নোটবুক, ল্যাপটপ না নেটবুক??? কোনটির সাথে কী পার্থক্য???

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। অনেক দিন ধরেই চিন্তা করছিলাম ল্যাপটপ , নোটবুক আর নেটবুকের মধ্যে তফাৎ গুলো সবার সামনে তুলে ধরার জন্য। এই সবার মধ্যে অনেকেই আছেন যারা ঠিক বুঝে উঠতে পারেন না কি এমন পার্থক্য এদের মাঝে। জানি অনেকেরই এই ব্যাপারে আগে থেকেই খুব ভাল ভাবে জানা আছে। যাদের নেই আসুন দেখে নেই এই জিনিস গুলো আসলে কি? তার আগে আসুন জেনে নেই এই মোবাইল এবং পোর্টেবল কম্পিউটারের ইতিহাস। সর্ব প্রথম বানিজ্যিক ভাবে যেই ল্যাপটপটি ছাড়া হয়ে ছিল সেটি আই বি এম ৫১০০ মডেলের। নিচের ছবিতে দেখুন।

এটি ১৯৭৫ সালের সেপ্টেম্বর মাসে ছাড়া হয়। এবং ধীরে ধীরে নানা পরিবর্তন পরিবর্ধন ও সংস্করণের মাধ্যমে আজকের উন্নত ল্যাপটপে রুপ নিয়েছে। মুলত মোবাইল কম্পিউটার  ডেক্সটপ কম্পিউটারের রিপ্লেসমেন্ট হিসেবেই চলে এসেছে।এবার মূল বিষ্যে ফিরে আসি।

ল্যাপটপঃ

সারাক্ষন ল্যাপটপের নাম শুনতে শুনতে আমরা অভ্যস্থ হয়ে পড়েছি আবার নোটবুকও??? আসলে ল্যাপটপ আর নোটবুক একই জিনিস। এগুলোর কোন পার্থক্য নেই। যেমন ধরুন অ্যাপলের ল্যাপটপের নাম ম্যাকবুক, বেনকিউ তাদের উৎপাদিত ল্যাপটপকে বলে জয়বুক। তার মানে এই নয় যে ম্যাকবুক বা জয়বুক নতুন কোন ধরণের মোবাইল কম্পিউটার। বাস্তবে মোবাইল কম্পিউটার গুলো উন্নত বিশ্বে এখন আমাদের দেশেও নোটবুক হিসেবে ব্যাবহার হচ্ছে। আমরা আজ প্রায় সব ধরনের লেখাপড়ার কাজ ল্যাপটপ কম্পিউটারেই করতে পারছি। যা কিনা আগের খাতা কলমের বিকল্প হিসেবে তাই অনেক ক্ষেত্রেই ল্যাপটপকে নোটবুক হিসেবে অভিহিত করা হয়। ল্যাপটপ গুলো একেকটি পুর্ণাঙ্গ ডেস্কটপ পিসির রিপ্লেসমেন্ট। অনেক ব্লগে এমন কি বিভিন্ন দেশি কম্পিউটার ম্যাগাজিনেও ল্যাপটপ আর নোটবুককে দুই জিনিস হিসেবে দেখানো হয়েছে। আসলে নেটবুক আরেক জিনিস নোটবুক নয়। তারা ল্যাপটপ নোটবুক আর নেটবুকের মধ্যে এমন তালগোল পাকিয়ে ফেলেছে যে বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক। তবে এই টিউনের শেষের দিকে আমি নেটবুকনোটবুক তথা ল্যাপটপের পার্থক্যগুলো তুলে ধরবো।

ল্যাপটপ/নোটবুক

নেটবুকঃ

বর্তমান সময়ের আলোচিত ইলেক্ট্রনিক ডিভাইস। অনেকেরই ধারণা নোটবুক(Notebook) আর নেটবুক(Netbook) একই জিনিস। বাস্তবে নয়। এটা মোবাইল পিসির একটা ক্ষুদ্র সংস্করণ আর মোবাইল পিসিগুলোকে আমরা হয়ত সবাই ল্যাপ্টপ বলেই ডাকি। এর পোর্টেবিলিটি "ল্যাপটপ বা নোটবুক" অপেক্ষা অনেক বেশি (বহন করার সুবিধার্থে ও আকার অনুযায়ী)। এক্ষেত্রও উদাহরন দেওয়া যেতে পারে, যেমন ধরুণ অ্যাপল তাদের নেটবুকের নাম দিয়েছে আই-বুক। অর্থাৎ বিভিন্ন কোম্পানি তাদের স্বকীয়তা প্রকাশের জন্য বিভিন্ন নামে বাজার জাত করতে পারে কিন্তু তাদের প্ল্যাটফর্ম কিন্তু একই থাকছে।

