখা অন্য কারো নামে ছাপিয়ে দিয়েছে।

একজনের লেখা পুরা গবেষণাধর্মী বই-ই বাংলা একাডেমী থেকে পাণ্ডুলিপি চুরি করে আরেকজনের নামে ছাপানোর ঘটনা আছে (সেই আরেকজন আবার সাংবাদিক! বুঝেন ঠেলা!!)… সেই বইয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ কয়েকজনের বাণীও আছে। সচলায়তনেই আছে তার পোস্ট। গত বছর বই মেলায় এই নিয়ে তিনি প্রতিবাদও করেছেন।

আর এদিকে ফ্লিকার এবং উইকি থেকে নিয়মিত ছবি চুরি করে পত্রিকাগুলো, পত্রিকায় উল্লেখ দুরে থাক মূল মালিককে জানানোর পর্যন্ত প্রয়োজন বোধ করে না। স্বনামধন্য মুস্তাফিজ ভাই এবং উইকির প্রশাসক ড. রাগিব হাসান এ নিয়েও সচলায়তনে পোস্ট দিয়েছিলেন।

    আয় হায়! অবস্থা তো মারাত্মক শোচনীয় হয়ে গেছে দেখছি। কিছু একটা করার সময় এখুনি। 🙁

    Level 0

    জি হা আমাদেরকেই এগিয়ে আসতে হবে
    কাউকে ছাড় দেওয়া যাবেনা

একমাত্র সমাধান 'ধোলাই'

    Level 0

    মন্দ বলেন নাই 😉

Level 0

লাকি ভাই আপাতত সাইবার প্রতিবাদ জানাই চোরের দলের বিরুদ্ধে। যদিত্ত কয়লা ধুলে ময়লা যায় না।।। ইন্টারনেট ব্যবহার করে সবার মাঝে এই ডিজিটাল চোরদের ছবি প্রকাশ করা উচিত। আর রাম ধোলাই (এনালগ প্রযুক্তিতে) প্রয়োজন হইলে বললেন 🙂 ।।।

গতকাল প্রথম আলোতে এই বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। http://www.eprothomalo.com/index.php?opt=view&page=9&date=2011-04-23

    Level 0

    ভাইরে অদেরকে প্রথম ওয়ার্নিং দিলাম,
    ছবি প্রকাশ করলে ওরা চলবে কিভাবে ???
    ম্যাগাজিনতাওতো চালাতে হবে নাকি 😉

আমার লেখা হুবহু কপি পেষ্ট দেখুন –
http://mihmsm.blogspot.com/2011/03/blog-post_5644.html
http://akramsbd.blogspot.com/2011/03/blog-post_18.html

    Level 0

    ভাই ব্লগস্পট চুরি করেই, তারা সচরাচর নতুন 😉
    এক কাজ করতে পারেন রিপোর্ট মারেন দকেহবেন গুগল ঠন্ডা করে দিছে 🙂

    শুধু এইটা না আমার ম্যাজিকে ম্যাজিকে বিজ্ঞান শিখি টিউনগুলো ও কপি পেষ্ট করা হয়েছে ।
    রিপোর্ট কিভাবে করব একটু জানাবেন কি ?

    শুধু এইটা না আমার ম্যাজিকে ম্যাজিকে বিজ্ঞান শিখি টিউনগুলো ও কপি পেষ্ট করা হয়েছে ।
    https://www.techtunes.io/news/tune-id/58783/
    রিপোর্ট কিভাবে করব একটু জানাবেন কি ?

    Level 0

    নিচের লিঙ্ক এ গিয়ে কপি পেষ্ট কৃত ব্লগস্পটের ঠিকানা দিন এবং সাবমিটকরুন
    নিজে রিপোর্ট করুন
    http://www.google.com/support/blogger/bin/request.py?hl=en&contact_type=spam&rd=1

we are প্রস্তুত for যুদ্ধ।
কি করতে হবে only বলুন, তারপর see what আমরা করি…

    Level 0

    সময় হলে আওয়াজ পাবেন, আপাদত প্রস্তুতু থাকেন 🙂
    কাউকে ছাড় দেওয়া হবেনা