টপটিউনার কনক্লেভ – এপ্রিল ২০১১ অনুষ্ঠান সার-সংক্ষেপ

টেকটিউনসকে প্রতিনিয়ত এগিয়ে নিতে আজকের (গতকালকের) হয়ে যাওয়া টেকটিউনস টপটিউনার কনক্লেভ-এপ্রিল ২০১১ এর সামারাইজিং টিউনটি শুরু করছি। উল্লেখ্য কিছু দিন আগে থেকে প্রস্তুতি নেওয়া এই টপটিউনার কনক্লেভ এর দিন ধার্য করা হয়েছিলো ৯ এপ্রিল দুপুর ১২ টায় হাতিরপুলে অবস্থিত শরমা কেবাশিশ হাউজে। পরবর্তীতে সকলের সময় সুযোগের পরীপ্রেক্ষিতে সময় পিছিয়ে নেওয়া হয় দুপুর ২ টায়। এই পুরো ইভেন্টটির দ্বায় দায়িত্ব যদিও টেকটিউনসের ইভেন্ট ম্যানেজার সাম্য ভাই ও চিফ মডারেটর সোহান ভাইয়ের উপর বর্তিত ছিলো তারপর ও তাদের পাশাপাশি টেকটিউনসের CCO জালাল ভাই ও  টেকটিউনসের CEO মেহেদি ভাই পরিপূর্নভাবে সাহায্য ও সহযোগীতা করেন। তাছাড়া কিছু নিবেদিত প্রান টিউনার তো রয়েছেনই যারা মধ্যে জাকির ভাইয়ের কথা না বললেই নয়।

যাইহোক মূলত এই মিট আপটির আমন্ত্রিত সদস্যদের বেশিরভাগই ছিলেন টেকটিউনসের টপ টিউনার, এছাড়াও সাথে ছিলেন আমন্ত্রিত আরো কিছু সদস্য যারা টেকটিউনসের সাথে কোন না ভাবে অন্তরঙ্গভাবে জড়িত। ক্ষুদ্র পরিস্বরে আয়োজনটি হলেও এর মূল উদ্দেশ্য ছিলো টেকটিউনসের সাথে টিউনারদের সম্পর্ক, তাদের এই প্লাটফরমে আসার পিছনের কথা এবং এরই সাথে টেকটিউনসকে আরো দূর্বার গতিতে এগিয়ে নিতে প্রত্যেকের পরামর্শ ও মুক্ত আলোচনা। এখানে শারীরিকভাবে যারা উপস্থিত ছিলেন তাদের পাশাপাশি আমাদের দেশের বাইরের জনপ্রিয় টিউনাররা ও অংশগ্রহন করেছেন এই আয়োজনে। তাই বলা চলে সফল ভাবেই পরিকল্পিত অনুযায়ি আয়োজন সফল হয়েছে।এবার অনুষ্ঠানের সারমর্ম আপনাদের সম্মুখে তুলে ধরা হচ্ছে।

উপস্থাপক হিসেবে মূল ভুমিকায় ছিলেনঃ টেকটিউনসের CEO মেহেদি হাসান আরিফ

সহকারী উপস্থাপক হিসেবে ছিলেনঃ সাফুল্লাহ সাম্য সোহান রাহাত

উপস্থিত সদস্যগনঃ মেহেদি ভাই, জালাল ভাই, সোহান ভাই, সাম্য ভাই, ফাহিম ভাই, হায়দার ভাই, শিমুল ভাই, আরিফ ভাই, রেক্স ভাই, হাসান জোবায়ের, টিউনার আকাশ, সোর্ডফিশ, ফেসবুক গুরু, সাইফুল ইসলাম, মাইক্রো হ্যাকার আলমাস, সজীব রহমান, ডিজে আরিফ, জাকির ভাই, এন সি দাস, এ আর রলিন, মাহাবুব টিউটো ভাই, রনি পারভেজ ভাই, মিঠু ভাই, আমি লাকি এফ এম সহ সর্বমোট ২৫ জনের বেশি সদস্য। সবচেয়ে উল্লেখযোগ্য একটি অংশ ছিলো আমাদের টেকটিউনসের প্রথম দিককার জনপ্রিয় টিউনার নাবিল আমিন ভাই ও ইমতিয়াজ ভাইয়ের অনলাইনের অংশগ্রহন। এছাড়াও প্রবাসি ভাই সহ আরো অনেকেই কর্মস্থলে থাকার  কারনে আমাদের সাথে অংশগ্রহন করতে পারেননি।

জাকির ভাইয়ের টপটিউনার কনক্লেভ - এপ্রিল ২০১১ এর আরও কিছু ছবি টিউন

এবার সকলের বক্তব্য সারমর্ম আকারে তুলে ধরা হচ্ছে
মেহেদি ভাই প্রথমে আয়োজনের প্রথম থেকে শুরু করে অনেকটা সময় উপস্থাপনা করেন। তার প্রান চঞ্ছল ও হাস্য-রসাত্মক উপস্থাপনা সবাইকে মুগ্ধ করেছে। তার আহবানে সবার সামনে প্রথমে কথা বলতে আসেন প্রবীন রেক্স ভাই।


রেক্স ভাইঃ হার্ডওয়ারের উপর কি এক সমস্যায় পড়ে তার গুগলিং শুরু। এরপর বাংলায় খুজতে গিয়ে টিটির খোজ ও সমাধান পান। পরবর্তীতে একটা সময় নতুনদের শিখার জন্য তিনি টিউনিং এ যোগ দেন। এভাবেই টিটির সাথে অনেকটা পথ হাটা। যদিও এখন টিটীতে লেখা লেখি করা হয়না তা, তারপরও সময় পেলে টিটিতে ঢু মারতে ভুল করেননা।

অতঃপর মেহেদি ভাইয়ের ডাকে আগমন ঘটে টিউনার সোর্ডফিশের। তিনি জানান টিটির প্রতি তার অনুভূতি ও হুশিয়ারি বার্তা উচ্চারন করেন টিটিতে চলমান কিছু বাজে ধরনের টিউন সম্বন্দে।

মাঝে সোহান ভাই সবার সাথে নতুন করে পরিচয় করিয়ে দেন মাইক্রো হ্যাকার আলমাসকে যে এবারই এস. এস. সি পরীক্ষা দিয়েছে।


টিউনার আলমাসের শুরুটা ২০০৯ এর মাঝের দিকে কিংবা শেষের দিকে। কেউ এক জন তার সাথে বিভিন্ন টিপস বা ট্রিক্স নিয়ে অনেক ভাব দেখাত, এর মাঝে নেট নেবার তিন দিনের মাথায় টেকটিউনসের খোজ পায় সে। যদিও প্রথমে সে টিটকে সেভাবে নেয়না, কিন্তু পরবর্তীতে বিভিন্নভাবে উতসাহ ও ইচ্ছার প্রবল আকর্ষনে আজকে সে হ্যকিং নিয়ে শিখছে ও লিখছে। এরই পরীপ্রেক্ষিতে মেহেদি ভাইয়ের এক প্রশ্নের জবাবে টিউনার আলমাস জানায় যে হ্যাকিং হল কোন সিকিউরিটি ব্রেক করা। এর মধ্য দিয়ে কে যেন এড করলো লাইফ হ্যকিং এর কথাও। যদিও মেহেদি ভাই পরবর্তীতে হ্যাকিং এর আদি অন্ত নিয়ে হালকা ধারনা দেন উপস্থিতদের।

এরপর ডাক পড়ে আমাদের আরেক জনপ্রিয় টিউনার আরিফ নিজামি ভাই। তিনি ও টেকটিউনসের উত্তোরোত্তর সাফল্য কামনা করে তার বক্তব্য শেষ করেন।

আরিফ নিজামি ভাইয়ের বিদায়ের পর সবার সামনে হাজির হন আমাদের বিশেষ করে আমার প্রিয় টিউনার মাহাবুব টিউটো ভাইয়ের। টিটির সমস্যা নিয়ে আলোচনা ও সমাধান নিয়ে তিনি আলোচনা করেন

মাহাবুব টিউটো ভাই আরো বলেন টিটি সবার সামনে আদর্শ।এই আদর্শকে সামনে রেখে অনেকেই আগাবে। অনেকেই হয়তো সফলতা পাবে, এবং সবাইকে তা সাদরে মেনে নিতে হবে।

টিউনার শিমুল ভাই, আইফোনের সফটওয়ার ডেভেলপার আমাদের সামনে হাজির হন। মেহেদি ভাইয়ের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।


শিমুল ভাই আমাদের সবাইকে যে বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন তা হল আগামি এক মাসের মধ্যে তিনি আইফোনের সফটওয়ার ডেভেলপিং এর উপর টিউন প্রকাশ করা শুরু করবেন, যারা লেখা এখনি শুরু হয়েছে । এবং তা ৬ পর্বে আসছে। তাই সবাই অপেক্ষা করুন তার টিউনের জন্য।

এরপর ডাক পড়ে লাকি এফ এম এর, কিছুটা অনাকাঙ্খিতভাবেই। কারন তিনি ছিলেন ফটো তুলতে ব্যাস্ত। এর মাঝে আমাদের মেহেদি ভাই কিছুটা ধরেই নিয়ে আসলেন সবার সামনে। তো তিনি এই কথা সেই কথায় জিজ্ঞেস করলেন এফ এম নামের অর্থ।


এবং লাকি এফ এম তার প্রকৃত নামের আদ্যক্ষরের ব্যাপারটি সবাইকে বুকজিয়ে দিলেন। এরপর টিটিকে যেভাবে গুগলের মাধ্যমে খুজে পেলেন ২০০৯ এ তাও বললেন। এর মাঝে মেহেদি ভাই তার সাথে আরো কিছু রসাত্মক আলাপ চারিতায় মাতলেন।

এর পর ফেসবুক গুরু আসলেন সবার সামনে। তিনি অনেক্ষন সময় নিয়ে টিটীর সার্ভারের সমস্যা ও এর সমাধানে কিছু পরামর্শ সবার সামনে শেয়ার করলেন।

এরপর সবার সামনে আসেন আমাদের মিঠু ভাই। মিঠু ভাইয়ের সর্বোচ্চ চেইন টিউনের ব্যাপারটি তুলে ধরেন আমাদের মেহেদি ভাই। মিঠু ভাইয়ো টিটি সম্বন্দে তার অনুভূতি ব্যক্ত করেন।

অনেকক্ষন আলোচনার পর সবাই যখন ক্ষুদার্থ তখন সবার সামনে হাজির সরমা হাউজের স্পেশাল সারমা।

খাওয়া দাওয়ার পরপরই সজীব রহমান ভাই তার বক্তব্য রাখেন, যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন সেই ঝিনাইদাহ থেকে। তিনিও জানালেন টিটিকে নিয়ে তার চিন্তা ভাবনা।

এর পর পরই আমাদের আরেক জনপ্রিয় ব্লগার টিউনার রনি পারভেজ ভাই।


মেহেদি ভাইকে উদ্দেশ্য করে এবং টিটির পুরো সাইটটির মোবাইল ভার্শনের প্রস্তাব উত্থাপন করেন তিনি। এবং টিটীর টিউন গুলোকে আরো সামাজিক যোগাযোগ সাইটে ছড়িয়ে দিতে টুইটারে টেক্টিউনসের টুইটিং এর ব্যাপারটি তুলে ধরেন।

এরপর আমাদের সাইফুল ইসলাম সবার সামনে হাজির হয় ৭ ধফা দাবি নিয়ে। তা দেখুন নিচের চিত্রে।

এরপর মেহেদি ভাই টিউনার রোসোর্স ক্রিয়েটর হাসান জুবায়েরকে হাজির করেন, যার বর্তমানে চলছে এইছ এস সি পরীক্ষা।

হাসান জুবায়ের পরিক্ষার মাঝেও যে টেকটিউনসের এই মিটিং এ হাজির হয়েছে তাতেই তার টিটির প্রতি ভালোভবাসা প্রকাশ পায়।

এরপর ক্রমেই সবার সামনে আসেন ফাহিম রেজা বাধন ভাই ও রকিবুল হায়দায় ভাই।

অবশ্য রকিবুল হায়দার ভাইয়ের আগে ডাক পড়ে আমাদের ডিজে আরিফের

এরই মাঝে আমাদের প্রবাসি টিউনার দের কয়েকজনের সাথে আমরা মত বিনিময় করি। এদের ২ জনের নাম হল নাবিল আমিন ভাই ও ইমতিয়াজ মাহমুদ সজীব, যারা সেই গোড়া থেকি টিটির সাথেই আছেন। ক্রমেই ২ জনের আলাপ চারিতা তুলে ধরা হল

