টেকটিউনস এর নানা সমস্যার প্রতিকার চাই

মাত্র ১২ দিন হল জয়েন করেছি, নিজে পোস্ট দিয়েছি ৫টা। প্রতিদিন এ বেশ কয়েকবার টেকটিউনসে ঢুকে দেখি নতুন কি পোস্ট আসলো। প্রথম প্রথম সব ভালই লাগছিল। কিন্তু এখন কিছুটা খারাপ লাগছে। কারণটা বলি।

বাংলাদেশে টেকনোলজি এর বিকাশ ঘটছে। সবাই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে। আগে সাইবার কাফে তে একটা ছোট্ট ফাইল ডাউনলোড করতে গেলে বসে থাকতে হত অনেক্ষণ। আর এখন বাসায় বসেই আরামে কয়েক জিবি এর ফাইল ডাউনলোড করতে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমানো যাচ্ছে। ব্লগ আর বিজ্ঞান প্রযুক্তির নানা তথ্য নিয়ে সাইট এর অভাব নেই। তবে মান সম্পন্ন সাইট কয়টা আছে? সামহোয়্যারইনব্লগ, আমাদের প্রযুক্তি, লিনাক্স ফোরাম, কম্পিউটার জগত, ইবিজ সহ আর আছে। তবুও এলেক্সা র‍্যাঙ্ক এ ১৮তম এ থাকা টেকটিউনসকে বেশি আপন ও মানসম্পন্ন মনে হয়েছিল। আমরা সবাইই টেক নিয়ে কিছু না কিছু জানি। লিখে জানাতে চাই অন্যদের, তাই অনেকেই টেকটিউনসকে বেছে নিয়েছেন নিজেদের লেখা প্রকাশ করার জন্যে ঠিক যেমন আমি করেছি। তবে আমার ক্ষোভের কারণগুলা বলি -

১)

Ooops! too much server load on Techtunes.

Press your browser Reload button to try again!

লিখাটার সাথে সবাই বেশ ভালমতোই পরিচিত। ইন্টারেস্টিং কোনো টাইটেল দেখে ক্লিক করে দিলেন, অথবা কমেন্ট লিখে পোস্ট করলেন। বাস! দেখলেন এই মেসেজ। কি আর করা? এটা তো আর ফেসবুক না যে হাজারটা সারভার থাকবে। তবুও ব্যান্ডউইথ কী বাড়ানো যায়না? "try again!" করতে করতে তো মেজাজটাই খারাপ হয়ে গেল।

২) আমরা বাঙালি। কপি পেস্ট করতে ভালোবাসি। তাই বলে অন্যের লেখা কী নিজের ব্লগ বা ফেসবুক পেজ এ পোস্ট করব? অনেকেই বলবেন যে না। হ্যা, আমরা করিনা। তবে কেউ কেউ আছেন যারা এই কাজ করেন। লিখে ফেলেন একটা পোস্ট। তারপর দুদিন পর ওটার শিরোনাম টা কপি করে গুগল এ সার্চ দেন, দেখবেন কয়েকটা ****.blogspot.com বা www.****.tk টাইপ সাইট এ হুবহু আপনার পোস্টটির কার্বন কপি পাবেন। কয়েকটা ফেসবুক পেজ ঘুরে আসুন, দেখবেন RSS Graffiti এর কল্যাণে আপনার পোস্ট কারো পেজ এ শোভা পাচ্ছে। (টেকটিউনসের পেজ এ পেলে আপত্তি নাই) এটা যারা কষ্ট করে একটা টিউন লিখেন তাদের জন্যে দুঃখজনক। আর একই টিপস, সফট রিভিউ অন্যান্য সাইট এ প্রকাশিত হয়। টেকটিউনসের নীতিমালায় লিখে আছে যে ভিজিটররা একই লিখার পুনরাবৃত্তি দেখলে অসন্তুষ্ট হন। কিছু সহৃদয় ব্যাক্তি আছেন যারা পত্রিকায় প্রকাশিত সংবাদ Ctrl C > Ctrl V করতেও দ্বিধাবোধ করেন না। তাহলে আমরা কি করতে পারি? মনে হয় বারবার প্রায় একই ধাঁচের টিউন না করাই ভালো। আর টেকটিউনসে তো সার্চ বক্স আছে। টিউন লেখার আগে একটু সার্চ করে দেখে নিলেই ভালো।

৩) বাংলা সিনেমার কয়েকটা ধাপ আছে। প্রথমে নায়ক নায়িকা ছোটবেলার বন্ধুত্ব দেখান হয়। তারপর তারা বড় হয়। নায়িকার বাবা মা কোনো "ইয়ুশ্‌শাটাপ" (You shut up) বলা টাইপ আমেরিকা ফেরত  ছেলের সাথে নায়িকার বিয়ে ঠিক করে। কিন্তু নায়িকা বলে "আমি রাজা কে ভালবাসি, ওকেই বিয়ে করব", এটা শুনে নায়িকার বাপ মা জোর করে নায়িকাকে আটকে রাখে। তারপর ওই "আমেরিকা ফেরত ছেলে" গুন্ডা পান্ডা (পান্ডা তো বনে থাকে, বাংলা সিনেমা এ কীভাবে আসলো কে জানে!) নিয়ে নায়িকা কে অপহরণ করে। যখন শ্লীলতাহানীর চেষ্টা চলে, তখন নায়ক ঢিশুম ঢিশুম করে সবাইকে পরাজিত করে নায়িকার বাবা মার প্রশংসা কুড়ায়। তারপর? নাই বা বললাম।

