Freelancer Meetup 2011: মানুষকে প্রতারিত করার এক নতুন কৌশল

পৃথিবীতে মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব। অথচ এই সেরা জীবই আবার নিজেদের প্রজাতির অন্য জীবদের কে প্রতারিত করে থাকে এবং প্রতারণার জন্য নানারকম নিত্য নতুন ফন্দি বের করে। আর এর মধ্য থেকে সবচেয়ে আধুনিক এবং ডিজিটাল উপায়ে প্রতারিত হলাম গত কাল ( ২৭ সে মার্চ ২০১১ )।

কয়েকদিন আগে টেকটিউনসের জনৈক টিউনার FTAD এর পোস্ট করা একটি সম্প্রতিক টিউন দেখি এবং সেখান থেকে Freelancer Meetup ২০১১ সম্পর্কে বিস্তারিত জানতে পারি। টিউনে দেয়া সাইট থেকে ভিসিট করে রেজিস্ট্রেসন করি এবং গতকাল ১১ টা বেজে ১৫ মিনিটে Stamford University এর সিদ্ধেশ্বরী শাখায় যাই। তো সেখানে থাকা নিরাপত্তা প্রহরী বা গার্ডদের জিজ্ঞাসা করার পর তারা আমাকে এই বেপারে কিছুই বলতে পারল না বরং আমাকে এডমিশন এ যোগযোগ করতে বলল। তো তাদের কথা মত এডমিশন এ যোগযোগ করার পর সেখানে থাকা একজন মহিলা কর্মকর্তা আমাকে জানালেন যে এখানে এমন কিছুই হচ্ছে না। আর বিস্তারিত অনুসন্ধানের জন্য নোটিস বোর্ড দেখতে বললেন। কিন্তু নোটিস বোর্ডেও এই বেপারে কোনো তথ্য পেলাম না। অগত্যা আবার নিরাপত্তা প্রহরী বা গার্ডদের কাছে ফিরে গেলাম আর তাদেরকে এই বেপারে খুলে বললাম। এরপর তারা আমাকে Stamford University এর সিদ্ধেশ্বরী শাখা এর অডিটোরিয়াম এ যাবার রাস্তা দেখিয়ে দিল।

তো অডিটোরিয়াম এ যেয়ে দেখি যে অডিটোরিয়াম বন্ধ ( সময় ১১ টা বেজে ৩০ মিনিটে )। একটু চিন্তা করুন সবাই, যে অডিটোরিয়াম দুপুর ১১ টার অনেক আগে খুলে যাবার কথা সেটা কিনা সাড়ে ১১ টা পর্যন্ত বন্ধ আছে। তো এই দেখে আমি আসেপাশের দুইজন ছাত্রের সাথে কথা বললাম। তারাও এই বেপারে আমাকে কোনো সাহায্য করতে পারল না বরং আমাকে অডিটোরিয়াম এর উল্টো দিকের ভবনের নিচ তলায় থাকা রেজিসট্রার এর অফিসে যোগাযোগ করার পরামর্শ দিল। তো সেখানে যাবার পর উপস্থিত একজন ছাড়া আর কেওই আমাকে কোনো তথ্য দিত পারলেন না আর একজন যিনি সামান্য তথ্য দিয়ে আমাকে জানালেন যে, অডিটোরিয়াম এ একটা অনুষ্ঠান হবার কথা আছে তো তিনি আমাকে অডিটোরিয়াম এর সামনে আরো কিছুক্ষন অপেক্ষা করার পরামর্শ দিলেন। তো তার কথামত অডিটোরিয়াম এর সামনে আরো কিছুক্ষন অপেক্ষা করার পর দেখলাম যে একজন গার্ড এসে আমার কাছে আবার এই ব্যাপারে জানতে চাইল এবং সেই গার্ডের সাথে এবার আরো গোটা চারেক ভদ্রলোক ও ছিলেন। খোজ নিয়ে জানতে পারলাম তারাও নাকি এখানে এসেছেন মিট আপ এ যোগ দেয়ার জন্য। তখন বাজে বেলা ১১ টা বেজে ৪০ মিনিট তো তারা আমার কাছে জানতে চাইলে, আমি সেখানে যা যা দেখলাম এবং যাদের সাথে কথা বললাম এবং তারা ( রেজিসট্রার অফিসের সেই কর্মকর্তা ) আমাকে যা বলল তা তাদেরকে বললাম। এরপর সেখানে থাকা সেই গার্ড যার সাথে অন্য অতিথিরা এসেছিলেন তিনি আমদেরকে অডিটোরিয়াম এর দোতলায় থাকা সি এস ই (CSE- Computer Science and Engineering) ডিপার্টমেনটে যোগাযোগ কতে বললেন। তো আমরা আগত অতিথিরা মিলে সি এস ই ডিপার্টমেনটে যোগাযোগ করলে সেখানে থাকা জনৈক শিক্ষক আমাদের কথা শুনে ভার্সিটির ইন্টারকম দিয়ে বেশ কয়েকজনের সাথে কথা বলে আমদেরকের জানালেন যে তারাও এই বেপারে কিছুই জানেন না এবং আমাদেরকে আবার রেজিসট্রার এর অফিসে যোগাযোগ করার পরামর্শ দিলেন। এইবার আমরা সবাই ( ৪ জন ) মিলে আবার রেজিসট্রার এর অফিসে যোগাযোগ করার পর এই কর্মকতা যিনি আমাকে অনুষ্ঠানের বেপারে জানিয়ে ছিলেন তাকে সি এস ই (CSE- Computer Science and Engineering) ডিপার্টমেনটে ফোন করার অনুরোধ করি। তো আমদের অনুরোধ রক্ষা করে তিনি তখনি সি এস ই ডিপার্টমেনটে ফোন করেন এবং কিছু সময় কথা বলার পর আমদের এই বলে নিশ্চিত করেন যে সেখানে ( অডিটোরিয়াম ) কোনো অনুষ্ঠান হবে না ।

