টেকটিউনসকে প্রতিনিয়ত এগিয়ে নিতে আজকের (গতকালকের) হয়ে যাওয়া টেকটিউনস টপটিউনার কনক্লেভ-এপ্রিল ২০১১ এর সামারাইজিং টিউনটি শুরু করছি। উল্লেখ্য কিছু দিন আগে থেকে প্রস্তুতি নেওয়া এই টপটিউনার কনক্লেভ এর দিন ধার্য করা হয়েছিলো ৯ এপ্রিল দুপুর ১২ টায় হাতিরপুলে অবস্থিত শরমা কেবাশিশ হাউজে। পরবর্তীতে সকলের সময় সুযোগের পরীপ্রেক্ষিতে সময় পিছিয়ে নেওয়া হয় দুপুর ২ টায়। এই পুরো ইভেন্টটির দ্বায় দায়িত্ব যদিও টেকটিউনসের ইভেন্ট ম্যানেজার সাম্য ভাই ও চিফ মডারেটর সোহান ভাইয়ের উপর বর্তিত ছিলো তারপর ও তাদের পাশাপাশি টেকটিউনসের CCO জালাল ভাই ও টেকটিউনসের CEO মেহেদি ভাই পরিপূর্নভাবে সাহায্য ও সহযোগীতা করেন। তাছাড়া কিছু নিবেদিত প্রান টিউনার তো রয়েছেনই যারা মধ্যে জাকির ভাইয়ের কথা না বললেই নয়।
যাইহোক মূলত এই মিট আপটির আমন্ত্রিত সদস্যদের বেশিরভাগই ছিলেন টেকটিউনসের টপ টিউনার, এছাড়াও সাথে ছিলেন আমন্ত্রিত আরো কিছু সদস্য যারা টেকটিউনসের সাথে কোন না ভাবে অন্তরঙ্গভাবে জড়িত। ক্ষুদ্র পরিস্বরে আয়োজনটি হলেও এর মূল উদ্দেশ্য ছিলো টেকটিউনসের সাথে টিউনারদের সম্পর্ক, তাদের এই প্লাটফরমে আসার পিছনের কথা এবং এরই সাথে টেকটিউনসকে আরো দূর্বার গতিতে এগিয়ে নিতে প্রত্যেকের পরামর্শ ও মুক্ত আলোচনা। এখানে শারীরিকভাবে যারা উপস্থিত ছিলেন তাদের পাশাপাশি আমাদের দেশের বাইরের জনপ্রিয় টিউনাররা ও অংশগ্রহন করেছেন এই আয়োজনে। তাই বলা চলে সফল ভাবেই পরিকল্পিত অনুযায়ি আয়োজন সফল হয়েছে।এবার অনুষ্ঠানের সারমর্ম আপনাদের সম্মুখে তুলে ধরা হচ্ছে।
উপস্থাপক হিসেবে মূল ভুমিকায় ছিলেনঃ টেকটিউনসের CEO মেহেদি হাসান আরিফ
সহকারী উপস্থাপক হিসেবে ছিলেনঃ সাফুল্লাহ সাম্য ও সোহান রাহাত
উপস্থিত সদস্যগনঃ মেহেদি ভাই, জালাল ভাই, সোহান ভাই, সাম্য ভাই, ফাহিম ভাই, হায়দার ভাই, শিমুল ভাই, আরিফ ভাই, রেক্স ভাই, হাসান জোবায়ের, টিউনার আকাশ, সোর্ডফিশ, ফেসবুক গুরু, সাইফুল ইসলাম, মাইক্রো হ্যাকার আলমাস, সজীব রহমান, ডিজে আরিফ, জাকির ভাই, এন সি দাস, এ আর রলিন, মাহাবুব টিউটো ভাই, রনি পারভেজ ভাই, মিঠু ভাই, আমি লাকি এফ এম সহ সর্বমোট ২৫ জনের বেশি সদস্য। সবচেয়ে উল্লেখযোগ্য একটি অংশ ছিলো আমাদের টেকটিউনসের প্রথম দিককার জনপ্রিয় টিউনার নাবিল আমিন ভাই ও ইমতিয়াজ ভাইয়ের অনলাইনের অংশগ্রহন। এছাড়াও প্রবাসি ভাই সহ আরো অনেকেই কর্মস্থলে থাকার কারনে আমাদের সাথে অংশগ্রহন করতে পারেননি।