জানি যে বর্ণনা শুনে মেজাজ খারাপ। টেকটিউনসে এসব কি? আজাইরা সিনেমার প্যাচাল কেন? আসলেই তো। টেকটিউনসের হোমপেজ দেখেন। বাংলা সিনেমার মত নির্দিষ্ট গঠনের টিউন পাবেনই। একাধিক টিউনার আপনাকে PTC নিয়ে সাহায্য করতে প্রস্তুত। পোস্ট  গুলো পড়লেই বুঝবেন, কমেন্ট দেখবেন, "আয় করুন" "আয় করুন"। আচ্ছা ভাই, যারা রাস্তা জানেন আয় করার, তারা তো করবেন ই। অযথা এরকম ভালো সাইট এ এত পোস্ট দিয়ে রেফারেল বাড়ানোর কী দরকার? কমেন্টেও লিঙ্ক, রেফারেল। কেউ কেউ মিডিয়াফায়ারের লিঙ্ক দেন, তবে প্রথমে বিজ্ঞাপনযুক্ত সাইট এ যেখান থেকে মিডিয়াফায়ারে স্কিপ করে যেতে হয়। টেকটিউনস এর নিয়ম "কোন রকমের এ্যাডসেন্স বা এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) দিয়ে টিউন করা যাবে না।" মিঠু ভাইয়ের এই পোস্টটি দেখেন।

তারপর প্রতিদিন পাবেন একগাদা "প্রিমিয়াম কুকি", এগুলো দিয়ে আপনি ঝাক্কাস গতিতে ফাইল ডাউনলোড করতে পারবেন। আরো থাকবে এমন কিছু সফট রিভিউ যা আপনি আমি অনেক আগে থেকেই ব্যাবহার করে আসছি (ব্যাতিক্রম ও আছে)। আর আইপি চেঞ্জ, হ্যাক করার উপায় তো শিখবেনই। তবে সাবধান থাকবেন, ফায়ারওয়াল বা শিল্ড অফ করে টেস্ট করতে যেয়ে ধরা খেয়েন না। কিছু পোস্ট আছে যা না দেখলে ১০০% মিস করবেন। বুঝেন ব্যাপারটা। মজা লাগে যখন কেউ পোস্ট করে, সেটা দেখে অনুরূপ কয়েকটা পোস্ট হয়। আর কী শুনবেন? ফ্রী এসএমএস, ফোল্ডার লক ইত্যাদি নামে ক্যাটাগরি রাখা দরকার।

অনেক বললাম। ইয়ুশ্‌শাটাপ এর রহস্য জানবেন না? ঘুরে আসুন কয়েকটা পোস্ট থেকে। সবার কথা বলছিনা। "কেউ কেউ" আছেন যাদের বাংলা বানান দেখে আপনিও ভড়কে যাবেন, ভুলে যাবেন আসল বানান কোনটা। এরা কী সেই "আমেরিকা ফেরত"এর দলে? বাংলা ভাষার জন্যে কত ত্যাগ, তার মুল্য নেই? এইচ এস সি পর্যন্ত প্রতি বছর বাংলা ব্যাকরণ পড়ার মুল্য কতটা? দাউনলোদ, দ্রাইব, সপটার এগুলা যেন সঠিক বানান বলে মনে হয়। একজনের পোস্ট শুরু হয়েছে "পরম করুনাময় সৃষটিকর্তার নাম নিয়ে আমার প্রথম টিউনটি শুরু করছি।" প্রথমেই ২টা বানান ভুল! কার যেন শিরোনাম দেখলাম "আমাদের প্রানের টেক্টিউনস । আশুন আরও এগিএ নিএ যাই টেক্টিউনসকে"। বলুন কী বলবেন? "বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন টিউন করা যাবে না।" এটা টেকটিউনসের নীতি।

৪) টেকটিউনসে সব কিছুরই সমালোচোনা হয়। কোনটা ভাল, কোনটা খারাপ তা মন্তব্য দেখেই বোঝা যায়। আরো আছে "মনোনীত-মনোনীত নয়" বাটন। কোন পাল্লায় কত তা দেখলেই বুঝবেন টিউনের মান কেমন। সমস্যা হল আমরা হয়ত সমালোচোনাকে ভালো নজরে দেখতে পারিনা। মানুষের ভুল হতেই পারে, সেটা ধরিয়ে দেওয়া কী দোষের? কেউ কেউ নেতিবাচক মন্তব্য মুছে ফেলেন নিজ নিজ পোস্ট থেকে। কী লাভ তাতে? "মনোনীত নয়" এর সংখাটা দেখেই বোঝা যায় কেমন টিউন। কারো কাছে সমালোচোনা "জ্ঞান দেওয়া" বা "তর্ক করা" বলে মনে হয়। তাই ভাবছি এদের সাথে "তর্ক" করে লাভ নেই। নিজের ভালো নিজে দেখি, কাউকে সচেতন করতে যেয়ে নিজের ভাবমুর্তি নষ্ট করতে চাইনা।

