হয়ে গেল টেকটিউনস টপটিউনার কনক্লেভ! [এপ্রিল ২০১১] – কিছু ছবি

অবশেষে আমাদের টেকটিউনস টপটিউনার কনক্লেভ সুন্দর ভাবে শেষ হল। যা সরমা কেবাশিষ হাউজ, হাতিরপুলে অনুষ্ঠিত হয়েছে। যেখানে আমাদের টেকটিউন্সের প্রতিষ্ঠাতা পরিচালক CEO & CTO মেহেদী হাসান আরিফ ভাই, সহ-প্রতিষ্ঠাতা ও কমিউনিকেশন অফিসার মো. শাহজালাল ভাই সহ প্রায় সকল টপটিউনার অংশগ্রহন করে। যা আমরা ছবির মধ্যেই দেখব। তাহলে চলুন ছবি গুলো দেখে টেকটিউন্স পরিবারের কিছু সদস্যের সাথে পরিচিত হই। আশা করি টেকটিউন্স আরো বড় পরিসরে আরো সুন্দর ভাবে মিট আপ করবে যেন আমরা সকল টেকটিউন্স পরিবার এক হতে পারি।

টেকটিউন্স টপটিউনার কনক্লেভের উদ্দেশ্যে আমি, আলমাস ও লাকিএফএম

যেহেতু আমরা সবার আগে গেলাম তাই গিয়ে বসে বসে সাম্য ভাইয়ের ভাষন শুনছি 😛

সাম্য ভাই ভিডিও কনফারেন্স এর ব্যবস্থা করতেছে

উনাকে সাহায্য করে মেহেদী ভাই

আলমাস ক্যামেরা নিয়ে গবেশনায় ব্যস্ত

আমি আর সাম্য ভাই

আমাদের শাহজালাল ভাই, উনার মুখের বাঁকা হাসির রহস্য উদঘাটনের দ্বায়িত্ত্ব আপনাদের 🙂

আমাদের ওয়েটার!! পানি খাওয়াচ্ছে সবাইকে 😛

শাহজালাল ভাই আর আমি ( ওয়েটার)

টপ টিউনার আরিফ নিজামী ভাই আর আমি।

আমাদের সাথে সোর্ডফিস

আমাদের দুই মডারেটর রকিবুল হায়দার ও ফাহিম রেজা বাঁধন

সজিব ভাই, আলমাস এবং শাহজালাল ভাই

ফেসবুক গুরু সাথে ... মিঠু

আমাদের প্রবীন টিউনার রেক্স

শাহজালাল ভাই টিউনা রেক্স এর সাথে কথা বলছে

সজীব ভাই N.C.Das ও আকাশ ভাই

সোর্ডফিসের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে মেহেদী ভাই

মাহাবুব ভাই মাহাবুব টিউটো।

আলমাস কে কিছু বলার জন্য ডাকছে সাম্য ভাই

আলমাসের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে মেহেদী ভাই

আরিফ নিজামী ভাইয়ের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে মেহেদী ভাই

মাহাবুব ভাইয়ের সাথে সবাইকে পরিচিত করিয়ে দিচ্ছে মেহেদী ভাই

মাহাবুব ভাইয়ের কথা শুনছে সবাই মন দিয়ে। মাহাবুব ভাই সহ কে কি বলছে তা জানতে পারবেন লাকিএফএম এর টিউনে

আমরা সবাই ( আমি ব্যাতিত 🙁 )

শিমুল মডারেটর ও Apple এর Application ডেভলপার এর সাথে সবাইকে পরিচিত করিয়ে দিচ্ছে মেহেদি ভাই

সাম্য ভাই কিছু দেখাচ্ছে, আমরা সবাই দেখছি।  কি দেখাচ্ছে আপনারা বুঝে নিয়েন 😛

টেকটিউন্স সম্পর্কে নিজের অভিমত বলছে লাকিএফএম

ফেসবুক গুরু প্রকাশ করছে তার অভিমত

প্রবাশী টিউনারদের সাথে যোগাযোগের চেষ্টা করছে মেহেদী ভাই

হা হা হা ... যার জন্য মিটিং এ আসলাম তাই চলে আসছে। আর অপেক্ষা করতে পারছি না। আমি খেয়ে দেয়ে আবার আসছি। এখানে ৫০ টি শেয়ার করলাম, আরো ৫০টি নিয়ে আসছি কিছুক্ষনের মধ্যে। তার মধ্যে আপনারা এগুলো ভালোকরে দেখে নিন 😛 ।

