মিরাকল (MIRACLE)

" সকলের উপর শান্তি বর্ষিত হোক"

বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বর্তমানে কোন জিনিস বা বস্তুকে গ্রহন করতে হলেই প্রথমে সামনে এসে যায়,তার বৈজ্ঞানিক ভিত্তি তার ব্যাখা এবং কারন।
জিনিস বা বস্তুটি অগ্রহনযোগ্য হয়ে যায় ,যদি তা বৈজ্ঞানিক ভিত্তি  তার ব্যাখা এবং কারনের মাধ্যমে প্রমানিত না হয়।

পবিএ আল কোরআন এমনই এক মহা বিজ্ঞান যার প্রতিটি আয়াতের বৈজ্ঞানিক ব্যাখা দেওয়া সম্ভব। অথচ আজকের অনেক বড় বড় বিজ্ঞানী আল্লাহকে বিশ্বাস করেনা,কারন আল্লহকে দেখা যায়না,যাকে দেখা যায়না,তাকে কিভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে ব্যাখা করা যায়। আল্লাহ জানতেন অবিশ্বাসীরা এরকমই হটকারী মন্তব্য করবেন। তাই তিনি দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু আশ্চর্য মিরাকল উপস্থাপন করেন,যা বৈজ্ঞানিক ভিত্তিতে প্রমান করা যাবেনা,কিন্তু তা সত্য। নিচে এমনই কিছু বিস্ময়কর  ইসলামিক মিরাকলের ছবি সংযোজন করা হলো,যা পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা গোল টেবিলে বসে কিংবা বিজ্ঞানীদের মহা সম্মেলন করেও এর বৈজ্ঞানিক ব্যাখা প্রমান করতে পারবেনা। এটা OPEN চ্যালেঞ্জ। আমার নয়, স্বয়ং মহান আল্লাহর।

miracle-format.JPG

fishallah1.jpg

rocksajdah.jpg

melon.jpg

বিঃদ্রঃ-গুগলে সার্চ করে এরকম আরোও অসংখ্য  ইসলামিক মিরাকল ছবি নামানো যাবে।

Level 0

আমি shohel islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thank u

ধন্যবাদ…

ভাই এই গুল দিয়ে বিভ্রান্তি সৃস্টি করবেন না দয়াকরে। এত ছটখাট বিষয়ে আল্লাহকে টেনে আনা ঠিকনা। আচ্ছা এইগুলতে যদি কোন মুর্তির ছবি থাকত তাহলে কি আমরা সেই মূর্তির পুজা করতাম…? আল্লাহ এক এবং অদ্বিতিয় তার কোন শরিক নাই…. আল্লাহর অস্তিত্ত প্রকাশ করার জন্য এত ছোট কিছু করবেননা নিশ্চই…….. আমি জানিনা আপানাকে বোঝাতে পারলামকিনা………

Level 0

sumon vai apni tik bolsen tobe adoroner jinish jana valo . amar mote iman(belive) strong hoe.

Level 0

shohel bhai somadker thnx for nice tunes.

যা দেখা যায় না তা-ও বৈজ্ঞানিকভাবে প্রমান করা যায়। দয়াকরে অসম্পূর্ণ এবং অজ্ঞতাপ্রসুত বক্তব্য প্রদান করবেন না।

যদি নিজ মনের মাধুরী মিশিয়ে কোন বক্তব্য উপস্থাপন করতে চান তাহলে অন্য কোথাও লিখতে পারেন।
এখানে শুধু ‘টেক’ বিষয়ক লেখা দিন।

Level 0

ki bepar jenon tomar somossa kotae. ai bepare aro bola ho-e ghese.sutorang ai bepare amar mone hoe kisu na bolai valo

