একজন বাংলা ব্লগার একজন পাঠকের কাছে কি চায়?

আজকের পোষ্টটা একটু অন্যধরনের। সাধারণত এ ধরণের পোষ্ট খুব কম দেখা যায় কম সংখ্যক ব্লগে। তাই লিখতে বসলাম। হঠাৎ করেই এই পোষ্টটা লেখার আইডিয়া মাথায় চলে আসলো। জানি না পোষ্টটা লেখা কেমন হবে? কেমন হবে সেটাতো শুধুমাত্র আপনারাই বলতে পারবেন। তাহলে আগে লিখে নেই। কি বলেন? তাহলে চলুন শুরু করি।

বাংলা ব্লগ। কথাটা শুনতেই কত মধুর লাগে, তাই না? অথচ এই বাংলা ব্লগ লেখা বা বাংলাতে কোন ওয়েবসাইট করাটা কয়েকদিন আগেও ছিল একটি কল্পনা। ধন্যবাদ অভ্র কি-বোর্ড এর এ্যাডমিনকে অভ্র তৈরী করার জন্য। শুধুমাত্র আজ আমরা অভ্র কি-বোর্ড এর বদৌলতে বাংলাতে ব্লগ এবং বিভিন্ন ধরণের ওয়েবসাইট তৈরী করতে পারছি খুব সহজেই।

বাংলাতে এখন ইতিমধ্যেই অনেক ওয়েবসাইট সহ অনেক ধরণের ব্লগ তৈরী হয়ে গেছে আমাদের দেশে। এবং সাথে সাথে কিন্তু তৈরীও হয়ে গেছে অনেক ধরণের ব্লগার। এখন প্রায় সবারই একটা দুটো বাংলাতে ব্লগ আছে। এবং বেশীর ভাগ ব্লগগুলোই কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা। কারণ, ওয়ার্ডপ্রেস এর সুবিধা অনেক বেশী এবং ওয়ার্ডপ্রেস এ ব্লগ করতে তেমন কোন অভিজ্ঞতার প্রয়োজন পরে না। যার ফলে যে কেউ তার পছন্দ মতো ওয়েবসাইট এবং ব্লগ করতে পারে এখানে।

একজন বাংলা ব্লগারের কি লাভ তার ব্লগ লিখে? আর সেটা যদি হয় বিশেষ করে কোন প্রযুক্তি বিষয়ক ব্লগ তাহলে তো কোন কথাই নেই। কারণ, একজন বাংলা ব্লগারের কোন কিছু লাভই নেই বাংলাতে ব্লগ লিখে। কিন্তু তারপরও আমাদের দেশের উদার এবং মহৎ ব্লগারেরা তাদের উদারতা দেখিয়ে যাচ্ছেন এবং শিখাচ্ছেন প্রযুক্তি বিষয়ে সকল কিছু।

একজন ইংরেজী ব্লগার কিন্তু তার ব্লগে বিভিন্ন ধরণের বিজ্ঞাপন দিয়ে টাকা উপার্জন করতে পারে। ইংরেজী একটি ব্লগ খুব শীঘ্রই ভাল ব্যাকলিংক পেয়ে ভালো পেজ রেংক পেতে পারে। পেতে পারে প্রতিদিন অসংখ্য ভিজিটর এবং মন্তব্য। কিন্তু বাংলা কোন ব্লগিং সাইট কিন্তু এত তাড়াতাড়ি এরকম উন্নতি করতে পারে না।

একজন বাংলা ব্লগার তার ব্লগ লেখা শুরু করে সকল প্রকার আশা বাঁদ দিয়ে। বাংলা ব্লগার শুধুমাত্র পরিশ্রম করে সবার জন্য লিখেই চলে। লিখতে লিখতে দেখা যায় যে তার ব্লগে ধীরে ধীরে ভিজিটর বাড়তে থাকে। তারপরও খুব বেশী পাঠক নয় কিন্তু। তিনি দিতে পারেন না এ্যাডসেন্স এর মতো অন্য কোন বিজ্ঞাপন সস্থার বিজ্ঞাপন।

তবে হ্যাঁ, যদি তার ব্লগটি অনেক জনপ্রিয় হয় এবং প্রতিদিন হাজার হাজার পাঠক প্রতিদিন তার ব্লগে আসে তাহলে তিনি বাংলাদেশের কিছু কোম্পানির বিজ্ঞাপন পাবেন হয়তো বা। কিন্তু এটা অনেকটাই স্বপ্নের মতো কিন্তু একজন বাংলা ব্লগার এর কাছে। তাহলে একজন বাংলা ব্লগার এর কি লাভ শুধু শুধু তার ব্লগ লিখে। বাংলা ব্লগারের কোন লাভই নেই শুধুমাত্র কিছুটুকু অনলাইনে পরিচিতি ছাড়া।

