অনলাইনে প্রতারিত হওয়ার কয়েকটি নমুনা

প্রতারণা

লেখাটি প্রথমে এখানে প্রকাশ করা হয়েছিলঃ টেকনোলজি.নেট.বিডি / http://technology.net.bd

অনলাইন একটি বিশাল জগৎ। কি নেই অনলাইনে? এমন কিছু নেই যে এখনকার সময়ে অনলাইনে পাওয়া যায় না। সময়টাই হয়ে গেছে অনলাইনের যুগ। এখন আর আধুনিক যুগ নয়। এখন হচ্ছে অনলাইন-ইন্টারনেট এর যুগ। অনলাইন ও ইন্টারনেট এর এই অগ্রগতিতে বর্তমান সময়ের সকল মানুষই কিন্তু উপকৃত হয়েছে। মূহুর্তের মধ্যেই সকল কিছু মানুষ এখন পেয়ে যাচ্ছে শুধু কয়েকটা ইঁদুরের ক্লিক এর সাহায্যে।

ইন্টারনেট এর এই যুগে আমরা এখন যেমন উপকৃত হয়েছি তেমনি কিন্তু এর অনেক কুফল ও আছে। ঠিক নিউটনের গতির তৃতীয় সূত্রটির মতো আর "প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে"। ঠিক এই রকমই ইন্টারনেট এবং অনলাইনের ও কিন্তু শুধু সুবিধা নয় অনেক অসুবিধাও আছে। অনেক অসাধু ব্যবসায়ী বা ব্যক্তি ইন্টারনেট এর সুযোগ নিয়ে ইন্টারনেট এর দূর্বল ব্যবহারকারীদের কাছে হাতিয়ে নিচ্ছে অসংখ্য টাকা।

বর্তমান সময় অনেকভাবেই এই ধরণের প্রতারণা হয়ে থাকে। এখানে আমি কয়েকটি উদাহরণ সহ প্রমাণ দিয়ে দেব। তাহলেই আপনারা এই সবকিছু পরিষ্কার ভাবে বুঝে যাবেন।

অনেকেই অনলাইনে ভুয়া ওয়েবসাইট তৈরী করে এবং বিভিন্ন ধরণের পণ্য বিক্রি করে এবং ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বড় করে লিখে দেয় যে এই পণ্যটি এখনই কিনলে বা অর্ডার করলে আপনি অন্য আর একটি পণ্য ফ্রী পাবেন বা এখন এই পণ্যের ছাড় পাবেন। অফার সীমিত সময়ের জন্য। কিন্তু দেখা যায় কি, আপনি ঠিকই অর্ডার করেছেন কিন্তু আপনি আপনার কোন পণ্যই পাননি। এভাবে প্রতিদিনই অনেক অসাধু ব্যক্তি বা ব্যবসায়ী আয় করে নিচ্ছে অসংখ্য টাকা।

এখন আপনি বলতে পারেন যে, এই ধরণের ভূয়া ওয়েবসাইট আপনি চিহ্নিত করবেন কি করে? এই ধরণের ভুয়া ওয়েবসাইট অনেক ভাবেই এবং অনেক সহজেই চিহ্নিত করার অনেক উপায় আছে। যেমন ধরেনঃ আপনি ওই ওয়েবসাইটটির পেজ র‍্যাংক চেক করুন। পেজ র‍্যাংক ভালো না হলেই বুঝে যাবেন যে এটা কোন ভালো ওয়েবসাইট নয়। কিংবা আপনি ওই ওয়েবসাইটটি গুগোল এ সার্চ করে ওই ওয়েবসাইটটি সম্পর্কে বিভিন্ন ফোরামে বা ওয়েবসাইটে তথ্য দেখতে পারেন। এই পন্থাগুলো অনেক সহজ।

আর একটি উপায়ে অনলাইনে প্রতারণা হয়ে থাকে। এই ধরণের পদ্ধতিতে অনলাইনে প্রতারণা বেশি হয়ে থাকে। ভূয়া ইমেইল পাঠানোর মাধ্যমে। অনেক সময়ই আপনি দেখবেন যে, অজ্ঞাত কোন ব্যক্তি আপনাকে ইমেইল করেছে এবং বলছে যে, আপনি কোন লটারী জিতেছেন বা আপনি আমেরিকা বা লন্ডনের ফ্রী গ্রীনকার্ড বা চাকরী পেয়েছেন। এখন আপনি অতিসত্তর এই ইমেইল এর উত্তর পাঠান। তা না হলে সময় পার হয়ে গেলে আপনি এই সুযোগ হারিয়ে ফেলবেন।