তো সেখানে গিয়ে আমি সহ আমরা চার জন যে দেখলাম তার একটি সার সংক্ষেপ আপনাদেরকে বলি :
১. অনুষ্ঠান শুরু হবার কথা বেলা ১১ তে অথচ সাড়ে ১১ টা পর্যন্ত অডিটোরিয়াম এর মূল দরজা বন্ধ ছিল এমন কি আমরা যখন ১২ টা বাজে বের হয়ে যাই তখন ও।
২. অডিটোরিয়াম এ অনুষ্ঠানের কোনো অর্গানাইজারকে বা এর সাথে যুক্ত কোনো সদস্যকে দেখতে পেলাম না।
৩. সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো অডিটোরিয়াম সহ সমস্ত Stamford University এর সিদ্ধেশ্বরী শাখায় কোথাও কোনো ব্যানার, পোস্টার বা এই মিটআপ এর প্রচারনার কোনো প্রমান পেলাম না।
৪. তার চেয়েও বড় বেপার হলো যে Stamford University এর সিদ্ধেশ্বরী শাখায় এই অনুষ্ঠান হবার কথা ছিল Stamford University এর সিদ্ধেশ্বরী শাখার কর্ত্রীপক্ষই এই ব্যাপারে কিছু জানেন না।

তো এই হলো তথাকথিত Freelancer Meetup ২০১১ এর কাহিনী। এখন আপনারাই বলুন যে এর চেয়ে বড় প্রতারণা আর কি হতে পারে ?
যারা এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন তাদের কাছে কি মানুষের সময়, শ্রম এবং অর্থের কোনো মূল্য নেই ?
আর যারা এই ভুয়া অনুষ্ঠান নিয়ে এত প্রচারণা করেছিলেন (মানুষকে ঠকানোর উদ্দেশ্যে ) তাদেরকে কি শাস্তি দেয়া যেতে পারে ?
আমি যা মনে করি এই প্রতারনার নেপথ্যে যারা আছেন তাদের আর যাই হোক, মানুষ তো আর বলা যায় না।
কারণ এতবড় জঘন্য প্রতারনা কোনো মানুষের দ্বারা হতে পারে না, হয়ত অন্য কোনো নিচু জাতের প্রাণীর দ্বারা হয়ে থাকতে পারে।

কষ্ট করে টিউনটি পড়ার জন্য সবাই কে ধন্যবাদ।

Level 0

আমি newboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 807 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রথমেই আমার সালাম নেবেন। আমার টিউন গুলো পড়ার জন্য আর TT এর সাথে থাকার জন্য পানাদের সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে উপদেশ দেয়ার কোনো যোগ্যতা আমার নাই। তাই আমার টিউনগুলোকে নিতান্তই পরামর্শ হিসেবে দেখবেন আশা করি। আমি পড়ালেখা শেষ করে এখন জীবন যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছি আর এর জন্য আপনাদের সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই অবিবেচকগুলোর কারণে কতগুলো মানুষের কত কষ্ট হয়েছে! যারা প্রোগ্রাম ক্যান্সেলের খবরটা পর্যন্ত দিতে পারেনা তাদের কাছে কি ভাল কিছু আশা করা যায়?

    Level 0

    vai amra janiye chilam je amra party cancel kore doyechi

    techtunes e o

    but amra jantam na je techtunes blog the remove kore diyeche

    keu jodi tunes ta remove kore dei toh amra ki korte pari 🙁

আমিও যেতে চেয়েছিলাম!
কিন্তু সময়ের অভাবে যেতে পারিনাই!
যাক বেচে গেলাম!

