চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ১২/০১/২০১১ তারিখ। এই নির্বাচনের ফলাফল প্রকাশের মূল ডাটাবেজটিতে আমি কাজ করি। সেই ডাটা বেজটি আমি টেকটিউনসে প্রকাশ করলাম। ডাটাবেজটি নির্বাচন অফিসের অফিসিয়াল ফন্ট নিকোশ গ্রামীনে লিখা। এটি ইউনিকোট ভিত্তিক। আমি এই ডাটা বেজটি প্রকাশের কারণ হলো আমি এক্সেলে মোটামোটি কাজ করতে পারি। তবে এডভান্স ইউজার নয়। কিন্তু আমি জানি টেকটিউন্সে অনেক এডভান্স ইউজার রয়েছে। তাই তাদের কাছ থেকে কিছু উপকার পাবার আশায় এই টিউনটি করা। আমি আমার তৈরী ডাটা বেজটি ডাউনলোডের লিঙ্ক দিলাম সাথে এটি পড়ার জন্য যে ফন্ট লাগবে তাও দিলাম। দয়াকরে ডাটাবেজটি দেখে আমার কিছু প্রশ্নের উত্তর কেউ দিতে পারলে আমার উপকার হয়। আমার প্রশ্ন হলোঃ
আমি যাচ্ছি আমার ডাটা বেজে যে ডাটাগুলো রয়েছে তার গ্রাফ চিত্র প্রদর্শন করতে এবং গতবছরের নির্বাচনের একই ডাটাবেজের একটি গ্রাফচিত্র মনিটরে প্রদর্শন করবে এবং দুই নির্বাচনের তুলনা করবে। এছাড়াও যখন যেই কেন্দ্রে ফলাফল পাওয়া যাবে তখন সেই কেন্দ্রের সাথে প্রথমে যেই কেন্দ্রের ডাটা সংযুক্ত করেছি তা যোগ হয়ে গ্রাফ আকারে প্রদর্শন করবে এবং তুলনা করবে ।
কেউ আমার সমস্যার সমাধান দিতে পারলে আমি খুব উপকৃত হতাম। বা কেউ আমার ডাটাবেজটি সংশোধন করে বা নতুন একটি ডাটাবেজ তৈরী করে আপলোড করে লিংকটি আমাকে দিলে খুব উপকার হয়। আমি টেকটিউন্স থেকে অনেক কিছু পেয়েছে। আমি আশার করছি এটিরও সমাধান আমি পাবো।
আমি মোঃ রাশিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছাত্র। নবাবগঞ্জ সরকারী কলেজ, চাঁপাইনবাবগঞ্জ এ বি.বি.এস (অনার্স) করছি ম্যানেজমেন্টে। মোবাইল নম্বর ০১৭২২০৪৪৮৪২
হুমমমমমমমমম!!!! আগে বলেন কোথায় আপনি কাজ করেন?