দেখা যায় যে, এই এই ইমেইল গুলোর উত্তর পাঠানো হলে আপনি পরবর্তীতে আর একটা ইমেইল পাবেন যে, আপনাকে $৯৯ ডলার কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ ওয়েষ্টার্ন ইউনিয়ন এর মাধ্যমে বা ব্যাংক এর মাধ্যমে ওদের কাছে পাঠাতে হবে এবং ওরা আপনার পাঠানো টাকা হাতে পাবার ২৪ ঘন্টার মধ্যে আপনার টাকা বা লটারী আপনাকে পাঠানো হবে।

বাহ্‌, কি সুন্দর বুদ্ধি, তাই না? অনলাইন এ টাকা আয় করার এর থেকে ভালো বুদ্ধি আর কিই বা হতে পারে? বিনা পরিশ্রমে টাকা। দেখা যায় যে, এই ধরণের প্রতারনার ফাঁদে বেশী পরে অনুন্নত, অশিক্ষিত এবং অদক্ষ দেশের লোকজন এবং বিশেষ করে আমাদের মতো গরীব দেশগুলোর মানুষ। অনেক আবার বলতে পারেন যে বাংলাদেশের মানুষজন এখন আর বোঁকা নেই, সবাই সচেতন হয়ে গেছে।

হ্যাঁ, আমিও আপনার সাথে একমত। বাংলাদেশ যেমন গরীব দেশ, ঠিক তেমনি কিন্তু আবার উন্নয়নশীল দেশও বটে। আমাদের দেশের এখন অনেকেই ইন্টারনেট ব্যবহারের উপর ঝুঁকে পড়ছে। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে সকল অসাধু ব্যবসায়ী। দেখা যাচ্ছে যে, যারা নতুন ইন্টারনেট ব্যবহার করছে তারা কিন্তু এই সকল বিষয় সম্মন্ধে তেমন কিছুই বিস্তারিত জানে না। যার ফলে তারা যখনই এই ধরণের ইমেইল পেয়ে যায় সাথে সাথে তারা আনন্দে আর উল্লাসে মেতে ওঠে এবং প্রতারণার ফাঁদে পাঁ দেয়।

অনেকেই নিঃস্বও হয়ে যায়। আমার কাছে প্রমাণ ও আছে। আমার গ্রামের বাড়ী থেকে মাঝে-মধ্যেই অনেকেই মোবাইল এ কথা বলে আমাকে জানায় যে, তারা নাকি গ্রীন কার্ড লটারী বা অনেক টাকা জিতেছে অনলাইনের মাধ্যমে। তখন আমি তাদেরকে অনেক বুঝাই, কিন্তু আসলে তারা বুঝেও না বোঝার ভান করে। কারণ, আমেরিকা বা লন্ডনে যাওয়া এবং সেখানে কোন চাকরী পাওয়া তো আমাদের দেশের মানুষদের জন্য শুধু স্বপ্ন, আর সেটা যদি আবার হয় সম্পূর্ণ ফ্রীতে। তাহলে তো আর কথাই নেই।

গতকালকে আমি আমার একটা পুরাতন জিমেইল এ্যাকাউন্ট হঠাৎ করেই অনেকদিন পরে খুঁলি। আমি এই এ্যাকাউন্টটি ব্যবহার করতাম যখন আমি নতুন ইন্টারনেট ব্যবহার শুরু করি। ইমেইল এ্যাকাউন্টটি খোঁলার সংগে সংগেই দেখতে পাই যে, অসংখ্য ইমেইল এসে জমা হয়ে আছে এবং সব ইমেইল গুলোই অপ্রয়োজনীয় এবং কোথায় কোথায় থেকে এসেছে তাও আমি ঠিক জানি না।

একে একে সব ইমেইল যখন ডিলেট করে দিচ্ছিলাম, ঠিক তার মধ্যে দুটো ইমেইল দেখতে পেলাম যে একটু অন্যরকম। তাই ইমেইল দুটো পড়ার জন্য ক্লিক করলাম। ইমেইলটি ওপেন করেই দেখি যে আমি $৯,৫৫০.০০০.০০ নাকি টাকা পেয়ে গেছি। দেখেই তো চোখ কপালে উঠে গেছে।

কিন্তু হায়, সত্যিই যদি এমন হতো। এগুলোও ভূয়া ইমেইল। আমি আপনাদের জন্য ইমেইল দুটোই এখানে দিয়ে দিলাম যে আপনারা ঠিক মতো বুঝতে পারেন যে আসলে এই ধরণের ইমেইলগুলো কেমন হয়।

ইমেইল ২:

Dear Friend,

I  am Mr. Plashniku Williams, Senior Staff, with a Bank here in Madrid- Spain . I got your contact while searching for a reliable someone to contact for this transaction in regards to a business transfer for a huge sum of money in a dormant account. I need your assistance to transfer to overseas Nine Million, Five Hundred and Fifty Thousand United States Dollars Only (US$9,550.000.00).