শুধুমাত্র কিছু মানুষের মুখের কিছু ভালোবাসা ছাড়া। শুধুমাত্র একজন বাংলা ব্লগার আশা করে তার প্রত্যেক পাঠকের কাছ থেকে একটি ভালো মন্তব্যের। কি, তাই নয় কি? এই যে আমি এতক্ষন ধরে কষ্ট করে রাত জেঁগে এই পোষ্টটি লিখছি সবার জন্য। আমার কি লাভ এতে? কিশের আসায় লিখছি? আশা শুধুমাত্র প্রত্যেক পাঠকের কাছ থেকে ভালো একটি মন্তব্যের। তাছাড়া আর কিন্তু কিছুই নয়।

কোন টাকা পয়সাও নয়, কিংবা কোন সাহায্য সহযোগিতাও নয়। কিন্তু এর পরও দেখা যায় যে, অনেকেই হয়তো অনেক ব্লগে প্রত্যেকদিন ঘুরে আসে এবং অনেক উপকারও তারা পায়। কিন্তু তারা একটু কষ্ট করে কয়েকটা শব্দ কিন্তু টাইপ করে না। অথচ কিন্তু তারা বিনামূল্যে সেখান থেকে কিছু শিখেছে। কি হয় যদি ভালো একটি মন্তব্য লিখে?

কিছুই নয়। কিন্তু তারপরও অনেকেই এই কাজটা করে না। তারা এটাকে অনেকটাই ঝামেলা মনে করে। তার প্রয়োজনীয় পোষ্টটি পড়ার পরেই কেঁটে পরে। দেখা যায় যে, পরবর্তী আবার কোন প্রয়োজন না হলে সেই ব্লগে আর আসে না। অথচ সেই ব্লগের ব্লগারটি কিন্তু কোন প্রকার উদ্দেশ্য ছাড়াই রাত জেঁগে পোষ্ট লিখছে শুধুমাত্র তার পাঠকের জন্য।

পাঠকের উপকার করার জন্য। আমাদের বাংলাদেশ একটি ছোট দেশ। আর বাংলা ভাষাও শুধুমাত্র আমাদের। অন্যকোন দেশে বাংলা ভাষা ব্যবহার হয় না এবং এই ভাষা বাঙ্গালী ব্যতীত অন্য কেউ বোঝেও না। আমরা তো সবাই বাঙ্গালী। তাহলে কেন আমরা আমাদের বাংলাদেশী বাংলা ব্লগগুলো পড়বোনা? কেনই বা আমরা আমাদের বাঙ্গালী ভাই-বোনদের ব্লগে কোন মন্তব্য করবো না?

আবার দেখা যায় যে, অনেকেই বাংলা  ব্লগে ইংরেজী দিয়ে মন্তব্য করে আসে। কিন্তু আমি মনে করি যে এটা ঠিক না। কারণ, বাংলা ব্লগে আপনি কেন বাংলা বাঁদ দিয়ে ইংরেজীতে মন্তব্য করবেন। বাঙ্গালী ব্লগার ভাইয়েরা যদি বাংলাতে তাদের ব্লগ ডিজাইন করতে পারে তাহলে আপনি কেন বাংলাতে মন্তব্য করবেন না। এখন সকল বাংলা ব্লগেই ফোনেটিক কি-বোর্ড লেয়াউট ব্যবহার করে হচ্ছে এবং সকলেই অনেক সহজভাবে বাংলাতে মন্তব্য করতে পারে।

বাংলা একটি ব্লগে ইংরেজীতে কোন মন্তব্য করলে অনেক খারাপ লাগে। মনে হয় যে, দুধের মধ্যে যেন একটা পোঁকা পড়েছে। সকল বাংলা ব্লগার ভাই-বোনেরা বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে চায়। বিশ্ব বাসীকে জানাতে চায় আমাদের ভাষা সম্মন্ধে। আর এখানে আপনি একজন বাঙ্গালী হয়ে ইংরেজীতে মন্তব্য করে আসলেন। ব্যাপারটা একটু খারাপ হয়ে গেল না।

চীনের দিকে তাকান। দেখবেন যে, তাদের সকল কিছুই তাদের নিজস্ব ভাষায় লেখা হয়েছে। তারা কিন্তু ইংরেজীকে কোন রকন প্রাধান্য দেয় না। ইংরেজী না জানলেও কিন্তু তাদের কোন সমস্যা নেই। আমার একটা অনলাইনে চীনের একজন মেয়ে ব্লগার বন্ধু আছে। সে কিন্তু তেমন একটা ইংরেজী জানে না। অথচ কিন্তু সে মার্কেটিং এর উপর এমবিএ শেষ করে এখন একটা অফিসে চাকরী করছে।

তাহলে, চীন যদি পারে আমরা বাঙ্গালীরা কেন পারবো না। অনেক রক্তেও বিনিময়ে আমাদের এই স্বাধীনতা এবং শুধুমাত্র আমাদের ভাষার জন্যই কিন্তু আমরা যুদ্ধ করেছি। হারিয়েছি এই ভাষার জন্য অনেককিছু। দীর্ঘ নয় মাস পর আমরা আমাদের বাংলা ভাষা অর্জন করেছি। অথচ এখন সেই ভাষাকেই এত অবহেলা।