বিদ্রঃ আমাদের টপটিউনার কনক্লেভ সম্পর্কে বিস্তারিত লিখে টিউন করবে আমাদের সবার প্রিয় লাকিএফএম। তার টিউনে আপনারা আমাদের টপটিউনার ও টপটিউনার কনক্লেভে তাদের মতামত জানতে পারবেন।

ধন্যবাদ সবাইকে।

প্রযুক্তি নিয়ে আরেকটি সুন্দর কমিউনিটি ব্লগ টেকটুইটস এ সবার আমন্ত্রন। http://techtweets.com.bd/

পরের ছবি গুলোঃ

হয়ে গেল টেকটিউনস টপটিউনার কনক্লেভ! [এপ্রিল ২০১১] – আরো কিছু ছবি

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিজেকে বড় অসহায় লাগছে।

    সমস্যা নেই ভাই। আপনি দেশে ফিরে আসলে আমরা আপনার সাথে স্পেশাল ভাবে দেখা করব।

    প্রবাসী, কেন যেন মনে হয়েছিল আপনিও আসবেন…. এসেই আপনাকে খুজেছিলাম। চিন্তা নাই আপনি আসেন দেশে আনার জন্য না হয় স্পেশাল কনক্লাভ হবে। ডুন্ট অরি:)

    ভাই আমিও 🙁

    vhai, same to me.

Level 0

ফেসবুক গুরু ( বামে) সাথে … সম্ভবত মিঠু ভাই

এটাকি ব্যাক্তিগতভাবে মেইল করে জানানো হয়েছে নাকি পাব্লিকালী জানানো হয়েছিল? 😕 টিউনার মিটাপের অপেক্ষায় আছি। 😀

    এটা ছিল টপটিউনারদের জন্য। সবাই মিলে ইনশাহআল্লাহ আমরা আবার মিলিত হব।

বস নেক্সট টাইম ছবি তোলার আগে ক্যামেরার ফ্ল্যাশ অপশনে Red Eye Reduction or Red Eye fix সেট করে নিয়েন। তাহলেই আর আমার প্রিয় কিছু টিউনারের ছবি এলিয়েনের মতো চোখ আসবে না। 😉 😆

    ধন্যবাদ বস। 😛

    বস, Red-Eye Correction on ছিল এবং Red-eye lamp on ছিল। এখন কি করতে হবে তাই বলেন।

আমাদের ওয়েটার!! পানি খাওয়াচ্ছে সবাইকে 😀
আমি কিন্তু পানি পান করিনাই। নেক্সট টাইপ ডাবল লাগবে কিন্তু ! 🙁

    ওকে বস, ত্রিপল খাওয়াবো 🙂

জালাল ভাইয়ের সাথে আপনি ওয়েটার 😀 আপনি সবার আগে এসে ওয়েট করসেন ঐ হিসেবে নাকি?

ছবি গুলান ভালো হয়েছে(আমার ওজন আসলেই কমানো উচিত 🙁 )। আমার তোলা ছবি গুলোও শেয়ার করতে চাই কি করবো বলুন তো?

