অসাধারণ একটি ইসলামিক ওয়েবসাইট(টিউনটি টিউনার সাবিহাকে উৎসর্গীকৃত)

প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী ধর্মীয় কর্তব্য পালন করে থাকেন । আমরা যারা মুসলমান তারাও ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী আমাদের কর্তব্য পালন করে থাকি । ইসলাম ধর্ম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান । এই বিধান সম্পর্কে জানতে হলে আমাদের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করতে হয় । কিন্তু যারা সাধারন লাইনে পড়াশুনা করে থাকি তারা ইসলাম সম্পর্কে খুব বেশী জানিনা । এক্ষেত্রে আমরা বিভিন্ন বই, কিতাব ও ইসলামি পন্ডিত ব্যক্তিগণের সাহায্য নিয়ে থাকি ।
আজকে আমি আপনাদের একটি ইসলামিক ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব । এখান থেকে আমরা ইসলামী জীবন বিধানের অনেক কিছু জানতে পারব । আমার কাছে এ ওয়েসাইটটি ভাল লেগেছে এ কারণে যে, বর্তমান আধুনিক জীবনে আমাদের মুসলমান সমাজে যে সকল সমস্যা দেখা দিচ্ছে তার যুগোপযুগী সমাধান ও এক্ষেত্রে আমাদের কি করনীয় তা জানতে পারব ।

চলুন আমরা ধারবাহিকভাবে দেখি কি আছে এই ওয়েবসাইটটিতে

এই ওয়েবসাইটটি বাংলাসহ বিশ্বের প্রায় আশিটির বেশী ভাষায় অনুদিত । এর হোমপেজ দেখুন -

কি কি আছে

পবিত্র কুরআন

এখানে পাবেন আপনি বিশ্বের নামকরা ক্বারীদের কন্ঠে কু্রআন তিলাওয়াত এবং আপনি তা ডাউনলোডও করতে পারবেন ।

প্রবন্ধ

এখানে আপনি পাবেন বাস্তব জীবনের বিভিন্ন বিষয়ের উপর লেখা বিভিন্ন প্রবন্ধ । পড়তেও পারবেন এবং পিডিএফ বা এমএস ওয়ার্ডে ডাউনলোডও করতে পারবেন ।

বই

ইসলামিক বিভিন্ন বিষয়ের উপর লেখা বই পাবেন এখানে । পড়তে ও ডাউনলোড করতে পারবেন ।

ফতোয়া

এখানে পাবেন বিভিন্ন বিষয়ের উপর ফতোয়া ও তা ডাউনলোড করার সুযোগ।

অডিও

বিভিন্ন ধর্মীয় বিষয়ের উপর অডিও বক্তৃতা ও ডাউনলোড

ভিডিও

বিভিন্ন বিষয়ের উপর ভিডিও বক্তৃতা ও ডাউনলোড

আরও আছে

০১। লেখার উৎসসমূহ
০২। ইসলামিক নিউজ
০৩। ইসলামিক চ্যাট ওয়েবসাইট
০৪। লেখক পরিচিতি
০৫। বিভিন্ন ইসলামিক বিষয়ের সিডি ও ডিভিডি ডাউনলোড

ওয়েবসাইটি দেখুন

ওয়েবসাইটিতে যেতে ক্লিক করুন এখানে । সৌদি আরবের রিয়াদ থেকে পরিচালিত ও সৌদি আরবের যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ''ইলেকট্রনিক সংস্কৃতি'' বিভাগে দুইবার পুরস্কার প্রাপ্ত এই ওয়েবসাইটের পরিচালনা পরিষদ, এর লক্ষ ও উদ্দেশ্য এবং আরো জানতে ক্নিক করুন এখানে

উৎসর্গ

আমার এই টিউনটি উৎসর্গ করলাম টিউনার সাবিহাকে (নাজমুস সাকিব)। তার পাওয়ার পয়েন্টের উপর ধারবাহিক টিউনের জন্য । যা থেকে আমিসহ অনেকেই পাওয়ার পয়েন্ট সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি ।

Level 0

আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাবিহাকে (নাজমুস সাকিব) what it mean
thanks for tune

    ওয়েলকাম ।
    সাবিহা সম্ভবত নাজমুস সাকিব এর টিউনার নেম ।

    আমার এই সাইট থেকে অনেক গুলো ইসলামিক বাংলা বই ডাউনলোড করতে পারবেন ?