জাকির ভাইয়ের টপটিউনার কনক্লেভ - এপ্রিল ২০১১ এর আরও কিছু ছবি টিউন
এবার সকলের বক্তব্য সারমর্ম আকারে তুলে ধরা হচ্ছে
মেহেদি ভাই প্রথমে আয়োজনের প্রথম থেকে শুরু করে অনেকটা সময় উপস্থাপনা করেন। তার প্রান চঞ্ছল ও হাস্য-রসাত্মক উপস্থাপনা সবাইকে মুগ্ধ করেছে। তার আহবানে সবার সামনে প্রথমে কথা বলতে আসেন প্রবীন রেক্স ভাই।
রেক্স ভাইঃ হার্ডওয়ারের উপর কি এক সমস্যায় পড়ে তার গুগলিং শুরু। এরপর বাংলায় খুজতে গিয়ে টিটির খোজ ও সমাধান পান। পরবর্তীতে একটা সময় নতুনদের শিখার জন্য তিনি টিউনিং এ যোগ দেন। এভাবেই টিটির সাথে অনেকটা পথ হাটা। যদিও এখন টিটীতে লেখা লেখি করা হয়না তা, তারপরও সময় পেলে টিটিতে ঢু মারতে ভুল করেননা।
অতঃপর মেহেদি ভাইয়ের ডাকে আগমন ঘটে টিউনার সোর্ডফিশের। তিনি জানান টিটির প্রতি তার অনুভূতি ও হুশিয়ারি বার্তা উচ্চারন করেন টিটিতে চলমান কিছু বাজে ধরনের টিউন সম্বন্দে।
মাঝে সোহান ভাই সবার সাথে নতুন করে পরিচয় করিয়ে দেন মাইক্রো হ্যাকার আলমাসকে যে এবারই এস. এস. সি পরীক্ষা দিয়েছে।
টিউনার আলমাসের শুরুটা ২০০৯ এর মাঝের দিকে কিংবা শেষের দিকে। কেউ এক জন তার সাথে বিভিন্ন টিপস বা ট্রিক্স নিয়ে অনেক ভাব দেখাত, এর মাঝে নেট নেবার তিন দিনের মাথায় টেকটিউনসের খোজ পায় সে। যদিও প্রথমে সে টিটকে সেভাবে নেয়না, কিন্তু পরবর্তীতে বিভিন্নভাবে উতসাহ ও ইচ্ছার প্রবল আকর্ষনে আজকে সে হ্যকিং নিয়ে শিখছে ও লিখছে। এরই পরীপ্রেক্ষিতে মেহেদি ভাইয়ের এক প্রশ্নের জবাবে টিউনার আলমাস জানায় যে হ্যাকিং হল কোন সিকিউরিটি ব্রেক করা। এর মধ্য দিয়ে কে যেন এড করলো লাইফ হ্যকিং এর কথাও। যদিও মেহেদি ভাই পরবর্তীতে হ্যাকিং এর আদি অন্ত নিয়ে হালকা ধারনা দেন উপস্থিতদের।
এরপর ডাক পড়ে আমাদের আরেক জনপ্রিয় টিউনার আরিফ নিজামি ভাই। তিনি ও টেকটিউনসের উত্তোরোত্তর সাফল্য কামনা করে তার বক্তব্য শেষ করেন।
আরিফ নিজামি ভাইয়ের বিদায়ের পর সবার সামনে হাজির হন আমাদের বিশেষ করে আমার প্রিয় টিউনার মাহাবুব টিউটো ভাইয়ের। টিটির সমস্যা নিয়ে আলোচনা ও সমাধান নিয়ে তিনি আলোচনা করেন
মাহাবুব টিউটো ভাই আরো বলেন টিটি সবার সামনে আদর্শ।এই আদর্শকে সামনে রেখে অনেকেই আগাবে। অনেকেই হয়তো সফলতা পাবে, এবং সবাইকে তা সাদরে মেনে নিতে হবে।
টিউনার শিমুল ভাই, আইফোনের সফটওয়ার ডেভেলপার আমাদের সামনে হাজির হন। মেহেদি ভাইয়ের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
