আকাশে বিজলি চমকালে ইলেকট্রনিক যন্ত্র থেকে দুরে থাকুন: সচেতনতামূলক টিউন।

বিজলি চমকাচ্ছিল তখন রাত 12 টার মতো বাজে। তাই বিদ্যুৎ ও চলে গেল। আমি আইপিএস থেকে আসা বিদ্যুৎ সংযোগ ল্যাপটপে নিয়ে একটা বিজনেস আইডি কার্ড বানাইতেছিলাম। ইন্টারনেট সংযোগ ছিল রাউটারের মাধ্যমে। রাউটার টি ছিল চালের উপর লাগানো। তো আমি আমার পা টা মেঝেতে রেখে ক্যাবল কালেক্ট প্লাস্টিকের মাউস এবং কীবোর্ড দিয়ে কাজ করতেছি। একটু পর আসে পাশেই মনে হয় একটি বজ্রপাত হলো। বিকট শব্দ হলো। কিন্তু এইদিকে বজ্রপাতটি আমাকেই আঘাত করলো মাউসের মাদ্ধমে। মাউসটি মনে হয় লাল হয়ে গেল এবং আমাকে অনেক জোরে একটি শক করলো যা ডাইরেক্ট বুকে অনেক জোরে আঘাত করলো। এক সেকেন্টে আমার কি হলো তা আমিই শুধু বুঝলাম। তারপর চিল্লিয়ে অন্য রুমে চলে গেলাম। বুঝলাম না কোন দিক/লাইন দিয়ে মাউসে, তারপর আমাকে শক করলো বজ্রপাত। হয়তোবা রাউটার থেকে নেটওয়ার্ক এর মাধ্যমে অথবা আইপিএস এর মাধ্যমে।

এর আগের ঘটনা, তখন 2008-2009 হবে। আমি মোবাইলে fm রেডিও ধরানোর জন্য হোস্টেলের চালের উপর একটি এন্টিনা লাগালাম এবং এন্টিনায় একটি তার লাগিয়ে তারের অন্য পাশটি রুমে আনলাম। এবং দাঁত দিয়ে তাঁরের ভিতরের টি বের করতেছিলাম মোবাইলের সাথে পেছানোর জন্য। ঠিক ওই মুহূর্তে আসে পাশে একটা বজ্রপাত হয় যা এন্টিনা এবং এন্টিনা থেকে তারের মাধ্যমে আমার শরীরে। তখনও তারের মাথাটি আমার দাঁতের মধ্যে কিংবা হাতে পেচানো ছিল। যা হবার তাই হলো। বুকের মধ্যে এমন জোরে একটা আঘাত করলো যা অসহনশীল। সেইদিনও আমার পা মেঝেতেই ছিল।

তাই আকাশে যখন বিজলি চমকায় তখন ইলেকট্রনিক যন্ত্র (কম্পিউটার, টিভি, ফ্রিজ ইত্যাদি) বন্ধ রাখুন এবং টিভি কার্ড, এন্টিনা টিভি বা কম্পিউটার থেকে খুলে রাখুন। ব্রজপাতের ভোল্ট অনেক বেশি। এলাকার কোথাও বজ্রপাত হলে তার আসে পাশের অনেক এরিয়া নিয়ে এটি এফেক্ট ফেলে। তাই নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন।

আমি ফেইসবুকে: Net Sagor
আমার ওয়েবসাইট: Best Social Plan

Level 2

আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    নিজে সচেতন থাকবেন এবং অন্যকে সচেতন করবেন।

ভাই রোমে যদি WIFI or HUB থাকে তা হলে কি টিভি নষ্ট হবে ?

সচেতনতামূলক টিউনের জন্য ধন্যবাদ।