আমার( ৫০তম + বৈশাখী )টিউনঃ প্রথম দিকের কিছু উল্লেখযোগ্য টিউনের সারমর্ম যা নতুনরা দেখেননি+টিটির জন্য একটি প্রস্তাবনা+আমার পরবর্তী ধারাবাহিক সম্পর্কে কিছু কথা

সুপ্রিয় টিটি বন্ধুগন, সবাইকে শুভ নববর্ষের বৈশাখী শুভেচ্ছা, সেই সাথে জানাচ্ছি কৃতজ্ঞতা যাদের অনুপ্রেরণায় আমার টিউন ৫০তম ধাপে পদার্পণ করল। টিটির সাথে যোগদান করেছি ২৮অক্টোবর,২০১০ সালে, একইসাথে একজন পাঠক ও ব্লগার হিসেবে। জানিনা, টিটিতে লেখা বা উপস্থাপনার ধরণ না জেনে এমন দুঃসাহস করা আমার জন্য কতটুকু সমীচীন ছিল। তবে, এ কথা অস্বীকার করার উপায় নেই যে, আপনারাই প্রেরণা, লেখনীর মূল শক্তি। তাই সকলকে আমি আবারো অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পরিচয়ঃ হা হা হা, অনেকেই ভাবছেন, কি ব্যাপার, এতগুলা টিউন করলো অথচ নিজের পরিচয়টাই এখনো দিলো না!!!!

নাম, মিঠু। কেউ চাইলে টিয়া পাখিও ডাকতে পারেন ( যদিও মিনা নাই  😉 )বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত । সিভিল ইঞ্জিনিয়ারিং ৪র্থ বর্ষ। তাই বলে কেউ আশা করি বলবেন না, ভাই, আপনি ইট,কাঠ,সিমেন্ট নিয়ে একটা টিউন করেন। আসলে আমি ইট সিমেন্টের চেয়ে মনে হয় কম্পিউটারেই স্বাচ্ছন্দ্যবোধ করি। কথায় আছে না, গেয়ো যোগী ভিক্ষা পায় না।

আমার পূর্ববর্তী কিছু টিউনের সারসংক্ষেপঃ

আমার প্রথম টিউন ছিল

কম্পিউটারের ফাইল সিষ্টেম মূলত কি?NTFS,FAT কোন ফাইল সিষ্টেম আপনার জন্য উপযোগী/উপযোগী নয় এবং কেন?

যেখানে আমি আলোচনা করেছিলাম উইন্ডোজের বিভিন্ন ফাইল সিস্টেম সম্পর্কে। টিউনটি প্রকাশিত হয় টিটির সাথে আমার বন্ধুত্বের দিন অর্থাৎ ২৮অক্টোবর,২০১০ সাল।

LHC প্রজেক্টঃ ডেকে আনবে কি পৃথিবীর ধ্বংস নাকি সমাধান করবে মহাবিশ্ব সৃষ্টির রহস্য(আপডেটেড + মেগা টিউন)

পৃথিবী সৃষ্টির রহস্য ও সেসময়ের মহাবিশ্বের অবস্থা পর্যালোচনার জন্য বিজ্ঞানীদের আবিষ্কৃত একটি প্রজেক্ট যা সাম্প্রতিক সময়ে প্রবল আলোড়ন তোলে বিশ্বের উপর এর বিরূপ প্রভাব সৃষ্টির আশঙ্কায়।

প্রকাশকালঃ ৪ঠা নভেম্বর,২০১০ সাল

কম্পিউটারে ভাইরাস আমাদের জীবনের অনাকাংখিত নিত্যসঙ্গী এবং একইসাথে একটি মূর্তিমান আতংক উইন্ডোজ ব্যবহারকারীদের কাছে। অন্যদিকে এন্টিভাইরাস ব্যবহারেও রয়েছে নানা সমস্যা

১) কোন এন্টিভাইরাসই সব ভাইরাস ডিলিট করতে পারেনা। উপরন্তু এন্টিভাইরাসগুলো র‍্যামের মোটামুটি একটা বড় অংশ দখল করে রাখে। ফলে কম্পিউটার কার্যক্ষমতা কম থাকে।

২) কিছু এন্টীভাইরাস অনেক প্রয়োজনীয় প্রোগ্রাম ডিলিট করে ভাইরাস ইফেক্টেড হওয়ার আশঙ্কায়।

