মাত্র ১২ দিন হল জয়েন করেছি, নিজে পোস্ট দিয়েছি ৫টা। প্রতিদিন এ বেশ কয়েকবার টেকটিউনসে ঢুকে দেখি নতুন কি পোস্ট আসলো। প্রথম প্রথম সব ভালই লাগছিল। কিন্তু এখন কিছুটা খারাপ লাগছে। কারণটা বলি।
বাংলাদেশে টেকনোলজি এর বিকাশ ঘটছে। সবাই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে। আগে সাইবার কাফে তে একটা ছোট্ট ফাইল ডাউনলোড করতে গেলে বসে থাকতে হত অনেক্ষণ। আর এখন বাসায় বসেই আরামে কয়েক জিবি এর ফাইল ডাউনলোড করতে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমানো যাচ্ছে। ব্লগ আর বিজ্ঞান প্রযুক্তির নানা তথ্য নিয়ে সাইট এর অভাব নেই। তবে মান সম্পন্ন সাইট কয়টা আছে? সামহোয়্যারইনব্লগ, আমাদের প্রযুক্তি, লিনাক্স ফোরাম, কম্পিউটার জগত, ইবিজ সহ আর আছে। তবুও এলেক্সা র্যাঙ্ক এ ১৮তম এ থাকা টেকটিউনসকে বেশি আপন ও মানসম্পন্ন মনে হয়েছিল। আমরা সবাইই টেক নিয়ে কিছু না কিছু জানি। লিখে জানাতে চাই অন্যদের, তাই অনেকেই টেকটিউনসকে বেছে নিয়েছেন নিজেদের লেখা প্রকাশ করার জন্যে ঠিক যেমন আমি করেছি। তবে আমার ক্ষোভের কারণগুলা বলি -
১)
লিখাটার সাথে সবাই বেশ ভালমতোই পরিচিত। ইন্টারেস্টিং কোনো টাইটেল দেখে ক্লিক করে দিলেন, অথবা কমেন্ট লিখে পোস্ট করলেন। বাস! দেখলেন এই মেসেজ। কি আর করা? এটা তো আর ফেসবুক না যে হাজারটা সারভার থাকবে। তবুও ব্যান্ডউইথ কী বাড়ানো যায়না? "try again!" করতে করতে তো মেজাজটাই খারাপ হয়ে গেল।
২) আমরা বাঙালি। কপি পেস্ট করতে ভালোবাসি। তাই বলে অন্যের লেখা কী নিজের ব্লগ বা ফেসবুক পেজ এ পোস্ট করব? অনেকেই বলবেন যে না। হ্যা, আমরা করিনা। তবে কেউ কেউ আছেন যারা এই কাজ করেন। লিখে ফেলেন একটা পোস্ট। তারপর দুদিন পর ওটার শিরোনাম টা কপি করে গুগল এ সার্চ দেন, দেখবেন কয়েকটা ****.blogspot.com বা www.****.tk টাইপ সাইট এ হুবহু আপনার পোস্টটির কার্বন কপি পাবেন। কয়েকটা ফেসবুক পেজ ঘুরে আসুন, দেখবেন RSS Graffiti এর কল্যাণে আপনার পোস্ট কারো পেজ এ শোভা পাচ্ছে। (টেকটিউনসের পেজ এ পেলে আপত্তি নাই) এটা যারা কষ্ট করে একটা টিউন লিখেন তাদের জন্যে দুঃখজনক। আর একই টিপস, সফট রিভিউ অন্যান্য সাইট এ প্রকাশিত হয়। টেকটিউনসের নীতিমালায় লিখে আছে যে ভিজিটররা একই লিখার পুনরাবৃত্তি দেখলে অসন্তুষ্ট হন। কিছু সহৃদয় ব্যাক্তি আছেন যারা পত্রিকায় প্রকাশিত সংবাদ Ctrl C > Ctrl V করতেও দ্বিধাবোধ করেন না। তাহলে আমরা কি করতে পারি? মনে হয় বারবার প্রায় একই ধাঁচের টিউন না করাই ভালো। আর টেকটিউনসে তো সার্চ বক্স আছে। টিউন লেখার আগে একটু সার্চ করে দেখে নিলেই ভালো।
