আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর সহ আয়োজক দেশ হিসেবে পুরো বাংলাদেশ উৎসবে মুখর । বাংলাদেশে বিশ্বকাপের এই আয়োজন সফল হোক। কয়েক জন ক্রিকেট ভক্ত এবং তাদের ছবি ।এই ক্রিকেট ভক্তদের মধ্যে কে সবচেয়ে আকর্ষণীয় । আপ্ননার নাম্বার এর ভিত্তিতে এদের কে প্রথম হয় ।
বাংলাদেশি ক্রিকেট ভক্ত ...
আছা এই টুপি গুলা কই থেকে আইল............।।
পাকিস্তানি ক্রিকেট ভক্ত .........
শ্রীলংকান ভক্তঃ
ইন্ডিয়ান ক্রিকেট ভক্ত
আছা এই মামা কে প্রত্তেক বার ভারতের খেলায় দেখি । এর কি খেলা এখা ফ্রি নাকি ??
ঐ দেশে হারলে গাধার পিঠে চরন লাগেঃ
সাউথ আফ্রিকান ভক্তঃ
আছা ইনি কন দল সাপোর্ট করেন ??
আমি খেলা দেখতে যাচ্ছি । অনেক কষ্ট করে টিকেট পাইসি । প্রথমে টিকেট এর জন্য লাইন ধরসি ।দিল প্রিন্ট আউট কাগজ । তারপর আবার সেটা নিয়ে গেলাম লাইন ধরতে ধরতে শেস । তখন দিল কিনা স্টেডিয়াম থেকে টিকেট নিতে হবে । পরশু দিন স্টেডিয়ামে গেলাম বলে আরেক জায়গায় দিছে । তারপর সেখানে গেলাম ।সেখানেও কষ্ট লাইন ধরলাম । আমি যখন প্রয় কাছে এসে গেলাম তখন গেল কম্পিউটার নস্ত হয়ে । তার পর পেলাম সেটা । মনে হল আমেরিকার ভিসা পেয়েছি । । আমি আমার জীবনে কোন খেলা দেখার জন্য এত কষ্ট করি নাই ।
বাংলাদেশ দলকে শুভ কামনা।দেখি আমার কষ্ট কই জায় পানিতে না ঘামে । আজ কি হয় .................................।।
আমি সিনবাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 594 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভালবাসি ইন্টারনেট , আমার ল্যাপটপ , আর আমার পরিবারকে ।
ভয়ঙ্কর মৃত্যু! আপনার পোস্ট করা ছবিগুলোও ভয়ঙ্কর সুন্দর।