    http://www.ebookbd.info

শেয়ার করার জন্য ধন্যবাদ। আমি বাংলা ইসলামি গানগুলো বিশেষ করে সাইমুম শিল্পী গোষ্ঠীর গানগুলো সংগ্রহ করার চেষ্টায় আছি। কোন লিংক থাকলে আমাকে জানাতে পারেন।

হ্যাঁ একটি ইসলামিক website । কিন্তু ইহা একটি সুন্নী বিরোধী দলের । আমি জানি না তা কোন সংগঠনের ।এখানে গিয়ে দেখলাম মীলাদুন্নবী বিরোধী অসংখ্য বানোয়াট ফতোয়া যার কোন কোরান হাদীসের দলিল নেই । আশা করি অবশ্য কোন ভাল Islamic ব্লগের /website এর ঠিকানা দেবেন । বানোয়াট কোন কওম বা সংগঠনের ঠিকানা দিবেন না । আসলে অনেক জঘন্য ভাবে লিখেছে মিলাদুন্নবী সম্বন্ধে । আল্লাহ তাদের হিদায়াত দান করুক । < আমিন >

    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
    আপনি বলেছেন এটা সুন্নী বিরোধী দলের কিন্তু সৌদি আরবের রিয়াদ থেকে সুন্নী বিরোধী দল কর্তৃক একটি ওয়েবসাইট পরিচালিত হবে তা কি করে সম্ভব হয় । তাও আবার সৌদি মন্ত্রণালয় থেকে দুইবার পুরস্কার প্রাপ্ত । এর জবাবটা দিলে আমারও হয়ত অজানা জিনিস জানা হবে ।
    মিলাদুন্নবীর কোন ফতোয়া টা কুরআন হাদীস বিরোধী ও বানোয়াট তা যদি উল্লেখ করে কুরআন ও হাদীসের সঠিক ব্যাখ্যাটা দিতেন তবে আমিও তা জানতে পারতাম ।
    আশা করি এর জবাব দিবেন ।
    ধন্যবাদ ।

    আজিজ ভাই এটা দেখেন ।
    http://www.facebook.com/Bengali.IslamHouse?sk=info

সুন্দর সাইট টি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

i think it is superb, thanks

অসাধারন সাইট! শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। 😀

Level 0

http://www.islam.com সাইট টি দেখুন।এটি সব ইসলামিক য়েবসাইট এর প্রধান।

সুন্দর সাইট !!! শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

    আপনার সাইটটিও ভাল লাগে ।
    ধন্যবাদ ।

    স্যার আমার সাইট আপনার ভাল লাগে জেনে খু অনুপ্রাণিতবোধ করছি। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভালো সাইট শেয়ার করার জন্য

ধন্যবাদ শেয়ার করার জন্য।

http://www.islamhouse.com/p/334140 এই লিংকে দেখুন ।

    এখানে কোন কথাটা কুরআন ও হাদীস বিরোধী তা ব্যাখ্যা করুন ।
    আমার কাছে তো কোন সমস্যা মনে হলনা ।
    আপনার বাকি মন্তব্যের জবাব দিবেন কি ?

Level 0

আগে টেকটিউনস এ কম্পিউটার বিষয়ক বা যান্ত্রিক তথ্য প্রযুক্তি বিষয়ক জ্ঞানের আদানপ্রদান হতো। কিন্তু বর্তমানে এই তথ্য প্রযুক্তির পৃথিবীতে ধর্ম ও মডার্ণ সায়েন্স কে একত্রিত করে তালবেতালে অবস্থা সৃষ্টি করা হচ্ছে। তো আমার অনুরোধ থাকবো ধর্মীয় বিষয়ক তথ্য নিয়ে যদি আলোচনা করি আসুন আমরা আর একটি এরকম সাইট তৈরী করি। আধুনিক তথ্য প্রযুক্তিকে নিজস্ব গতিতে চলতে সহযোগিতা করি।
ধন্যবাদ সবাই ভাল থাকবেন-

    Level 0

    আপনার নাম এর সাথে আপনার কমেন্টস এর হুবুহু মিল।

    আপনার সাথে একমত হতে পারলাম না।
    ছাত্র ও শিক্ষক ভাই তো খারাপ কিছু লেখেন নি।আপনার পছন্দ না হলে সরাসরি বলে দিবেন।

