সুপ্রিয় টিটি বন্ধুগন, সবাইকে শুভ নববর্ষের বৈশাখী শুভেচ্ছা, সেই সাথে জানাচ্ছি কৃতজ্ঞতা যাদের অনুপ্রেরণায় আমার টিউন ৫০তম ধাপে পদার্পণ করল। টিটির সাথে যোগদান করেছি ২৮অক্টোবর,২০১০ সালে, একইসাথে একজন পাঠক ও ব্লগার হিসেবে। জানিনা, টিটিতে লেখা বা উপস্থাপনার ধরণ না জেনে এমন দুঃসাহস করা আমার জন্য কতটুকু সমীচীন ছিল। তবে, এ কথা অস্বীকার করার উপায় নেই যে, আপনারাই প্রেরণা, লেখনীর মূল শক্তি। তাই সকলকে আমি আবারো অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পরিচয়ঃ হা হা হা, অনেকেই ভাবছেন, কি ব্যাপার, এতগুলা টিউন করলো অথচ নিজের পরিচয়টাই এখনো দিলো না!!!!
নাম, মিঠু। কেউ চাইলে টিয়া পাখিও ডাকতে পারেন ( যদিও মিনা নাই 😉 )বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত । সিভিল ইঞ্জিনিয়ারিং ৪র্থ বর্ষ। তাই বলে কেউ আশা করি বলবেন না, ভাই, আপনি ইট,কাঠ,সিমেন্ট নিয়ে একটা টিউন করেন। আসলে আমি ইট সিমেন্টের চেয়ে মনে হয় কম্পিউটারেই স্বাচ্ছন্দ্যবোধ করি। কথায় আছে না, গেয়ো যোগী ভিক্ষা পায় না।
আমার প্রথম টিউন ছিল
কম্পিউটারের ফাইল সিষ্টেম মূলত কি?NTFS,FAT কোন ফাইল সিষ্টেম আপনার জন্য উপযোগী/উপযোগী নয় এবং কেন?
যেখানে আমি আলোচনা করেছিলাম উইন্ডোজের বিভিন্ন ফাইল সিস্টেম সম্পর্কে। টিউনটি প্রকাশিত হয় টিটির সাথে আমার বন্ধুত্বের দিন অর্থাৎ ২৮অক্টোবর,২০১০ সাল।LHC প্রজেক্টঃ ডেকে আনবে কি পৃথিবীর ধ্বংস নাকি সমাধান করবে মহাবিশ্ব সৃষ্টির রহস্য(আপডেটেড + মেগা টিউন)
পৃথিবী সৃষ্টির রহস্য ও সেসময়ের মহাবিশ্বের অবস্থা পর্যালোচনার জন্য বিজ্ঞানীদের আবিষ্কৃত একটি প্রজেক্ট যা সাম্প্রতিক সময়ে প্রবল আলোড়ন তোলে বিশ্বের উপর এর বিরূপ প্রভাব সৃষ্টির আশঙ্কায়।
প্রকাশকালঃ ৪ঠা নভেম্বর,২০১০ সালকম্পিউটারে ভাইরাস আমাদের জীবনের অনাকাংখিত নিত্যসঙ্গী এবং একইসাথে একটি মূর্তিমান আতংক উইন্ডোজ ব্যবহারকারীদের কাছে। অন্যদিকে এন্টিভাইরাস ব্যবহারেও রয়েছে নানা সমস্যা
১) কোন এন্টিভাইরাসই সব ভাইরাস ডিলিট করতে পারেনা। উপরন্তু এন্টিভাইরাসগুলো র্যামের মোটামুটি একটা বড় অংশ দখল করে রাখে। ফলে কম্পিউটার কার্যক্ষমতা কম থাকে।
২) কিছু এন্টীভাইরাস অনেক প্রয়োজনীয় প্রোগ্রাম ডিলিট করে ভাইরাস ইফেক্টেড হওয়ার আশঙ্কায়।
এ সকল সমস্যার প্রেক্ষিতে আমি ৩পর্বের টিউন করেছিলাম যেখানে শেয়ার করেছি, এন্টিভাইরাস ছাড়া পিসিকে ভাইরাসমুক্ত রাখার উপায়।
কোনো এন্টিভাইরাসই সব ভাইরাস ডিলিট করতে পারে না,সুতরাং এন্টিভাইরাস ছাড়াই কিভাবে কম্পিউটারকে রাখবেন পুরোপুরি ভাইরাস মূক্ত
এক্সপি সেটাপ করেও ভাইরাস দূর করতে পারছেন না,আবার ভাইরাসের জন্য এন্টিভাইরাসও ইন্সটল করতে পারছেন না,সুতরাং পিসি ফরম্যাট না করে ভাইরাস দূর করবেন কীভাবে?
