আপনাদের কারো সাথে কি একুশে পদক বা স্বাধীনতা পদক প্রাপ্তদের, যে কোন মন্ত্রণালয়ের বা বিভাগের সচিব, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, জেলা প্রশাসকের পরিচয় আছে?

আমরা কম্পিউটারে বছরের পর বছর দিয়ে অভ্র দিয়ে লিখে চলেছি। অভ্র-র গুরুত্ব নিয়ে নতুন করে বলার কিছু নাই। এই সফটওয়্যারের নির্মাতা বহু আগে হতেই একুশে পদক পাওয়ার যোগ্য বলে মনে করছি। আমি নিজেও লেখালেখি করেছি এই টেকটিউনসেই পাশাপাশি ফেসবুকে

অভ্র-র নির্মাতা হলেন মেহদী হাসান খান, এবং (সম্ভবত) ছবির মানুষটাই তিনি। মনোনয়ন দিতে হলে সংস্কৃতি মন্ত্রণালয়ের ওয়েবসাইট http://moca.gov.bd হতে একটি Editable PDF Format এর ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে প্রিন্ট নিয়ে নিচে স্বাক্ষর দিয়ে মন্ত্রী বরাবর পাঠাতে হবে। কিন্তু এক্ষেত্রে কিছু সমস্যা আছে।

সমস্যা ১ঃ অভ্রর নির্মাতা খুব নিভৃতচারী একজন মানুষ। জনসমক্ষে খুব বেশি আসেন না। তার ফেসবুক প্রোফাইল কোনটা এইটাও পুরোপুরি নিশ্চিত না। খুব সম্ভব এটাঃ https://www.facebook.com/mehdi.hasan.khan একই সাথে উপরে যে ছবিটা ব্যবহার করেছি, এটা তার কিনা সেটাও বলতে পারছি না।

সমস্যা ২ঃ ঐ ফর্মে জনাব মেহদী হাসান খানের বাব মার নাম, জন্মতারিখ, নিজ জেলা, প্রকৃত জন্মস্থান, স্থায়ী ঠিকানা (ফোন/ফ্যাক্স সহ), বর্তমান ঠিকানা (ফোন/ফ্যাক্স সহ), শিক্ষাগত যোগ্যতা (প্রাইমারি হতে উচ্চতর ডিগ্রি পর্যন্ত), সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ, উল্লেখযোগ্য গবেষণা বা প্রকাশনার বিবরণ, বিশেষ কোন পুরস্কার পেলে তার বিবরণ, যে অবদানের জন্য দেয়া হচ্ছে তার বিবরণ ইত্যাদি লাগবে।

এইসব তথ্যর ৯০% ই আমার জানা নাই। আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন, যিনি তাকে চিনেন, এবং সব তথ্য দিতে পারবেন?

সমস্যা ৩ঃ ফর্মটা পূরণ করে মনোনয়ন যে কেউ দিতে পারবেন না। তাহলে পারবেন কে কে? পূর্বে যারা একুশে পদক বা স্বাধীনতা পদক পেয়েছেন, যে কোন মন্ত্রণালয়ের বা বিভাগের সচিব, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, জেলা প্রশাসক ইত্যাদি।

আসুন একটু আলোচনা শুরু করি। আপনারা সবাই হয়ত তিনটা সমস্যার সমাধান করতে পারবেন না, কিন্তু যে যতটুকু পারেন একটু জানান। আমার সাথে একুশে পদক প্রাপ্ত একজনের সাথে পরিচয় আছে, তার ধারনা কম্পিউটার হল গেমস খেলার, ফেসবুক দেখার ও সিনেমা দেখার জিনিস। উনার নামটা বলছি না, তবে অভ্র কি জিনিস তা আর বুঝান সম্ভব হয়নি। তবে প্রযুক্তি বিষয়ে খুব সচেতন এবং জনবান্ধব একজন প্রতিমন্ত্রী আছেন, জুনায়েদ আহমেদ পলক - উনার সাথে কি কারো পরিচয় আছে? সরাসরি মুখে বললে উনি হয়ত নিজ মন্ত্রণালয় হতেই প্রস্তাব পাঠাতে পারবেন। কিংবা আপনাদের মধ্যে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশেষ করে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, চেষ্টা করলে ভাইস চ্যান্সেলরকে দিয়ে প্রস্তাব পাঠানো যায়। মামা চাচা দুলাভাই, কেউ কি নাই যিনি মন্ত্রণালয়ের সচিব বা জেলা প্রশাসক?

কেউ কি আছেন?

Level 2

আমি তাওহীদুর রহমান ডিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস