OPERA 11 এবার এক্সটেনশন সাপোর্ট সহ

অপেরার যাত্রা শুরু সেই ১৯৯৫ থেকে। ট্যাব ব্রাউজিং, স্পিড ডায়াল, বুকমার্ক সিনক্রোনাইজেশন এবং w3c standard এর সাথে শতভাগ কম্প্যাটাবিলিটি এ সব ক্ষেত্রেই জনক অপেরা। ইন্টারনেট ইউজারদের জন্য নতুন নতুন টেকনোলজী এবং ফিচার নিয়ে অপেরা সবসময়ই সবার আগে উপস্থিত ।সম্প্রতি রিলিজ পেয়েছে অপেরার সর্বশেসষ ভার্সন Opera 11 যাতে আছে চমক লাগানো কিছু ফিচার-

এক্সটেনশন!!

অপেরা এখন ফায়ারফক্স এবং ক্রোম এর মতই এক্সটেনশন সাপোর্ট করে। ইতিমধ্যেই বিভিন্ন জনপ্রিয় এক্সটেনশন গুলো অপেরার জন্য পাওয়া যাচ্ছে। দিন দিন বাড়ছে এর সংখ্যা। আশা করা যাচ্ছে কয়েক মাসের মধ্যেই সব ধরনের এক্সটেনশন ই পাওয়া যাবে অপেরা এক্সটেনশন ওয়েবসাইটে। যারা এতদিন এক্সটেনশন এর জন্য অপেরা ব্যবহার করেন নি, তারা নিশ্চয়ই এবার অপেরা ট্রাই করে দেখবেন। অপেরার কয়েকটি জনপ্রিয় এক্সটেনশনঃ

ট্যাব স্ট্যাকিং

নতুন ফিচার হিসেবে এই ভার্সনে যুক্ত হয়েছে অপেরার আরো একটি আবিস্কার – ট্যাব স্ট্যাকিং ! এখন আপনি একটি ট্যাব এর ভিতরে রাখতে পারবেন অনেকগুলো ট্যাব। সিমিলার টাইপের ট্যাব গুলো আপনি এখন একটি ট্যাব এর ভিতরে সহজেই অর্গানাইজ করে রাখতে পারবেন। যেমন ধরুন সব ব্লগিং সাইটগুলো রাখলেন একটা ট্যাব এর ভিতর আর সোস্যাল নেটওয়ার্কিং সাইটগুলো রাখলেন অন্য এক ট্যাবের ভিতর। ট্যাব স্ট্যাকিং এর জন্য একটি ট্যাব এর ভিতর আরেকটি ট্যাব ড্র্যাগ করে আনলেই ট্যাব স্ট্যাক তৈরী হয়ে যাবে। এর উপর মাউস রাখলেই থাম্বনেইল হিসেবে দেখতে পারবেন অন্য ট্যাব গুলো। ট্যাব স্ট্যাকিং মানে একটা ট্যাব এর মধ্যেই পুরো একটা উইন্ডো। ভিডিও টা দেখলেই ব্যাপারটা পরিস্কার হয়ে যাবে।

Tab Stacking in Opera 11

ভিজুয়াল মাউস জেসচার

মাউস জেসচার (মাউস এর নড়াচরার মাধ্যমে কাজ করা) দিয়ে ব্রাউজিং অপেরার একটি পুরনো ফিচার। যারা এটা ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই বুঝেছেন এটা কেমন এডিক্টিভ। মাউস জেসচার আরো সহজ করার জন্য এবার যুক্ত হয়েছে ভিজুয়াল গাইড যা আপনাকে এবার কি কি জেসচার আপনি করতে পারবেন তার একটা ছবি ও দেখাবে।
অপেরার এ্যাড্রেস ফিল্ডে এখন ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এর মত মেইন ডোমেইন নেমকে হাইলাইট করা থাকে। আর যারা অপেরার ইন বিল্ট ইমেইল ক্লায়েন্টটি ব্যবহার করেন তারা এখন আরো সুন্দর এবং সহজ একটি ইন্টারফেস পাবেন।

Visual Mouse gesture in Opera 11

অপেরা ১১ অপেরা ১০.৫৩ থেকে ১৫% বেশী গতিশীল। গুগল ক্রোম এর নতুন ভার্সন ৯ যদিও স্পিড টেস্টে অপেরার চেয়ে অল্প একটু এগিয়ে, কিন্তু আপনি ব্রাউজিং এ তেমন কোন পার্থক্য পাবেন না। এছাড়াও অপেরা ১১ তে ব্যবহার করা হয়েছে এর সর্বশেষ ভার্সন এর কোর ব্রাউজার ইঞ্জিন প্রেস্টো ২.৭ যাতে html5 এবং css3 এর সর্বশেষ স্পেসিফিকিশন যুক্ত করা হয়েছে। html5 এর ভিডিও কোডেক হিসেবে অপেরা ১১ OGG Theora এবং WebM দুটো ফরম্যাট ই সাপোর্ট করে।

এক্সটেনশন, স্পিড এবং কম্প্যাটিবিলিটি –তো আর দেরি কিসের
Opera, the fastest and most secure web browser

Level 0

আমি taufiq ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am front end developer residing in Bangladesh.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর লিখেছেন।
ধন্যবাদ।

আমার কাছে ‌ ১ নম্বর browser হলো অপেরা । ডাউনলোড দিলাম। অপেরার গতি যে কোন browser এর চেয়ে বেশী।

ভাই রে গতিই সব কিছু না।পাখিরা ও দ্রুত ওড়ে আবার সিংহ দ্রুত চলে।কোনটি বেশী মহত্ত।mozilla ই ভাল।।কিন্তু আমি দুটাই use kori

খুব সুন্দর ভাবে আপনি টিউনটি উপস্থাপন করেছেন,
এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ সবাইকে প্রেরণা দেয়ার জন্য।
অপেরা আসলেই একটা জটিল ব্রাউজার।

amar kacha mozila and sea monkey better 🙂