নেটবুক

আসুন এবার দেখে নেই এদের তুলনা মুলক বৈশিষ্ট্যঃ

প্রসেসরঃ নেটবুক-ইন্টেল অ্যাটম/সেলেরন এম/Via c7/ARM (কম শক্তি সম্পন্ন ও এনার্জি সেভিং)

ল্যাপটপ/নোটবুক- সেলেরন এম(পুরানো মডেলের ক্ষেত্রে)/ডুয়াল কোর থেকে কোর আই ৭ সহ সকল আধুনিক প্রসেসর (অধিক ক্ষমতা সম্পন্ন কোন কোন ক্ষেত্রে ডেস্কটপের মত)

স্ক্রীন সাইজঃ

নেটবুকে সাধারনত ৮-১১.২"

ল্যাপটপ/নোটবুকঃ ১২.১-১৯"

অপ্টিক্যাল ড্রাইভঃ

নেটবুকে থাকে না।

ল্যাপটপ/নোটবুকঃ সিডি রম থেকে শুরু করে ব্লু-রে (পর্যন্ত)

গ্রাফিক্সঃ

নেটবুকেঃ বিল্ট-ইন ( সাধারন মানের)

ল্যাপটপ/নোটবুকঃ গ্রাফিক্স কার্ড থাকে (সকল ক্ষেত্রে নয়)

কানেক্টিভিটিঃ

দুটোতেই একই ধরনের সুবিধা থাকে(যেমনঃ ওয়েব ক্যাম,ওয়াই ফাই,ব্লু টুথ,ল্যান আজকাল কোন কোনটিতে বিল্ট-ইন EDGE/3G/4G Wimax মডেম থাকে) তবে নেটবুকে ইউএসবি/ভিজিএ/এইচডিএমআই ইত্যাদি পোর্ট কম থাকে।

ল্যাপটপ/নোটবুক বেশি থাকে। [সাধারনত ভিজিএ/এইচডিএমআই পোর্ট উভয় ক্ষেত্রেই একই ধরনের থাকে]

ওজনঃ

নেটবুকের ওজন ১.৫ কেজির কম হয়।

ল্যপটপ/নোটবুকের তুলনামুলক বেশি ওজন হয়।

চার্জিং ব্যাকআপঃ

নেটবুকের ব্যাকআপ টাইম বেশি হয়। ৪ঘন্টা থেকে১২ ঘন্টা পর্যন্ত হয়ে থাকে।

ল্যাপটপের/নোটবুকের ব্যাকআপ তুলনামুলক কম হয় ২ ঘন্টা থেকে ৬ ঘন্টা পর্যন্ত।

কার্যক্ষমতাঃ

নেটবুকের ক্ষমতা খুবই কম সাধারন মাল্টিমিডীয়া ফাংশন ও অফিসের ছোট খাটো কাজ করা ইন্টারনেট ব্রাউজিং এই কার্যক্ষমতা সীমাবদ্ধ। উচ্চমানের গ্রাফিক্সের কাজ করা যায় না।

ল্যপটপ/নোটবুকের কার্যক্ষমতা অনেক বেশি হয়। কিছু কিছু ক্ষেত্রে ডেস্কটপ পিসির সমমানের হয়ে থাকে।

নেটবুকের সুবিধাঃ ওজনে কম ও আকারে ছোট তাই সহজে বহন যোগ্য। একটানা দীর্ঘক্ষণ ব্যাকআপ দেয়। দামে সস্তা।অসুবিধাঃ নতুন পার্টস্‌ সংযোজন করা যায় না। অর্থাৎ কনফিগারেবল না। উচ্চমানের কাজ করা যায় না। অনেক সময় প্রিলোডেড ওএস-এর চেয়ে আপগ্রেড করা যায় না। অনেক সময় সফ্‌টওয়্যার ব্যাবহারের ক্ষঠাকে।সীমাবদ্ধতা থাকে।