নাবিল আমিন ভাইঃ প্রবাসে থাকা টিটির প্রথম দিকের টিউনার হয়েও এখন কেন টিউন করছেননা?? এই প্রশ্নের জবাবে তিনি জানান বর্তমান টিটির পরিবেশ ও পরিস্থিতি। তাকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম তাহলে টিটির সার্বিক উন্নতির স্বার্থে কি করা যেতে পারে, তার জবাবে তিনি বলেছিলেন টিটিতে পাইরেটেড টিউন বেশি হয়ে থেক, কিন্তু তিনি এর সমাধানে এও বলেন যে সেই পাইরেটেড সফটের বিপরীতেই বেশ ভালো ভালো মুক্ত সফট ওয়ার বিদ্যমান। আমাদেরকে সেদিকেই নজর দেবার জন্য তাগিদ দিলেন নাবিল ভাই। এছাড়াও তিনি মেহেদি ভাই সহ আরো কয়কজন টপ টিউনারের সাথে আলাপ করেন।

এরপর আমরা যোগাযোগ করি ইউকেতে অবস্থান রত ইমতিয়াজ মাহমুদ সজীব এর সাথে। তিনিও টিটির প্রথম দিকের টিউনার। তার সাথে কথা বলার সময় একই প্রস্ন করলে তিনি উত্তর দেন যে টিটি এখন প্রথম সারির একটি টেকনোলজী সাইট। তাই এর প্রশাসকদের এর উন্নতির ব্যাপারে আরো ব্যাপক মনোযোগ দিতে পরামর্শ দিয়েছেন।

অনুষ্ঠান চলাকালে বাইরের টিউনার দের সাথে যোগাযোগের সময় কয়েকজনঃ

অবশেষে মুক্ত আলোচনা শুরু অয় মেহেদি ভাইকে উদ্দেশ্য করে। সবাইই কম বেশি এই আলোচনায় তাদের মতামত ব্যাক্ত করেন। যেমন রনি ভাই , শিমুল ভাই। লাকি এফ এম, সাফুল ইসলাম সহ আরো অনেকেই যার মূল সারমর্ম ছিলো মডারেশান প্যানেল ও সার্ভার নিয়ে। ও হা আগামি বছরই আপনারা সবাই টেকটিউন্স ৩ দেখতে পাবেন বলে ব্যক্ত করেছেন মেহেদি ভাই। এছাড়াও আরো কিছু উন্নয়নের বেপারে তিনি আশ্বাস দেন।

সোহান ভাইয়ের একটা অনন্য প্রস্তাব সবাইকে একটু হলেও ভাবতে চেষ্টা করে তা হল রিসাইক্লিং নিয়ে। আশা করি এবেপারে সোহান ভাই নিজেই বিস্তারিত টিউন দিবেন। এমনকি টিউনিং এন্ডে তিনি রেগুলার হবেন বলেও আশা বাদ ব্যক্ত করেন

বিঃদ্রঃ যথেষ্ট নিরপেক্ষভাবে তথ্যগুলোতুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনিচ্ছাকৃত ভূলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর হা আরো প্রয়োজনীয় ইনফো উপস্থিতরা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

আপডেট হচ্ছে....

Level 0

আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন… আপনাকে অসঙ্খ্য ধইন্যা লাকি ভাই, যারা উপস্থিত হতে পারেননি তারা এ থেকে বেশ ভালো ধারণা লাভ করতে পারবেন… 😆

    মনে হল অনেক কিছু মিস করলাম।

    মনে হল অনেক কিছু মিস করলাম…
    ভাল লাগল,সুন্দর…

    মনে হল অনেক কিছু মিস করলাম…
    ভাল লাগল,সুন্দর…

    Level 0

    @ডিজে, ইয়ো ম্যান 🙂

    Level 0

    @বোরহান উদ্দিন, আপনার লিঙ্কগুলো ক্লিয়ার করা হল
    তাই আমারো ভালো লাগলো স্প্যাম কমেন্ট পরিষ্কার করে

    @লাকি ভাই – চিকি চিকি…

এফ এম, তোমাকে ধন্যযোগ এক বস্তা। 🙂
তোমরা অনেক মজা করছো বুঝা যাচ্ছে। আই মিস ইট ছো মাচ …. 🙂