Level 0

এ ধরণের কথা শুনলে বা লেখা দেখলে কারো কারো গা জ্বালা কেন করে এটাই চিন্তা করে দেখার বিষয়। যারা দুনিয়াতে গড্ডালিকায় গা ভাসিয়ে চলার নীতিতে বিশ্বাসী তারাই সত্যকে ভিন্ন দিকে ফিরিয়ে দেয়ার বৃথা চেষ্টা করেন। আমার আহ্ববান হল, সত্যকে নিরপেক্ষ দৃষ্টিতে জানার এবং গ্রহণ করার মানষিক রাখুন আপনার ক্ষতি হবে না, লাভ হবে। ধন্যবাদ।

Mr. সুমন :: “ভাই এই গুল দিয়ে বিভ্রান্তি সৃস্টি করবেন না দয়াকরে। এত ছটখাট বিষয়ে আল্লাহকে টেনে আনা ঠিকনা। আচ্ছা এইগুলতে যদি কোন মুর্তির ছবি থাকত তাহলে কি আমরা সেই মূর্তির পুজা করতাম…?”

১:: এখানে বিভ্রান্তি সৃস্টি হলো কোথায় ??
২:: ছটখাট বিষয় বলতে আপনে কি বোঝাতে চাইছেন? বিন্দু থেকে শুরু করে সবচাইতে বড় ভালো সব বিষেয়ই সবার আগে আল্লাহকেই আনতে হবে।
৩:: আপনে বলছেন “এইগুলতে যদি কোন মুর্তির ছবি থাকত তাহলে কি আমরা সেই মূর্তির পুজা করতাম…?” এখানে কোন ছবিতে মূর্তি নাই। আপনার মনে রাখা দরকার এখানে সব ছবিই প্রকৃতি থেকে নেয়া কোনটা paint করা না।আর মূর্তি মানুষ বানায়, আমার দৃঢ় বিশ্বাস যে মূর্তিতে কেউ চাইলে আল্লাহ নাম লিখে দিতে পারবে না। কারন এখনও মুসলমানরা বেচে আছে + ইসলামও টিকে আছে আর মহান আল্লাহ তো আছেনই।
৪:: আর “সেই মূর্তির পুজা করতাম…?” এই কথার মানে কি। এখানে তো tuner বলেনাই যে কোন কিছুর পুজা করতে। দেখে শুনে বুঝে comment করবেন।

Mr. জেনন ::

১:: ” যা দেখা যায় না তা-ও বৈজ্ঞানিকভাবে প্রমান করা যায়। দয়াকরে অসম্পূর্ণ এবং অজ্ঞতাপ্রসুত বক্তব্য প্রদান করবেন না। ” এটা দিয়ে আপনে কি বোঝাতে চাইছেন ? “যদি এটা হয় যে আল্লাহ আছে সেটার প্রমাণ নাই তাহলে এটা আমি প্রমান করে দেবো যে আল্লাহ আছে ”
২:: ” নিজ মনের মাধুরী মিশিয়ে কোন বক্তব্য উপস্থাপন করতে চান তাহলে অন্য কোথাও লিখতে পারেন ” মনের মাধুরী মিশিয়ে আবার কি ? আর tuner তো বিজ্ঞান related কিছুই লিখছে তাই না। আপনে অন্য কোথাও লিখতে বলেন কেন???কেন???কেন???কেন???…. আপনে এত
“টেক” “টেক”” টেক” করছেন যে আপনার মাথায় এত “টেক” কে দিলো ভেবেছেন একবার ??? আর এমন লেখা কোন tuner প্রতিদিন লেখে না।
so .. “নিজ মনের মাধুরী মিশিয়ে কোন বক্তব্য উপস্থাপন করতে চান——————” এমন বলা আপনা উচিত হইছে কি ???

Sohel Islam Tuneটা josh হইছে। মাঝে মাঝে এমন কিছু জানতে পারলে ভালো লাগে।

Level 0

bad boy apnake thank’s apni subjecta k valo vabe upostapon koresen. amio apner sate akmot

Lot of thanks bad boy- karent nai tai comment korte parsi na.