ল্যাপটপ/নোটবুকের সুবিধাঃ কনফিগারেবল, র‍্যাম, হার্ডডিস্ক প্রভৃতি বাড়ানো যায়। অনেক ক্ষেত্রেই শক্তিশালী গ্রাফিক্সের কাজ করা যায়। গেমিং ল্যাপটপ বাজারে পাওয়া যায়। অসুবিধাঃ দাম অনেক বেশি (নেটবুকের তুলনায়), আকারে বড় আর ওজনেও বেশি তাই নেটবুকের তুলনায় বহন কিছুটা কঠিন। ব্যাকআপ টাইম অনেক কম হয়।

মুন্না ভাইয়ের অনুরোধের প্রেক্ষিতে আবার একটু সংযোজন করতে আসলাম।

ট্যাবলেট পিসিঃ

এটি মোবাইল কম্পিউটারের আরেকটি সংস্করন। এটি সাধারনত ইন্টারনেট সুবিধা ব্যাবহারের জন্যই ব্যবহৃত হয়। এর আকার ৮-১৪" পর্যন্ত হয়ে থাকে। মনিটর ৭-১২.১" পর্যন্ত হয়ে থাকে যা সম্পুর্ণ স্পর্শকাতর পর্দার হয়ে থাকে(টাচ স্ক্রিন)। এর একটি অবিচ্ছেদ্য অংশ এর স্টাইলাশ (এক ধরনের কলম সদৃশ বস্তু)। এতে সেলেরন থেকে শুরু করে কোর২ডুও প্রসেসর পর্যন্ত ব্যবহার হচ্ছে (Intel® Core™2 Duo ULV processor SU9400 (1.4GHz)) যেমন ডেলের ল্যাটিচিউড এক্সটি২। এতে ইউএসবি ও ভিজিএ পোর্ট থাকে। কোন কোন ট্যাবলেট পিসিতে প্রি লোডেড অফিস সফ্‌টওয়্যার দেওয়া থাকে। কোন কোন ক্ষেত্রে ল্যাপটপের ট্যাবলেট ভার্শনে ল্যাপটপের প্রায় সকল সুবিধাই দেওয়া থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই ওজন ০.৮ কেজি থেকে ১.৩ কেজির মধ্যে হয়ে থাকে। নেটবুকের মত এতেও কোন অপ্টিক্যাল ড্রাইভ থাকে না। (ব্যাতিক্রম টাচ স্ক্রিন ল্যাপ্টপ)। এতে ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যাবহারের সুবিধা থাকে। WLAN, 3G/4G কানেক্টিভিটিও থাকে মডেল ভেদে। তবে এর ব্যাকআপ টাইম নেটবুকের চেয়ে তুলনামুলক কম হয় ২ঘন্টা থেকে৬ ঘন্টা। মুল্য নেটবুক অপেক্ষা বেশি। বিভিন্ন কনফারেন্সে ব্যবহারের বিশেষ উপযোগী। কনফিগারেবল নয়। কোন কোনটির সাথে রিমুভেবল কী বোর্ড দেওয়া হয়। ইউএসবির মাধ্যমে অপ্টিক্যাল ড্রাইভ/মাউস/কী বোর্ড ব্যবহার করা যায়।

ট্যাবলেট পিসি

এই হল আমাদের ল্যাপটপ-নোটবুক-নেটবুক সমাচার। আসলে নেটবুক ল্যাপটপ গোত্রের হলেও এটি ল্যাপটপ নয় ঠিক যেমন বাঘ আর বিড়াল। আপনাদের কাজে আসলেই টিউনের সার্থকতা। মন্তব্যে ভাল লাগা বা মন্দ লাগার কথা জানাবেন। সবাই ভাল থাকবেন। এই কামনায় আজ এ পর্যন্তই। ধন্যবাদ।

আর হ্যা, নোটবুক আর ল্যাপটপ যে একই জিনিস এসুম্পর্কে জানতে একটু গুগল করে দেখবেন। আর উইকি লিঙ্কটা এখানে দিচ্ছি চাইলে দেখে আসতে পারেন। আবারও ধন্যবাদ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভুল বলেছেন।
ল্যাপটপ দুই ধরনের।
১। নোটবুক
২। নেটবুক

তারমানে নোটবুক, নেটবুক দুইটাই ল্যাপটপ।
তবে বর্ণনা ঠিক আছে।

    আমি যা লিখেছি সবই প্রায়োগিক অর্থে। এছাড়াও ল্যাপটপ ক্যাটেগরির ভিতরে ট্যাবলেট পিসি, নেটপ্যাডও পড়ে আপনি শুধু ২ ধরণের বলেই শেষ করেছেন। আর আপনার কথা আমি উড়িয়ে দিচ্ছি না। তবে ল্যাপটপ একটি পুর্ণাঙ্গ কম্পিউটারের মোবাইল সংস্করণ। আর নেটবুক কোন পুর্নাঙ্গ কম্পিউটার নয়। আর বিস্তারিত জানানোর জন্য গুগোল’ত আছেই। মন্তব্যের জন্য ধন্যবাদ।