কনক্লাভ শেষে ফেরার পথে এটিএম বুথ থেকে টাকা তুলতে গিয়ে তাড়াহুড়োর কারনে এটিএম বুথে আমার ডেবিট কার্ড ব্লক হয়ে যায়। সে এক বিতিকিচ্ছিরি অবস্থা ছিল…

    হা হা হা , দুই কারনেই 😛
    আপনি একটি টিউন করে শেয়ার করতে পারেন। অথবা ফেসবুকে শেয়ার করে এখানে লিঙ্ক দিয়ে দিতে পারেন।

সব দেখি টেকি ব্রিলিয়ান্টদের সমাবেশ …………

    হ্যা সব ব্রিলিয়ান্ট ( আমি ছাড়া 🙁 ) ওদের সাথে কথা বলে নিজেকে ধন্য করলাম 😛

জাকির ভাই আপনি ও আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট এর পদে নিয়োজিত ছিলেন।কিন্তু ওয়াটার বয় হইলেন কখন? :O আমারে তো পানি পান করান নাই 🙁 আপনার বেতন মাইনাস…………………………….:P 😛 😛

    ইভেন্ট ম্যানেজার আমি না হি হি হি !! 😛 😛
    আপনি যদি পানির কথা বলতে আমি কিনে হলে ও খাওয়াতাম, আপনি না বললে আমি কিভাবে খাওয়াবো 🙁

দারুন লাগল

boss, amra kobay apnarder sathay jog detay parbo

    আন অফিশিয়াল ভাবে যে কোন দিন, অফিশিয়াল ভাবে সবাই মিলে যখন এক হওয়ার সুযোগ হবে তখন।

ছবিগুলি দেখে কিছুক্ষন দেশথেকে গুরে আসলাম বিনা টিকেটে,এই সুবিধা দেওয়ার জন্য জাকির ভাইকে ধন্যবাদ।

    হা হা হা, মজার। স্বাগতম আউয়াল ভাই।

আমি সত্যিই অনেক মিস করলাম মনে হয় । আমিও মেইল পেয়েছিলাম কিন্তু আমি তো চট্রগ্রাম এ থাকি তাই আসতে পারি নাই তবে সেটা প্রধান কারন না প্রধান কারন আমার পরীক্ষা চলছে 🙁

    আপনাকে আমরা মিস করছি 🙁
    যাক পরীক্ষা ভালো করে দিন 🙂

Level 0

good job

ও আপনি আলমাস আর মেসবা ভাই একসাথে এসেছেন জানতাম না, তা বাসা কি সবার কাছাকাছি? কোথায়? আর নিজেকে ওয়েটার বলেছেন দেখে কষ্ট পেলাম, আশা করি রিমুভ করে দিবেন…

জাকির ভাই! আসলেই খুব অসহায় লাগছে। একবারে ছোট টিউনার বলে কি খবরটা পর্যন্ত শুনতে পারলাম না। আশা রাখি পা দেবার মত যোগ্যতা একদিন হবে। ইনশা আল্লাহ।

বান্দা_ইখতিয়!র একমত। খবর টা পর্যন্ত যানলাম না। দুংখ পেলাম। হয়ত টিটিতে মাএ ২ থেকে ৩ টা টিউন করেছি তাই বলে খবরতা পর্যন্ত পেলাম না। তাহলে টিউন না করে টিউন পড়াকি দোষ। সবাই যদি টিউন নিয়ে ব্যস্ত থাকে তাহলে টিঊন পড়বে কে। টিটিতে যদি যারা সব থেকে বেশি টিউন কের তাদের প্রাদান্য টাই বেশি থাকে তাহ্লে কেমন হয়।

    আহ! সবাইকে নিয়ে তো কয়েক দিন আগেই একটা মিটআপ হয়ে গেছে, তাই না? আবার ও হবে ইনশাহআল্লাহ।

দেশের নক্ষত্র আপনারাই হতে পারেন। আপনারাই হতে পারেন ভবিষ্যতের বিল গেটস কিংবা স্টিভ জবস্। দেশের জন্য কিছু ভাই। আজকাল প্রযুক্তি ব্যবহারের ফলেই উন্নত বির্শ্বের এরা এতো দ্রুত এগিয়ে গিয়েছে। আমাদের আশা আপনারা এমনকিছু আবিষ্কার করবেন যে বিশ্ব অবাক বিশ্চয়ে আমাদের দিকে তাকিয়ে থাকবে। ভাই এখনই সময়। আপনারাই পারবেন। আমার দৃঢ় বিশ্বাস। একটু দেশের কথা চিন্তা করেন। আপনারা ছাড়া কি আর কেউ আছে। এতগুলো মেধাবী মুখ একসাথে হয়েছেন উচিত নয় কি কিছু একটা করে দেখানো। সেটা যে কোন দিকেই হতে পারে। তথ্য প্রযুক্তিতে আমাদের পিছিয়ে থাকলে চলবে না। প্রযুক্তির হাওয়ায় আমাদেরও গা ভাসাতে হবে। সেই দিন আর বেশি দূরে নয় যেদিন প্রত্যন্ত গ্রামগঞ্জেও প্রযুক্তির ব্যবহারে নির্ভরশীল হয়ে ওঠবে। প্রত্যাশার রইলাম আমরা সবাই। ধন্যবাদ।