শিমুল ভাই আমাদের সবাইকে যে বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন তা হল আগামি এক মাসের মধ্যে তিনি আইফোনের সফটওয়ার ডেভেলপিং এর উপর টিউন প্রকাশ করা শুরু করবেন, যারা লেখা এখনি শুরু হয়েছে । এবং তা ৬ পর্বে আসছে। তাই সবাই অপেক্ষা করুন তার টিউনের জন্য।
এরপর ডাক পড়ে লাকি এফ এম এর, কিছুটা অনাকাঙ্খিতভাবেই। কারন তিনি ছিলেন ফটো তুলতে ব্যাস্ত। এর মাঝে আমাদের মেহেদি ভাই কিছুটা ধরেই নিয়ে আসলেন সবার সামনে। তো তিনি এই কথা সেই কথায় জিজ্ঞেস করলেন এফ এম নামের অর্থ।
এবং লাকি এফ এম তার প্রকৃত নামের আদ্যক্ষরের ব্যাপারটি সবাইকে বুকজিয়ে দিলেন। এরপর টিটিকে যেভাবে গুগলের মাধ্যমে খুজে পেলেন ২০০৯ এ তাও বললেন। এর মাঝে মেহেদি ভাই তার সাথে আরো কিছু রসাত্মক আলাপ চারিতায় মাতলেন।
এর পর ফেসবুক গুরু আসলেন সবার সামনে। তিনি অনেক্ষন সময় নিয়ে টিটীর সার্ভারের সমস্যা ও এর সমাধানে কিছু পরামর্শ সবার সামনে শেয়ার করলেন।
এরপর সবার সামনে আসেন আমাদের মিঠু ভাই। মিঠু ভাইয়ের সর্বোচ্চ চেইন টিউনের ব্যাপারটি তুলে ধরেন আমাদের মেহেদি ভাই। মিঠু ভাইয়ো টিটি সম্বন্দে তার অনুভূতি ব্যক্ত করেন।
অনেকক্ষন আলোচনার পর সবাই যখন ক্ষুদার্থ তখন সবার সামনে হাজির সরমা হাউজের স্পেশাল সারমা।
খাওয়া দাওয়ার পরপরই সজীব রহমান ভাই তার বক্তব্য রাখেন, যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন সেই ঝিনাইদাহ থেকে। তিনিও জানালেন টিটিকে নিয়ে তার চিন্তা ভাবনা।
এর পর পরই আমাদের আরেক জনপ্রিয় ব্লগার টিউনার রনি পারভেজ ভাই।
মেহেদি ভাইকে উদ্দেশ্য করে এবং টিটির পুরো সাইটটির মোবাইল ভার্শনের প্রস্তাব উত্থাপন করেন তিনি। এবং টিটীর টিউন গুলোকে আরো সামাজিক যোগাযোগ সাইটে ছড়িয়ে দিতে টুইটারে টেক্টিউনসের টুইটিং এর ব্যাপারটি তুলে ধরেন।
এরপর আমাদের সাইফুল ইসলাম সবার সামনে হাজির হয় ৭ ধফা দাবি নিয়ে। তা দেখুন নিচের চিত্রে।
এরপর মেহেদি ভাই টিউনার রোসোর্স ক্রিয়েটর হাসান জুবায়েরকে হাজির করেন, যার বর্তমানে চলছে এইছ এস সি পরীক্ষা।
হাসান জুবায়ের পরিক্ষার মাঝেও যে টেকটিউনসের এই মিটিং এ হাজির হয়েছে তাতেই তার টিটির প্রতি ভালোভবাসা প্রকাশ পায়।
এরপর ক্রমেই সবার সামনে আসেন ফাহিম রেজা বাধন ভাই ও রকিবুল হায়দায় ভাই।
অবশ্য রকিবুল হায়দার ভাইয়ের আগে ডাক পড়ে আমাদের ডিজে আরিফের
