বিল গেইটস -এর সম্পদের ১০ অবস্থা !

এই লেখাটি ৫ বছর আগে কম্পিউটার টুমরো'তে থাকাকালীন অবস্থায় লিখেছিলাম৷ অনেকদিন পর হঠাত্‍ পিসিতে ঘাঁটাঘাটি করতে গিয়ে পেয়ে গেলাম৷ পুরাতন লেখা হলেও আপনারদের সাথে শেয়ার করলাম৷ লেখাটি মনে মনে ৫ বছর পিছিয়ে পড়ার জন্য অনুরোধ করছি৷

  • ১. আপনার কী কোনো ধারণা আছে বিল গেটস্ প্রতি সেকেন্ডে কত ইউএস ডলার আয় করেন ? সম্ভবত না৷ সমপ্রতি এক জরিপে দেখা গেছে, বিল গেটস্ প্রতি সেকেন্ডে ২৫০ ইউএস ডলার আয় করেন৷ সে হিসেবে দিনে ২০ মিলিয়ন ইউএস ডলার এবং বছরে তা ৭.৮ বিলিয়ন ইউএস ডলার৷
  • ২. কোনো কারণ বশত যদি তার ১০০০ ডলার মেঝেতে পড়ে যায়, তাহলে সেই পরিমান অর্থ তুলার জন্য বিল গেটস্ চেষ্টাও করেন না৷ কারণ মেঝে থেকে তুলতে তার ৪ সেকেন্ড সময় ব্যয় হবে৷ আর ততক্ষনে তিনি আরো ১০০০ ডলার আয় করে ফেলবেন৷
  • ৩. বিভিন্ন ব্যাংক, এনজিও, সংস্থার কাছে আমেরিকান সরকার প্রায় ৫.৬২ ট্রিলিয়ন ইউএস ডলার ঋনী৷ যদি বিল গেটস চায়, তাহলে এই অর্থ তিনি মাত্র ১০ বছরেরও কম সময়ে পরিশোধ করতে পারবেন৷
  • ৪. বিল গেটস্ যদি পৃথিবীর প্রত্যেক মানুষকে ১৫ ডলার করে দান করে, তারপরও শেষ পর্যন্ত তার হাতে খরচ করার জন্য আরো ৫ মিলিয়ন ডলার বাকী থেকে যাবে৷
  • ৫. মাইকেল জর্ডান হলো আমেরিকার সর্বোচ্চ সম্মানীভুক্ত ক্রীড়াবিদ৷ যদি তিনি তার বার্ষিক আয় (৩০ মিলিয়ন ইউএস ডলার) প্রতি বছর জমা করতে থাকে, তাহলে তাকে ২৭৭ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে বিল গেটসের সমপরিমান অর্থের পাহাড় ছুতে৷
  • ৬. বিল গেটস-এর মোট সম্পদের পরিমানকে যদি ১ ইউএস ডলার নোট করে পরিবর্তন করা হয় তাহলে পৃথিবী থেকে চাঁদে আসা-যাওয়ার রাস্তা ১৪ বার তৈরি করা যাবে৷
  • ৭. এই রাস্তা তৈরি করতে মানুষের একনাগাড়ে ১৪০০ বছর সময় লেগে যাবে এবং এই পরিমান ১ ইউএস ডলারের নোট পৃথিবী থেকে চাঁদে বহন করতে মোট ৭১৩টি বোয়িং-৭৪৭ প্লেন লাগবে৷
  • ৮. আপনি কী জানেন বিল গেটস্-এর বর্তমান বয়স কত ? এ বছর তিনি ৪০ বছরে পা দিলেন৷ যদি আমরা মনে করি যে তিনি আরো ৩৫ বছর বেঁচে থাকবেন এবং আজ থেকে আর কোনো কাজ করবেন না, তাহলে এই বিশাল পরিমান সম্পদ তাকে পুরোপুরি শেষ করতে হলে প্রতিদিন ৬.৭৮ মিলিয়ন ইউএস ডলার করে ব্যয় করতে হবে৷ অর্থাত্‍ শুধু বসে বসে খাবেন৷
  • ৯. বিল গেটস-এর যে পরিমান অর্থ-সম্পদ আছে, সেগুলো যদি একটি দেশের মোট সম্পদের পরিমানের সাথে তুলনা করা হয়, তাহলে বিল গেটস হলো পৃথিবীর ৩৭তম ধনী দেশ৷
  • ১০. 'শেষ হয়েও যা হলো না শেষ'-প্রবাদটি বেশ প্রচলিত৷ বিল গেটস-এর সম্পদের দশ অবস্থার শেষ অবস্থা এটি৷ এই অবস্থাটি ওপরের কোনোটির সাথে খাপ খাবে না৷ এটি আমরা অর্থাত্‍ যারা বিল গেটস-এর মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করে থাকি৷ আসুন পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি বিল গেটসকে রাস্তায় নামিয়ে আনি৷ আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করি, তারা যদি প্রতিবার উইন্ডোজের কারণে সৃষ্ট কম্পিউটার হ্যাং করার জন্য বিল গেটসকে ১ ইউএস ডলার করে জরিমানা করি, তাহলে আগামী ৩ বছরের মাঝে ধনী বিল গেটস দেউলিয়া বিল গেটস-এ পরিনত হবে৷ আর এ কথাই প্রমাণ করে সারা বিশ্বে উইন্ডোজ ব্যবহারকারীর সম্ভাব্য মোট সংখ্যা৷

Level 0

আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Bravo

জাক্কাস…জটিল হইছে…?

পুরোনো তথ্য হলেও নতুন করে পড়ে ভাল লাগছে। অনেক ধন্যবাদ

জটিল

আপনাকে অনেক ধন্যবাদ

তথ্য গুলো পড়ে ভাল লাগল,এর কিছু কিছু তথ্য আগেই জানতাম।

জাক্কাস…জটিল হইছে…?