হয়ে গেল টেকটিউনস টপটিউনার কনক্লেভ! [এপ্রিল ২০১১] – আরো কিছু ছবি

সব গুলো ছবি একসাথে দিলে আমার এডিট করতে সমস্যা + লোডিং টাইম ও বেশি লাগে। তাই এর আগের টিউনে সবগুলো ছবি দিতে না পারার কারনে আরেকটি টিউন করতে হয়েছে।

আগের টিউনটিঃ

হয়ে গেল টেকটিউনস টপটিউনার কনক্লেভ! [এপ্রিল ২০১১] –  কিছু ছবি

শাহজালাল ভাইয়ের খিদে একটু বেশি লাগছে, তাই কারো জন্য অপেক্ষা না করেই......

ভাই একটু আস্তে খান, তা না হলে গলায় আটকে যাবে 😛

সবাই খাচ্ছে 🙁 আমাকে রেখে 🙁

AR Rolin, মাহাবুব ভাই, মেহেদী ভাই

সবার সাথে রনি পারভেজ ভাইকে পরিচয় করিয়ে দিচ্ছে মেহেদী ভাই

ওয়েটার এবার সবাইকে আইসক্রীম খাওয়াচ্ছে

মেহেদী ভাই বলে এটা কি? আমি বলি আইসক্রীম 😛

টেকটিউন্সের কাছে আমাদের টিউনার সাইফুল ভাইয়ের ৮ দফা দাবি 😛

সোহান ভাই কি নিয়ে চিন্তা করে, আল্লাহই জানে 😛

আমাদের সবার গ্রুফ ছবি-১

আমাদের সবার গ্রুফ ছবি-২

আমাদের সবার গ্রুফ ছবি-৩

টেকটিউনস টপটিউনার কনক্লেভ টা সুন্দর ভাবে শেষ হয়েছে তাই সাম্য ভাই একটু বেশি খুশি 😛

সবার শেষে আমি মেহেদী ভাই ও আলমাস

বিদ্রঃ এর চেয়ে সুন্দর ভাবে সকল টিউনার ও টিউমেন্টার সবাই মিলে যেন শিগ্রয়ী এক হতে পারি সে আশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যাবাদ সবাইকে।

Happy Tuning!!!

আপনাদের টিউনার- ?জাকির!

প্রযুক্তি নিয়ে আরেকটি সুন্দর কমিউনিটি ব্লগ টেকটুইটস এ সবার আমন্ত্রন। http://techtweets.com.bd/

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমাদের সাথে শেয়ার করার জন্য জাকির ভাইকে অসংখ্য ধন্যবাদ।

    আপনাকে ও ধন্যবাদ আউয়াল ভাই।

    Level 0

    ai at kon jaiga ? Almas ra aktu kom khaita diyan ?

    Level 0

    ar por thaka amar jor akata mountain dew mediafire a uplode korban

অনেক ভাল লাগলো ধন্যবাদ

প্রায় অনেক দিন পর টিটি এর ড্যাশবোর্ড প্যানেল এ ঢুকলাম। জাকির ভাই এখন টিটি তে প্রচুর নতুন টিউনার আছে যারা অনেকেই আমাকে চিনে না ( চিনবে কেমনে সেই যে কোন আমলে লিখছিলাম কিছু ছাই পাশ )। এই খুদে একজন সাধারন মানুষ কে একটু সবার সাথে পরিচয় করিয়ে দিবেন যদি আপত্তি না থাকে।

    ওকে বস।

    Level 0

    ওপেক্ষা করেন আইতাছে 🙂

    @এ.আর.রলিন ভাই, আবার জিগায় 😛

Level 0

কি সুন্দর!!! 😀

সবাইকে ফেলে এভাবে খেলে পেট ব্যাথা করবে…………:)

    পাভেল ভাই, আপনি ছিলেন কই? আপনারে আমি খুইজা খুইজা হয়রান… আমার মেইলে এক্টা আওয়াজ দিয়েন> muntasironline AT gmail DOT com