    Level 0

    @শাওন, আসলেই মিস করেছ 😛
    আসলেই অনেক মজা হয়েছিলো 🙂

চারদিকে এত হতাশা এত গ্লানি এত হাহাকার, আছে প্রাকৃতিক দূর্যোগ তবুও আমরা দমে নেই। তারই প্রমাণ টিটি'র সবাই একসাথে জমায়েত হওয়া। আসলে এত অভাব, নাই নাই, দূর্নীতি, সামাজিক অস্থিরতার মাঝেও একঝাঁক তরুণের একান্ত প্রচেষ্ঠা আর আগামীর স্বপ্নীল আশার ক্ষুদ্রায়িত উদ‌্যোগ সত‌্যিই প্রশংসারযোগ্য। জরা-জীর্ণ আমাদের তারুণ্যকে যে কোনভাবেই দমে রাখতে পারে না তারই এক উজ্জ্বল প্রমাণ। আশা করি এর সুফলতার স্বাদ আমরা অচিরেই পাবো এবং সামাজিকভাবে একতাবদ্ধতার যে সংকল্প আমরা গোপনে বুনেছি তা ধরে রাখতে পারবো। তারুণ্যের জয় হোক, প্রযুক্তির জয় হোক। ধন্যবাদ।

    <b>তারুণ্যের জয় হোক, প্রযুক্তির জয় হোক</b>………………………………….

    অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর মন্তব্যরের জন্য।আপনাদের এমন সব শুভ কামনাই আমাদের মত তরুনদের নিয়ে যাবে আরো সামনের দিকে।ধন্যবাদ

    Level 0

    @ঘুমে কাতুর, জয় হোক তারুন্যের , পাশাপাশি জয় হোক প্রযুক্তির এবং জয় হোক সত্যের 🙂

লাকি ভাই কনক্লেভ এর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনার আন্তরিকতা ও অক্লান্ত পরীশ্রমের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।এর জন্য আমাদের আরেক টিউনারের কথা আমি বিশেষ ভাবে বলবো তিনি হলেন আমাদের জাকির ভাই।পানি খাওয়ানো থেকে শুরু করে ছবি তোলা অনেক শুরুত্বপূর্ণ কাজ সফলতার সাথে সম্পাদন করার জন্য তাকেও বিশেষ ধন্যবাদ।

আর সর্বপরি টেকটিউন্স,এডমিন প্যানেলের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই এই জন্য যারা এত সুন্দর করে একটি অনুষ্ঠানের আয়োজন করলেন এবং আমাকে তাতে আমন্ত্রণ জানিয়েছেন।ধন্যবাদ সকলকে যারা উপস্থিত ছিলেন আমাদের অনুষ্ঠানে।যাদের সাথে মিশতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে।সবাইকে আবারও ধন্যবাদ।

    Level 0

    সজীব ভাই, সবচেয়ে ধন্যবাদ আপনারাই বেশি প্রাপ্য যারা এত দূর দুরান্ত থেকে হাজির হয়েছেন প্রানের টানে 🙂
    ধন্যবাদ সবাইকে 😀

অনেক ধন্যবাদ আপনাকে সবার মূল কথাগুলো সুন্দরভাবে উপস্থাপনের জন্য 🙂 আশা করি সমস্যা গুলোর সমাধান হবে এবং টি.টি আরো এগিয়ে যাবে।
আর বিশেষ ধন্যবাদ এডমিন প্যানেল'কে এমন একটি সুন্দর পরিকল্পনার জন্য যেখানে টেকটিউন্সের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।

    Level 0

    আমরা সবাই চাই বাকি যে সমস্যা গুলো এখনো বর্তমান তার সমাধান খুব শীঘ্রই হবে, অন্তত এডমিন প্যানেল তেমনি আশা দিয়েছেন, বাকিটা সময়ই হয়তো বলবে
    আপনাকেও বিশেষ ধন্যবাদ আমাদের সাথে কষ্ট করে যোগ দেওয়ায় 🙂

কেউ কি একটু হেল্প করবেন প্লীজ । আমি টেকটিউন এর সম্পূর্ন পেজ দেকতে পারতেছিনা । ডান পাশের চেইন সিরিজ টিউন গুলির , টিউন বিভাগ , মাস বাছাই করে টিউন দেখার অপসন , নিচে পেজ সিলেক্ট নাম্বার , তাছাড়া নতুন কমেন্ট গুলি কোন কিছুই আসতেছেনা । এটা কি টেকটিউনের কোন সমস্যা নাকি আমার মজিলার সমস্যা বুজতেছিনা ।

    সাময়িক ভাবে এই সমস্য হতে পারে।
    আমার ও দেখাচ্ছে।

    Level 0

    @সাইদ, বান্দাইখতিয়ার এর সাথে সুর মিলিয়ে বলছি এতা সাময়িক সমস্যা

অনেক গুছিয়ে টিউন করার জন্য ধন্যবাদ লাকিএফএম।

    Level 0

    প্রোগ্রামার জাকির ভাইকেও ধন্যবাদ
    অফটপিকঃ আপনার থেকে পরবর্তী সায়েন্স ফিকসান পাবো কবে??

    পাবেন, সবুরে মেওয়া ফলে 🙂

🙂

ধন্যবাদ লাকী ভাই এই টিউনের করার জন্য!! সেদিন অনেক কিছু বলতে চাই ছিলাম কিন্তু গলার ব্যথায় সব ভুইলা গেছিলাম 😉 যাই হোক টেকটিউনস কে এগিয়ে নিতে শুধু পরিকল্পনা করলে হবে , বাস্তবায়্ন করতে হবে !! শুধু একাই মেহেদী ভাই , জালাল ভাই কিনবা সোহান বা সাম্য ভাইরে বললে হবে না আমাদের সবার কর্তব্য টেকটিউনস কে এগিয়ে নেওয়া!! আমরা সবাই মিলে যদি টিটি এর জন্য একটু করে কাজ করি ইন্নশাল্লাহ টিটি একদিন শুধু বাংলাদেশ নয় ওয়াল্ডের মধ্যে সেরা টেকি ব্লগ হবে!!

বাচ্চা যেমন মায়ের কাজ থেকে পৃথিবীর সম্পর্কে জানতে পারে , তেমন আমি অনলাইন জগৎ সম্পর্কে জেনেছি টিটির কাজ থেকে তাই মাকে যেমন ভুলে যাওয়া যাবে না তেমন আমি কখনই টেকটিউনস কে ভুলতে পারবো না!! তাই যত দিন অনলাইন জগৎ এ আছি তোদিন টেকটিউনসের সাথে থাকবো।

————-> !! আসুন সবাই মাতৃভাষায় ব্লগিং করি এবং সম্পূর্ন ওয়াল্ডকে জানিয়ে দেই যে আমিরাও পারি !! <————-

    Level 0

    ফাহিম ভাই এর সাথে সম্পূর্ণ সাথে একমত,সহমত।ইনশাল্লাহ একদিন টিটি'র মাধ্যমে বাংলাদেশ কে এই বিশ্ব আরো ভালভাবে চিনবে।ফাহিম ভাই,আসলেই দারুণ বলসেন।

    Level 0

    @ফাহিম ভাই মনে আছে আমি একটা কথা বএলছিলাম???
    টিটি আমার প্রথম ভালোবাসা 🙂
    ইনশাআল্লাহ একদিন আমরা একে নিয়ে হাজির হব সাফলযের চরম শিখরে 🙂

টেকটিউনসের অফিসিয়াল ইভেন্ট রিপোর্টার হিসেবে লাকি এফ এম এর নামটা বিবেচনা করা যেতে পারে :-)। আফটারঅল লাকি এফ এম রেডিও তো 😉 গুড জব!

ভালো লাগলো ………সব হাই ব্লোটেজ টুইনারদের একসাথে দেখে…………ধন্যবাদ FM ভাই

    Level 0

    ধন্যবাদ আপনাকেও
    অফটপিকঃ জাপানি ভাই আমাদেরকে তো এমনিতেই জাপানি বলে আপনি নতুন করে যে জাপান লাগালেন 😛

চমৎকার টেকটিউনের আনুস্টান চমৎকার রিপোর্ট———————ধন্যবাদ FM

    Level 0

    ধন্যবাদ আপনাকেও চমৎকার মন্তব্যের জন্য

লাকি এফ এম ভাইয়ের উপস্থাপনাটা দারুন হয়েছে। মনে হচ্ছে আমিও উপস্থিত ছিলাম। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

    Level 0

    আমি সাধ্যমত চেষ্টা করেছি
    বাকিটা আপনাদের উপর
    শুনে ভালো লাগছে যে যে লাইভ একটা আবহাওয়া পেয়েছেন জেনে 🙂

দেখে অনেক ভাল লাগছে।

    Level 0

    দেখাতে পেরেও ভালো লাগছে 🙂

Nice photographer.
Fm = fahad mojumdar ?
Fm = farid mahmud?
Fm = Ext . which one?
tail me Pls..