I am seeking your humble assistance to provide either an existing bank account or set up a new Bank account to receive this fund, even an empty account can serve this purpose, or you help to seek an honest and, reliable businessman who can assist us. Though I know that a transaction of this magnitude will make any one apprehensive and worried, but I am assuring you that this transaction is being handled by me and my colleagues, who are also departmental heads in the same bank. We decided to contact you due to the urgency of this transaction.
During the course of our auditing we discovered a floating fund in a domiciliary account opened in the bank in 2000 and since 2004 nobody has operated on this account, after going through some old files in the records we discovered that the owner of the account who is a foreigner died in Madrid Bombing of 11th of March 2004,without any traceable next of kin hence the dormant nature of the account and if nobody come to claim this funds it will be re- channel to government coffers as unclaimed funds.

I am only contacting you as a foreigner that bears the same last name with the depositor because this money cannot be approved for a local account as the depositor is a foreigner, the fund can only be approved to a foreigner or into a foreign account.
I need your full co-operation to make this project a success, There is no risk at all, the paperwork for this transaction will be done by an attorney and my position guarantees the successful execution of this transaction. If you are interested and know that you will not sit on this money after its successful transfer to you, please reply immediately and upon your response, I shall provide you with more details on what to do. Please observe utmost confidentiality and be rest assured that this transaction would be most profitable for both of us.
Upon your response I will inform you on the steps ahead and your compensation for providing an account for this transaction. If you find yourself capable of working with me, contact me through email address below.

Please observe this instruction with the utmost care. I send you this letter not without a measure of fear as to what the consequences may be, but I know within me that nothing ventured is nothing gained and that success and riches never come easy or on a platter of gold.If this proposal is acceptable by you, do not take undue advantage of the trust I have bestowed in you, I await your swift response via my personal mail [email protected] 

Yours faithfully,

Mr.Plashniku Williams

ইমেইল ১:

Dear Friend,
I am Dr.Cheunge Eric Li Independent Non-executive Director Chairman of Hang Seng Bank Ltd, Hong Kong. An Iraqi named Ahmed Sadoun Salih,a business man made a numbered fixed deposit of Forty Four
million Five Hundred Thousand United State Dollars only in my branch. Upon maturity several notices was sent to him, even during the war, Five years ago (2005). Again after the war another
notification was sent and still no response came from him. We later found out that Ahmed Sadoun Salih and his family had been killed during the war in Gunfire that hit their home at Mukaradeeb
where his personal oil-well was. After further investigation it was also discovered that Ahmed Sadoun Salih did not declare any next of kin in his official papers including the paper work of his
bank deposit. And he also confided in me the last time he was at my office that no one except me knew of his deposit in my bank. So, Forty Four million Five Hundred Thousand United State Dollars
is still lying in my bank and no one will ever come forward to claim it. What bothers me is that according to the laws of my country at the expiration seven years six months the funds will revert
to the ownership of the Hong Kong Government if nobody applies to claim the funds. I want to assure you that this project is real, and one hundred percent risk free and does not relate to any
breach of law or proceeds from drugs. It is a matter of necessity to contact you for assistance without any further investigations about your person, it is therefore necessary that you tell me a
little about yourself, I hope no form of betrayal will be experienced in the course of our collaboration, I must give you my trust because this transaction is no joke and such opportunity comes
once in a life time. My proposal to you is that I prepared to front you as the sole beneficiary of my deceased client so that i can instruct HANG SENG BANK to release the deposit to you as the
closest surviving relation or business partner. Upon receipt of the deposit, I am prepared to share the money with you in half 50/50 percentage. If interested do send me your full names, current
home address, phone number, your occupation to this email account: [email protected]
Your earliest reply will be appreciated.
Yours Truly,
Dr.Cheunge Eric Li,
Independent Non-executive Director
Chairman of Hang Seng Bank Ltd, Hong Kong.
আশাকরি এখন আপনারা সবাই বুঝতে পেরেছেন যে, এই ধরণের ইমেইল কেমন হয়। তাই, কখনোই এই ধরণের ভূয়া ইমেইল বা অন্যকোনভাবে ফাঁদে পাঁ দেবেন না। পোষ্টটি সবার উপকারে আসবে ভেবেই লিখেছি। ধন্যবাদ সবাইকে। :)

Level 0

আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

AMAR mashe 15-20 ta ase spam folder a.

    হুম, ঠিকই ধরেছেন।

আমার স্প্যাম ফোল্ডার দিন দিন ভারি হচ্ছে 🙁 আনার পোস্টে আরও নানা ধরণের স্প্যাম নিয়ে লিখলে ভাল হত। যেমনঃ ভাইরাস

আমার প্রতি সপ্তাহে ১০০+ spam মেইল আসে।

    ভাই কি ইয়াহু মেইল ব্যবহার করেন? আমি দেখেছি ইয়াহুর চাইতে জিমেইলের স্প্যাম ফিল্টারিং ভাল

আমারও এমন একটি xperience আছে। দেখুন তাহার নমুনা…

My Dear,

How was your day?. I am more than happy in your reply to my mail. mine was cool over here in Dakar Senegal. My name is mary Diane am 23 yrs old from ivory coast in west Africa and presently i am residing in the refugee camp here in Dakar Senegal as a result of the civil war that occurred in may country.

My late father Dr Banabas Diane was a prominent successful business man and a politician under the government of Late Gen.Robert Gue the former head of state before the rebels attacked my house one early morning killing my mother and my father. It was only me that is alive now and i managed to make my way to near by country Senegal where i am leaving now.

due to the war in my country, that cost the dead of my father and my mother which made me to stay hear as a refuge. my condition here is terrible Its just like one staying in the prison and i hope by Gods grace i will come out here soon.i don’t have any relatives now whom i can go to all our relatives ran away in the middle of the war the only person i have now is Rev. Pastor James Adams, who is the pastor of the (St Luke Catholic Church) here in the camp,he has been very nice to me since i came here but i am not living with him rather I’m leaving in the woman’s hostel(in the camp) because here they have two hostels one for the men the other for women.The Rev. Pastor’s Tel number is ( )

Rev. Pastor’s e-mail–([email protected]) if you call and tell him that you want to speak with me he will send for me in the hostel because of my condition here i don’t have any right or privilege to some things be it money or whatever because it is against the law of this country.I want to go back to my studies because i only attended my first year before the tragic incident that lead to my being in this situation now took place. Please listen to this,i have my late father’s deposit certificate and death certificate (as his next of kin)here with me which i will send to you latter,because when he was alive he deposited some amount of money in a leading bank in United kingdom which he used my name as the next of kin,the amount in question is $6.5m(Six Million Five Hundred Thousand Dollars) So what i need from you is, for you to see that this money is transfer ed to a good account and also to make arrangement on how i will come over and stay with you and continue my life and education.

My choosing you is a question i knew you must ask and i think it is a good question.i have two reasons for choosing you, i choose you because it is the will of God.and i believe knowing you will bring hope back again to my life, my choosing you does not mean,that i do not have anybody from ivory-coast.I have two uncles,that is my late fathers junior brothers whom i think are suppose to be taking care of me but they do not care,all they did was to sell my late father’s houses and company to one Mr. Olson Steven from united states and enjoy the money with their wives. i wanted to tell Mr. Olson about it but should my uncles know of the money,they can kill me ,so as to eat the money,it was as if my father saw their deed because he told the implication of having a big money in Africa and that was the reason while he made the deposit in Scotland.

I would like to know more about you.Your likes and your dislikes,your hobbies and what you are doing presently and your country. Attached here is my picture.

However you can call me with the reverend office phone line, my favorite language is English but our official language is French ,but i speak English very fluently because i attended an American and English speaking private school all in my country for almost all my school,and also try to call me as requested so that we can hear each other voices,i have a lot to tell,i will be thinking about you so much,as i will be waiting to hear from you soonest.

Have a wonderful day.
Miss mary

আমার উত্তর >>

Hi Mary,

Very good story about yours. Very Touchy Story. But, This is for some
kind of Novel or Story book. Keep it up. If you don’t write about
money approx 6 million , then there is some chance to believe you. you
send me some pictures but all are cracked. 🙂 oh, your English
knowledge is very nice too. Im Bangladeshi. So i can’t speak or write
fluently in English.

Please don’t cheat anymore…. God bless you.


munt@sir

    আমার ও এরকম কয়েকটা নামে আসছে, পরে একটার প্রথম মেইল দেখেই বাকী কাহিনি বলে দিসিলাম , তারপরও একই কাহিনি আবার মেইল করছে, এটা কোন অটোমেটিক সিস্টেম এ করা হয় মনে হয়, এ ক্ষেত্রে অনেকেই একটা সাইটের নাম উল্লেখ করে তা হলো http://www.moonbd.com

    ম্যারি কি পরে কিছু বলেছিল ? 😉

ওয়েবসাইটের রেপুটেশন চেক করার একটা ভাল সাইট হল mywot.com.

    ফায়ারফক্স আর ক্রোম দুইটাতেই WOT লাগিয়ে রেখেছি। উইজার রেটিং এর উপর ভিত্তি করে চলে তাই আমার মতে নরটন কিংবা ম্যাকাফি সাইট অ্যাডভাইজরের চাইতে WOT’র রেটিং অনেক বেশি বিশ্বাসযোগ্য 🙂

Level 0

আমারতো প্রায় প্রতিদিনই এমন মেইল আসে।

তবে এগুলোর রিপ্লাই করা উচিত না।

many thanks