    খুব ভাল লাগলো ভাই ।

    হ্যাঁ আপনার টিউমেন্ট অনেক উৎসাহ জনক। আমাদের সোহান ভাই শিগ্রয়ী আপনাদেরকে টেকটিউন্সের নতুন ফিচারের সাথে পরিচিত করিয়ে দিবে, যার মধ্য থেকে নতুন কিছু আবিষ্কার ও হয়ে যেতে পারে।

দারুন লাগল ।
সুন্দর লাগল।

ঢাকায় থাকলে অবশ্যই জয়েন করতাম। ঢাকা থেকে 300 কিলোমিটার দূরে থাকি 🙁
আমন্ত্রণ পেয়েও যেতে পারলাম না 🙁
খুব মিস করছি ছবিগুলো দেখে 🙁

    সামনে আবার আশার সুযোগ হবে ইনশাহ আল্লাহ

Level 0

জীবনে অনেক কিছু শিখতে পেরেছি টিটউন্স থেকে যা বলার অপেক্ষা রাখে না !!! এবং আরত্ত অপেক্ষায় আছি…………..

    আমরা টেকটিউন্স থেকে আরো শিখব, এই আশায়।

অনেক ভালো লাগলো দেখে, নস্টালজিয়ায় আক্রান্ত হলাম।

অনেক মজা হয়েছে।

    🙂 🙂 সবাইকে নিয়ে আবার ও হবে 🙂

কবে যে টপ টিউনার হবো????? আল্লাহ জানে
সকলে কত মজা করল আর আমি জানলাম না
আমার বাসা থেকে মাত্র ১ ঘণ্টা সময় লাগতো
তার পর ও জানলাম না
মূল কথা হল কাছের মানুষ হজ্জ পায় না
আগে বাংলা লেখা শিখে নেই
তার পর যদি আল্লাহ মনের আশা পূরণ করে
তবে জাকির ভাইকে অনেক অনেক ধন্যবাদ ছবি গুলো share করার জন্য
কিছুতা হলেও মনটা শান্তি পেল
দুধের স্বাদ গোলে মিটালাম আর কি?

    এটার নামই ছিল "টেকটিউনস টপটিউনার কনক্লেভ" যেখানে গোপন কিছু হবার কথা ছিল। সবাই শুনলে কি আর গোপন থাকে?? 🙂
    হতাশ হওয়ার কোন কারন নেই। ইনশাহ আল্লাহ আমরা আবার সবাই মিলে এরকম আনন্দ করব। এমনকি এর থেকে ও বেশি সুন্দর করে।

কিছুটা হলেও মনটা শান্তি পেল

বানান টা ঠিক করে দিলাম

ইশ আমি যাইতে পারলাম না আমার তিনটা পরীক্ষা ছিল বইলা !!! 🙁

    তবে আমারে দাওয়াত দেয়াতে আমি খুব খুশি হইছি 🙂

    🙁 🙁 🙁

খুব আফসোস হচ্ছে !
ট্রেনিং থেকে আজ গ্রীষ্মের ছুটি পেলাম ।
ছুটিটা যদি একদিন আগে হত !!!!
ধন্যবাদ ছবিগুলো প্রকাশ করার জন্য ।

তিন জন এক রিকশায় গেলেন। ভাড়া কে দিয়েছিলো? আলমাস আপনি মনে হয় ভবিষ্যতে অনেক বড় বুদ্ধিজীবি হতে পারবেন, চশমা দেখলে বোঝা যায়।