এ সকল সমস্যার প্রেক্ষিতে আমি ৩পর্বের টিউন করেছিলাম যেখানে শেয়ার করেছি, এন্টিভাইরাস ছাড়া পিসিকে ভাইরাসমুক্ত রাখার উপায়।

কোনো এন্টিভাইরাসই সব ভাইরাস ডিলিট করতে পারে না,সুতরাং এন্টিভাইরাস ছাড়াই কিভাবে কম্পিউটারকে রাখবেন পুরোপুরি ভাইরাস মূক্ত

এক্সপি সেটাপ করেও ভাইরাস দূর করতে পারছেন না,আবার ভাইরাসের জন্য এন্টিভাইরাসও ইন্সটল করতে পারছেন না,সুতরাং পিসি ফরম্যাট না করে ভাইরাস দূর করবেন কীভাবে?

ইন্টারনেটের ভাইরাস থেকে মুক্ত থাকুন কোনো প্রকার এন্টিভাইরাস ছাড়াই

ডাইনোসর সম্পর্কে মানুষের জানার আগ্রহের যেনো শেষ নেই। কতকিছুইতো জানি, তারপরেও যেনো রয়ে যায় কত অজানা !!!! বিশাল বলশালী পৃথিবীর এ পুরোনো বিলুপ্ত বাসিন্দাদের নিয়ে জানার মত কিছু তথ্য তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার নিচের টিউনে। চাইলে আরেকবার দেখে নিতে পারেন।

আসুন জানি ডাইনোসরের শুরু থেকে শেষ পর্যন্ত জানা ও অজানা কিছু তথ্য

এছাড়াও আমার ফটোশপ সংক্রান্ত ধারাবাহিক পোষ্টদেখতে পাবেন “ফটোশপ জোন” এ ।

প্রতিনিয়তই আমাদের মধ্যে অনেকে টেকটিউন্সের সদস্য হচ্ছেন। কিন্তু যা পেছনে পড়ে যায়, তা পেছনেই থেকে যায়। উপরে উল্লেখিত টিউনগুলো তাই বহু পেছনের তথ্যকে নতুনদের কাছে তুলে ধরার প্রয়াস মাত্র।

আমার পরবর্তী ধারাবাহিক সম্পর্কে কিছু কথাঃ

বন্ধুরা, “ফটোশপ জোন” নামে আমি টেকটিউন্সে ফটোশপের একটি ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে কাজ করছি, ইতোমধ্যে আপনার হয়তো জেনেছেন। আজ পর্যন্ত এই চেইন টিউনের ২৯তম পর্ব প্রকাশিত হল আপনাদের ভালোবাসায়। আপনাদের অনুপ্রেরণা আর দোয়ায় আমি অচিরেই পর্যায়ক্রমিকভাবে আরো কিছু বিষয়ের উপরে ধারাবাহিক টিউন শুরু করার আশাবাদ ব্যক্ত করছি।

# ভিজুয়্যাল বেসিক

#এইচ টি এম এল

#সি এস এস

#পি এইচ পি

এ ব্যাপারে তাই আমি আপনাদের একান্ত সহোযোগিতা কামনা করছি।

প্রস্তাবনাঃ

টেকটিউন্স,আধুনিক বাংলা টেকনোলজীক্যাল ব্লগ সাইটগুলোর মধ্যে অন্যতম একটি ব্লগ সাইট। কি নেই এতে ? গেমিং ইনফো থেকে শুরু করে হ্যাকিং ইনফো, সবই তো এতে পাওয়া যায়। “একের ভিতর সর্বপ্রাপ্তি” র কারণেই সময়ের সাথে বাড়ছে এর জন্যপ্রিয়তা,প্রচার এবং প্রসার। আর এ কারণেই যেমন হাজার হাজার ভিজিটর ভিজিট করছেন টেকটিউন্স, তেমনি বাড়ছে এর ব্লগারসংখ্যা,বাড়ছে ব্লগসংখ্যা,আর যতই সময় যায় ততই লেটেস্ট ব্লগগুলো পড়ে যায় পেছনে,পেছনের ব্লগ আরো পেছনে। ফলে টিটির নতুন সদস্যরা পেছনের ব্লগগুলো সম্পর্কে আর অবহিত হতে পারেন না। তাই বলে কি তারা তা জানা থেকে বঞ্চিত হবেন ? প্রযুক্তি সেকেলে হতে পারে, কিন্তু প্রযুক্তির জ্ঞানকে কি সেকেলে বলে অবহেলায় ফেলে রাখবো ? নিশ্চয়ই নয়। তাহলে কি করা যায় ? হ্যা বন্ধুরা, এ ”কি করা যায়” এর প্রেক্ষিতেই আমার এ প্রস্তাবনা।