৫) এবার বলি কিছু বাক্তিগত মন্তব্য। টেকটিউনস অনেক ভাল সাইট। আমার অনেক ভালো লেগেছে বলেই আমার প্রথম লেখালেখির প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিয়েছি। তবে কিছু টিউনারের বাব্যহার আর মন্তব্য দেখে খারাপ লাগল। তাদের ধারণা টেকটিউনস এ তাদের একচ্ছত্র অধিকার রয়েছে। যে টিউনে কার সমস্যা হতে পারে তার ভুল ধরিয়ে দেওয়া পাপ। আমার লেখা ৫টি পোস্ট এর লিঙ্ক দিলাম। চাইলে দেখে নিতে পারেন। ভাল না মন্দ তা আপনারাই বিচার করবেন। যারা পোস্ট টা পড়লেন, তাদের অনেক ধন্যবাদ। যে কারো মন্তব্য, পরামর্শকে স্বাগত জানাই। আর এডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি নিম্নমান সম্পন্ন পোস্ট, অযথা লিঙ্ক শেয়ার করা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখতে।


  1. LAN এ ফাইল ও ফোল্ডার শেয়ার করুন সহজেই
  2. ডিভিডি রিপ করুন সহজেই
  3. বদলে দিন বাংলালায়ন ওয়াইমাক্স কানেকশান ম্যানেজারের স্কিন
  4. ব্লুটুথ বা ওয়াই-ফাই দিয়ে একাধিক কম্পিউটারে Need For Speed Most Wanted খেলুন Multi-player মোডে
  5. রিপেয়ার করুন নোকিয়া ফোন – বিনামুল্যে, কোনো সারভিসিং বক্স ছাড়াই

Level 0

আমি মো মিনহাজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 2958 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এত রাগ করলে তো কিছু করতে পারবেন না । সবাই আপনার কাজের প্রশংসা করবে ভাবলেন কি করে । বাহবা পাওয়ার জন্য টিউন করছেন নাকি? আপনি কোন দেশে বাস করছেন তা তো জানেন ? নাকি তাও ভুলে গেছেন !!! প্রতিটি ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা আছে ! আমাদের একটা বদ অভ্যাস হলো ফ্রী উপদেশ দেয়া ।ভাল মন্দ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
আরো অনেক কিছু বলার ছিলো …………….ভালো কাজ করার জন্য কারো বাহবা আশা করবেন না………..আর কেউ সমালোচনা করলে ছেড়ে ভালো কাজ ছেড়ে দেবেন না নিশ্চই!!!!!!!!!!!!!

ভালো থাকবেন!!!!!!!!!!!

    ভাই ঠিক বলেছেন। আমাদের সীমাবদ্ধতা আছে জানি,তবে আর কত? যারা এখানে আসে, তারা নিশ্চয়ই অনেক সচেতন, তাইনা? মন্তব্যের জন্যে ধন্যবাদ ভাই। মন খারাপ 🙁

    Level 0

    @সহিদঃ ভাই, "মানুষের ভুল হতেই পারে, সেটা ধরিয়ে দেওয়া কী দোষের?" মিনহাজ ভাই বাহবা পাওয়ার জন্য টিউন করেন না তা তার এই কথাতেই বোঝা যায়।

    Mithu ভাই এর সাথে সহমত। সহিদ ভাই মনে হয় মিনহাজ ভাই এর পুরো টিউন টা না পরেই মন্তব্য টা করেছেন ।

    Mithu,ঘুম চোর ভাই এর সাথে সহমত। ভালো কাজে বাহবা নিতে ভালো লাগলে, মন্দ থাকলে টা তার সমালোচনা হতেই পারে।
    @ সাইফুল ইসলামঃ ভাই আপনি নিজেই স্বীকার করলেন এত বছর টিটি তে আছেন, কিন্তু আপনার এরুপ মন্তব্য (বসন্তের কোকিল হলে টেকটিউনে না আসাই ভাল) দেখে তা মনে হল না, কাওকে এভাবে বলার অধিকার হয়ত আপনার নাই…

    @ মাখনঃ পছন্দের মানুসের ভুল ধরিয়ে দেয়া শুধরে নেয়ার জন্য, আর এখনেও তেমনটাই…

    @ হাসান যোবায়েরঃ ভাই আপনিও শেষমেস, এগুলো ঠিক না…

    মনটা আই খারাপ হোয়ে গেলো………
    (মাইন্ড করলে করতে পারেন)

    শাওন ভাই,

    এইবার শিরোনাম হইছে সবার মনের মত এই সমস্যা গুলোয় আমরা টেক টিউনাররা সবাই পড়ি। আমরা এর সমাধান চাই। শিরোনাম দেখে আমি কথাগুলো বলেছিলাম। আশা করি বুঝতে পেরেছেন।

    MITHU@দোষ ধরিয়ে দেওয়া দোষ না…. শিরোনামে বিরক্ত

    ঘুম চোর@পুরা টিউন পড়িছ………. শিরোনামে বিরক্ত

মাত্র ১২ দিনেই হাল ছাড়লেন? আমরা তো বছরের পর বছর টেকটিউনের সাথে আছি। কৈ? আমাদের তো বিরক্তিবোধ হয়না। টেকটিউনের ভাল মন্দ সবখানেরই সাথী হতে হবে। বসন্তের কোকিল হলে টেকটিউনে না আসাই ভাল।