    Level 0

    FM = Fahad Mesba 🙂

    আজ নিয়ে জানলাম আমিও 🙂

    Level 0

    @শাওন, তুইয়ো জানস না 😛 😛 😛

    না মানে ইয়ে মানে 😛

    Level 0

    ইয়ে মানে তুই চ্যাটে আয় তারপর বুঝাবো 😉

জটিল হইছে…লাকি ভাই। 😛 😛 😛

    Level 0

    হেই আলমাস একটা জিনিস খেয়াল করেছো??
    সবচেয়ে বেশি সুন্দর ছবি আসছে আমার ছোট্ট ভাইটির 🙂

    গুটু… গুটু….. লক্ষী ভাই আমার… i will mis u 🙁

    Level 0

    miss kora valo maya bare 🙂

    প্রথমদিন দেখা করেই তুমি দূরে চলে গেছ। জানলে দেখা করতা না। 🙁

ও লাকী ভাই একটা কথা বলতে ভুলে গেছিলাম ! আপনার দ্বিচক্রযান নিয়ে কবে টিউন পাবো? 😉 এটা কিন্তু দিতেই হবে!! মানুষ কে জানাতে হবে দ্বিচক্রযান এর উপকারিতা 😉

    Level 0

    হুম আমি দেখি প্রয়োজনীয় ইনফো পেলে অবস্যই একটা করে ফফেলবো, তখন হয়তো আমার নাম পরিবর্তন হয়ে যেত পারে 😛

    বাইসাইকেল লাকী , লাকী বাইসাইকেল , দ্বিচক্রযান লাকী না লাকী দ্বিচক্রযান 😉

    Level 0

    😉

সুন্দর উপস্থাপনা। অফিসিয়াল ইভেন্ট রিপোর্টার হিসেবে আপনাকে বেশ মানাবে। 😉
আর হ্যা সোহান ভাইয়ার রিসাইকেলিংটা ঠিকমত বুঝি নাই। আশা করি উনি এইটা নিয়ে বিস্তারিত একটা টিউন দিবেন।
ধন্যবাদ।

    Level 0

    আমি বুঝেছি রিসাইক্লিং
    বাকিটা সোহান ভাইএর টিউনের অপেক্ষায় 🙂

লাকি ভাইকে "ব্যান মাষ্টার" পদেই সবচেয়ে ভাল মানাবে। হে হে হে

    Level 0

    আপনার সাথে পুরোপুরি একমত
    তাহলে টিটিকে ঠান্ডা ক্রতে ২ দিন লাগবেনা 🙂
    আর সবাই টিউন বা কএম্নটের আগে চিন্তা করবে 🙂

    😛

LuckyFM says:
১১ এপ্রিল, ২০১১ at 10:42 অপরাহ্ন

আপনার সাথে পুরোপুরি একমত
তাহলে টিটিকে ঠান্ডা ক্রতে ২ দিন লাগবেনা 🙂
আর সবাই টিউন বা কএম্নটের আগে চিন্তা করবে 🙂

এটা ঠিক না ভাইয়া ।। মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত ।। 😛

    Level 0

    মত প্রকাশ এবং মত প্রকাশের স্বাধীনতার এবিউজ এক না তো তাই

ধন্যবাদ শেয়ার করার জন্য… 😀

    Level 0

    আপনাকেও ধন্যবাদ

Level 0

সুন্দর উপস্থাপনা,ধন্যবাদ।
২য় প্যারায় "শারীরিকভাবে যারা উপস্থিত ছিলেন " এই জায়গায় সশরীরে কথাটি লিখলে মনে হয় ভালো,"শারীরীকভাবে" কথাটি কেমন যেনো শোনায়।
আর টিটির ভবিষ্যৎ, আশা, সম্ভাবনা, আকাংক্ষা সবকিছুর কথাই তুলে ধরা হয়েছে টিউন এবং কমেন্টে, বিশেষ করে ঘুমে কাতুর ভাইয়ের কথা গুলো খুব ভালো লাগলো। আমি সহমত পোষন করছি এ ব্যাপারে।