টেকটিউন্সের ব্লগ লিস্ট পেজে উপরের দিকে একটি বার যুক্ত করা যেতে পারে যেখানে টেকটিউন্সে নির্বাচিত পোষ্টগুলোর শিরোনাম স্লাইড করে একের পর এক প্রদর্শিত হবে। সেই সাথে প্রতিটি ব্লগারের সেরা ২-৫টি ব্লগের শিরোনামও এই বারে দেখানো যায়। নির্বাচিত পোষ্টের সংখ্যা এখন পর্যন্ত ২৪৫টি। এসকল পোষ্টগুলোর শিরোনাম বারে স্লাইড আকারে চলে যাবে। আর তার ভিতর থেকে পাঠক যে টিউনটি ইচ্ছা পড়ে নিতে পারবেন। আমার এ প্রস্তাবনার ব্যাপারে আপনাদের মতামত মন্তব্যের আকারে তুলে ধরবেন বলে আশা করছি।

সবাইকে অন্তরের অন্তস্থল থেকে আবারো নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউনটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

৫০ তম টিউনে বর্ষা দিনের প্রথম কদম ফুলের শুভেচ্ছা ।(ফুলটা আমাদের বাড়ির গাছে ফুটেছে)
প্রস্তাবে সহমত ।
আপনার পিছনের টিউনগুলো আগে পড়া হয়নি ।
এখন শুরু করলাম ।
ধন্যবাদ ।

    Level 0

    🙂 ধন্যবাদ।
    এখন কদম ফুল!!!!!

আমাদের মিঠু ভাই এর আজ ৫০ তম টিউন।আমাদের techtunes এর সবার পক্ষ থেকে ধন্যবাদ। ভাই সাথে আরেকটা শুরু করেন না।খুব লোভ হচ্চে।

    Level 0

    আপু, ঘোষনা তো দিয়েই দিলাম। আর বেশি লোভ থাকা কি ভালো? 🙂

Level 0

অর্ধ-শত টিউন পূর্ন করায় আপনাকে অ-নে-ক, অ-নে-ক শুভেচ্ছা……….

আপনার কাছ থেকে আরও অর্ধ-শত ,শত টিউন পাব এই আশা রাখি….

    Level 0

    আপনাকেও অ-নে-ক, অ-নে-ক ধন্যবাদ।

৫০তম টিউনের শুভেচ্ছা। 🙂

    Level 0

    অসংখ্য ধন্যবাদ ভাইয়া। 🙂

অর্ধ-শত টিউন পূর্ণ করায় আপনাকে অনেক অভিনন্দন। পুরনো টিউনগুলো যেন কালের গর্ভে হারিয়ে না যায় সেজন্য একটা পরিকল্পনা আছে। আপনার পরিকল্পনাও বেশ ভাল। চেষ্টা করব তা বাস্তবায়নের। আর একটা কথা মিনি মাউস আর মিকি মাউসের মাঝে আপনাকে মিঠু মাউস লাগছে 🙂

    Level 0

    মিনি-মিঠু-মিকি মাউস,হা হা হা,চরম বলেছেন, ধন্যবাদ।
    আপনার এ ব্যাপারে পরিকল্পনা আছে জেনে ভালো লাগলো, যত তাড়াতাড়ি তা বাস্তবায়িত হয় ততই ভালো হবে বলে আশা করি।

Level 0

অভিনন্দন অর্ধশত টিউন পূর্ণ করার জন্য। বৈশাখের কাল-বৈশাখী ঝড়ের শুভেচ্ছা। সাথে কাচা আমের ভর্তা খাত্তয়ার দাত্তয়াত রইলো। সামনে এগিয়ে যান।

    Level 0

    দাওয়াত সানন্দে গৃহীত হল। কিন্তু ঠিকানা কই ? 😉

স্বাগতম আপনাকে…..

    Level 0

    ধন্যবাদ।

Level 0

হাফ সেঞ্চুরী করার জন্য আপনাকে অভিনন্দন। আশা করি আপনার টিউন আমরা নিয়মিত পাব। শুভকামনা আপনার জন্য।

    Level 0

    দোয়া করবেন।

অভিনন্দন ৫০ তম টিউন শেষ করায়।

    Level 0

    ধন্যবাদ, 🙂

    মিঠু, আমার সাইট টার লেখা গুলি আমার কিন্তু ব্লগটা তৈরি করে দিয়েছে নাইম ভাই … মেনি থ্যাংকস টু হিম .. .