    Level 0

    Protibadi ভাই, ইসলাম আর মডার্ণ সায়েন্সকে পাথ্যক্য করবো কেমন করে? অন্য ধর্ম‘ র সাথে মডার্ণ সায়েন্স এর পাথ্যক্য থাকতে পারে কিনা যানিনা তবে ইসলাম এর সাথে নাই এটা যানি। আশা করি নিরপেখখ ভাবে নিবেন। আপনার সুমোতি হবে একদিন। ধন্যবাদ

    Level 0

    মম vai:
    আমার মনে আছে ছোট বেলায় পড়েছি, 'যুগ যুগ ধরে মানুষ নানাবিধ গবেষণার মাধ্যমে যে বিশেষ জ্ঞান অর্জন করে চলেছে তাকে বিজ্ঞান বলে। আল-কোরআন নি:সন্দেহে শান্তির বানী। কিন্তু আপনি কি আমাকে বলতে পারবেন যে, অক্সিজেন ও হাইড্রোজেনের সমন্বয়ে পানি তৈরী করা যায় (এটা কত নম্বর আয়াত), (১+১)=২ বা মোবাইলের বা কম্পিউটারের সার্কিট ডায়াগ্রাম কত নম্বর আয়াত, বা চিকিতসা বিজ্ঞানে ওপেন হার্ট সার্জারিতে কি করনীয়???? ইত্যাদি। আপনি বলেছেন, ‌'অন্য ধর্ম‘ র সাথে মডার্ণ সায়েন্স এর পাথ্যক্য থাকতে পারে কিনা যানিনা তবে ইসলাম এর সাথে নাই এটা যানি' তাহলে দয়া করে আমর উত্তরটা দিলে আমি জানতে পারবো এবং আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর নতুন করে একটি বিজ্ঞানে সংগা দিন। ধন্যবাদ ভাল থাকবেন-

    প্রতিবাদী ভাই, কোন খারাপ জিনিসকে পেছনে ফেলতে এমন ভাল কাজ করতে হয় যাতে করে মানুষের নজর খারাপ থেকে ভাল দিকে ফিরে আসে ।
    আপনার কাছে যদি এই টিউনটি মন:পূত না হয় তবে আপনি এমন কিছু প্রযুক্তিভিত্তিক টিউন করুন যাতে করে সবার নজর এরকম টিউনে না আসে ।
    তাহলে মনে হয় সবচেয়ে ভাল হবে । আর এই টিউনটি যদি নীতিমালা বিরোধী হয় তবে তা নিশ্চয়ই এডমিন মুছে দিত । আশা করি এটা নিয়ে আর কোন সমালোচনা হবেনা । এখানেই শেষ করুন । অন্য ভাইদের ও বলছি এ নিয়ে আর অযথা সময় নষ্ট না করতে ।
    ধন্যবাদ ।

    Level 0

    আপনার কথা শুনে তো মনে হয় "ধর্ম আর বিজ্ঞান দুটি সম্পূর্ণ আলাদা জিনিস। বিজ্ঞানের কোনো সমস্যা ধর্ম দিয়ে সমাধান করা যাবে না।"

    মিঠু ভাই, মন্তব্যটা কি আমাকে করলেন ? মনে হয় না ।
    ভাই এদের সাথে শুধু শুধু তর্ক করে লাভ নেই ।

    তোমার প্রভু প্রত্যাদেশ দিলেন মৌমাছিকে "নিবাস গড়ে তোল তোমরা পাহাড়ে এবং বৃক্ষে, এবং সেসব স্থাপনায় যা নির্মাণ করে মানুষ। অতঃপর খাও ফলসমূহ থেকে এবং গমন কর প্রভুর নির্ধারিত পথ ধরে, যা সুগম করা হয়েছে তোমাদের অনুসরণের জন্য।"
    এদের উদর হতে নির্গত হয় এক পানীয়, বিচিত্র তার বর্ণ, যাতে রয়েছে মানুষের রোগমুক্তি। নিঃসন্দেহে চিন্তাশীলদের জন্য এতে রয়েছে নিশ্চিত নিদর্শন।—আল কুরআন, সুরা আন-নহল: ৬৮-৬৯

    প্রতিবাদী ভাই, মানুষ সৃষ্টির সেরা জীব । কুরআনে যদি দেয়া থাকত হাইড্রোজেন আর অক্সিজেনের মাধ্যমে পানি উৎপন্ন হয় তবে মানুষ যে সেরা কিভাবে প্রমানিত হত । আল্লাহ তাআলা মানুষকে জ্ঞানবুদ্ধি দিয়েছেন এবং তার সদ্ব্যবহার করতে বলেছেণ । আর কুরআনে কিছু কিছু ক্লু দিয়েছে যাতে করে মানুষ চিন্তাশীল হয় এবং নতুন কিছু অর্জন করতে পারে । উপরে একটি আয়াত উল্লেখ্য করলাম । কুরআনে আরও অসংখ্য এরকম আয়াত আছে যা বিজ্ঞানের কথাই বলে ।