    ভাই
    আমার জাবার কথা ছিল।
    কিন্তু যেতে পারিনি।
    জম্মের বাছা বাছলাম।

    থাঙ্কস,তিউন করার জন্য।

    http://www.borhan-info.co.cc

    Level 0

    great work– vai ami nijeo o prochur angry — blog kora uchit hoy nai

এটা করা একবারেই অনুচিত। অনুষ্ঠন dismiss হওয়ার খবরটা টেকটিউনে জানানোর দরকার ছিল।
আর আপনাকে ধন্যবাদ আমাদের সাথে খবরটা শেয়ার করার জন্য।

এটা একেবারে উনুচিত কাজ হয়েছে

ভাই এখানেই আরেকটা টিউন হয়েছিল যে তাদের Stamford University তে অনুমতি না পাওয়ায় এর Program হবে না ।
আপ্নারা কি অই টিউন টা দেখেসিলেন ??
কারন ওই টিউন এর পর meet up হবে এরকম র কোন খবর পাই নাই ।

    Level 0

    Can U tell me when U saw the tune ?
    Can U tell me the time to publish the tune that decline the meet up event ??

Level 0

ভাই টিউন করার জন্য ধন্যবাদ, তবে কথার মধ্যে(টিউনের মধ্যে) বারবার "তো" শব্দের ব্যবহার কিছুটা বিরক্তি সৃষ্টি করছিল,আশা করি পরবর্তীতে এ ব্যাপারে একটু খেয়াল রাখবেন। আর আমার কথায় কিছু মনে করবেন না। ধন্যবাদ।

    Level 0

    Thanks for Ur comment. I shall be more careful in future.

প্রোগ্রাম যে হবে না এটা তো আগেই জানিয়ে দেয়া হয়েছে।

Level 0

হ্যা , এটা বড় রকমের প্রতারনা।

আপনে নিজেকে প্রচার করার জন্য এই চিট টা করসেন , ৫০ হাজার টাকা বাজেট হলে
তো যে কোনো খোলা মাঠে পার্টিটা করতে পারতেন ,
আর ভার্সিটি তে পার্টি করতে চায়কলে তাদের অনুমোদন না নিয়া কেন বিলাইয়ের
মতন দাওত দিতে গেলেন ,,আপনের মতো ছোট মনের মানুষেরা এগুলা করে??? সাহস
থাকে তো একবার সামনে আসেন ,দেখি একবার আপনারে কতবড়ো রামচরা বিলাই আপনে
!!!!
ভায়েরা সবাইকে সচেতন হতে বলচি রামচরা বিলাই থেকে ১০০ হাত দুরে থাকবেন ,
কখনো চটকদার বিজ্ঞাপন দ্বারা প্রলোভিত হবেন না
আমার নতুন ফোরামে সবইকে জয়ন করার আহবান জানাচ্চি >> http://www.idea99group.tk

Level 0

দুঃখের সাথে জানাচ্ছি যে আমি Stamford University siddeswary শাখার ছাত্র হয়েও আপনাদের কোন রকম সাহায্য করতে পারলাম না। কারন আমার এক্সাম শেস হয়ে যাওয়াতে আমি বেশ কিছু দিন থেকে ভারসিটি তে যচ্ছিনা। আমি থাকলে হয়ত আপনাদের কিছুটা হলেও হেল্প করতে পারতাম। যাহোক এর পর কোন সমস্যা হলে দয়া করে আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমার facebook id Manjur rahman oyon.

    Level 0

    Many many thanks for Ur support.
    the other students of Ur university was very helpful to us.
    they guided us to the higher authorities.
    But they did not know anything about this.

    I did not post this tune to blame all the students of the Stamford University but a few of them who have no sense that how a program can organize.
    Thank U.

ভাই আমিও গিয়েছিলাম। সকাল ১০.৪৫ এ। গিয়ে দেখি অডিটোরিয়াম বন্ধ। রেজিষ্টার অফিসের কেউ কিছুই জানে না। ওখানে যাওয়ার সময় মোবাইলে ২০ টাকা লোড করে নিয়েছিলাম । ওদের page দেখতে গিয়ে মোবাইলের ব্যালেন্স শেষ। পরে মৈচাকে গিয়ে সাইবার ক্যাফে বের করলাম। সেখান থেকে জানতে পারলাম এই প্রোগ্রামটি হবে না। সত্যি আমারও খুব খারাপ লেগেছিল। ওরা এ বিষয়টি ফেসবুক এ অথবা মেইল এ জানাতে পারত।

    Level 0

    so sorry But ekta mail kore ashte parten 🙂 othoba ekta chitkar korte parten varsity ta.. amader guard ra beshir bhag time e sleeping mode e thake 😀

Level 0

Ami sokal 10:am janta pari.sobar kase tader pokkoh thaka sorry

প্রোগ্রাম হবে না এটা জানিয়ে টেকটিউনস এ একটা পোস্ট দেখেছিলাম।আপনার ভালভাবে আয়োজকদের কাছ থেকে জেনে তারপর যাওয়া উচিত ছিল।

Sad to be informed…. this frauds should be caught n should be punished. I also thought to be there, but can't attend due to my exam. so feeling lucky. But i think this type of meeting should not be arranged like that and not by the newbies…. hope there will be original meet up soon n i wish i could be there…..