    সহমত! টেকটিউনসের এখন মাত্র তো দুইটা সমস্যা সার্ভার আর টিউন। এটার জন্যেই ১২ দিনে বিদায়। আমি তো ২+ বছর ধরে এর সাথে আছি। যাওয়ার কথা কতবারই মনে হল। কিন্তু কম্পিউটার খুলেই টেকটিউনসে ঢুকি, টেকটিউনস থেকেই বের হয়েই কম্পিউটার বন্ধ করি। কি জানি। হয়ত খুব বেশি ভালবাসি বলেই। 😉

    সহমত সাইফুল ভাইয়ের সাথে। কয়দিন পর পরই দেখি টিউন হয় 'যাইগা আমি তৈল দেন আমারে' ব্যাস অমনি আমরা গ্যালন গ্যালন তৈল নিয়ে হাজির হই। 🙁

    শাওন ভাইকে বলছি নতুন একটা দেশে গিয়েই যেমন সে দেশে নিজেকে সাথে সাথে খাপ খাওয়ানো যায় না ঠিক তেমনি একটা সাইটে নিজেকে প্রতিষ্ঠা করতেও সময় লাগে।
    আশা করি বুঝতে পেরেছেন।

    Level 0

    @সাইফুল,মাখনঃ টিটির সাথে থাকলেতো ভালোবাসা প্রকাশ পায় না, টিটির সমস্যা ধরিয়ে দিয়ে তার জন্য যা করা যায় তাই করা উচিত (যেহেতু, আমরা এডমিন নই, তাই এক্ষেত্রে এডমিনের কাছে বারবার এর সমাধানের কথা বলতে পারি, "প্রতিকার করা ফরয" এই মর্মে। এতেই বুঝা যাবে, আপনি টিটি ভালো বাসেন,আপনি চান যে অন্য কেউ টিটি সম্পর্কে নেতিবাচক ধারণা না করুন,টিটির মান ক্ষুন্ন না হউক।) টিটির সমস্যা নিয়ে কিছু বললাম না, খালি টিটির বাজে টিউন না পড়ে ভালোগুলো পড়ে চলে গেলাম,এটাতে নিজের স্বার্থটাই দেখা হল ,তাই না। দয়া করে আমার কথায় মাইন্ড করবেন না।

    MITHU ভাইয়ের সাথে একমত…

    @সাইফুল ভাই , আমরা ভালো মন্দের সাথী হব তবে মন্দ টাকে দূর করার কোন চেষ্টা করব না । কেউ মন্দ টাকে দেখিয়ে দিলে তাকে বলবো আমি মন্দ নিয়েই ভালো আছি । "তুই বসন্তের কোকিল, তুই দূরে যা " ওয়াহ ওয়াহ ! মিনহাজ ভাই বিস্তারিত একটা টিউন লিখেছেন । আপনাদের মন্তব্য দেখার পর Reply করতেও হয়ত উনি লজ্জা পাচ্ছেন ।

    @মাখন ভাই , এতই ভালবাসেন তাহলে আমার সাথে এই বিষয়ে সহমত হন , " টেকটিউন এর সার্ভার কিভাবে আপডেট করা যায় আর আজাইরা টিউন থেকে কিভাবে টেকটিউন কে মুক্ত রাখা যায় ? এই জন্য আমাদের সবার এগিয়ে আসা উচিৎ । কি সহমত ?

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই , আপনি কাকে কাকে কয় কেজি করে তেল দিয়েছিলেন দয়া করে লিঙ্ক টা আমাকে ইমেইল করে দিয়েন । আপনি চাইলে আপনি কাকে কাকে অপমান করে কমেন্ট করেছেন তার উপর আমি একটা পুরা লিস্ট দিতে পারি । তেল এর খুব দাম তা আমিও জানি । কিন্তু শুধুমাত্র সুন্দর ব্যবহার দিয়েও সবার মন জয় করা যায় । আপনার মন্তব্য দেখলেই মনে হয় কাকে জানি বাশ দিলেন । বদলে যান ।

    @mithu ভাই এর সাথে সহমত।

    ঘুম ভাই বিদায়ী টিউন অনেক হইছে। এখন দেখতে বিরক্ত লাগে তাই একটু কঠিন করে বললাম।
    আর আমি নেগেটিব মন্তব্য খুব কম করি। মাঝে মাঝে উলটা পালটা মন্তব্য করি 😛
    আপনার কোন টিউনে কিছু বলেছি বলে মনে পড়ে না। 😉

    @Mithu ও ঘুম চোর ভাই, অনেকগুলো কথা লিখে কেটে দিলাম। শুধু একটা কথায় বলব আমি টেকটিউনসকে ভালোবাসি তাই বলে অন্ধ নয়।

    Level 0

    @মাখনঃ ভাই, একটুতেই কেনো রেগে যাচ্ছেন যে কেটে দেয়ার মত কথা লিখতে হবে ? আমার কথার সারমর্ম তো " নীরবে শুধু মেনে না নিয়ে চলুন টিটির উন্নতিতে নিজেরাই এগিয়ে যাই"। এতে তো খারাপ বা শক্ত কথা আমি দেখছি না।

    এখন যে হারে বসন্ত কোকিল আর দুধের মাছির আকাল পড়েছে টিটিতে তাতে, থাক আর বললাম না…

    Mithu ভাই রাগে কিছু লিখি নাই। হে হে আমি রাগ করি না। আর রাগ করব কেন সেটাই তো বুঝলাম না। হে হে হে। ভালবাসি বলেই পাশে আছি থাকব। আমি জানি মডারেটররা ভয়ানক পরিশ্রম করে যাচ্ছেন। একটু ধর্য্য ধরেন সব ঠিক হয়ে যাবে। খুব শীঘ্রই এক সাথে অনেকগুলো সুসংবাদ পাবেন আশা করি। আসলে আমরা যে হারে সমালোচনাগুলো করি। উনারা সে হারে সুসংবাদগুলো দেন না। এটাই সমস্যা। নইলে বুঝতে পারতেন আমাদের টেকটিউনস প্রতিদিন কিভাবে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। হা হা 😉

কিছু ব্যপার মেনে নিসি আরকি, খারাপ টিউনের সাথে ভালো টিউনও আছে, অগুলা দেখতে আসি !

Level 0

আপনার প্রতিটি কথার সাথে আমি একমত। "Ooops! too much server load on Techtunes.Press your browser Reload button to try again!" এই লেখাটি থেকে বোঝা যায় একটা সাইটের ব্যান্ডউইথের অবস্থা কত নাজুক!!!! আমি বাংলা বা ইংলিশ আর কোনো সাইটেই এই অবস্থা পাইনাই। এখন, মডারেটরকে একবার ভেবে দেখতে অনুরোধ করছি, আপনার কি মনে হয় না, যদি কেউ দেখে একটা সাইটে ব্যান্ডউইথের এই ধরনের নাজুক অবস্থা, তবে সাইট হিসেবে এর মানই বা কতটুকু উন্নত,এ নিয়ে প্রশ্ন জাগতেই পারে ? মনে কি হয় না, কম ব্যান্ডউইথওয়ালা সাইটকে সাধারণ পাবলিক (আমরা যারা টিটির সাথে জড়িত না) নিম্ন মানের সাইট হিসেবে ভাববে !!!! একটা সাইটের জনপ্রিয়তার জন্য একটু কষ্ট তো করতেই হয়, তা যে ধরনেরই হোক।
আর মিনহাজ ভাইয়ের সাথে এক হয়ে বলতে চাই, তথাকথিত টিউনার যারা ১০০+ টিউন করে নিজেদের এতোটাই বড় মনে করেন যে, একটি টিউনে খালি বাহবা পেতে চান, সমালোচনা করলে বিরক্ত হন তাদেরকে যে, টিউন করে "allow comment " আনচেক করে রাখবেন। কারন
কমেন্ট অপশনটা আপনাদের জন্য নয়। কমেন্ট অপশন শুধুমাত্র বাহবা পাওয়ার জন্য দেওয়া হয় নাই,এটা ঐ টিউন সম্পর্কে অন্যদের যে কোন মতামত জানার জন্য দেয়া হইসে, শুধুমাত্র বাহবা পাওয়ার জন্য নয়। একটা বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান রেখে যদি কেউ টিউন করেন তবে তিনি নিশ্চয়ই যে কোন সমালোচনামূলক মন্তব্যের প্রত্যুত্তর দিতে পারতেন। তা পারেন না বলেই ঐ ধরনের কমেন্টে তারা বিরক্ত হন, কারণ তাদের ঐ বিষয়ে যথেষ্ট জ্ঞান নেই।
আর ১০০+ টিউন করার অর্থ বাংলা সিনেমার শিল্পপতির মত কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া নয়, যার অহংকারে অন্য টিউনারদেরও তুচ্ছ তাচ্ছিল্য করব।(আসলে যারা কম জানে,তারাই অহংকার তাদের জানার সীমাবদ্ধতা ঢাকার জন্য)।
আর টাকা পয়সার খুব অভাব না হলে এভাবে লাজ লজ্জার মাথা খেয়ে টিটির এত নিষেধ এবং পাঠকদের অসন্তুষ্টিতেও সামান্য দু একটা পয়সার জন্য কেউ "সহজ আয়" টাইপ টিউন করেন না। ("আয় করুন" টিউনারদের আরো শক্ত কথা বলতে চাচ্ছিলাম, আর বললাম না)। এডমিনের উচিত এই টাইপ টিউন যারা করে তারা আবারও যদি এইরকম টিউন করে তাদের মেম্বারশিপ বাতিল করা টিটির স্বার্থে।

    mithu ভাই এর সাথে সহমত ।

    MITHU ভাইয়ের সাথে ১০০% সহমত প্রকাশ করছি।

    শোনেন মিঠু ভাই, মাথা গরম করেন না, এটা কিন্তু সম্পূর্ণ ব্যাক্তি মালিকানাধীন, এটা আমারও না, আপনারো না, আমরা এখানকার কতিপয় সুবিধাভোগীমাত্র… সুতরাং এর বিরুদ্ধে কিছু বলার হক আমাদের বোধহয় হয়নি… যদি কোন দিন আপনারা টিটিতে কন্ট্রিবিউট করেন সেদিন নাহয় মন ভরে সকলের দোষারোপ করেন, একটা অব্যবসায়িক ওয়েবসাইটকে ঠিকভাবে দাড় করিয়ে রাখা যে কত কষ্টকর যদি কখনো ট্রায় করেন তবে বুঝবেন… অনুরোধ করে নেগেতটিভলি নিবেন না…

    Level 0

    @ডিজে আরিফঃ ভাইয়া তো আমার অভিযোগ শুনলেন কিন্তু মাথা গরম করছি কোন ব্যাপারে,এটা মনে হয় ধরতে পারেন নি। সার্ভার সমস্যার কথা আমি politly ই লিখেছি,সার্ভার সমস্যার জন্য আমি মাথা গরম করিনি,মাথা গরম করছি ২য় প্যারায় যাদের কথা বলছি তাদের জন্য। আমার ২য় প্যারা থেকে আমি শক্তভাবে কথা বলেছি, আর এই প্যারায় সার্ভার সমস্যা নিয়ে কথা বলিনি।

এই টিউনের মত অনেক টিউন ইদানিং চোখে পড়ছে। গেলাম! ছেড়ে দিব! থাকার মত পরিবেশ নেই……………………………………. আমরা আছি, থাকব। প্রথম দিকে যখন আমার লেখা অন্যান্য জায়গায় খুঁজে পেতাম খুব খারাপ লাগত যে আমার লেখা আরেক জন ব্যবহার করছে অথছ আমার কোন নামই নেই??(অনেকে অনুমতি নিয়েও করে থাকেন তাদের কথা বলছি না) কিন্তু এখানে যারা আছেন তারা নাম কামানোর জন্য নিশ্চয় লেখেন না। পরবর্তীতে বুঝতে পারি আসলে আমাদের বা আমার লেখার উদ্দেশ্য হল অন্যের কোন উপকারে আসা। আর সেটা টেকটিউন্স-এ এসেই হোক বা কপি পেষ্ট করা কোন ব্লগ থেকেই হোক, কেউ উপকার পেলেই একজন টিউনারের টিউনের মুল সার্থকতা। তাই এসব পুরনো কপি পেষ্ট প্রসঙ্গ, থাকলাম না গেলাম, দেখে আমরাই বিরক্ত। ধন্যবাদ।

    চোখে যখন পড়ছে তখন বুঝে নেন যে সমস্যা আছে । আসুন সমস্যার সমাধান করি । অনেক আছে বলে কিছু গেলেও কিছু আসে যায় না এই মনোভাব সবার দূর করা উচিৎ।

Level 0

ও, একটা কথা বলতে ভুলে গেছি, "চলে যাই",এটা যেমন কোনো সমাধান নয়, তেমনি এই রকম শিরোনাম করে জনসমর্থন পাবেন না। শিরোনাম চেঞ্জ করুন। সমস্যা প্রতিকারে নিজেও এগিয়ে আসুন। "চলে যাওয়া" তে কি বুঝায় , সুসময়ের বন্ধু নাকি টিটির প্রতি ভালোবাসা , তা আপনি নিজেই আরেকবার ভেবে দেখবেন।

Aponar Sob Tune Ami Porlam Kothao Tho Ami Kharap Comment Dekhta parlam Na.Tarpor Eto Rag Kora Kawka ki kicho Dawa gai? Asa kori bujta parban.

চলে গিয়ে কি লাভ?

কিছু কিছু Tune-এর Title দেখে আমি নিজেই ঢুকিনা, আর ঐসব Tune-এর কারণে প্রথম পৃষ্ঠার অবস্থা ইদানীং যাচ্ছেতাই…

সমালোচনা থাকলে টিউনের মান উন্নত হয় ।
ভুল শোধরানো যায় ।

    Level 0

    সহমত। কিন্তু অনেকে এটা সহ্যই করে না।

মিনহাজুল হক শাওন ভাই আমি আপনার সাথে ১০০% একমত………….:)

Level New

আমি তো ভাই ৩ বছর ধরে্, আপনি ১২ দিনেই???

টাইটেল Change করুন আর টিউন টি কে Feedback হিসেবে রাখুন…

""""বিদায় টেকটিউনস! বিদায় টেকটিউনস!"""" এই সব কথা বলা ঠিক না

    Level 0

    আসলেই সহমত, কারণ এই শিরোনামের ফলে টিটির সমস্যার ব্যাপারে সাপোর্ট পাওয়া যাবেনা। কারণ,এই শিরোনামও এখন একঘেয়ে হয়ে গেছে,

মাশাল্লাহ… যত বড় পোষ্ট তত বড় কমেন্ট।। যাই হোক, এক কথায় বলব, ভাল মন্দ নিয়ে জীবন… চলতে হবে, চালাতে হবে…

    Level 0

    না, তার সাথে সমস্যা সমাধানে এগিয়েও আসতে হবে।

    সহমত

    মানছি , ভালোর সাথে মন্দ থাকবেই । তবে নিজেকে আবার মনে করিয়ে দিতে চাই । " বদলে যাও , বদলে দাও "
    atleast চেষ্টা তো করব ভালো থাকতে মন্দ তাকে দূরে সরিয়ে দিয়ে । নাকি মন্দকেও আজকাল সঙ্গী মনে হয় ।

দোস্ত খুব ভালো হইছে তাও যদি সাইট এডমিন এর চোখ খোলে। আর পোস্ট গুলি দেখলাম সব গুলির স্বকীয়তা রয়েছে ।