Level 0

ভাই, লাস্ট ছবির আগের ছবিটাতে তো আমাকে দেখে মনে হচ্ছে, আমি দুজন খদ্দেরকে পানি সার্ভ করছি। ক্যামেরায় এমনভাবেই ফোকাস করা হইল। 🙁

    পানি খাওয়ানো ভালো কাজ, সওয়াব হয় 🙂

Level 0

আমার ইচ্ছে করতেছে আপনাদের সাথে দেখা করতে এবং আপনাদের সাথে সময় কাটাতে। আমি সিলেট এ থাকি। সামনের বার মিটাপে আসার চেষ্টা করব যদি পারি। ছবি প্রকাশ করার জন্য ?জাকির! ভাইকে অনেক ধন্যবাদ । খুব ভাল লাগল।

    আপনাকে ও ধন্যবাদ। ইনশাহ আল্লাহ সামনে সবার সাথে দেখা হবে।

Great tuner team.
Wish all of u good luck……..

ইশ!!!…………………..
আমারো টপ টিউনার হইতে মুঞ্চায়…………………………….

    আজ থেকেই লেখা শুরু করুন, তাহলেই পারবেন।

আগামীতে যাবার ইচ্ছা পোষণ করছি।

    আপনার নামেই বলে দেয় আপনি আগামিতে আসতে পারবেন 😉

Level 0

দারুন লাগল ………………………….
ছবি প্রকাশ করার জন্য ?জাকির! ভাইকে অনেক ধন্যবাদ ।
খুব ভাল লাগলো ভাই ।

ভাল লাগল ভাই। কিন্তু যখন দেখি আমি এই অসাধারনদের মাঝে নেই তখন খারাপ লাগে।
তবে একদিন ঠিকই সাধারন থেকে অসাধারন হব। ইনশাহ-আল্লাহ।

অসাধারণ । চালিয়ে যান।

আমার ছবি গুলো খুব খারাপ আসছে, আসলে জাকির আর লাকি খুব আন্তরিক, বাট ভালো ফটোগ্রাফার না :p

    আসল কথা আমি ফাঁস করে দিবো না, তাহলে সবাই জেনে যাবে 😀

    তবে এত কষ্ট করে এইগুলো আপলোড দেয়ার জন্য ধইন্যা 🙂

আমার নামটা চাইলে টপটিউনার লিস্ট থেকে মুছে দিতে পারেন। অথবা আমার টিউন গুলো দিলিট ও করে দিতে পারেন। শুধু শুধু রেখে কি হবে, আমাকে ত একবার কেউ বললেন ও না।
নাকি অন্য কনো কাহিনী আছে। যদিও টেকটিউন্স বাসি এখনো জানে না টেক টিউনের সাথে আমার কি হয়েছে। তবে এখন ভাবছি জানাবো আমি সব। সোহান রাহাত ও শাকিল আরেফিন এর মুখোশ টা মনে হয় এখন খুলে দেয়ার সময় হয়ে গেছে। যাই হোক, যে যাই করুক আর বলুক আমি টিউন করি টেক টিউন্স বাসিদের জন্য, যতদিন আছি টিউন করে যাবো। ধন্যবাদ সবাইকে।

    ভাই আমরা আপনাকে মেইল করেছিলাম, প্লিজ একটু দেখেন ।

    ভাই আমরা আপনাকে মেইল করেছিলাম, প্লিজ একটু দেখেন । 🙂

না! ফটোগ্রাফার ভাল না 😉 ভাই সুন্দর আসলে আমি সে দিন একটু অসুস্থ ছিলাম তাই আমার ছবিগুলো খারাপ এসেছে বাট বাকীদের এমন অবস্থা কেন? হা হা ! 😛

    আসলে কাবাশিস এর ভিতরে আলো কম ছিলো, আর ছবি দেখে আমিও খুব হতাশ, এলিয়েন টাইপ আসছে।

Level 0

abar kobe hobe?ami ki join korte pari apnader sathe? Matro XP setup dilam tai Bangla te likhte parlam na