কিছু গুরুত্তপূর্ন হাদীস সম্পরকে জানুন।।

(১)নামাজে কাতার সোজা করা এবং ফাঁক না রেখে দাঁড়ানো ।

জাবির বিন সামুরা [রা:] থেকে বর্ণিত । তিনি বলেন- রাসুলুল্লাহ [সা:] আমাদের কাছে এসে বলেলেন: ফেরেশতা মন্ডলী যেমন তাদের প্রভুর সামনে কাতারবদ্ধ হয় তোমরা কি তেমন কাতারবদ্ধ হবে না ? আমরা জিজ্ঞাসা করলাম: হে আল্লাহর রাসুল ! ফেরেশতা মন্ডলী তাদের প্রভুর সামনে কিভাবে কাতারবদ্ধ হয় ? তিনি বললেন: তারা আগের কাতারগুলো পূর্ণ করে এবং মাঝখানে ফাঁক না রেখে মিলিতভাবে দাড়ায় । [মুসলিম-৪৩০]

(২)ঃহাশরের ময়দানের ৫টি প্রশ্ন!

عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ قَالَ

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ عِلْمِهِ فِيمَ فَعَلَ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَعَنْ جِسْمِهِ فِيمَ أَبْلَاهُ

[رواه الترمذي: 2417، وقَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ]

আবূ বারযা নাদলা ইবনে উবায়েদ আসলামী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

“কিয়ামতের দিন (হাশরের ময়দানে) বান্দাহ তার স্থানেই দাঁড়িয়ে থাকবে, যে পর্যন্ত না তাকে জিজ্ঞেস করা হবেঃ তার জীবনকাল কিরূপে অতিবাহিত করেছে, তার জ্ঞান কি কাজে লাগিয়েছে, তার সম্পদ কোথা থেকে অর্জন করেছে এবং কিসে খরচ করেছে এবং তার শরীর কিভাবে পুরানো করেছে?”

[ইমাম তিরমিযী এ হাদীস(নং-২৪১৭) বর্ণনা করে বলেন, হাদীস টি হাসান ও সহীহ।]


(৩) ঃপিতা-মাতার অবাধ্য হওয়া ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম ।

আবু বাকারা নুফা'ই বিন হারেস [রা:] থেকে বর্ণিত । তিনি বলেন: রাসুলুল্লাহ [সা:] বলেছেন: আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় ও মারাত্মক গুনাহ সম্পর্কে বলব না ? এ কথাটা তিনি তিনবার বললেন । আমরা বললাম অবশ্যই বলুন, হে আল্লাহর রাসুল ! তিনি বললেন : আল্লাহর সাথে শিরক করা । পিতা-মাতার আবাধ্যতা । তিনি হেলান দিয়ে ছিলেন । অত:পর সোজা হয়ে বসে বললেন: সাবধান ! মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেয়া ।  এ কথাটি তিনি বার বার বলতে ছিলেন, এমনকি আমরা বলতে লাগলাম, আহা যদি তিনি থেমে যেতেন । [বুখারী ও মুসলিম]

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি ওয়েব সাইটের লিংক দিয়ে সাইটটার রিভিউ দিন। না হলে পোস্টির রিমুভের আশংকা করছি।

    keno vaiya..?

    @ রুবিসা
    এখানে ধর্ম বিষয়ক লেখা মানে হাদিস লেখা যাবে না। তবে সাইটের রিভিউ বা ডাউনলোড দেওয়া সম্ভব। (টিটির টার্ম অফ ইউস)

ভাই এত গুরুত্বপূর্ণ জিনীস এত কম কেন? সম্ভব হলে যা আছে সব দেন।

    Level 0

    ektu por e paben………………..hadis nia likha jabena??????? eta kono kotha?

আপনাকে অনেক ধন্যবাদ।

প্রযুক্তি প্রধান টিটিকে আমরা সম্পুর্ন ব্লগ হিসেবে দেখতে চাই যেখানে ধর্ম নিয়েও একটা বিভাগ থাকলে ভালো হয়। নাহলে এতো সুন্দর সুন্দর বিষয়গুলো আমরা মিস করবো। আমরা টিটিকে অনেক পছন্দ করি, প্রতিদিন টিটিতে চোখ না রাখলে যেন কেমন কেমন লাগে। বেশি বলে ফেললাম, মাইন্ড কইরেননা।

প্রযুক্তি প্রধান টিটিকে আমরা সম্পুর্ন ব্লগ হিসেবে দেখতে চাই…সাহিত্য, সংস্কৃতি, সরাস্ত্রনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি , রাজনীতি, অর্থনীতি, কাব্যনীতি, গদ্যনীতি, পদ্যনীতি….ইত্যাদি আরো নীতি সমৃদ্ধ বিভাগ থাকলে ভালো হয়…….নাহলে এতো সুন্দর সুন্দর বিষয়গুলো আমরা মিস করবো।

………..বেশি বলে ফেললাম, মাইন্ড কইরেননা।

    Level 0

    বেশি বলেন্নি…যা বলেচেন সব ই সত্থিক

@ নতুন পন্ডিতের সাথে একমত।
@ টিটিতে ধর্ম বিষয়ক বিভাগ থাকতে পারে।
@ তবে কৌশিক যেভাবে বলেছেন তন্মধ্যে টেকটিউনসে রাজনীতি কোনভাবেই নয়। অনান্য বিষয়গুলি হয়তোবা গ্রহনযোগ্য।
আমি টেকটিউনস ছাড়া অন্য ব্লগে খুব কম যাই কারন রাজনীতি।

আমি তো চাই কিন্তু টিটিএ নিয়ম হচ্ছে প্রযুক্তি বা বিজ্ঞান নিয়ে লিখতে হবে।