কেমন আছেন সবাই? ভালো তো?
আজ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই।যেহেতু আমরা বাংলাদেশী এবং এটি একটি মুসলিম প্রধান দেশ এবং
টেকটিউন্স বর্তমান এ সবচেয়ে বড় প্রযুক্তির ওয়েবসাইট।এখান এ প্রচুর টিউনার প্রতিদিন টিউন লিখছেন।যেহেতু আমরা মুসল্মান এবং
আমাদের সবার ইসলাম নিয়া আরো বিস্তাঋত জানার দরকার।তাই আমার মত এ টেকটিউনস এ একটি ইসলাম বিষয় নিয়া category থাকলে খুব ভাল হয়।কারন এখান এ ইসলাম নিএ লিখলে সবাই ভাল মত জানতে পারবে।বুঝতে পারবে।শিখতে পারবে।
অন্য ইসলামিক ওয়েবসাইট এ সবাই খুব একটা ব্রাউস করেনা।কিন্তু এখান এ লিখলে সবাই জানতে পারবে।
আমার সাথে কেউ কি একমত? যদি থাকেন তাহলে খুব খুশি হব।আশা করি টেকটিউন কত্রিপক্ষ আমার কথা বিবেচনা করবেন।
ধন্যবাদ।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
আপনার সাথে একমত ! তবে বিতর্কিত বিষয় নিয়ে লিখা যাবে না।