প্রকৃতির খেলা – ৬ (মানুষ ও মাছ ) পৃথিবীর সেরা বিস্ম্য মানুষ আর মাছ গিফট দিলাম …।। আপাতত শেষ পর্ব…….!!

আমার টেকটিঊনের ও টেকটিঊনের সকল টিউনার এবং টেকটিঊনের সাথে সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক সুবেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের টিউন সুরু করছি । আমার আজকের চেষ্টা থাকবে আমাদের নিজেকে চিনার । আমারা বলতে আমি বুঝাচ্ছি পুরুশ ।  প্রকৃতির সবচেয়ে ভাল এবং খারাপ ---পুরুশ ।

প্রথমে দেখুন যা দেখে আমিও বিস্মিত  , অবাক , হয়েছিলাম এবং ভয় পেয়েছিলাম । শয়তান মাছ ।।-----

আরও কিছু মাছ দেখুন ...অবশ্যই ভয়ানক...।।

Viperfish

পিরানহা মাছ

Anglerfish

Moray Eel

Tigerfish

Snakehead Fish

Fangtooth Fish

Dragonfish

Gulper Eel

Conger Eel

আর দেখুন তো আপনি পারবেন নাকি এমন ব্যালেন্স করতে পারবেন ।

এখন দেখুন প্রকৃতির খেলা - মানুষ

পৃথিবীর সবচেয়ে মোটা পুরুষ

পৃথিবীর সবচেয়ে মোটা মহিলা ।

পৃথিবীর সবচেয়ে চিকন পুরুষ

পৃথিবীর সবচেয়ে চিকন মহিলা ।

পৃথিবীর সবচেয়ে লম্বা পুরুষ ।

পৃথিবীর সবচেয়ে লম্বা মহিলা ।

পৃথিবীর সবচেয়ে খাট পুরুষ

পৃথিবীর সবচেয়ে খাট মহিলা ।

সবচেয়ে লম্বা চুলের অধিকারী মহিলা ।

পৃথিবীর সবচেয়ে লম্বা চুলের পুরুষ ।

আমার প্রকৃতির খেলা পর্বের শেষ পর্ব । আশা করি সবাইকে কিছু জানাতে পেরেছি ।

আমার পোস্ট টি কষ্ট করে পরার জন্য সবাইকে ধন্যবাদ । সবাই ভাল থাকবেন । আল্লাহ হাফেজ ।

শেষ করছি আর্  ও কিছু বিস্ম্যকর ছবি আপনাদের সাথে শেয়ার করে । আপনি যদি এই জায়গায় থাকতেন মানে এই ছবির জায়গায় থাকতেন কি চিন্তা করতেন বা কিছু কি চিন্তা করতে পারবেন ???

সবাইকে আবার ও ধন্যবাদ । ভাল থাকবেন ।

Level New

আমি সিনবাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 594 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ভালবাসি ইন্টারনেট , আমার ল্যাপটপ , আর আমার পরিবারকে ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আশ্চার্য্য কিছু ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ।

    আপনাকে ও ধন্যবাদ । আর আপনার নামটা সত্যি অন্ন্য রকম ।।" ভোট্টু "

issh ki obostah .prothom diker chobigulur obostha khubi baze.porer gulu valo legeche.issssshhhhhhhhhhhhhhhh!!!!!!!!!

    ভাই আমি বুঝলাম না ।। আপনি কি টিউন খারাপ হয়েছে বলেছেন , নাকি ছবি গুল ভাল হয় নি বলেছে নাকি অন্ন্য কিছু বুঝাতে চেয়েছেন । তারপরও ধন্যবাদ । ভাল থাকবেন ।

    ami bollam prothom diker picture mane fish gulu dekhle kemon jani kharap lage.apnar tune khub valo hoieche.

    দুঃখিত ভাই আমি কমেন্ট এর মানে প্রথমে বুঝতে পারি নাই । ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ ।

সুন্দর কালেকশন। চালিয়ে যান ভাই।

Thank u…but do'nt stop…

    বলতে পারি না । তবে চালিয়ে যাওয়ার চেষ্টা করব । ধন্যবাদ ।

ভয়ঙ্কর মৃত্য ভাই তথ্য গুলো দারুন ভাবে উপস্থাপন করলেন ধন্যবদ।

একদম পরথম স্থির চিত্র টা কিসের ছিল? বুঝলাম নf। আর টাইটেল লিখছেন মানুষ আর দিছেন মাছের ছবি। তবুও ভাল হইছে.. সাগরের তলে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ভয়ংকর মাছ দেইখা ভয় লাগতেছে. তবে আশার কথা এগুলো বঙ্গোপসাগরে নেই। 😀

    পরথম টা মাছের এখন খেয়াল হইল 🙂 আমি তো আরো ভাবলাম গাধার মাথা 😀 বাট, এত লম্বা দাত দেকে মিলাইতে পারতেছিলাম না গাধার সাথে