    মিঠু আমার সাইটের লেখা তো আমার কিন্তু ব্লগটা পুরাই নাইম ভাই ডিজাইন করে দিয়েছে … মেনি থ্যাংকস টু হিম … তুমি ও তো অনেক টিউটোরিয়াল লেখ দেখছি … পড়ব সময় করে 😀

অভিনন্দন গ্রহন করুন।

    Level 0

    গৃহীত হল, ধন্যবাদ। 🙂

মিঠু ভাই, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়েন, অথচ ১ম বর্ষের কারো খোজ নিলেন না? ১৮ এ রুয়েট খুলবে। পারলে দেখা হবে। আর ৫০তম টিউনের শুভেচ্ছা। 🙂

    Level 0

    আরে!!!!আমার স্বজাতি নাকি? কোন ডিপার্টঃ ? রুয়েটের খবর আমি জানি। 🙂

    জ্বি, সিএসই তে, ভাই অ্যাডমিশান টেস্ট এর রেজাল্ট দেখেন নি? প্রথমেই ছিল ১০০১৫ – ১৪৮তম। যাই হোক, শচীনের মত সেঞ্চুরী মারবেন এই কামনা করি। 🙂

    মিঠু ভাই রিপ্লাই কই? 🙁

    Level 0

    প্রত্যাশার জন্য ধন্যবাদ। আর রেজাল্টটা মনে হয় দেখেছি, কিন্তু সঠিক মনে নেই।

বাহ…দেখতে দেখতে ৫০ হয়ে গেল…
আশা করি সেঞ্চুরি হতেও বেশি সময় লাগবে না 😀

    Level 0

    হুম, আপনাদের দেখতে দেখতে আর আমার লেখতে লেখতে…… 🙂

হাফ সেঞ্ছুরি করার আপনার জন্যে শুভেচ্ছা রইল, এখনো স্কুল লেভেলে আছি তাই পড়াশোনার ফাকে খুব একটা সময় হয়ে ওঠে না টিউন করার জন্য…

    Level 0

    আমারও হতো না, যদি ছুটিটা না পেতাম। এই টিউনে কিছু গান আপলোড করে লিঙ্ক দিতে চাইছিলাম,যার মধ্যে কিছু ডিজে মিউজিকও ছিল(হয়ত তোমার ভালো লাগতো) কিন্তু মিডিয়াফায়ারে কেন যেনো আপলোড করতে পারছি না, তাই আর আপলোড করা হয়নি। আর ধন্যবাদ।

হাফ সেঞ্ছুরি!!! কিছুই বলার নাই। এগিয়ে যান। সেঞ্ছুরি করেন। ১৫০ করেন…২০০ করেন… করতেই থাকেন। হি হি হি। টিউটোরিয়ালগুলোর অপেক্ষায় থাকলাম। বৈশাখে মনে হয় শুধু আমের মুকুল ফুটে। তাই আপনাকে একরাশ আমের মুকুল এর শুভেচ্ছা। 😀

    Level 0

    হে হে, মুকুলগুলো পকেটে নিয়ে নিলাম,যখন আম হবে তখন খাব। ধন্যবাদ।

৫০ তম,শুভেচ্ছা সহ_______________কলকাতা

    Level 0

    🙂 ধন্যবাদ।

৫০ তম টিউনে ৫০বার শুভেচ্ছা।
চালিয়ে যান।

    Level 0

    ধন্যবাদ।
    কাছে থাকুন। 🙂

মিঠু ভাইকে অভিনন্দন। আরো টিউনারে অপেক্ষায়…

    Level 0

    ধন্যবাদ

হাফ সেঞ্ছুরি করার আপনার জন্যে শুভেচ্ছা রইল. আশা করি সেঞ্চুরি হতেও বেশি সময় লাগবে না. এগিয়ে যান।

    Level 0

    ধন্যবাদ……

৫০তম Tune-এর জন্য অসংখ্য অভিনন্দন…

হেই মিঠু … তুমি এখানে রেগুলার পোস্ট দাও … দেখে ভাল লাগলো

    Level 0

    আরররররররররররররররে,তুমি এখানে আছ!!!! ্তোমার দেখা পেয়েও খুব ভালো লাগছে, তুমি মাঝে মাঝে টিউন কইরো। ঃ)