আসসালামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন।
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশি তরুণদের মেধার সাক্ষর আজ সারা বিশ্বে উন্মোচিত। লোডশেডিং , ইন্টারনেটের উচ্চমূল্য , পর্যাপ্ত অবকাঠামোর অভাব, সরকারের প্রদোনার অভাব, পে-পাল সহ আরো বিভিন্ন সমস্যাকে হার মানিয়ে বাংলাদেশ আজ আউটসোর্সিং এ বিশ্বে সবার শির্ষে। আর এ শির্ষে থাকার পেছনে "টেকটিউনস" ও এর অনেক টিউনাদের ভূমিকা ও রয়েছে অনেক।
আজ "আমারদেশ" পত্রিকায় একটি নিউজ এসেছে, যা উল্লেখ করার প্রয়োজন মনে করছি।
তথ্যপ্রযুক্তি (আইটি) বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান গার্টনারের আইটি আউটসোর্সিং শীর্ষ তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছে বাংলাদেশ। ১০টি বৈশিষ্ট্যের ভিত্তিতে গার্টনার এ র্যাঙ্কিং করেছে। শীর্ষ ৩০ দেশের তালিকায় স্থান পাওয়া বাংলাদেশ দাম বিবেচনায় ভালো অবস্থানে রয়েছে।
এশিয়া মহাদেশে বাংলাদেশের স্থান নবম। তালিকায় থাকা এশিয়ার অন্য দেশগুলো হলো ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
গতকাল এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি মাহবুব জামান এসব তথ্য জানান। যে ১০টি বৈশিষ্ট্যের ভিত্তিতে গার্টনার এ র্যাঙ্কিং করেছে সেগুলো হলো : ভাষা, সরকারি সহায়তা, জনশক্তি, অবকাঠামো, শিক্ষাব্যবস্থা, দাম, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, সাংস্কৃতিক সামর্থ্য, বৈশ্বিক ও আইনি সক্ষমতা এবং তথ্য ও মেধাস্বত্ব নিশ্চয়তা।
এ ক্ষেত্রে বাংলাদেশ দাম, জনশক্তি ও সরকারি সহায়তায় ‘ভালো’ এবং ‘মোটামুটি ভালো’ হিসেবে চিহ্নিত হলেও অবকাঠামো, ভাষা, তথ্য নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে ‘নিম্নমান’ হিসেবে চিহ্নিত হয়েছে।
বেসিস সভাপতি মাহবুব জামান বলেন, ‘নিম্নমান হিসেবে চিহ্নিত বিষয়গুলো বিশেষ করে অবকাঠামো উন্নয়নে সরকার উদ্যোগী না হলে আগামী বছরগুলোতে গার্টনারের তালিকায় বাংলাদেশের স্থান ধরে রাখা কঠিন হবে।’ এ জন্য দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপন, ইন্টারনেটের ব্যয় হ্রাস ও একাধিক সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আউটসোর্সিং তালিকায় নতুন দেশের মধ্যে বুলগেরিয়া, কলম্বিয়া, মরিশাস ও পেরুও রয়েছে। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি সম্মেলন কেন্দ্রে ‘বিশ্বে আউটসোর্সিং জগতে বাংলাদেশের আত্মপ্রকাশ’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসিস।
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমান এ সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সরকারের ইতিবাচক পদক্ষেপের কারণে এ অর্জন সম্ভব হয়েছে।’ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বেসিসের সহ-সভাপতি ফাহিম মাশরুব, সহ-সভাপতি ফারহানা এ রহমান, মহাসচিব ফোরকান বিন কাশেম, যুগ্ম মহাসচিব তামজিদ সিদ্দিক স্পন্দন উপস্থিত ছিলেন।
...............................................................................
লেখাটির মূল লিংকটি এখানে
মহান আল্লাহতাআলা কুরআন শরীফে এরশাদ করেছেন ,
وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَعَلَّهُمْ يَهْتَدُونَ
"And we have placed in the earth firm hills lest it quake with them and we have placed therein ravines as roads that happily they may find their way." [TMQ 21:31]
ইনসাল্লাহ, বিশ্বের পরবর্তি পরাশক্তি, খিলাফত রাস্ট্র বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম তরুণদের মেধা লালন করার জন্য শিক্ষা ও অবকাঠামো যথাযথ পরিবর্তন আনবে , যা দ্বারা ইসলামকে মানবজাতির একমাত্র জীবনাদর্শ বলে বিশ্বের বুকে প্রমাণিত হবে।
আমি ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am an Islamic personality. I have completed BBA and MBA from chittagong University. Now in Dhaka. I am employed in an Private University. Islam is only solution for mankind.Islam can only be properly implemented by Khilafah State. I am slave of ALLAH(SWT)
শীর্ষ ইস্থানে থাকলে কি হবে । এখন বাংলাদেশে PayPal support করে না।