    আরেকটা ব্যপার খেয়াল করলাম, আপনি পুরুষ দের উদাহরণে বলছেন 'মানুষ' এবং মহিলাদের মহিলা বলছেন। মহিলা রা কি মানুষ না? মানুষ এর জায়গায় পুরুষ লিখুন। আশা করি বোঝাতে পারছি।

    ভাই অনেক দিন ধরে এই মাছের ছবি গুলা নিয়ে টিউন করার চেষ্টা করছিলাম । কিন্তু টিটি এর সার্ভার সমস্যার কারনে পারছিলাম না । তাই আজকে পেরে সব একসাথে দিয়ে দিলাম ।

      মহিলা পুরষ এর বেপার টা অনিচ্ছাকিত । আমি এখনি ঠিক করে দিছি । ধন্যবাদ । আর বঙ্গপসাগরে না থাকারি কথা!!!

    হুম গাধা না মাছ । ভাল করে লক্ষ্য করলে বুঝা যাই ।

সাহায্য/জিজ্ঞাসা বিভাগের বাইরে এভাবে কমেন্ট করে কাউকে কোনদিন সাহায্য পেতে দেখিনি। আপনারও এখানে সাহায্য পাওয়ার কোন সম্ভাবনা দেখছিনা। আপনার এবং আমাদের সবার ভালর জন্য দয়া করে সাহায্য জিজ্ঞাসা বিভাগে পোষ্ট করুন। সবাই খুশি হয়ে সাহায্য করবে। এভাবে বিনা কারনে বিরক্ত করে কোন লাভ দেখছিনা। যে জিনিস যেটার জন্য সেটাকে সেভাবে ব্যবহার করতে শিখুন।

@ভয়ঙ্কর মৃত্যু ভাই,
দয়া করে কমেন্টটি মুছে দিন।

    আদনান ভাই অনেক দিন পর দেখলাম । আর আমি কমেন্ট টা রিমুভ করে দিয়েছি । ধন্যবাদ ।

      অনেকদিন পরে না। আমি প্রতিদিনই কয়েকশোবার ভিজিট করে টেকটিউনসের একগাদা ব্যন্ডউইডথ খরচ করি। তাছাড়া আপনার এই ধারাবাহিক টিউনের সবকটিই প্রকাশ হওয়ার সাথে সাথেই দেখা।

        😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀

          কিরে ভাই এত হাসেন কা?? ফেসবুক কি আপনি কিনে ফেলসেন নাকি!!!!!!!!!!!

        ধন্যবাদ সেই জন্য। কিন্তু কমেন্ট পাছিলাম না ।তাই মনে হল আসেন না……।।

খুব ভাল লাগল।আরো থাকলে শেয়ার করবেন

    ভাই সেন্টমারটিন থেকে কবে আসলেন । আর ধন্যবাদ …

    ৩ তারিখ বৃহস্পতিবার রাতে রওনা দিয়েছি,৬ তারিখ রবিবার সকালে ঢাকা
    এসেছি।হোটেল অবকাসে একরাত ছিলাম।বীচে গোসল করতে গিয়ে আমার চশমাটা সাগরে
    হারিয়ে গেছে।১৭৬ টি ছবি তুলেছিলাম অসাবধানতা বশত সব ছবি ডিলেট হয়ে
    গেছে।সেন্টমার্টিন নিজেদের মধ্যে লটারী হয়েছিল একটা স্যামসাং ক্যামেরা
    মোবাইল পেয়েছি।
    ভাই আপনার সব টউন গুলো খুবই চমৎকার।

vai jotilllllllllllllllllllllllllll.
apni prothoma net income nea likhesilan(82 dollar bonus). satar ki obostha.janaban plz

    সেটা আমি করে জাছি আর আপনাদের জন্য পেমেন্ট প্রুফ নিয়ে অপেক্ষা করছি নতুন পর করার । আর তাতে কি ভাবে অফার কমপ্লিট করতে হয় তাও দিয়ে দিব । কেউ তো সেটা বিশ্বাস করে নি । আমি তাই আমার পেমেন্ট প্রুফ এর জন্য অপেক্ষা করছি । তখন সবাই কে দেখাব । আর সেখানে আপনাদের জন্য একটা চমক ও অপেক্ষা করছে । অপেক্ষা করেন ………………।।ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য । ভাল থাকবেন ।

Level 0

কথা রাখার জন্য ধন্যবাদ । টিউনটি খুবই সুন্দর হয়েছে ।

এত ভাল কোন পর্বই হয়নি……………….. আমার বেশি বেশি মাছ খাওয়া বন্ধ করতে হবে বলে মনে হয়!

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ …………। মাছ খাও্যা বন্ধ করলেও করতে পারেন !

ভয়ঙ্কর মৃত্যু ভাই
আপনার অনুমতি পাইলে আপ্নার পোস্টটা আমার ব্লগে
ব্যবহার করতে চাই। আপ্নার লিঙ্ক টা ও থাকবে ওই খানে।

Level 0

valo laglo jodio onek poray tun ta deklam………

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ ।