নবায়নযোগ্য শক্তি উৎপাদনে নেমেছে গুগল

আমাদের প্রিয় সার্চ ইঞ্জিন গুগল এখন নতুন একটি কর্মসূচী হাতে নিয়েছে। তারা এখন নবায়নযোগ্য শক্তি উৎপাদনে নেমেছে। গুগল ইতিমধ্যে কয়লার চেয়ে কম খরচে নবায়নযোগ্য শক্তি উৎপাদন এবং এ সংক্রান্ত গবেষণার কাজে বিনিয়োগ শুরু করেছে। মূলত জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে জনহিতৈষী কাজের অংশ হিসেবে গুগল এই উদ্যোগ নিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনে প্রচুর পরিমাণ কয়লা পাওয়া যায় আর তা সস্তায় পাওয়ার কারণে সেখানে শক্তি উৎপাদনের জন্য প্রধানত কয়লাকেই ব্যবহার করা হচ্ছে। আর একই সাথে প্রচুর পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড পরিবেশে যুক্ত হচ্ছে। যে কারণে কয়লার চেয়ে কম খরচে শক্তি উৎপাদন করা বেশ কঠিন প্রচেষ্টা।

genergy.jpg

গুগল ভূ-তাপ এবং বাতাস ব্যবহার করে এই শক্তি উৎপাদনের জন্য বিনিয়োগ করছে৷ মূলত সৌর তাপকেই এজন্য প্রধান চালিকা শক্তি হিসেবে কাজে লাগাচ্ছে৷ সৌর শক্তির মাধ্যমে একটি পদার্থকে উত্তপ্ত করা হয়৷ এই পদার্থ টার্বাইন বা সঞ্চালক চাকা ঘোরানোর জন্য প্রয়োজনীয় বাষ্প তৈরি করে৷ আয়নার সাহায্যে ঐ পদার্থটির উপর সূর্য রশ্মি প্রতিফলিত করা হয়৷

গুগল অল্প খরচে বেশি তাপ উৎপাদনের পন্থা উদ্ভাবনের চেষ্টা করছে। যাতে করে তুলনামূলকভাবে কম খরচে পরিবেশ বান্ধব নবায়নযোগ্য শক্তি উৎপাদন সম্ভব হয়। গত আট-নয় মাসে তারা এক্ষেত্রে বেশ অগ্রসর হয়েছে। গুগল এই পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন প্রকল্পে প্রাথমিকভাবে প্রায় ৫ কোটি ডলার বিনিয়োগ করেছে। তবে ব্যাপকভাবে উৎপাদন প্রক্রিয়া শুরু করলে হয়তো এটা খুব সস্তা হবে না। পরীক্ষামূলক প্রকল্প সফল হলে তখন তারা বৃহত্তর প্রকল্প গ্রহণে কতটা এবং কিভাবে অগ্রসর হতে পারে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে প্রয়োজন হলে, ব্যাপক উৎপাদনে যাওয়ার আগে আরো অভিজ্ঞতার জন্য কয়েক বছর সময় নিতে পারে।

Level 0

আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কালে কালে গুগল যে আরো কত কিছু দেখাবে! কিন্তু খবরটার জানানোর জন্যে ধন্যবাদ।