    আপনি যেহেতু এই দুইটা নিয়ে লেখেছেন তাই এই দুইটার কথায় বলেছি। এটা বলার কারন হচ্ছে আপনে নেটবুক আর ল্যাপটপ দুইটা জিনিস আলাদা করে দেখিয়েছেন। আসলে নেটবুক তো ল্যাপটপের সাবসেট। বইয়ের ভাষায় বলতে গেলেঃ
    সকল নেটবুকই ল্যাপটপ
    কিন্তু কিছু কিছু ল্যাপটপ নেটবুক নয় 😛

    আর পূর্নাংগ কম্পিউটার বলতে কি বোঝাচ্ছেন সেটা বুঝি নাই।

    আবারও ধন্যবাদ। একটি পুর্নাঙ্গ কম্পিউটার বলতে যা বোঝায় ঠিক তাই। যেমনঃ অন্ততঃ মনিটর+পিসি[মাদারবোর্ড+প্রসেসর(সিপিইউ)+র‍্যাম+হার্ডডিস্ক+অপ্টিক্যাল ড্রাইভ+এজিপি কার্ড+সাউন্ডকার্ড]+ইনপুট ডিভাইস[কীবোর্ড+মাউস]। আউট পুট ডিভাইসের মধ্যে মনিটর ছাড়া চলবে না তাই শুধু মনিটরে সীমাবদ্ধ থাকলাম।

      আর রাসেদ ভাই আপনি নিজেই বলেছেন নেটবুক সাবসেট। এখন আমরা নিশ্চয় বানরের সাথে মানুষের বৈশিষ্ট্য মেলাতে গিয়ে বলব না যে মানুষও বানর বা শিম্পাঞ্জিও বানর তাই না। আর আপনার মন্তব্যের জন্য লেখাটা আরও আপডেটেড করলাম। ধন্যবাদ। 🙂

    সর্টকার্টে বলিঃ নেটবুক ও একধরনের ল্যাপটপ আপনি কি এটা মানেন? হ্যাঁ / না বলেন।

    *সর্টকাটে

    সর্টকাটে না বলতে হচ্ছে। আপনার যুক্তি থেকে আমার যা মনে হচ্ছে ল্যাপটপ ও একধরনের ডেস্কটপ। বরং আমি বলতে চাই ল্যাপটপ/নোটবুক/নেটবুক/পাম টপ/ট্যাবলেট পিসি সবগুলোই মোবাইল কম্পিউটার এমনকি ক্যালকুলেটরও। তাই যার যেটা নাম তাকে সেটিতেই থাকতে দিন। না হলে তালগোল পাকিয়ে যাবে। যেমনটি স্কাইপ এর নাম নিয়ে চলে আসছে। বাংলাদেশের নাম করা পত্রিকা আর ম্যাগাজিনে একে স্কাইপি লেখা হয়। আমিও এমন টি জানতাম। কিন্তু পরবর্তীতে সঠিক ব্যাপারটা জেনেছি। ল্যাপটপের আরেক নাম নোটবুক তবে নেটবুকের আরেক নাম ল্যাপটপ নয়।

    যেটা বাস্তব তাতে যুক্তি দেখানোর কিছু নাই। আপনার দেয়া লিংকের Classification অংশটা পড়ে দেখেন।
    আর যেসব কম্পিউটার ল্যাপ বা কোলের ওপর রাখা যায় সোজা কথায় সহজে বহন যোগ্য সেগুলাই ল্যাপটপ।
    নোটবুক, নেটবুক, ট্যাবলেট পিসি সহ এই ধরনের যত কম্পিউটার আছে সবই ল্যাপটপ ক্যাটাগরিতে পড়ে।