    Level 0

    ধন্যবাদ সংশোধনী প্রস্তাবের জন্য 🙂
    🙂

যাক আমি যাই নাই নাইলে অন্যরা আর খাইতেই পাইতো না 😛

    Level 0

    ভাই আপনি থাকলে হয়তো আপনাকে নিয়ে একদাথে সবার খাবার হাইজেক করা যেত 😉
    অবশ্য আমাদের জাকির ভাই কিন্তু ২ জনের খানা খাইছে 😛
    কিন্তু আপনি থাকলে আরো মজা হত 🙂

Level 0

এক কথায় অসাধারন।
একাধিক কথায় ব্যাপক অসাধারন ও লোভনীয়।
আমি নেই, তাই নিজের জন্য আফসোস। আমি নেই তাই মেধাবীদের মাঝে মেধাবী টিউনার। থাকলে আগের লাইনটা লেখা যেত না। হা হা হা হা… 😛 😛
লাকী ভাইকে আর কিছু বলার নাই, সবাই বলে দিয়েছে।
কিন্তু LuckyFM'র মানে আজো জানলাম না। 🙁

    Level 0

    মন্তব্যটিও সাধারন নয় 🙂
    আর মাএন্টা দেখুন এখানে 😛 https://www.techtunes.io/reports/tune-id/62517/#comment-157600
    ধন্য আমি এমন ক্রিয়েটিভ একজন কমেন্ট পেয়ে

    LuckyFM -এর মানে (বাংলায়) = ভাগ্যবান ফাহাদ মেজবা 😉

    Level 0

    না। আমাকে এবার চালাক হতে হবে। সাইফুল ভাই থাঙ্কু থাঙ্কু!

    Level 0

    😛

bhai kamon achan

Level 0

ভাই পারলে http://www.mcqexambd.com সাইট নিয়ে একটি পোস্ট করেন। তাহলে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। কারণ সাইটটি নতুন অনেকে জানেই না এরকম একটা ফ্রি পরীক্ষা দেওয়ার সাইট আছে। সত্যিই মজার একটা সাইট।

    Level 0

    চেষ্টা থাকবে
    যদিও এটা নিয়েটিউন হয়ে গেছে বোধয়

ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

    Level 0

    আউয়াল ভাইকেও ধন্যবাদ 🙂

Level 0

Eto kom boyoshe, techtuner moto eto boro uddog, shotti obak hobar moto !

    Level 0

    বয়সে কিবা আসে যায়
    চিন্তা ভাবনাটাই বড় কথা

Level 2

সুন্দর উপস্থাপনা,ধন্যবাদ।
Ami mone kori মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত
ইনশাআল্লাহ একদিন আমরা একে নিয়ে হাজির হব Shara World a …………..?
Ami ,
Nirzonalo……14 April amr prothom tune Qurqn Nia

https://www.techtunes.io/biography/tune-id/63380/

    Level 0

    ইনিশাআল্লাহ 🙂

কনক্লেভে যোগদান করবার যোগ্যতা এখনও হয়নি….কিন্তু মনে হল, কনক্লেভে আমিও ছিলাম….ধন্যবাদ ফাহাদ ভাই

    Level 0

    ধন্যবাদ আপনাকে
    আশা করি সামিটে ঠিকই অংশগ্রহন করবেন

খুব ভালো। আমাকে মেইল করা হয়েছিলো। খেয়াল ই করি নাই। সাম্য ভাই পরশুদিন ফেসবুকে বলার পড়ে মেইল চেক করলাম। যদিও আমি আসতে পারতাম না। তারপর ও একটা সান্তি শান্তি লাগত। যাই হোক। সেপ্টেম্বর এ আসা করি সবার সাথে দেখা করবো। সবাই ভালো থাকেন।

    Level 0

    হুম অনেক মজা হয়েছিলো
    আর হা সাম্য ভাই আপনার ব্যাপারে জিজ্ঞেস করেছিলো
    শান্তিটা মিস করলেন 😛 😛
    ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে

আমি লগ ইন করলেই এই পোস্টে ঢোকে কেন? ব্যাপারটা বিরক্তিকর ঠেকছে।

    Level 0

    কারন ডিফল্ট ভাবে এটা সেটকরা আছে
    সিলেক্টেড টিউনে প্রবেশ হবে 😛

    বিষয় এবং লেখা সেইরকম হলে পাঠক এম্নিতেই আসবে, জোর করে ঢুকাতে হবে না।
    🙁