৩) বাংলা সিনেমার কয়েকটা ধাপ আছে। প্রথমে নায়ক নায়িকা ছোটবেলার বন্ধুত্ব দেখান হয়। তারপর তারা বড় হয়। নায়িকার বাবা মা কোনো "ইয়ুশ্শাটাপ" (You shut up) বলা টাইপ আমেরিকা ফেরত ছেলের সাথে নায়িকার বিয়ে ঠিক করে। কিন্তু নায়িকা বলে "আমি রাজা কে ভালবাসি, ওকেই বিয়ে করব", এটা শুনে নায়িকার বাপ মা জোর করে নায়িকাকে আটকে রাখে। তারপর ওই "আমেরিকা ফেরত ছেলে" গুন্ডা পান্ডা (পান্ডা তো বনে থাকে, বাংলা সিনেমা এ কীভাবে আসলো কে জানে!) নিয়ে নায়িকা কে অপহরণ করে। যখন শ্লীলতাহানীর চেষ্টা চলে, তখন নায়ক ঢিশুম ঢিশুম করে সবাইকে পরাজিত করে নায়িকার বাবা মার প্রশংসা কুড়ায়। তারপর? নাই বা বললাম।
জানি যে বর্ণনা শুনে মেজাজ খারাপ। টেকটিউনসে এসব কি? আজাইরা সিনেমার প্যাচাল কেন? আসলেই তো। টেকটিউনসের হোমপেজ দেখেন। বাংলা সিনেমার মত নির্দিষ্ট গঠনের টিউন পাবেনই। একাধিক টিউনার আপনাকে PTC নিয়ে সাহায্য করতে প্রস্তুত। পোস্ট গুলো পড়লেই বুঝবেন, কমেন্ট দেখবেন, "আয় করুন" "আয় করুন"। আচ্ছা ভাই, যারা রাস্তা জানেন আয় করার, তারা তো করবেন ই। অযথা এরকম ভালো সাইট এ এত পোস্ট দিয়ে রেফারেল বাড়ানোর কী দরকার? কমেন্টেও লিঙ্ক, রেফারেল। কেউ কেউ মিডিয়াফায়ারের লিঙ্ক দেন, তবে প্রথমে বিজ্ঞাপনযুক্ত সাইট এ যেখান থেকে মিডিয়াফায়ারে স্কিপ করে যেতে হয়। টেকটিউনস এর নিয়ম "কোন রকমের এ্যাডসেন্স বা এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) দিয়ে টিউন করা যাবে না।" মিঠু ভাইয়ের এই পোস্টটি দেখেন।
তারপর প্রতিদিন পাবেন একগাদা "প্রিমিয়াম কুকি", এগুলো দিয়ে আপনি ঝাক্কাস গতিতে ফাইল ডাউনলোড করতে পারবেন। আরো থাকবে এমন কিছু সফট রিভিউ যা আপনি আমি অনেক আগে থেকেই ব্যাবহার করে আসছি (ব্যাতিক্রম ও আছে)। আর আইপি চেঞ্জ, হ্যাক করার উপায় তো শিখবেনই। তবে সাবধান থাকবেন, ফায়ারওয়াল বা শিল্ড অফ করে টেস্ট করতে যেয়ে ধরা খেয়েন না। কিছু পোস্ট আছে যা না দেখলে ১০০% মিস করবেন। বুঝেন ব্যাপারটা। মজা লাগে যখন কেউ পোস্ট করে, সেটা দেখে অনুরূপ কয়েকটা পোস্ট হয়। আর কী শুনবেন? ফ্রী এসএমএস, ফোল্ডার লক ইত্যাদি নামে ক্যাটাগরি রাখা দরকার।
অনেক বললাম। ইয়ুশ্শাটাপ এর রহস্য জানবেন না? ঘুরে আসুন কয়েকটা পোস্ট থেকে। সবার কথা বলছিনা। "কেউ কেউ" আছেন যাদের বাংলা বানান দেখে আপনিও ভড়কে যাবেন, ভুলে যাবেন আসল বানান কোনটা। এরা কী সেই "আমেরিকা ফেরত"এর দলে? বাংলা ভাষার জন্যে কত ত্যাগ, তার মুল্য নেই? এইচ এস সি পর্যন্ত প্রতি বছর বাংলা ব্যাকরণ পড়ার মুল্য কতটা? দাউনলোদ, দ্রাইব, সপটার এগুলা যেন সঠিক বানান বলে মনে হয়। একজনের পোস্ট শুরু হয়েছে "পরম করুনাময় সৃষটিকর্তার নাম নিয়ে আমার প্রথম টিউনটি শুরু করছি।" প্রথমেই ২টা বানান ভুল! কার যেন শিরোনাম দেখলাম "আমাদের প্রানের টেক্টিউনস । আশুন আরও এগিএ নিএ যাই টেক্টিউনসকে"। বলুন কী বলবেন? "বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন টিউন করা যাবে না।" এটা টেকটিউনসের নীতি।
