ফেসবুকের ইউনিভার্সাল লাইক বাটন আমরা সবাই কমবেশী বিভিন্ন ওয়েবসাইটে দেখেছি। এখন গুগল ও সিমিলার ফিচার নিয়ে এসেছে +1 নামে। এর মাধ্যমে আপনি ওয়েব এর বিভিন্ন ধরনের কন্টেন্ট কে লাইক করতে পারবেন। গুগল ভাষায় যা 'রিকমেন্ডশন'। গুগল সার্চে কোন রেজাল্ট ভালো লেগেছে, পাশেই পাবেন +1 নামের একটা ছোট্ট বাটন। গুগলের কোন এড ভালো লাগলে তাও +1 করতে পারবেন। মানে সবজায়গাতেই +1। ফেসবুকের LIKE এর সাথে পাল্লা দিতেই গুগলের এ নতুন পদক্ষেপ।
আপনি কি কি রিকমেন্ড (+1) করেছেন তা আপনার গুগল প্রোফাইলে দেখা যাবে। ইচ্ছা করলে তা আপনি পাবলিকলি শো করাতে পারবেন।
ভিডিও লিংক : http://www.youtube.com/watch?v=OAyUNI3_V2c
কন্টেন্ট পাবলিশার এবং ওয়েবসাইটের জন্য নিজেদের সার্চ র্যাংকি বাড়াতে এটা সহায়ক হবে বলে মনে করছেন অনেকেই। তাই ফেসবুকের লাইক বাটনের মত +1 ও খুব তাড়াতাড়ি জনপ্রিয় হবে বলে ধারণা করা যাচ্ছে।
এই মূহুর্তে +1 সার্ভিস টি পেতে হলে আপনাকে গুগল ল্যাবস থেকে ফিচার টি এনাবল করতে হবে। তবে খুব শীঘ্রই এটা আপনি আপনি সবার জন্য উন্মুক্ত করে দিবে গুগল।
আমি taufiq ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am front end developer residing in Bangladesh.
ধন্যবাদ জানানোর জন্য 🙂