Bhai shohel, thank you very much for your tunes. its simply great. in Bengali lajabab. apnake india asar agam amontron roylo. amar contact no. (91) 9231634182, 9432848513. however , ami aj akhane kichu mantabo na kare parchi na, jadi kano bhul mantobo kari tabe tiuner gan amake khama karben.
to sumon:
bhai sumon apni ki janen biggan aj jeta balche ba sristi karche, ta bahu din agey holy quran a ullekh kara hoye geche. sutarang holy quran sabar age biggan noy. tai ata advertise (apnar mate biggopti) noy , ajker bhule jayoa manus ke mone kareiye deoar prechesta matro. ar murtir katha balchen, apni budhhiman, nischoy bujhte parben murti manus dara sristi hoy, manus murti dara sristi hoy na. tai murti pujar kano prosnoi othe na.
To Jenon:
apni biggan samporke katota dharona rakhen ta sandeher bisoy. apni ki janen bigganer prothom and ses kathai hochhe proman. famous scientist madam kuri and piyoro kuri ki kare mara gechilen apni janen ki??/ aktu janar chestta karben, taholey apnar kache bapar ta clear hoye jabe.banglai akta katha ache janen: “alpo bidya bhoyankor”. tai ajotha akhane bitorker chesta karben na.request roylo. r holy quran jekhane nijey akta biggan, sekhane tech tune a ar chaite bhalo tune hote pare na.
To bad boy:
apni at sundor mantobo karechen, athcho nijer nam bad boy diyechen kano. jadi kano karon basoto diye thaken tabe sey smriti jhere fele, nijer sundor namta use karun. thanks.
To all:
ami amon akta country te thaki jekhane hindu cast ar sankha besi. we also respect each other. apnara sunle abak hoben j akhane anek anek gani hindu cast ar manuso sikar kare niyechen j Islam simply great.

Level 0

Shohel Vai,

Thanks for the nice tune because its help to improve our Iman.

Sohel bhai. amar spider man games ar PC version chai.

খুবই ভালো টিউন।
আমার খুবই ভাল লেগেছে।
আপনার কল্যান কামনা করি।

অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানতে পারবো আশাকরি।

Roni bai inshallah- i will make a tune about spiderman pc games after 2 days. Roni bai i was going india 2time before 2year ago, i was present to kalkotta prak street hotel for 2day.then i was goin madrass form pregment.because i was some problem for my kidney and i was transplan my kidney.my mama gives her kidney for me.I was lived and present for 9 month. That was time 2004. Alhamdulillaha Now i am complectly ok and i have no problem .amar gonno dua korben

সোহেল ভাই, সুন্দর টিউনের জন্য ধন্যবাদ, সঠিক কথা যখন বলবেন তখন কিছু লোক এর নিন্দা করবেই।
ব্যড বয় (গুড বয়) কে আমার মনের কথাগুলো সুন্দর করে বলার জন্য অনেক ধন্যবাদ।

ব্যাড বয় এবং রনি (কোলকাতা)’র জন্যে একটা লিংক

http://www.somewhereinblog.net/group/somajtantrikforum/28962524

Mr. Jenon apni gei linkti delen gar post read korte bollen tar negeri nam poricoi nai.karon se akta soitaner guptocor.

Mr. জেনন :: আমার মনে হয় আপনে ধর্ম বিশ্বাস করেন না। ভালো আমার কোন আপত্তি নাই। কিন্তু (ইসলাম) ধর্মকে নিয়ে দয়াকরে আজে বাজে কিছু বলবেন না। আপনে একটা লিংক দিছেন এখানে যা লেখা আছে সেটা আমার মনে হয় একজন নাস্তিকের কথা।

