ইসলাম যা বলে বিজ্ঞান তা প্রমাণ করে। এটা ইসলামের একটি বড় বিশেষত্ব। ইসলাম ধর্মে দাঁড়িয়ে পানি পান না করে কোনো স্থানে বসে পানি পান করার কথা বলা হয়েছে। মানব দেহে পানি কতটা প্রয়োজনীয় এটা বলাই বাহুল্য। সুস্থ থাকতে আমরা প্রতিনিয়ত পানি পান করে থাকি। কিন্তু পানি পান করারও যে কিছু নিয়ম-কানুন আছে তা আমরা কত জনে জানি এবং মেনে চলি? রাস্তাঘাটে, দোকানপাটে, চলতে ফিরতে দাঁড়িয়ে ঢকঢক করে পানি খাওয়ার মত কাজ আমরা প্রতিনিয়ত করে থাকি। কিন্তু আমরা কি জানি এই দাঁড়িয়ে পানি পান করা আমাদের দেহের জন্য কতটা ক্ষতিকর? মূলত কেবল মাত্র দাঁড়িয়ে পানি পান করার কারণে আমাদের দেহে বাসা বাঁধতে পারে নানান ধরনের রোগ। তাহলে চলুন জেনে নেয়া যাক দাঁড়িয়ে পানি পান করলে মানব দেহে কি কি ক্ষতি হতে পারে।
১. পাকস্থলীতে ক্ষত তৈরি হয়ে থাকে : কেউ যখন দাঁড়িয়ে পানি পান করেন তখন পানি সরাসরি পাকস্থলীতে গিয়ে আঘাত করে থাকে। এর ফলে পাকস্থলী থেকে নিঃসৃত অ্যাসিডের কর্মক্ষমতা কমে যায়। যার ফলে বদহজমের পাশাপাশি তলপেটে যন্ত্রণা সহ একাধিক সমস্যা হতে পারে।
২. টক্সিনের পরিমাণ বাড়তে থাকে : আমরা যখন পানি পান করি তখন আমাদের শরীরের অন্দরে থাকা ছাঁকনিগুলো শরীর পরিশ্রুত করার কাজ শুরু করে। কিন্তু আমরা যখন দাঁড়িয়ে পানি পান করি তখন ছাঁকনিগুলো সংকুচিত হয়ে যায়। ফলে শরীর পরিশ্রুত করার কাজ বাঁধা প্রাপ্ত হয় এবং শরীরে টক্সিনের মাত্রা প্রতিনিয়ত বাড়তে থাকে।
৩. আর্থারাইটিসের আশঙ্কা বাড়তে থাকে : মানব দেহে কিছু প্রয়োজনীয় উপাদান রয়েছে যার মাত্রা দাঁড়িয়ে পানি পান করলে কমতে থাকে। যার ফলে অস্থির জয়েন্টের কর্মক্ষমতা প্রতিনিয়ত কমতে থাকে এবং সেখান থেকে আর্থারাইটিসের আশঙ্কা বাড়তে থাকে।
৪. কিডনি ক্ষতিগ্রস্ত হতে থাকে : দাঁড়িয়ে পানি পান করলে প্রতিনিয়ত কিডনির কর্মক্ষমতা কমতে থাকে এমনকি কিডনি ড্যামেজের সম্ভাবনাও থাকে।
৫. গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ হতে পারে : আমরা যখন দাঁড়িয়ে পানি পান করি তখন তা সরাসরি ইসোফেগাসে গিয়ে আঘাত করে থাকে। এর ফলে পাকস্থলীর ভেতরের সরু নলটি ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। যার ফলে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ বা G.E.R.D এর মত কঠিন ব্যাধি দিতে পারে।
৬. উদ্বেগ বাড়তে থাকে : দাঁড়িয়ে পানি পান করার ফলে নার্ভ উত্তেজিত হয়ে পরে। যার ফলে উদ্বেগ বাড়তে থাকে।
আপনারা যদি এই সংক্রান্ত আরো টিউন পরতে চান, তবে এই সাইটে ভিসিট করে দেখতে পারেন।
আমি সালমান আব্দুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।