৪) টেকটিউনসে সব কিছুরই সমালোচোনা হয়। কোনটা ভাল, কোনটা খারাপ তা মন্তব্য দেখেই বোঝা যায়। আরো আছে "মনোনীত-মনোনীত নয়" বাটন। কোন পাল্লায় কত তা দেখলেই বুঝবেন টিউনের মান কেমন। সমস্যা হল আমরা হয়ত সমালোচোনাকে ভালো নজরে দেখতে পারিনা। মানুষের ভুল হতেই পারে, সেটা ধরিয়ে দেওয়া কী দোষের? কেউ কেউ নেতিবাচক মন্তব্য মুছে ফেলেন নিজ নিজ পোস্ট থেকে। কী লাভ তাতে? "মনোনীত নয়" এর সংখাটা দেখেই বোঝা যায় কেমন টিউন। কারো কাছে সমালোচোনা "জ্ঞান দেওয়া" বা "তর্ক করা" বলে মনে হয়। তাই ভাবছি এদের সাথে "তর্ক" করে লাভ নেই। নিজের ভালো নিজে দেখি, কাউকে সচেতন করতে যেয়ে নিজের ভাবমুর্তি নষ্ট করতে চাইনা।
৫) এবার বলি কিছু বাক্তিগত মন্তব্য। টেকটিউনস অনেক ভাল সাইট। আমার অনেক ভালো লেগেছে বলেই আমার প্রথম লেখালেখির প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিয়েছি। তবে কিছু টিউনারের বাব্যহার আর মন্তব্য দেখে খারাপ লাগল। তাদের ধারণা টেকটিউনস এ তাদের একচ্ছত্র অধিকার রয়েছে। যে টিউনে কার সমস্যা হতে পারে তার ভুল ধরিয়ে দেওয়া পাপ। আমার লেখা ৫টি পোস্ট এর লিঙ্ক দিলাম। চাইলে দেখে নিতে পারেন। ভাল না মন্দ তা আপনারাই বিচার করবেন। যারা পোস্ট টা পড়লেন, তাদের অনেক ধন্যবাদ। যে কারো মন্তব্য, পরামর্শকে স্বাগত জানাই। আর এডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি নিম্নমান সম্পন্ন পোস্ট, অযথা লিঙ্ক শেয়ার করা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখতে।
আমি মো মিনহাজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 2958 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এত রাগ করলে তো কিছু করতে পারবেন না । সবাই আপনার কাজের প্রশংসা করবে ভাবলেন কি করে । বাহবা পাওয়ার জন্য টিউন করছেন নাকি? আপনি কোন দেশে বাস করছেন তা তো জানেন ? নাকি তাও ভুলে গেছেন !!! প্রতিটি ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা আছে ! আমাদের একটা বদ অভ্যাস হলো ফ্রী উপদেশ দেয়া ।ভাল মন্দ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
আরো অনেক কিছু বলার ছিলো …………….ভালো কাজ করার জন্য কারো বাহবা আশা করবেন না………..আর কেউ সমালোচনা করলে ছেড়ে ভালো কাজ ছেড়ে দেবেন না নিশ্চই!!!!!!!!!!!!!
ভালো থাকবেন!!!!!!!!!!!