এরই মাঝে আমাদের প্রবাসি টিউনার দের কয়েকজনের সাথে আমরা মত বিনিময় করি। এদের ২ জনের নাম হল নাবিল আমিন ভাই ও ইমতিয়াজ মাহমুদ সজীব, যারা সেই গোড়া থেকি টিটির সাথেই আছেন। ক্রমেই ২ জনের আলাপ চারিতা তুলে ধরা হল
নাবিল আমিন ভাইঃ প্রবাসে থাকা টিটির প্রথম দিকের টিউনার হয়েও এখন কেন টিউন করছেননা?? এই প্রশ্নের জবাবে তিনি জানান বর্তমান টিটির পরিবেশ ও পরিস্থিতি। তাকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম তাহলে টিটির সার্বিক উন্নতির স্বার্থে কি করা যেতে পারে, তার জবাবে তিনি বলেছিলেন টিটিতে পাইরেটেড টিউন বেশি হয়ে থেক, কিন্তু তিনি এর সমাধানে এও বলেন যে সেই পাইরেটেড সফটের বিপরীতেই বেশ ভালো ভালো মুক্ত সফট ওয়ার বিদ্যমান। আমাদেরকে সেদিকেই নজর দেবার জন্য তাগিদ দিলেন নাবিল ভাই। এছাড়াও তিনি মেহেদি ভাই সহ আরো কয়কজন টপ টিউনারের সাথে আলাপ করেন।
এরপর আমরা যোগাযোগ করি ইউকেতে অবস্থান রত ইমতিয়াজ মাহমুদ সজীব এর সাথে। তিনিও টিটির প্রথম দিকের টিউনার। তার সাথে কথা বলার সময় একই প্রস্ন করলে তিনি উত্তর দেন যে টিটি এখন প্রথম সারির একটি টেকনোলজী সাইট। তাই এর প্রশাসকদের এর উন্নতির ব্যাপারে আরো ব্যাপক মনোযোগ দিতে পরামর্শ দিয়েছেন।
অনুষ্ঠান চলাকালে বাইরের টিউনার দের সাথে যোগাযোগের সময় কয়েকজনঃ
অবশেষে মুক্ত আলোচনা শুরু অয় মেহেদি ভাইকে উদ্দেশ্য করে। সবাইই কম বেশি এই আলোচনায় তাদের মতামত ব্যাক্ত করেন। যেমন রনি ভাই , শিমুল ভাই। লাকি এফ এম, সাফুল ইসলাম সহ আরো অনেকেই যার মূল সারমর্ম ছিলো মডারেশান প্যানেল ও সার্ভার নিয়ে। ও হা আগামি বছরই আপনারা সবাই টেকটিউন্স ৩ দেখতে পাবেন বলে ব্যক্ত করেছেন মেহেদি ভাই। এছাড়াও আরো কিছু উন্নয়নের বেপারে তিনি আশ্বাস দেন।
সোহান ভাইয়ের একটা অনন্য প্রস্তাব সবাইকে একটু হলেও ভাবতে চেষ্টা করে তা হল রিসাইক্লিং নিয়ে। আশা করি এবেপারে সোহান ভাই নিজেই বিস্তারিত টিউন দিবেন। এমনকি টিউনিং এন্ডে তিনি রেগুলার হবেন বলেও আশা বাদ ব্যক্ত করেন
বিঃদ্রঃ যথেষ্ট নিরপেক্ষভাবে তথ্যগুলোতুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনিচ্ছাকৃত ভূলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর হা আরো প্রয়োজনীয় ইনফো উপস্থিতরা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
আপডেট হচ্ছে....
আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন… আপনাকে অসঙ্খ্য ধইন্যা লাকি ভাই, যারা উপস্থিত হতে পারেননি তারা এ থেকে বেশ ভালো ধারণা লাভ করতে পারবেন… 😆