    ভালোই বলেছেন। ক্যাটেগরির ব্যাপারটা একটু বন্ধ রেখে একেবারে প্রথম লাইনে দেখেন A laptop (also known as a notebook)[1][2] is a personal computer designed for mobile use.[3][4][5] A laptop integrates most of the typical components of a desktop computer, including a display, a keyboard, a pointing device (a touchpad, also known as a trackpad, and/or a pointing stick) and speakers into a single unit. কোথাও কিন্তু বলা নেই যে A netbook (also known as a Laptop)……. আর আমি এখানে ক্লাসিফিকেশন দেখানোর জন্য লেখি নাই। অনেকেরই ধারনা ছিলো নোটবুক আর নেটবুক একই জিনিস। সেই ভুল ধারনা ভাঙ্গানোর জন্যই এটি লেখা। মানুষ বানর আর শিম্পাঞ্জির ক্লাসিফিকেশন দেখে বলবেন কি সকল মানুষই বাঁদর কিন্তু সকল বাঁদড় মানুষ নয়। আমি শুধু উদাহরণ হিসেবে উইকির লিঙ্কটা উল্লেখ করেছি। এখানে এক ধরণের ল্যাপটপ না কি তা বোঝাতে চাইনা। অনেকেরই মাথা আউলায়া গেছে। ক্যাটেগরির রুটে না গিয়ে বরং কার্যকারিতার কথায় আসুন। ধন্যবাদ। আমি আর কোন তর্কে যেতে চাচ্ছি না। সকল সিস্টেম সম্পর্কে জানতে গুগোল করুন।

    রহস্যময় অভিযাত্রী says: ক্যাটেগরির ব্যাপারটা একটু বন্ধ রেখে একেবারে প্রথম লাইনে দেখেন। ক্যাটেগরির রুটে না গিয়ে বরং কার্যকারিতার কথায় আসুন।
    ————————————
    ক্যাটাগরীর ব্যাপার যদি বন্ধ রাখতে বলেন তাহলে আপনার সাথে তর্ক করার কোন মানেই নাই। লেখার শুরুতেই যদি বলে দিতেন আপনি উইকিপিডিয়ার মূর্খ লোকদের কথা মানেন না অর্থাৎ আপনি যা বলবেন সেটাই মানতে হবে তাহলে এত কথার প্রয়োজন ছিল না।

    আপনার দেয়া লিঙ্কেই দেখায়া দিলাম আবার বলেন গুগল করতে? ভালই।

    ভাল থাকেন। এই টপিকে আর কথা বলার ইচ্ছা নাই।

চমৎকার পোষ্ট।

এ পোষ্টের পূর্ণাঙ্গতা দেয়ার জন্য টেবলেট পিসি সম্পর্কে কিছু এড্ করুন প্লীজ। (এডিট করে হলেও)

অনেক ধন্যবাদ।

জটিল পোষ্ট।
ধন্যবাদ।

আপনার পোস্ট টা সুন্দর হয়েছে ।
মুন্না says:
চমৎকার পোষ্ট।

এ পোষ্টের পূর্ণাঙ্গতা দেয়ার জন্য টেবলেট পিসি সম্পর্কে কিছু এড্ করুন প্লীজ। (এডিট করে হলেও)
( এটা করতে পারেন )

রাসেদ says:
সকল নেটবুকই ল্যাপটপ
কিন্তু কিছু কিছু ল্যাপটপ নেটবুক নয় 😛

আর পূর্নাংগ কম্পিউটার বলতে কি বোঝাচ্ছেন সেটা বুঝি নাই।
………সহমত ।

Thanks,অসাধারন।আমি বেকার খাঁন এগুলোর তেমন কিছুই (এইজন্যই নামটির এই দশা) জানতামনা।প্রযুক্তির প্রতি এত জানার আগ্রহ আমার,একটা কথা জানেননা আমার কিছু friend circle আছে যারা একটু কিছু জানলেও আমার বা অন্য friend দের কাছে share করতে চায়না।আমি এতে বুঝি না সে জিনিসগুলো share করতে কী তার জ্ঞ্যানের পরিধি কী কমে যাবে না বাড়বে।মনে হয় বাবার জমি বিক্রী করে আমাকে কোনকিছু দিচ্ছে।তবে (Techtunes) এই friend টা আমার এ রকম না,যাই চাই তাই পাই।কী বলবো ভাই কোন যদি facebook এ না ঢুকি তবে Techtunes এ ঢুকতে বাদ দেইনা।আমার অনুরোধ আপনার এবং TT-র সকল টিউনারদের প্রতি, প্রযুক্তির যা কিছু জানেন তাই নিয়ে এগিয়ে আসুন। sorry,আবেগ ধরে রাখতে পারলাম না ।আবারও Thanks