ইন্টারনেটের ভাইরাস থেকে মুক্ত থাকুন কোনো প্রকার এন্টিভাইরাস ছাড়াই
ডাইনোসর সম্পর্কে মানুষের জানার আগ্রহের যেনো শেষ নেই। কতকিছুইতো জানি, তারপরেও যেনো রয়ে যায় কত অজানা !!!! বিশাল বলশালী পৃথিবীর এ পুরোনো বিলুপ্ত বাসিন্দাদের নিয়ে জানার মত কিছু তথ্য তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার নিচের টিউনে। চাইলে আরেকবার দেখে নিতে পারেন।
আসুন জানি ডাইনোসরের শুরু থেকে শেষ পর্যন্ত জানা ও অজানা কিছু তথ্য
এছাড়াও আমার ফটোশপ সংক্রান্ত ধারাবাহিক পোষ্টদেখতে পাবেন “ফটোশপ জোন” এ ।
প্রতিনিয়তই আমাদের মধ্যে অনেকে টেকটিউন্সের সদস্য হচ্ছেন। কিন্তু যা পেছনে পড়ে যায়, তা পেছনেই থেকে যায়। উপরে উল্লেখিত টিউনগুলো তাই বহু পেছনের তথ্যকে নতুনদের কাছে তুলে ধরার প্রয়াস মাত্র।
বন্ধুরা, “ফটোশপ জোন” নামে আমি টেকটিউন্সে ফটোশপের একটি ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে কাজ করছি, ইতোমধ্যে আপনার হয়তো জেনেছেন। আজ পর্যন্ত এই চেইন টিউনের ২৯তম পর্ব প্রকাশিত হল আপনাদের ভালোবাসায়। আপনাদের অনুপ্রেরণা আর দোয়ায় আমি অচিরেই পর্যায়ক্রমিকভাবে আরো কিছু বিষয়ের উপরে ধারাবাহিক টিউন শুরু করার আশাবাদ ব্যক্ত করছি।
# ভিজুয়্যাল বেসিক
#এইচ টি এম এল
#সি এস এস
#পি এইচ পি
এ ব্যাপারে তাই আমি আপনাদের একান্ত সহোযোগিতা কামনা করছি।
টেকটিউন্স,আধুনিক বাংলা টেকনোলজীক্যাল ব্লগ সাইটগুলোর মধ্যে অন্যতম একটি ব্লগ সাইট। কি নেই এতে ? গেমিং ইনফো থেকে শুরু করে হ্যাকিং ইনফো, সবই তো এতে পাওয়া যায়। “একের ভিতর সর্বপ্রাপ্তি” র কারণেই সময়ের সাথে বাড়ছে এর জন্যপ্রিয়তা,প্রচার এবং প্রসার। আর এ কারণেই যেমন হাজার হাজার ভিজিটর ভিজিট করছেন টেকটিউন্স, তেমনি বাড়ছে এর ব্লগারসংখ্যা,বাড়ছে ব্লগসংখ্যা,আর যতই সময় যায় ততই লেটেস্ট ব্লগগুলো পড়ে যায় পেছনে,পেছনের ব্লগ আরো পেছনে। ফলে টিটির নতুন সদস্যরা পেছনের ব্লগগুলো সম্পর্কে আর অবহিত হতে পারেন না। তাই বলে কি তারা তা জানা থেকে বঞ্চিত হবেন ? প্রযুক্তি সেকেলে হতে পারে, কিন্তু প্রযুক্তির জ্ঞানকে কি সেকেলে বলে অবহেলায় ফেলে রাখবো ? নিশ্চয়ই নয়। তাহলে কি করা যায় ? হ্যা বন্ধুরা, এ ”কি করা যায়” এর প্রেক্ষিতেই আমার এ প্রস্তাবনা।
টেকটিউন্সের ব্লগ লিস্ট পেজে উপরের দিকে একটি বার যুক্ত করা যেতে পারে যেখানে টেকটিউন্সে নির্বাচিত পোষ্টগুলোর শিরোনাম স্লাইড করে একের পর এক প্রদর্শিত হবে। সেই সাথে প্রতিটি ব্লগারের সেরা ২-৫টি ব্লগের শিরোনামও এই বারে দেখানো যায়। নির্বাচিত পোষ্টের সংখ্যা এখন পর্যন্ত ২৪৫টি। এসকল পোষ্টগুলোর শিরোনাম বারে স্লাইড আকারে চলে যাবে। আর তার ভিতর থেকে পাঠক যে টিউনটি ইচ্ছা পড়ে নিতে পারবেন। আমার এ প্রস্তাবনার ব্যাপারে আপনাদের মতামত মন্তব্যের আকারে তুলে ধরবেন বলে আশা করছি।
সবাইকে অন্তরের অন্তস্থল থেকে আবারো নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউনটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
৫০ তম টিউনে বর্ষা দিনের প্রথম কদম ফুলের শুভেচ্ছা ।(ফুলটা আমাদের বাড়ির গাছে ফুটেছে)
প্রস্তাবে সহমত ।
আপনার পিছনের টিউনগুলো আগে পড়া হয়নি ।
এখন শুরু করলাম ।
ধন্যবাদ ।