Level 0

Protibadi ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আপনার সাথে তরক করব না তবে ভাই মানুষ নানাবিধ গবেষণা করে যে বিশেষ জ্ঞান অর্জন করে তাই বিজ্ঞান এটা সত্য কিনতু আমরাই যদি না থাকি তাহলে বিজ্ঞান দিয়ে কি হবে? আমাদের চিনতা চেতনা আগে না বিজ্ঞান আগে? কোন বিজ্ঞানী আনগুল তৈরী করলো যা দিএ কিবোরড টিপছি, মোবাইলের বা কম্পিউটারের সার্কিট ডায়াগ্রাম আকছি, চিকিতসা বিজ্ঞানে ওপেন হার্ট সার্জারি করছি, চিনতা করে আপনার এই উওরটা দিছছি? আপনার কি মনে হয় আগে মগ তৈরি হয়েছে তারপর পানি? আপনার সুমোতি হবে একদিন অবশ্য ই এটা সত্য। ধন্যবাদ আপনাকে।

@ protibadi এই ব্লগে শুধু ইসলাম ধর্ম নয় অন্যান্য ধর্ম নিয়ে ও টিউন হয়। আর এতে যদি কেউ লাভমান হয় তাতে সমস্যা কি। আর যদি বলেন টিটির ধারা অনুযায়ী এইগুলি করা উচিত না ।তাহলে দেখেন প্রতিদিনই টিটির ধারার বাহিরে কিছু না কিছু হচ্ছেই।তাই অযথা তর্ক করবেন না ।

এইটা দেখেন কেউ যদি উপকৃত হয় আমার সমস্যা কোথায়। https://www.techtunes.io/news/tune-id/64346/

Level 0

যখনি ইসলামিক বিষয় নিয়ে কোনো টিউন হয় তখনি কিছু মানুষ এটা নিয়ে বিতর্ক শুরু করে দেয়।এবং যারা করে তারা আবার মুসলমান ই হয়।অন্য ধর্মের না।
হায়রে।ভাবতেই আফসোস হয়।

বিঃ দ্রঃ যারা টেক্টিউন্স এ ইসলাম ও বিজ্ঞান বিষয়ক টিউন পছন্দ করেন না তাদের বলছি,আপনারা ইসলাম ও বিজ্ঞান বিষয়ক টিউন দেখবেন না এবং কোনো কমেন্টস করবেন না।

    Level 0

    মুকুট ভাই ও অন্যান্য সকলের অবগতির জন্য জানাচ্ছি, 'যখনি ইসলামিক বিষয় নিয়ে কোনো টিউন হয় তখনি কিছু মানুষ এটা নিয়ে বিতর্ক শুরু করে দেয়।এবং যারা করে তারা আবার মুসলমান ই হয়।অন্য ধর্মের না' কথাটা ১০০% ঠিক নয়। এখানে আমি একটা টিউন করে ছিলাম, ইসলামকে টার্গেট করে নয় সে টা ধর্মকে টার্গেট করে। কথা প্রসংগে আমার কথাগুলো এসে যায়। আমার কথা হলো ধর্মকে বিজ্ঞানের সাথে তুলনা করে কেন তাকে ছোট করা হয়। সে টাক কি বোধগম্য নয়? আমার কথা হলো ধর্মকে তার সম্মানের স্থানে রাখা হোক। কিছু মহল ধর্মের সাথে মডার্ণ সাইন্সের তুলনা করছে। তাদের উদ্দেশ্যেই আমার কথাগুলো বলা। আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো পৃথিবীর কোন ধর্মগ্রস্থই সমাধান দিতে পারবে না। নিজের মনকে প্রশ্ন করুন আমি কথাগুলো ভূল বলছি কিনা, যদি ভূল বলে থাকি দয়া করে রেফারেন্সসহ তার উপযুক্ত জবাব দিলে খুশি হবো। ‌'মডার্ণ সায়েন্স ও ধর্ম এক' দয়া করে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকবেন।

      Level 0

      সবাইকে ধম্যবাদ ভাল থাকবেন
      শুভ কামনায় রইলাম

    Level 0

    মুকুট ভাই ও অন্যান্য সকলের অবগতির জন্য জানাচ্ছি, ‘যখনি ইসলামিক বিষয় নিয়ে কোনো টিউন হয় তখনি কিছু মানুষ এটা নিয়ে বিতর্ক শুরু করে দেয়।এবং যারা করে তারা আবার মুসলমান ই হয়।অন্য ধর্মের না’ কথাটা ঠিক নয়। এখানে আমি একটা টিউন করে ছিলাম, ইসলামকে টার্গেট করে নয় সে টা ধর্মকে টার্গেট করে। কথা প্রসংগে আমার কথাগুলো এসে যায়। আমার কথা হলো ধর্মকে বিজ্ঞানের সাথে তুলনা করে কেন তাকে ছোট করা হয়। সে টাক কি বোধগম্য নয়? আমার কথা হলো ধর্মকে তার সম্মানের স্থানে রাখা হোক। কিছু মহল ধর্মের সাথে মডার্ণ সাইন্সের তুলনা করছে। তাদের উদ্দেশ্যেই আমার কথাগুলো বলা। আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো পৃথিবীর কোন ধর্মগ্রস্থই সমাধান দিতে পারবে না। নিজের মনকে প্রশ্ন করুন আমি কথাগুলো ভূল বলছি কিনা, যদি ভূল বলে থাকি দয়া করে রেফারেন্সসহ তার উপযুক্ত জবাব দিলে খুশি হবো। ‌’মডার্ণ সায়েন্স ও ধর্ম এক’ দয়া করে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকবেন।

    সবাইকে ধম্যবাদ ভাল থাকবেন
    শুভ কামনায় রইলাম

    তোমার প্রভু প্রত্যাদেশ দিলেন মৌমাছিকে "নিবাস গড়ে তোল তোমরা পাহাড়ে এবং বৃক্ষে, এবং সেসব স্থাপনায় যা নির্মাণ করে মানুষ। অতঃপর খাও ফলসমূহ থেকে এবং গমন কর প্রভুর নির্ধারিত পথ ধরে, যা সুগম করা হয়েছে তোমাদের অনুসরণের জন্য।"
    এদের উদর হতে নির্গত হয় এক পানীয়, বিচিত্র তার বর্ণ, যাতে রয়েছে মানুষের রোগমুক্তি। নিঃসন্দেহে চিন্তাশীলদের জন্য এতে রয়েছে নিশ্চিত নিদর্শন।—আল কুরআন, সুরা আন-নহল: ৬৮-৬৯

    প্রতিবাদী ভাই, মানুষ সৃষ্টির সেরা জীব । কুরআনে যদি দেয়া থাকত হাইড্রোজেন আর অক্সিজেনের মাধ্যমে পানি উৎপন্ন হয়, ওপেন হার্ট সার্জারী কিভাবে করতে হয় তবে মানুষ যে সেরা কিভাবে প্রমানিত হত । আল্লাহ তাআলা মানুষকে জ্ঞানবুদ্ধি দিয়েছেন এবং তার সদ্ব্যবহার করতে বলেছেণ । আর কুরআনে কিছু কিছু ক্লু দিয়েছে যাতে করে মানুষ চিন্তাশীল হয় এবং নতুন কিছু অর্জন করতে পারে । উপরে একটি আয়াত উল্লেখ্য করলাম । কুরআনে আরও অসংখ্য এরকম আয়াত আছে যা বিজ্ঞানের কথাই বলে ।

সুন্দর সাইট !!! শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

    ধন্যবাদ ।
    টেকটিউনসে কবে থেকে ?

    ভাই আপনি কি সোনার বাংলার ফেনল না ?? আর আমি অনেক আগে থেকেই নিয়মিত আসতাম । কিন্তু কেন জানি রেজিঃ করতে অনেক দেরি করে ফেলেছি । তবে এখন থেকে নিয়মিত আসব -ইনশাআল্লাহ ।

    আপনার সাইটটা ভাল লেগেছে ।

ধর্ম হচ্ছে সম্পূর্ণ জীবন, বিজ্ঞান জীবনের অংশ

Science without religion is lame, religion without science is blind, Albert Einstein, "Science,
Philosophy and Religion: a Symposium",

কামের জিনিস। থেঙ্কু

Dear All

Kindly Visit this site. I hope everyone may know important & othantic
discussion about Islam & Islamic topics.

http://www.shorolpoth.com