মুঠোফোনের কল্যাণে দুনিয়ায় যতরকম প্রযুক্তি আছে সব এখন আমাদের মুঠোয় চলে এসেছে। ক্যামেরাও এর ব্যতিক্রম নয়। সেই ছোটবেলায় আব্বার হাতের ক্যামেরার দিকে জুল জুল করে তাকিয়ে থাকতাম ... যদি ঐ মহার্ঘ্য জিনিসটা আব্বা একবার ছুঁয়ে দেখতে দেন! আর এখন ক্লাসে বসে বসে বন্ধুদের ঘুমানোর ছবি থেকে শুরু করে ক্লাস লেকচার ... ক্যামেরার যথেচ্ছাচার করছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের মতোই কারো হাতে ধরা ক্যামেরার শাটারের একটি ক্লিকই কখনো কখনো বিশ্ব কাঁপিয়ে দিয়েছে? আসুন এরকম কিছু ছবিই আজ দেখি ....
পশ্চিম তীরে ইসরায়েলি পুলিশের সাথে নিজের মাটির সংগ্রামে লিপ্ত এক রিফিউজি
অ্যাপোলো ৮ এর নভোচারী ফ্র্যাংক বোরম্যানের তোলা এই ছবিটা আবারো মনে করিয়ে দেয় যে এই বিশাল ব্রহ্মান্ডে আমাদের পরিচয় কত নগন্য।
একজন জার্মান সোলজারের পার্সোনাল অ্যালবামে পাওয়া যাওয়া এই ছবিটার পেছনে লেখা ছিল "ভিনিতসার শেষ ইহুদী"। ছবিতে দেখা যাচ্ছে বিরাট এক গণকবরের সামনে হাঁটুগেড়ে বসে থাকা এক ইহুদীর জীবনের শেষ মুহূর্ত। ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউক্রেনের ভিনিতসা এবং তার আশেপাশের এলাকার প্রায় ২৮০০০ ইহুদী সাধারণ নাগরিককে হত্যা করা হয়।
এই সুদানিজ শিশুটির মর্মান্তি মৃত্যুপূর্ব ছবিটি সারা বিশ্বকে আফ্রিকার দুর্ভিক্ষ সম্পর্কে সচেতন করে তোলে। ফটোগ্রাফার কেভিন কার্টে ছবিটির জন্য পুরষ্কার পান। কিন্তু ঐ অন্তর্জ্বালা সহ্য করতে না পেরে এর তিন মাস পরেই আত্মহত্ম্যা করেন।
জার্মানি জয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, তারই প্রতীক হল সোভিয়েত ইউনিয়নের সৈনিক গিওর্গি বুলাটভ কর্তৃক বার্লিনের রাইখস্ট্যাগ ভবন থেকে নিজেদের পতাকা উড়ানো।
বিংশ মতাব্দির সবচেয়ে সাড়া তোলা ছবি। অ্যাপোলো ১১ এর নভোচারী বাজ অলড্রিন চাঁদের বুকে হাঁটছেন। মানুষের হাতে, বিজ্ঞানের হাতে পতন ঘটল চাঁদের।
সবাই ভাল থাকবেন । আল্লাহ্ হাফেয ।
আমি সিনবাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 594 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভালবাসি ইন্টারনেট , আমার ল্যাপটপ , আর আমার পরিবারকে ।
দুর্লভ কিছু ছবি শেয়ারের জন্য ধন্যবাদ।