আমার মতে নোটবুক,নেটবুক সবগুলি ল্যাপ্টপ।প্রার্থক্য শুধু কিছু পারফরমেন্স।

    পার্ফম্যান্সের ব্যাপারটা ঠিক নয়। আসলে কার্যক্ষমতা তবে আমি আবারো বলছি ল্যাপটপের অন্য নাম নোটবুক আর নেটবুক শুধু মোবাইল কম্পিউটারের একটি ক্ষদ্র সংস্করণ। ধন্যবাদ।

মোটকথা ল্যাপটপ আর নোটবুক একই।আর নেটবুক কম ক্ষমতা সম্পন্ন ল্যাপটপ তবে নোটবুক না।তাইতো?(confused)

    Right….. নোটবুক আর ল্যাপটপ একই জিনিসের দুই নাম। আর নেটবুক মোবাইল কম্পিউটারের ক্ষুদ্র সংস্করণ। এখন আপনারা যদি সকল মোবাইল কম্পিউটারকে ল্যাপটপ ডাকেন তাতে আমার কোন ক্ষতি নেই। কারন ল্যাপটপ হল মোবাইল কম্পিউটারের একটি শক্তিশালী সংস্করণ যা ডেস্কটপেরই রিপ্লেসমেন্ট। ধন্যবাদ।

আমার মনে হয় যাদের বড় মনিটর (নোটবুক) এবং যাদের ছোট মনিটর (নেটবুক) দুই পক্ষকে মাঠে লড়াই করতে নামিয়ে দেয়া দরকার। যে জিতবে তার মতামত গ্রহনযোগ্য।

টিউনটি ভালো লেগেছে।এতো দিন নেটবুক আর নোটবুক নিয়ে দ্বিধায় ছিলাম।

পোস্টটা ভালো হয়েছে।
কিন্তু এখনও অনেকে তর্ক করছে কেন?

Level 0

যাও একটু জানতাম মন্তব্য দেখে সব আউলাইয়া গেছে।
আনেক সুন্দর পোষ্ট, আনেক ধন্যবাদ।

    ধন্যবাদ। আসলে কেন এই ধরনের মন্তব্য হচ্ছে তাই ভাবছি। ক্যালকুলেটরকে কেউ ল্যাপটপ বললে আমি আর কি বলি বলেন? 🙁

কিছুটা জানতাম, আসলে আমার কাজের জন্য নোটবুক টাই বেটার তাই নোটবুক কিনেছি প্রায় ৩মাস হল

ভাই আমার ব্যাপার জানা নেই যদি কেহ জানালে উপকৃত হতাম।আচ্ছা যেমন grameenphone modem এর কথায় বলি,এটা এখন বর্তমানে EDGE System এ চলে।তো আমার প্রশ্নটি হচ্ছে যদি তারা 3G নিয়ে আসে তাহলে কী এই Modem দ্বারা চলবে? প্রশ্নটি এই জন্যই করলাম যে,কারন এই টিউনের একটি লাইনে 3G/4G/WIMAX এগুলোর কথা বলা হয়েছে।

ভাই আমার একটা ব্যাপার জানা নেই যদি কেহ জানালে উপকৃত হতাম।আচ্ছা যেমন grameenphone modem এর কথায় বলি,এটা এখন বর্তমানে EDGE System এ চলে।তো আমার প্রশ্নটি হচ্ছে যদি তারা 3G নিয়ে আসে তাহলে কী এই Modem দ্বারা চলবে? প্রশ্নটি এই জন্যই করলাম যে,কারন এই টিউনের একটি লাইনে 3G/4G/WIMAX এগুলোর কথা বলা হয়েছে।

Level 0

রহস্যময় অভিযাত্রী ভাই, টিউনের জন্য ধন্যবাদ, (পাছে লোকে কিছু বলে ???)

দারুন একটা টিঊন । ধন্নবাদ অভিযাত্রি ভাইয়া

ভালো। ধন্যবাদ তথ্যের জন্য।

টিউন এবং কমেন্ট থেকে অনেক কিছু জানলাম,
ধন্যবাদ আপনাকে সুন্দর এই টিউনটি প্রকাশ করার জন্য।

    Level 0

    ভাই ২০-২২ হাজার টাকার মধ্যে কোন ল্যাপটপ (not নেটবুক) পাওয়া যাবেনা?

না ভাই পাওয়া যাবে না। সেকেন্ড হ্যান্ড পাওয়া যেতে পারে।

vai ami to laptop’e je kaj korte pari netbook’e sei kaj korte pari ?
without disk write