আমার এই পোষ্টটা করে কেউ মনে কষ্ট পাবেন না। আমার কাছে বিষয়গুলো এমনই মনে হয়েছে। তাই লিখে ফেলেছি। আবার কেউ মনে করবেন না যে আমার ব্লগে আমি মন্তব্য পাই না দেখে এই ধরণের পোষ্ট লিখেছি। হ্যাঁ, আমিও যেহেতু এখানে বাংলাতে ব্লগিং করছি সেহেতু আমিও আশাকরি আমার প্রত্যেক পাঠকের কাছ থেকে ভালো একটি মন্তব্যের। আমিতো আর বাংলা ব্লগারদের বাইরের কেউ না। আমিও বাঙ্গালী।

আসুন, এখন থেকে সবাই মিলে বাংলাতে ব্লগিং শুরু করি এবং সকল যায়গাতে বাংলা ভাষা ব্যবহার শুরু করি। এটা ভাববেন না যে, সবাই না করলে আমি কেন করবো? আগে নিজে বদলান তারপর অপরকে বদলানোর চেষ্টা করুন। দেখবেন এইভাবে একদিন আমরা সত্যিই সফল হয়েছি আমরা বাংলা ভাষার যুদ্ধে। তা না হলে শুধুমাত্র এটা আমাদের নামমাত্র বাংলাদেশ এর স্বাধীনতা হয়ে থাকবে সারাজীবন।

আর একটা কথা। আসুন, এখন বাংলাতে মন্তব্য দেওয়ার চেষ্টা করি সবাই মিলে এবং আপনি যখন কোন বাংলা ব্লগে যাবেন তখন আপনার পছন্দের পোষ্টটিতে অবশ্যই ভালো একটি বাংলাতে মন্তব্য করে আসি। এতে করে ওই ব্লগারটি তার ব্লগে আরো ভালো ভালো পোষ্ট লেখার উৎসাহ পাবে। এভাবে চলতে থাকলে আমরা সকল বাঙ্গালী একদিন উন্নতির শিখরে অবশ্যই পৌঁছে যাবো।

লেখাটি এখানে প্রথম প্রকাশিত হয়েছে।

Level 0

আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বেশ লিখেছেন
ভালো লাগলো 🙂

🙁 আমার কি হবে? 🙁

হুমমমমমম! ঐক্যমত পোষন করছি।

পড়ে ভাল লাগলো। ঠিকই বলেছেন, চীন পারলে আমরা কেন পারবো না। কিন্তু ইংরেজি ছেড়ে দেবার মত সময় এখনো আমরা আনতে পারিনি। যেমন মেডিকেল/বিশ্ববিদ্যালয়গুলোতে যেগুলো বই পড়ানো হয় বেশির ভাগই বিদেশী। এমনকি ম্যাথের বইগুলি ইন্ডিয়ানদের দখলে, আর বাকীগুলা আমেরিকান। চাইনিজ/জাপানিজরা এসব দিক দিয়ে এখন স্বয়ংসম্পূর্ণ। আর নতুন জিনিস নিজের ভাষাতে শেখার মত আনন্দ কি আর আছে?

ভালো লিখেছেন।

ঠিক বলেছেন। 🙂

বাহ্‌, দেখে অনেক ভালো লাগছে যে সব ভালো ভালো ভ্লগারের ইতিবাচক মন্তব্য।

আপনার সাথে পুরোপুরি একমত।

Level 0

সত্যিই ভাল লাগল ।যারা শুধুই উপকার পাবার আশাই বাংলা ব্লগে আসেন তাদের বলছি দয়া করে অন্তত একটা ধন্যবাদ দিতে ভুলবেন না ।আরে ভাই ধন্যবাদ দিতে পয়সা লাগে নাকি !

Level 0

পুরোপুরি সহমত। পাঠকের একটি মন্তব্য যে কতটা অনুপ্রেরনা জোগায় তা বলে বোঝানো যাবে না…

ভাই এজন্যই ভাবছি ব্লগে মন্তব্য করার কোন অপশনই রাখবো না। সমস্যার কথা জানতেও চাইতে পারবে না। আর তার সমাধানও পাবে না। শুধু আমার মনের কথাগুলো পড়েই সন্তুষ্ট (অসন্তুষ্টও হতে পারে) থাকতে হবে।

পুরোপুরি একমত, ধন্যবাদ আপনাকে

Level 0

আমিও বাংলা ব্লগিং শুরু করেছি। আল্লাহর অশেষ রহমতে প্রতিদিন ১৫-২০ জন ভিজিটর পাচ্ছি। ইনশাআল্লাহ সামনে আরো বাড়বে।

আমার ব্লগ- http://bdjoker53.blogspot.com