আপনি অনলাইনে কাজ করেন? তাহলে দেখুনতো এই গ্রুপ গুলার সাথে যুক্ত আছেন কিনা! সচিত্রে মেগা টিউন…

আশা করি সবাই ভালো আছেন 🙂 কিছুদিন আগে ফেসবুকের সেরা কিছু গ্রুপঃ যে গুলা আপনার জীবনের মোড় বদলে দিতে পারে! এই শিরোনামে একটি টিউন করেছিলাম! টিউনটি প্রায় ২০০+ বার শেয়ার করা হয়েছে। এবং ভিউ হয়েছে সব মিলিয়ে ১০ হাজার+ ! তারপর অনেকে বলছে টেকটিউনসে নাকি টিউনটা অনেক পিছনে পড়ে গেছে! এর জন্য তারা পায় নাই। এর জন্য আবার করতে হলো রি টিউন আঁকারে!

তাই বলে এই টিউনে আগের সব কিছু দেই নাই 😀 নতুন কিছু তুলে এনেছি 🙂 আর কথা বলবো না, শুরু করতাছি মূল টিউন

ফেসবুক  ব্রাউজ করা এখন আমাদের প্রতিদিনের রুটিন হয়ে গেছে 😀 আমাদের প্রতদিন শত কাজের ফাকে একবার হলেও  ফেসবুক ব্রাউজ করা হয়, কিন্তু এই ফেসবুকে কিছু গ্রুপ আছে যেই গুলা অনলাইন রিলেটেড যে কোন কিছুর জন্য সমাধান পাওয়া যায়! হয়তো একটি গ্রুপ আপনার আমার জীবনের মোড় গুড়িয়ে দিতে পারে। আজকে আমি আমার পরিচিত এই সব কিছু গ্রুপের কথা নিচে উল্লেখ করবো

প্রথম যেই গ্রুপ নিয়ে কথা বলবো, সেটা হয়তো অনলাইন কমিনিটি সবার পরিচিত  Adsense নিয়ে কাজ করেন আর এই গ্রুপকে চিনবে না এমন কোন মানুষ হয়তো খুজে পাওয়া কষ্ট সাধ্যের ব্যায়াপার 😉 হ্যাঁ বলতাছি

Adsense & Blogging গ্রুপের কথা

গ্রুপটির আগে নাম ছিল Adsense & Domain parking, সাম্প্রতি গ্রুপটি নাম চেঞ্জ করে Adsense & Blogging হয়েছে। গ্রুপটি তৈরি করেছেন  certified  Google AdWords রুবেল এসবিএস ভাই,  তাছাড়া গ্রুপের এডমিন হিসাবে রয়েছেন Omer Faruk ভাই, Onnorokom Manush ভাই, গুগল মিয়া , জাফরান বিন অর্ক ভাই, বাংলাদেশের অন্যতম আর্টিকেল রাইটার আলমগীর এসবিএস ভাই  Md Aminur Rahman  ভাই, Md Nazmul Hossain ভাই।

সব চেয়ে মজার কথা হলো গ্রপটিতে যে ৮জন এডমিন আছেন, তারা একেকজন একেক বিষয়ে এক্সপার্ট, যেমন ইউটিউব বিষয়ে এক্সপার্ট রয়েছেন জাফরান ভাই  ব্লগিং বিষয়ে রয়েছেন ফারুক ভাই, অন্যারকম ভাই :)। তাই চোখ বন্ধ করে বলা যায় বাংলাদেশের সেরা গ্রুপগুলার মধ্যে অন্যতম গ্রুপ  Adsense & Blogging ।

Adsense নিয়ে কেও কাজ করতে ইচ্ছুক থাকলে গ্রুপের ডক ফাইল গুলা পড়বেন, এই গুলা পড়ে ঠিক-টাক মত কাজ করতে পারলে ইনশাআল্লাহ্‌ আপনি  Adsense এর দিক থেকে সফল হবেন। তাছাড়া, গ্রুপে কিছুদিন পর পর গ্রুপে ভার্চুয়াল ইভেন্ট অনুষ্ঠিত হয়! যেখানে পাঠকদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এডমিন বৃন্দ।

এখন যে গ্রুপের কথা বলবো সেটা

Video Editing Help Line - বাংলাদেশ

ভিডিও এডিটিং নিয়ে বাংলাদেশের একমাত্র গ্রুপ Video Editing Help Line - বাংলাদেশ ! এই গ্রপটি ২০১৫ সালের প্রথম দিকে আমি নিজে তৈরি করেছি, এবং গ্রুপের জন্য প্রতিনিওত কাজ করে যাচ্ছি। গ্রুপটির এডমিন হিসাবে আরো রয়েছেন টেকটিউনসের অন্যতম হ্যাকিং,গ্রাফিক্স ডিজাইন বিভাগের অন্যাতম টিউনার ইমরান ,   জাফরান বিন অর্ক ভাই, কোরেল ভিডিও এডিটর এক্সপার্ট Omer Faruk ভাই, ইফেক্টস এক্সপার্ট Dreamless Shuvo ভাই, একজন ভাল ছেলে এবং Partho Pratim Mazumder ভাই।

ভিডিও এডটিং নিয়ে যে কোন কিছু জানতে গ্রুপে প্রশ্ন করতে পারেন  আর ভিডিও এডিটিং সম্পর্কে জানতে গ্রুপের ডক ফাইল গুলা পড়বেন। 

নোটঃ- আজকের পর থেকে Video Editing Help Line - বাংলাদেশ গ্রুপটি নতুন রুপে নতুন রুপে শুরু করবে 🙂 মুলত এটার কারনে আজকের টিউন, Video Editing Help Line - বাংলাদেশ এর নতুন নাম Graphics Designers BD (photo/video) তাই এখন থেকে গ্রুপে গ্রাফিক্স নিয়ে যে কোন ধরনের প্রশ্ন করা যাবে।

এখন যেই গ্রুপের কথা বলবো সেই গ্রুপ সবাইকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তৈরি হয়েছে  হ্যা এখন বলতাছি 

Encouragebd গ্রুপের কথাঃ- 

Encourage অর্থ হলো অনুপ্রেরণা ! আর অনুপ্রেরণা মূলক লেখা সবার মাধ্যমে সবাইকে পৈছানর জন্য গ্রুপটি তৈরি করেছেন ই-ক্যাব এর সভাপতিRazib Ahmed ভাই। গ্রুপে এডমিন হিসাবে রয়েছেন Taposh Ghosh , Razib Ahmed , Neyamot Ullah Mohan , Abul Khayer , S M Mehdi Hassan । এই গ্রুপটির প্রতিটি লেখা নিজেকে অনুপ্রেনিত করে। এবং নিজেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহস দেয়  আমার নিজের অনেক পছন্দের গ্রুপ এটি, যখন সময় পাই তখন আমি নিজে এই গ্রুপে লেখার জন্য চেষ্টা করি   তাছাড়া প্রতি সাপ্তাহে ২দিন গ্রুপটিতে লাইভ স্কাইপি আড্ডা হয়  যেখানে সবাই সবার কথা মনের শেয়ার করে, অন্যাকে অনুপ্রাণিত করে।  এবং Encouragebd এর নিজস্ব ওয়েবসাইট রয়েছেঃ  লিংক  

টেক রিলেটেড বাংলাদেশের অন্যতম একটি গ্রুপ ঃ- 

 Desperately Seeking Tech-DST

গ্রুপটি ২০১৫ সালে তৈরি করেন টেকটিউনসের অন্যতম টিউনার এবং বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার'স এর Crew Rizwan Bin Sulaiman ভাই। তাছাড়া বাংলাদেশের অন্যাতম আইটি এক্সপার্ট বৃন্দ গ্রুপিটির এডমিন হিসাবে রয়েছেন। তার মধ্যে অন্যাতম পিয়াসী মন ভাই, Imtiaz Alam ভাই, টেকটিউনসের অন্যতম টিউনার হাসান শাহরিয়ার ভাই, Sakhawath Hossen Sohan ভাই, Kaisar Reagan ভাই  Sadman Samee Tonmoy ভাই, Ashik Mahmud, ও Srabon Khan।

বলেছিলাম এই পুস্টে এক্সটা কিছু থাকবে 🙂 হুম, আপনাদের জন্য এখন Graphics Designers BD (photo/video) এর এডমিন ইমরান একটি ভিডিও শেয়ার করবো ল:D

আপনারা যারা ভিডিও টিউটোরিয়াল বানাতে চান তাদের জন্য আজকের এই ভিডিও  Best Screen Recorder Review With Demonstration ! লিংকঃ এখানে 

তাছাড়া,

Top 5 Best Online Video Editors for Video Editing Online নিয়ে জানতে আমাদের এই ডকটি পড়ুন।

 

 

তারপরও যদি আরো কিছু জানতে হয় আমাকে ফেসবুকে নক দিবেন,  প্রথম প্রাশিতঃ- http://masum.info আমার সকল লেখা পেতে এখানে ক্লিককরুন, আমার হ্যাকিং নিয়ে চেইন টিউন  দেখতেএখানে ক্লিক করুন। 

ভালো থকুন, সুস্থ থাকুন আল্লাহ্‌ হাজেয  

Level 2

আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস