অবশেষে আমাদের টেকটিউনস টপটিউনার কনক্লেভ সুন্দর ভাবে শেষ হল। যা সরমা কেবাশিষ হাউজ, হাতিরপুলে অনুষ্ঠিত হয়েছে। যেখানে আমাদের টেকটিউন্সের প্রতিষ্ঠাতা পরিচালক CEO & CTO মেহেদী হাসান আরিফ ভাই, সহ-প্রতিষ্ঠাতা ও কমিউনিকেশন অফিসার মো. শাহজালাল ভাই সহ প্রায় সকল টপটিউনার অংশগ্রহন করে। যা আমরা ছবির মধ্যেই দেখব। তাহলে চলুন ছবি গুলো দেখে টেকটিউন্স পরিবারের কিছু সদস্যের সাথে পরিচিত হই। আশা করি টেকটিউন্স আরো বড় পরিসরে আরো সুন্দর ভাবে মিট আপ করবে যেন আমরা সকল টেকটিউন্স পরিবার এক হতে পারি।
হা হা হা ... যার জন্য মিটিং এ আসলাম তাই চলে আসছে। আর অপেক্ষা করতে পারছি না। আমি খেয়ে দেয়ে আবার আসছি। এখানে ৫০ টি শেয়ার করলাম, আরো ৫০টি নিয়ে আসছি কিছুক্ষনের মধ্যে। তার মধ্যে আপনারা এগুলো ভালোকরে দেখে নিন 😛 ।
বিদ্রঃ আমাদের টপটিউনার কনক্লেভ সম্পর্কে বিস্তারিত লিখে টিউন করবে আমাদের সবার প্রিয় লাকিএফএম। তার টিউনে আপনারা আমাদের টপটিউনার ও টপটিউনার কনক্লেভে তাদের মতামত জানতে পারবেন।
ধন্যবাদ সবাইকে।
প্রযুক্তি নিয়ে আরেকটি সুন্দর কমিউনিটি ব্লগ টেকটুইটস এ সবার আমন্ত্রন। http://techtweets.com.bd/
পরের ছবি গুলোঃ
হয়ে গেল টেকটিউনস টপটিউনার কনক্লেভ! [এপ্রিল ২০১১] – আরো কিছু ছবি
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
নিজেকে বড় অসহায় লাগছে।