পৃথিবীতে মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব। অথচ এই সেরা জীবই আবার নিজেদের প্রজাতির অন্য জীবদের কে প্রতারিত করে থাকে এবং প্রতারণার জন্য নানারকম নিত্য নতুন ফন্দি বের করে। আর এর মধ্য থেকে সবচেয়ে আধুনিক এবং ডিজিটাল উপায়ে প্রতারিত হলাম গত কাল ( ২৭ সে মার্চ ২০১১ )।
কয়েকদিন আগে টেকটিউনসের জনৈক টিউনার FTAD এর পোস্ট করা একটি সম্প্রতিক টিউন দেখি এবং সেখান থেকে Freelancer Meetup ২০১১ সম্পর্কে বিস্তারিত জানতে পারি। টিউনে দেয়া সাইট থেকে ভিসিট করে রেজিস্ট্রেসন করি এবং গতকাল ১১ টা বেজে ১৫ মিনিটে Stamford University এর সিদ্ধেশ্বরী শাখায় যাই। তো সেখানে থাকা নিরাপত্তা প্রহরী বা গার্ডদের জিজ্ঞাসা করার পর তারা আমাকে এই বেপারে কিছুই বলতে পারল না বরং আমাকে এডমিশন এ যোগযোগ করতে বলল। তো তাদের কথা মত এডমিশন এ যোগযোগ করার পর সেখানে থাকা একজন মহিলা কর্মকর্তা আমাকে জানালেন যে এখানে এমন কিছুই হচ্ছে না। আর বিস্তারিত অনুসন্ধানের জন্য নোটিস বোর্ড দেখতে বললেন। কিন্তু নোটিস বোর্ডেও এই বেপারে কোনো তথ্য পেলাম না। অগত্যা আবার নিরাপত্তা প্রহরী বা গার্ডদের কাছে ফিরে গেলাম আর তাদেরকে এই বেপারে খুলে বললাম। এরপর তারা আমাকে Stamford University এর সিদ্ধেশ্বরী শাখা এর অডিটোরিয়াম এ যাবার রাস্তা দেখিয়ে দিল।
তো এই হলো তথাকথিত Freelancer Meetup ২০১১ এর কাহিনী। এখন আপনারাই বলুন যে এর চেয়ে বড় প্রতারণা আর কি হতে পারে ?
যারা এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন তাদের কাছে কি মানুষের সময়, শ্রম এবং অর্থের কোনো মূল্য নেই ?
আর যারা এই ভুয়া অনুষ্ঠান নিয়ে এত প্রচারণা করেছিলেন (মানুষকে ঠকানোর উদ্দেশ্যে ) তাদেরকে কি শাস্তি দেয়া যেতে পারে ?
আমি যা মনে করি এই প্রতারনার নেপথ্যে যারা আছেন তাদের আর যাই হোক, মানুষ তো আর বলা যায় না।
কারণ এতবড় জঘন্য প্রতারনা কোনো মানুষের দ্বারা হতে পারে না, হয়ত অন্য কোনো নিচু জাতের প্রাণীর দ্বারা হয়ে থাকতে পারে।
কষ্ট করে টিউনটি পড়ার জন্য সবাই কে ধন্যবাদ।
আমি newboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 807 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমেই আমার সালাম নেবেন। আমার টিউন গুলো পড়ার জন্য আর TT এর সাথে থাকার জন্য পানাদের সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে উপদেশ দেয়ার কোনো যোগ্যতা আমার নাই। তাই আমার টিউনগুলোকে নিতান্তই পরামর্শ হিসেবে দেখবেন আশা করি। আমি পড়ালেখা শেষ করে এখন জীবন যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছি আর এর জন্য আপনাদের সবার...
এই অবিবেচকগুলোর কারণে কতগুলো মানুষের কত কষ্ট হয়েছে! যারা প্রোগ্রাম ক্যান্সেলের খবরটা পর্যন্ত দিতে পারেনা তাদের কাছে কি ভাল কিছু আশা করা যায়?