আর :: সমাজতন্ত্র আমাকে আপনার বোঝাতে হবে না। শুধু এইটুকু বলি আমি সমাজতন্ত্রের গুষ্টি কিলাই ( মাফ করবেন এমন কথায় যদি কষ্ট পান কেউ ) । আমার মনে হয় আপনে সমাজতন্ত্রের “স”ও জানেন না আর বুঝবেন তো দুরের কথা।

আশা করি ধর্ম নিয়ে বাজে আলোচনা আপনে আর করবেন না। আপনার মত মানুষ ধর্ম বিশ্বাস না করলে আমার মহান আল্লাহর কিছু আসে যায় না। আর আল্লাহ যে আছে সেটা আপনার এখন বিশ্বাস না হলেও একসময় হবে। আর তখন আপনেও আল্লাহর পথে চলতে চাইবেন কিন্তু পারবেন না।

ভালো থাকবেন।

পরম করুনাময় আল্লাহ তায়ালা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষ এর জীবন ধারা সুন্দর করার লক্ষে বহু অজানা বিষয় লুকিয়ে রেখেছেন যা কিনা যুগ যুগ ধরে বিজ্ঞানিরা আবিষ্কার করে আসছে। অবশ্যই এটা আল্লাহর ইশারা ছাড়া আর কিছুই না। এখন বুঝতে হবে, আবিষ্কার মানে কি? মানে হচ্ছে খুজে বের করা। আর তাই যদি হয় তবে বৈজ্ঞানিক ভাইরা তো নিজেরা কিছুই বানাচ্ছে না, সব আগে থেকেই ছিল তাই না, শুধু একটু খোঁজ খবর করে সবার সামনে প্রকাশ করছে আর কি।

সোহেল ভাই এর ছবিগুলো আমি আগেও অনেকবার দেখেছি। এই ব্যাপারে কোন মন্তব্য করতে চাই না।

আর ইসলাম বিষয়ে ছোট খাটো জ্ঞ্যান নিয়ে তক করা ঠিক না। আমরা মুসলমান হলেও ইসলাম সম্পকে কতটুকুই বা জানি?

Mr. jenon:::;
apnar deyoa link ta visit karlam. amar mane hoy, jini akhane likhechen, tini akata asto mental patient chara kichui noy. ar mental patient ke sahanibhuti dekhano jai, kintu besi important deyoa jai na. asa kari mental patient ke sango diye apni nijekeo mental patien kare tulben na. apni parle akbar kolkata asun,,,, apnake “”””ASAITIC SOCIETY”””” te islamic alochana sabha te niye jabo… taholey sab bujhte parben.

Level 0

Fanatic islamists claim that everything is written in quran. ha…………
then why almost all scientific invention is made by the non muslims? why?

the truth is that you muslims claim it after the invention is made.

and you misuse their invention to bring destruction to the world. all rubbish……

All sciencetifc invention made by the non muslim? How? How? How? Can you now.

কোলকাতা (রনি ) ভাইয়ের e-mail Id ta আমাকে দিবেন please…

roni bai email———- [email protected]

is it rony.s e-mail ??

Level 0

yes ronis email

ভাল টিউন হইছে,আমি বিভিন্ন সময় পেপারে এইসব ছবি দেখছি আর ঈমান আরও মজবুত হইছে।

কিছু মনে করবেন না বড় ভাইয়েরা। আল্লাহকে নিয়ে তর্কবিতর্ক করা আমার জানা মতে ঠিক না। যে যার মত চলতে চায় তাকে তার মত করে চলতে দিন। আমি বিশ্বাস করি সবাইকে তার কর্মের ফলাফল একদিন পেতেই হবে। আর যারা এই টিউনটির বিপক্ষে তাদেরকে বলি। আপনাদের মনমানসিকতা পাল্টান।

Level 0

সুন্দর টিউন।

ভাল টিউন। খোকন ভাই চালিয়ে যান, নিন্দুকদের কাজই হল নিন্দা করা এবং সমালোচনা করা। তা না হলে কোথায় আপনাকে একটু প্রেরণা দিব তা না করে উল্টাটা করি।