    এখন পর্যন্ত আমাদের কাউকে হাসপাতালে যেতে হয় নি 🙂

    গতকালকে আপনি মহালোডশেডিং এ মিস করে ফেলেছেন। 😛

    হা হা হা, মহা লোডশেডিংএ মিস করবেন না .এখানে ক্লীক করুন । 🙂
    মাখনের সাথে একমত

খুবই ভাল লাগলো দেখে আবার একটুখানি খারাপ লাগলো আমি নাই ভাই ভেবে। আবার আই কথা ঠিক আমি টেকটিউনস টপটিউনার কনক্লেভ এ আসার যোজ্ঞতা আরজন করতে পারিনি কারন আমি টটিউন করিইনা। তবে ভালোলেগেছে।

    এখানে অল্প কয়েক জন নিয়ে অনুষ্ঠান করা হয়েছে, আরো বড় করে করলে ইনশাহআল্লাহ সবাইকে দাওয়াত দেওয়া হবে।

মিটাআপের ছবিগুলো এভাবে সুন্দর ভাবে পাইনি। রনি ভাইয়ের সাম্প্রতিক আর কোন ছবি দেখিনি। এখানে দেখা যাচ্ছে দাড়ি রেখেছেন। তাছাড়া উনার ফেসবুকের এক্টিভিটি দেখে বুঝা যায় ধর্ম কর্মে মন দিয়েছেন।

আপনাকে বলব ঠিকমত খাওয়া দাওয়া করেন। খালি সার্ভ করলে হবেনা।

    বাই দ্যা ওয়ে। সাইফুল ভাইয়ের দাবীগুলো গুরুত্বপূর্ণ। আমি ২ নাম্বার দাবীটা ডেস্কে দিব ভাবছিলাম।

    মজার ঘটনা হল আমি খাওয়া দাওয়া ঠিক মতই করি, উদাহরন দিতে গেলে সবার বকা শুনতে হবে তার পর ও বলিঃ মেহেদী ভাই ব্যস্ততার জন্য উনার সরমা খেতে পারে নি, আমি সুযোগ পেয়ে ওইটা মেরে দিয়েছি 😛 😛 😛 আমি একা না, আমার সহযোগী হিসেবে আলমাস ছিল যদিও ওকে কোন ভাগ দেওয়া হয় নি 🙂

    এতই যখন খান, সাস্থ শুকনা পাঠকাঠি কেন?

    আমি তো কেবল HeLp!nG করছি…. 😛

    HeLp!nG করছ ভালোই হয়েছে, ভাগ বসাতে গেলে একটু ও পেতে না 😛

হুম……

অনেক মজা লাগল…।।বাট .।। খবর টা পর্যন্ত যানলাম না। দুংখ পেলাম। হয়ত টিটিতে মাএ ২ থেকে ৩ টা টিউন করেছি তাই বলে খবরতা পর্যন্ত পেলাম না। তাহলে টিউন না করে টিউন পড়াকি দোষ। সবাই যদি টিউন নিয়ে ব্যস্ত থাকে তাহলে টিঊন পড়বে কে। টিটিতে যদি যারা সব থেকে বেশি টিউন কের তাদের প্রাদান্য টাই বেশি থাকে তাহ্লে কেমন হয়।

    Level 0

    ১০০% সহমত…
    আসলই দুংখ পেলাম। টি টি ক্যামনে পারলো আমাদেরকে রেখে এই রকম একটা কনক্লেভ করতে । সবচাইতে বেশি দুংখ লাখতেচে টি টি থেকে খবরতা পর্যন্ত পেলাম না।
    আমরা না হই টপটিউনার না … কিন্তু আমরা তো পাঠক … তা নয় কি…?
    টি টির কাছে থাকলো আমার এই প্রশ্ন

    আসলে হয়তো সবাইকে এরকম একটা আয়োজন করা TT এর জন্য সহজ ছিল না। তবে আমি কথা দিলাম বেঁচে থাকলে TT এর সাথে সংযুক্ত বা TT কে ভালবাসেন এ রকম সবাইকে নিয়ে আমি নিজ ব্যক্তি উদ্দোগে একটি আয়োজন করবো। সেখানে সবাই আসতে পারবেন। আর আমি তো অবশ্যই……

    আলমাস তোমার আশা পূর্ন হোক।

দেশের নক্ষত্র আপনারাই হতে পারেন। আপনারাই হতে পারেন ভবিষ্যতের বিল গেটস কিংবা স্টিভ জবস্। দেশের জন্য কিছু ভাই। আজকাল প্রযুক্তি ব্যবহারের ফলেই উন্নত বির্শ্বের এরা এতো দ্রুত এগিয়ে গিয়েছে। আমাদের আশা আপনারা এমনকিছু আবিষ্কার করবেন যে বিশ্ব অবাক বিশ্চয়ে আমাদের দিকে তাকিয়ে থাকবে। ভাই এখনই সময়। আপনারাই পারবেন। আমার দৃঢ় বিশ্বাস। একটু দেশের কথা চিন্তা করেন। আপনারা ছাড়া কি আর কেউ আছে। এতগুলো মেধাবী মুখ একসাথে হয়েছেন উচিত নয় কি কিছু একটা করে দেখানো। সেটা যে কোন দিকেই হতে পারে। তথ্য প্রযুক্তিতে আমাদের পিছিয়ে থাকলে চলবে না। প্রযুক্তির হাওয়ায় আমাদেরও গা ভাসাতে হবে। সেই দিন আর বেশি দূরে নয় যেদিন প্রত্যন্ত গ্রামগঞ্জেও প্রযুক্তির ব্যবহারে নির্ভরশীল হয়ে ওঠবে। প্রত্যাশার রইলাম আমরা সবাই। ধন্যবাদ।

    Level 0

    অসাধারণ মন্তব্য। কিছু কিছু চিন্তা ভাবনা আলোচনা শেয়ার করা হয়েছে। সামনের দিনগুলোতে অবশ্যই টেকটিউনে প্রকাশিত হবে।

    Level 0

    টেকটিউন অবশ্যই যেন আমাদের সবার দেশের সকল প্রান্তরে প্রযুক্তির বার্তা পৌছে দিতে পারে সেই প্রচেষ্টায় সবাই কাজ করে যাচ্ছি। তাই টেকটিউনের সাথে থাকুন। অবশ্যই সুখবর পাবেন সামনে 🙂 অসাধারণ মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ "ঘুম কাতুর"

জটিলস… 😀

সুন্দর দারুন।
আমাকে দুর্ভগা মনে হচ্ছে।

    কেন ভাই? দুর্ভগা মনে হয় কেন?

সবাই'কে একসাথে দেখে ভাল লাগলো 🙂 আশা করি এবার টেকটিউন্স আরো এগিয়ে যাবে… শুভ কামনা রইল টেকটিউন্স এর জন্য 🙂 আগষ্ট'১১ – অক্টোবরে'১১ তে কোন মিটআপ হলে অবশ্যয় স্বশরীরে যোগ দান করতে চেষ্টা করবো তখন দেশে থাকবো। ধন্যবাদ টিউকটিউন্স'কে 😀 😀

    নাবিল ভাই, আপনাদের মিস করছিলাম।

ঢাকায় থাকলে অবশ্যই জয়েন করতাম। ঢাকা থেকে 300 কিলোমিটার দূরে থাকি 🙁
আমন্ত্রণ পেয়েও যেতে পারলাম না 🙁
খুব মিস করছি ছবিগুলো দেখে 🙁

হি..হি…হি…… 😛 😛 😛

আসলেই দেশ এগিয়ে যাচ্ছে। সবাইকে দেখে অনেক খুশি হলাম। আপনারাই 'জিনিস' 😀

মিস করলাম । অনেক কিছু্‌ই মিস করলাম। জাম্পেস আড্ডা, খানা-দানা, লাইভ চ্যাট। হয়ত কোন এক টেকটিউনস কনক্লেভ দেখা হবে সবার সাথে!
একটা সফল টেকটিউনস টপটিউনার কনক্লেভ দেখে ভাল লাগছে। হাটি হাটি পা পা করে দেশে একটা বাংলা টেকনোলজি সাইট দাড়িয়ে গেছে, এটা অন্তত আমাদের সবার বড় একটা পাও না।
ছবি শেয়ার কারীকে অনেক ধন্যবাদ।

