আখের রসে চলে এই বাইক লাগবে না পেট্রোল

বাইক যারা চালান তারা বোঝেন এটা ঠিক কতটা আরামদায়ক যান। চালিয়ে মজা, পিছনে বসিয়ে নিয়ে যেতেও মজা। দেখিয়ে মজা, যারা দেখেন তারাও বোঝেন যে চালাচ্ছে সেই কত আরামে যাচ্ছে। কিন্তু বাইক চালকের একটাই টেনশন দিন দিন বেড়ে চলা পেট্রোলের দাম। দিন দিন বেড়েই চলেছে বাইকের দাম। বাইক চালকরা তাই এক এক সময় সময় বলেই ফেলেন যদি পেট্রোলে না চলে জলে চলত তা হলে বেশ হত। সেটা এখনও হচ্ছে না ঠিকই কিন্তু বাইক চালকদের আগের চেয়ে অন্তত অর্ধেক খরচ বেঁচে যাওয়ার বাইক চলে আসছে।

পেট্রোল নয়, ইথানলের মাধ্যমে চলা এই বাইকের লঞ্চ হল। ইথানল তৈরি হয় আঁখ গাছ থেকে। পুনর্ব্যবহা‌র্য শক্তি হওয়ায় ইথানলের ভাণ্ডার ফুরানোর নয়। ইথানলের ব্যবহার বাড়লে জ্বালানির জন্য আন্তর্জাতিক মহলের মুখাপেক্ষী থাকতে হবে না। টিভিএস অ্যাপাচে ২০০ নামের মোটরসাইকেল লঞ্চ করে প্রস্তুতকারী সংস্থা টিভিএস জানাল এই বাইক চলবে ইথানলে। ‌যা পেট্রোলের তুলনায় অনেকটাই সস্তা। ঠিক কতটা সস্তা! তা জানার আগে দেখে নিন এই বাইকের কিছু বৈশিষ্ট্য–

১) টিভিএস অ্যাপাচে ২০০ এফআইএর ফুয়েল ইনজেকশন সেভাবে মানানসই করা হয়েছে। বাইকটিতে রয়েছে টুইন পোর্ট টুইন স্পার্ক ফুয়েল ইনজেকশন। ‌যার জেরে পেট্রোলের মতোই ত্বরণ মিলবে বলে দাবি টিভিএসের।

২) টিভিএস অ্যাপাচে আরটিআর ২০০ এফআই ইথানল থেকে মিলবে সর্বোচ্চ ২১ হর্স পাওয়ার এবং ১৮.১ নিউটোমিটার টর্ক। সর্বোচ্চ গতি ১২৯ কিলোমিটার প্রতি ঘণ্টা।

৩)টিভিএসের ইথানলচালিত বাইক বাহনপণ্ডিতদের দৃষ্টিআকর্ষণ করেছে। পেট্রোলের তুলনায় ইথানল থেকে কম শক্তি মেলে। ফলে নির্দিষ্ট পরিমাণ শক্তি পেতে বেশি ইথানল খরচ করতে হয়।

৪) বাইকটি পরিবেশবান্ধব হওয়ায় হালকা সবুজ রঙের গ্রাফিক্স ব্যবহার করেছে টিভিএস। ফুয়েল ট্যাঙ্কের ওপরে রয়েছে ইথানলের চিহ্ন।

৫) টিভিএসের যে কোনও সাধারণ বাইকের মতই হবে মাইলেজ। কোম্পানি এখনও এই বাইকের দাম না জানালেও ৯০ হাজার থেকে ১ লক্ষ টাকার মত হতে পারে দাম।

লিটার প্রতি ইথানলের দাম ৪০ টাকা পড়বে। সেখানে পেট্রোলের দাম কলকাতায় ৭৭-৮০ টাকার মধ্যে হয়।

Level 0

আমি মিতু দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস