পৃথিবীর ২৫ টি বেস্ট স্কাইলাইন : জানেন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিংগুলো কোথায়?

টিউন বিভাগ প্রতিবেদন
প্রকাশিত
জোসস করেছেন

পৃথিবীর প্রায় প্রত্যেকটি বড় এবং উন্নত শহরেরই কয়েকটি ইউনিক স্কাইলাইন থাকে যা ঐ শহরের এবং ঐ দেশের উন্নতির প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই স্কাইলাইনগুলো হয় সাধারনত অনেকগুলো উঁচু বিল্ডিং এবং স্থপত্য নিয়ে তৈরি। প্রায় প্রত্যেকটি তুলনামুলকভাবে উন্নত শহর এবং দেশেরই এমন কয়েকটি জায়গা থাকে যা ঐ শহরকে রিপ্রেজেন্ট করে।

ইন্টারন্যাশনাল বিল্ডিং ডেটাবেসের তথ্য অনুযায়ী এসব স্কাইলাইনগুলোকে র‍্যাঙ্কিং দেওয়া হয়েছে। র‍্যাঙ্কিং করা হয়েছে পৃথিবীর উন্নত দেশগুলোর প্রধান প্রধান শহরের বিল্ডিংগুলোর অবস্থান, ফ্লোর সংখ্যা ইত্যাদি বিবেচনা করে।  আজকের টিউনে পৃথিবীর ২৫ টি বেস্ট স্কাইলাইন যা ২৫ টি ভিন্ন শহরে অবস্থিত। তো আর ভূমিকা না করে এবার টিউনটি শুরু করা যাক।

২৫. ব্রাজিলের রিও ডি জেনিরিও শহরে ১, ১৮৫ বর্গকিলোমিটার জুড়ে ২, ৫৯৫ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

২৪. জাপানের ওসাকা শহরে ২২০ বর্গ কিলোমিটার জুড়ে ১৮৯০ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

২৩. ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে ৬৬১ বর্গ কিলোমিটার জুড়ে ৪৪৩ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

২২. টার্কির ইস্তানবুল শহরে ১, ৯৯১ বর্গ কিলোমিটার জুড়ে ২, ৩১২ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

২১. চীনের বেইজিং শহরে ১৬, ৮০৮ বর্গ কিলোমিটার জুড়ে ৯২৫ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

২০. মালোয়েশিয়ার কুয়ালা লামপুর শহরে ২৪৩ বর্গ কিলোমিটার জুড়ে ৬০৮ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

১৯. ইন্ডিয়ার মুম্বাই শহরে ৬২১ বর্গ কিলোমিটার জুড়ে ১, ৫৯৬ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

১৮. সাউথ আমেরিকার পানামা শহরে ২, ৫৬০ বর্গ কিলোমিটার জুড়ে ২৪১ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

১৭. চীনের চংকুইং শহরে ৮২, ৪০৩ বর্গ কিলোমিটার জুড়ে ৫৪১ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

১৬. সাউথ কোরিয়ার ইঞ্চেয়ন শহরে ১, ০২৯ বর্গ কিলোমিটার জুড়ে ৪৯৪ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

১৫. চীনের সেনজেন শহরে ২, ০২০ বর্গ কিলোমিটার জুড়ে ৪২০ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

১৪. সাউথ কোরিয়ার বুসান শহরে ৫২৭ বর্গ কিলোমিটার জুড়ে ৩৫১ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

১৩. কানাডার টরোন্টো শহরে ৬২৯ বর্গ কিলোমিটার জুড়ে ২, ০২৯ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

১২. চীনের গুয়্যাংঝোউ শহরে ৭, ৪৩৪ বর্গ কিলোমিটার জুড়ে ৫৪৩ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

১১. জাপানের টোকিয়ো শহরে ৬২০ বর্গ কিলোমিটার জুড়ে ২, ৭৭১ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

১০. থাইল্যান্ডের ব্যাংকক শহরে ১, ৫৬৮ বর্গ কিলোমিটার জুড়ে ৯২৩ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

৯. ব্রাজিলের সাও পাওলো শহরে ১, ৫২৩ বর্গ কিলোমিটার জুড়ে ৫, ৭৮৯ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

৮. চীনের সাংহাই শহরে ৬, ৬৩৪ বর্গ কিলোমিটার জুড়ে ১, ১২১ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

৭. আমেরিকার শিকাগো শহরে ৫৮৯ বর্গ কিলোমিটার জুড়ে ১, ১৬০ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

৬. UAE এর  দুবাই শহরে ৩, ৮৮৫ বর্গ কিলোমিটার জুড়ে ৬৮৬ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

৫. সাউথ কোরিয়ার সিয়াউল শহরে ৬১৬ বর্গ কিলোমিটার জুড়ে ৩, ০২৩ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

৪. রাশিয়ার মস্কো শহরে ১, ০৮১ বর্গ কিলোমিটার জুড়ে ১০, ৮৯৬ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

৩. এশিয়ার সিঙ্গাপুরে ৭১০ বর্গ কিলোমিটার জুড়ে ৪, ৫৬২ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

২. আমেরিকার নিউ ইয়র্ক শহরে ৮০০ বর্গ কিলোমিটার জুড়ে ৬, ০৯১ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

১. চীনের হং কং শহরে ১, ০৫৩ বর্গ কিলোমিটার জুড়ে ৭, ৭৯৪ টি উঁচু বিল্ডিং আছে

Methodology : ১১ তলার উপরের প্রত্যেকটি বিল্ডিংকে একটি পয়েন্ট ভ্যালু হিসেবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারণের সময় টিভি টাওয়ার, ব্রিজ এবং এই ধরনের অন্যান্য স্ট্রাকচারগুলো ধরা হয়নি।

তো এগুলোই ছিল পৃথিবীর বিভিন্ন শহরের বেস্ট ২৫ টি স্কাইলাইন। আজকের মত টিউনটি এখানেই শেষ করছি। আশা করি টিউনটি আপনাদের ভাল লেগেছে। টিউন সম্পর্কে কোন ধরনের প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই টিউনমেন্ট করে জানাবেন। ভাল থাকবেন।

You can contact me on : Facebook 

Level 0

আমি সিয়াম একান্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সিয়াম রউফ একান্ত। অনেকে সিয়াম নামে চেনে আবার অনেক একান্ত নামে। যাইহোক, পড়াশুনা একেবারেই ভাল লাগেনা আমার। ভাল লাগার মধ্যে দুইটা জিনিস , ফটোগ্রাফি আর প্রযুক্তি। এই প্রযুক্তির প্রতি ভাললাগা থেকেই টেকটিউন্স চেনা এবং টেকটিউন্সে আইডি খোলা। দেখা যাক কতদূর কি করা যায়......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বুঝে উঠতে পারি না, এরকম টিউনের ভিউ এতো কম কিভাবে হতে পারে?
সবসময় টেকনিক্যাল জগতে পড়ে থাকার পরে, এরকম টিউন সত্যিই ক্ল্যান্তি দূর করে!

~ধন্যবাদ 🙂