প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী ধর্মীয় কর্তব্য পালন করে থাকেন । আমরা যারা মুসলমান তারাও ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী আমাদের কর্তব্য পালন করে থাকি । ইসলাম ধর্ম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান । এই বিধান সম্পর্কে জানতে হলে আমাদের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করতে হয় । কিন্তু যারা সাধারন লাইনে পড়াশুনা করে থাকি তারা ইসলাম সম্পর্কে খুব বেশী জানিনা । এক্ষেত্রে আমরা বিভিন্ন বই, কিতাব ও ইসলামি পন্ডিত ব্যক্তিগণের সাহায্য নিয়ে থাকি ।
আজকে আমি আপনাদের একটি ইসলামিক ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব । এখান থেকে আমরা ইসলামী জীবন বিধানের অনেক কিছু জানতে পারব । আমার কাছে এ ওয়েসাইটটি ভাল লেগেছে এ কারণে যে, বর্তমান আধুনিক জীবনে আমাদের মুসলমান সমাজে যে সকল সমস্যা দেখা দিচ্ছে তার যুগোপযুগী সমাধান ও এক্ষেত্রে আমাদের কি করনীয় তা জানতে পারব ।
এই ওয়েবসাইটটি বাংলাসহ বিশ্বের প্রায় আশিটির বেশী ভাষায় অনুদিত । এর হোমপেজ দেখুন -
এখানে পাবেন আপনি বিশ্বের নামকরা ক্বারীদের কন্ঠে কু্রআন তিলাওয়াত এবং আপনি তা ডাউনলোডও করতে পারবেন ।
এখানে আপনি পাবেন বাস্তব জীবনের বিভিন্ন বিষয়ের উপর লেখা বিভিন্ন প্রবন্ধ । পড়তেও পারবেন এবং পিডিএফ বা এমএস ওয়ার্ডে ডাউনলোডও করতে পারবেন ।
ইসলামিক বিভিন্ন বিষয়ের উপর লেখা বই পাবেন এখানে । পড়তে ও ডাউনলোড করতে পারবেন ।
এখানে পাবেন বিভিন্ন বিষয়ের উপর ফতোয়া ও তা ডাউনলোড করার সুযোগ।
বিভিন্ন ধর্মীয় বিষয়ের উপর অডিও বক্তৃতা ও ডাউনলোড
বিভিন্ন বিষয়ের উপর ভিডিও বক্তৃতা ও ডাউনলোড
০১। লেখার উৎসসমূহ
০২। ইসলামিক নিউজ
০৩। ইসলামিক চ্যাট ওয়েবসাইট
০৪। লেখক পরিচিতি
০৫। বিভিন্ন ইসলামিক বিষয়ের সিডি ও ডিভিডি ডাউনলোড
আমার এই টিউনটি উৎসর্গ করলাম টিউনার সাবিহাকে (নাজমুস সাকিব)। তার পাওয়ার পয়েন্টের উপর ধারবাহিক টিউনের জন্য । যা থেকে আমিসহ অনেকেই পাওয়ার পয়েন্ট সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি ।
আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।
সাবিহাকে (নাজমুস সাকিব) what it mean
thanks for tune