আমি আপনার সম্পূর্ণ পোস্ট পড়িনি। যাই হোক প্রথম অভিযোগের ব্যাপারে বলি এটা ব্যান্ডউইথের সমস্যা না। এটা হলো সার্ভার লোড সংক্রান্ত সমস্যা। এটার সমাধান একমাত্র ভাল ভিপিএস নিলেই হয়ে যাবে।

সবার কমেন্ট দেখলাম, সবাইকে আলাদা করে রিপ্লাই দেয়ার মত ধৈর্য নেই এখন। তবে বলে রাখি, টিউনের শিরোনাম চেঞ্জ করলাম, আপনাদের কথা ভেবে। আমার ভুল হয়েছে এভাবে "চলে যাব" বলা। সবাই অনেক গঠনমূলক মতামত দিয়েছেন। আমরা কেউই "বসন্তের কোকিল" হতে চাইনা। তবে অনাচারের এই দেশে থেকে "কোনো কিছুরই সলভ নাই" ভাব চলে এসেছে। এটা দেখে আবার অ-দেশপ্রেমিক বলবেন না যেন। আমরা খারাপ থেকে ভালোটা আলাদা করে নিতে পারি। যেদিন সবাই এই কাজ টা করতে পারবে, সেদিন থেকে দেশ এগিয়ে যাবে।

    Level New

    ধন্যবাদ আমার কথা রাখার জন্য

    Level New

    আসলে আমরা সবাই টিটি তে নিঃস্বার্থ ভাবে টিউন করি , তাই আমরা এই সব দাবি করতেই পারি।

    এখন ঠিক আছে 😛

    Level 0

    @robayet: ভাই, শিরোনাম চেঞ্জ তো আমিও করতে বলছিলাম(এমনকি আপনার আগেই বলছি)। তাই "আমার" না বলে "আমাদের " বলাটাই কি ভালো ছিল না 🙂

    Level New

    @MITHU ভাই, শুরু করে দিলেন তো…LOL:P খেয়াল করিনি।

চলে যাবার এই টিউনটিও কিন্তু কমন হয়ে যাচ্ছে।
আপনার কিছু কথার সাথে সহমত, মানসম্মত টিউন পাওয়া যাচ্ছে না।
আয় করার টিউনগুলো সরিয়ে দিলেই অনেক ভালো চেহারা ফিরে পেত টেকটিউনস।

মহাবিপদে পড়েছে টেকটিউন । আপনার মত জ্ঞ্যনী মানুষ না থাকলে টেটি মহাঝামেলায় পড়বে। আপনাকে রাখার জন্য কে কে আপনার কাছে ক্ষমা চাইলে হবে ?

টেকটিউন মূলত টিকে আছে টিউনারদের ভালোবাসার কারণেই। তারপরও দেখি অনেক স্পাম- আয় করুন, ব্যয় করুন….নৈতিক চরিত্র উন্নত করুন, ইত্যাদি ধরনের টিউন। কর্তৃপক্ষ ও এ ব্যাপারে বেশ নির্বিকার। এ নিয়ে অনেকবার বলেছি- চোখে পরার মতো কোনো উন্নতি দেখতে পাইনি। টেকটিউনস এখন এইসব হাবিজাবি টিউনারদের(?) দখলে। কর্তৃপক্ষের ও এতে প্রচ্ছন্ন সম্মতি আছে বোঝা যায়।

কর্তৃপক্ষসহ সকল টিউনারদের কাছে আবেদন করছি- আসুন আমরা সকলে মিলে টেকটিউনস এর মান ধরে রেখে একে সামনের দিকে এগিয়ে নিই।

    Level 0

    কৌশিক ভাই আপনার সাথে সহমত একারণে যে সকল টিউনারের ভালোবাসার মধ্য দিয়েই টিটি টিকে আছে। কিন্তু সব কিছুরই সীমাবদ্ধতা আছে। টেকটিউনের মডারেটর প্যানেল পুরোপুরি ভাবে কার্যকর না থাকার কারণে যথাযথ ভাবে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না সময় মত। তাই সকলের নিকট জোর আবেদন সচেতন হোন।

Level 0

টেকটিউনস এর যে ফাইল টা লোড হউয়ার সময় সমস্যা করে তার সৎকার করলে ই হয়। ব্যান্ডউইথ তো আর আজ থেকে দরকার না অনেক আগে থেকে। ধন্যবাদ।

Level 0

সবার মন্তব্য পড়ে দেখলাম। কিন্তু একটি বিষয় কেউ আলোচনা করেননি কী কারণে টেকটিউনের এই সমস্যা। প্রথমত Ooops! too much server….. সমস্যাটির ব্যাপারে টিটির মিটআপে আলোচনা করা হয়েছে। প্রতিদিন প্রতি মুহূর্তে টিটির সাইটে যে পরিমানে ভিজিটর আসেন তাতে সাইটে যে চাপ পড়ে এতে এই সমস্যাটি সৃষ্টি হয়। যদিত্ত এই সাইটটি সম্পূর্ণ অবাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত তবুত্ত দুইটি সারভার শেয়ার করে আপাতত সাইটটি চালানো হচ্ছে। যখনই বিপুল সংখ্যক ভিজিটর এক সাথে সাইটে হিট করে তখনই……… নতুন server স্থানান্তর করতে গেলে প্রতিমাসে যে বিপুল পরিমাণের অর্থ ব্যয় হবে তা creativity within সংস্থান করেই আমাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারবেন আশাকরি। একটু সময় লাগবে। সবাইকে ধের্য ধারণ করতে হবে।