    আরেকটি টেকটিউনস কনক্লেভ দেখা হবে সবার সাথে! 🙂

    Level 0

    ঠিক বলছেন ভাই । আমার কাছে মনে হচ্ছে খুব বড় ধরনের কিছু একটা মিস করলাম

জাকির, আলমাস, রনি আর মাহবুব ভাইকে ভালো করে চিনতে পারলাম। রনি ভাইকে তো জঙ্গি জঙ্গি লাগছে! রনি ভাই না আবার রাগ করে।

Level 0

আমি একজন নতুন tt । বাংলাদেশে এত সুনদর ওয়েব সাইট আছে ভাবতেই পারিনি । খুব ভালো লাগছে এত তরুন মেধাবিদের দেখে ।

    আশা করি আমাদের সাথে থাকবেন সবসময়।

খুবই ভাল লাগল আপনাদের দেখে ।( ভাই আমার মত টিটি পাঠকরা কি দাওয়াত পাবোনা ।) আমার মত পাঠকদের নিয়ে কোন আয়োজন করা যায়না !!!!!!!!

    পাবে পাবে আর একটু ওয়েট করুন।

Great tuner team.
Wish all of u good luck………

ধন্যবাদ অনেক অনেক ছবি share করার জন্য 😀 এবং যারা মন খারাপ করেছেন, তাদের মন খারাপ করার কিছু নাই, সামনের মিট-আপ এ দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ…

    আরে, শিমুল ভাই যে। আপনার টিউন শিগ্রয়ী চাই।

    Coming soon 🙂

আলহামদুলিল্লাহ্‌ রনি ভাইতো দেখি পুরা পরিবর্তন হয়ে গেসে।আমিতো প্রথমে চিনতেই পারছিলাম না। 🙂

আমি কি গেছিলাম নাকি? 😛

    এক কোণায় নিজেকে আড়াল করে রাখছেন, "আবার বলেন আমি কি গেছিলাম নাকি?" 😛

    হাসান, তুমি বোরকা পরেছিলা নাকি? 😛

হায়রে ছবি দেখে হাসবো না কাদবো বুঝি না। :p

    সকলকে আসার জন্য ধইন্যা 😉

    আপনার ছবি সুন্দর আসছে ঠিকই, আপনার কাছে সুন্দর লাগে না।
    আমার সাথে কি সহমত পোষন করার কেউ আছেন?? তাহলে একটু…

    হ হ হ জাকির ভাইয়ের সাথে একমত। 😛

যাবা ইচ্ছা থাকলেও যেতে পারি না কোন না কোন কাজের জন্য। সামনের বার দেখা হবে, যদি ডাক পাই তবে।
জাকির ভাইকে ধন্যযোগ সুন্দর করে উপস্থাপন করার জন্য। 🙂

    শাওন ভাইকে ও ধন্যবাদ না আসার জন্য 😉 তা নাহলে আমি দু জনের টা খেতে পারতাম না। 😛

    লল 😛 খাইয়া খাইয়া একটু মোটাতাজা হন। 😉

Level New

ভাল থােথন সবাই.
আপনােদর ছ িব গুেলা আিম আপার কম্পিউটাের ক িপ ক ের রাখলাম।

ওহ!! সবাই মিলে এর চেয়েও বড় করে হবে, তখন আমরা অনেক মজা করব, তার জন্য একটু অপেক্ষা করুন।

http://www.djuicelife.com
ওয়েবসাইটটি কি আপনার নিজের?
সাইটটি কিন্তু অনেক কাজের। আমার অন্তত রেডিও শুনতে সুবিধাই হয়।
ধন্যবাদ।