আর মন্তব্য এবং টিউন!!! মডারেটর প্যানেল পুরোপুরি ভাবে একটিভ হলে কোন সমস্যা হবে না। সমন্বয় সাধনের যে প্রচেষ্ঠা চলছে। যাতে করে সকল মডারেটর একই সাথে কাজ করতে পারেন সব স্থান থেকেই। আশা করি এ ব্যাপারে টিটি এডমিন এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দৃষ্ঠি দেবেন। আর সকল ক্ষেত্রেই সীমাবদ্ধতা রয়েছে।

    are vai dekhlen na somossar kotha bolate koto kichu ?
    amader karo e somossa somadhaner chinta nai !!!
    ache sudhu pin marar sovab….

( Ooops! too much server load on Techtunes.
Press your browser Reload button to try again! )
প্লিজ…… সার্ভার উন্নতি করুন !!!!!!!……………….

ভালো বলেছেন। তবে ভালো মন্দ মেনেই ভালো কে সঙ্গে নিয়ে এগোতে হবে। ধন্যবাদ।

টেকটিউনস ছেড়ে চলে গেছ তাতেকি ভালবেশে মরেছি
টেকটিউনস আছে হৃদয়ের আয়নায়

টেকটিউনস ছেড়ে চলে গেছ তাতেকি ভালবেশে মরেছি
টেকটিউনস আছে হৃদয়ের আয়নায়
লোকে টেকটিউনসরে শুধায়
এত প্রবলেম কেন হয় বলনা?

লোকে টেকটিউনসরে শুধায়
এত প্রবলেম কেন হয় বলনা?

পিটিসি সাইটের টিউন নিয়ে করলে টিউন ভাল হয়
লোকে তারে ভাল টিউন কয়
আমি বলি ভালনা এইসব ই যন্ত্রণা
এইগুলো ভাল টিউন নয়
লোকে টেকটিউনসরে শুধায়
ভাল টিউনস কারে কয় বলনা?

লোকে টেকটিউনসরে শুধায়
ভাল টিউনস কারে কয় বলনা?

নতুন টিউনার হইস তাতেকি আমিতো টিউন পড়েছি
টেকটিউনস নতুন টিউনার পুরাতন টিউনার মানে না

I WANNA SAY I LOVE TECH TUNE
MY LOVE IS ONE FOR TECH TUNE
I LOVE TECH TUNE UNTIL I M DIE

HI GUYS DON'T REFUSE MY TUNE
WATCH MY TUNE SERIOUSLY
REQUEST MY

HI GUYS DON'T REFUSE MY TUNE
WATCH MY TUNE SERIOUSLY
REQUEST MY

এতক্ষণ যা শুনছিলেন সবই আবেগের কথা
এখন বলছি বাসতবতা
বেশি লেখার বিনিময় ভাল তৈরি হয়
কমেন্টাররা তাকে ভাল টিউন কয়

ভাল টিউন না হলে কমেন্টাররা যায় চলে
টেকটিউনসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে
লোকে টেকটিউনসরে শুধায়
খারাপ টিউনস কেন হয় বলনা?

লোকে টেকটিউনসরে শুধায়
খারাপ টিউনস কেন হয় বলনা?

টিউন করেছো তাতেকি টিউনতো আমি দেখেছি
দেখেছিলাম খারাপ চোখে

টিউন ডিলেট করা হয়েছে তাতেকি নতুন টিউন করেছি
আগের টিউনের চেয়ে অনেক সুন্দরী
লোকে টেকটিউনসরে শুধায়
এত প্রবলেম কেন হয় বলনা?

লোকে টেকটিউনসরে শুধায়
এত প্রবলেম কেন হয় বলনা?

লোকে টেকটিউনসরে শুধায়
এত প্রবলেম কেন হয় বলনা?

টেকটিউনস আছে যতদিন
টিউন করে যাব ততদিন
লোকে টেকটিউনসরে শুধায়
এত প্রবলেম কেন হয় বলনা?

লোকে টেকটিউনসরে শুধায়
এত প্রবলেম কেন হয় বলনা?

বেঁচে আছি যতদিন
টিউন করে যাব ততদিন
হয়ে রবো টিউনের মুরছনায়

বেঁচে আছি যতদিন
টিউন করে যাব ততদিন
হয়ে রবো টিউনের মুরছনায়

লোকে আমারে টেকটিউনসরে শুধায়
এত প্রবলেম কেন হয় বলনা?

লোকে আমারে টেকটিউনসরে শুধায়
এত প্রবলেম কেন হয় বলনা?

হা…হা… রাজনীতির মত এই টিউনে দলাদলি মত দেখতেছি। 😛

আমি কোন গ্রুপে যোগ দিয়ে কমেন্ট করব চিন্তা করতেছি… 😀

LOL……………….. http://www.techtunrs.com.bd

sob somoi valp /posetive comments kora valo…
amar site
http://www.borhan-info.co.cc

Level 0

amar prothom comments…….