খুব শীঘ্রই বাংলার বুকে আসছে “ এশিয়ার প্রথম সম্পূর্ণ বাংলা হ্যাকিং টিউটোরিয়াল ইবুক .EXE ”

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

কয়েকমাস পর আজ প্রথম আমার কম্পিউটার ইন্টারনেট নামের কোন সুবিধার পরস পেল। তবে শুধু মাত্র কয়েকটা ক্ষন সময় ব্যায় করার জন্য। সেই সময় টুকুই যেন বারবার মনে পড়ল সেই টেকটিউনসের কথা। অকৃতঙ্গ মাইক্রোহ্যাকার_আলমাস যেন তার সমস্ত জমে থাকা কয়েকটি বাক্য ব্যায় করার ইচ্ছের তাগিদে স্বার্থপরের মতন লিখে চললো তার বাক্যরচনাবলী

আসা করি আপনারা সব্বাই অনেক অনেক ভাল আছেন। মনে হচ্ছে টেকটিউনস আগের চেয়ে অনেক বদলে গেছে। অনেক নতুন টিউনারদের দেখতে পেয়ে ভাল লাগার পরিমান টুকো যেন আরও একটু বেড়ে গেল। সকল টিউনার এবং সকল ভিজিটরদের প্রতি রইলো আমার বুক ভরা ভালবাসা। একজন সাধারন মানুষ হিসাবে আপনার আমাকে যা দিয়েছেন তা আমার কাছে অনেক কিছু। আমি এ পর্য়ন্ত যত গুলো হ্যাকিং বিষয়ক টিউন করেছি তাতে আপনাদের প্রচুর সারা পেয়েছি। এই সারা পাওয়া এবং এই সারা থেকেই হয়তো আজ এশিয়ার প্রথম সম্পূর্ণ বাংলা হ্যাকিং ইবুক .EXE এর সৃষ্টি হচ্ছে। হ্যাকিং বিষয়ে জ্ঞন পিপাসুদের চাহিদা পূরণের লক্ষে আমার এবং আমাদের এই ক্ষুদ্র প্যয়াস। এই বইটিতে আমি এবং আমরা মূলত হ্যাকিং সমন্ধে প্রাথমিক ধারণা, ইতিহাস, হ্যাকিং এর ধরন, হ্যাকিং প্রতিরোধে শতভাগ নিরাপত্তা প্রদান এবং রোমাঞ্চকর হ্যাকিং কৌশল সমন্ধে আলোচনা করেছি। যে খানে স্থান পেয়েছে শতভাগ নিশ্চতাসহ ইমেইল হ্যাকিং। আমার লক্ষ্য হ্যাকিং সমন্ধে জ্ঞানপিপাসুদের কিছুটা জ্ঞানের চাহিদা মেটানো। আশা করছি এর মাধ্যমে জ্ঞানপিপাসুদের কিছুটা জ্ঞানের চাহিদা পূরণ হবে। তথ্য প্রযুক্তির দিক থেকে বাংলাদেশ হয়তো এখন আগের চেয়ে অনেক উন্নতি সাধন করেছে। তবে বাংলাদেশে এখনো সাইবার ক্ষাতে অনেক পিছিয়ে। এটা নিশ্চিত যে আমাদের বাংলাদেশে হয়তো কখনো বড় মাপের হ্যাকার তৈরি হবে না বা তৈরি হতে দেওয়া হবে না। এর প্রধান কারন বাংলাদেশের প্রশাসন হ্যাকারদের বিস্তারকে প্রতিরোধ করছে যার ফলাফল হিসাবে বাংলাদেশে সাইবার নিরাপত্বা জড়ালো ভাবে গড়ে উঠেনি। তবে আমরা কখনোই চাই না নিজের মাতৃভূমির ক্ষতি করতে। আমাদেরও খারাপ লাগে যখন শুনি বাংলাদেশের ওয়েব প্রোর্টালগুলো ভারতের হ্যাকার কতৃক হ্যাক হয়। তাই সরকারের প্রতি আকুল আবেদন বাংলাদেশের হ্যাকারদেরকে দেশের সম্পদ হিসাবে মনে করা এবং হ্যাকিং কে শিক্ষা হিসাবে মনে করা।

আজকের এই রাত এবং আগামীকাল সকালটুকুর জন্য হয়তো আমি টেকটিউনসে আছি। এরপর হয়তো হারিয়ে যাব অদৃশ্য কেন নগরীতে...

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বেশ অনেক দিন পড় আপনাকে আবার টিটিতে দেখে ভালো লাগছে। ইবুকটির অপেক্ষায় রইলাম। আশাকরি শত ঝামেলার মাঝেও আমাদের জন্য সময় করে আপনার জ্ঞান আমাদের সাথে শেয়ার করবেন।
ভালো থাকুন সবসময়, আর সকল সমস্যা কাটিয়ে আবার ফিরে আসুন আমাদের মাঝে।

ALMAS bai apnar ebook ar jonno opakkai roilam.onakdin por apnar tune dhaka amr khub valo lagsa 🙂

এটা কি আমাদের আলমাস?সত্যি নাকি?

স্বাগতম আবার। অনেক দিন আপনার টিউন দেখে ভাল লাগছে। আশা করি নিয়মিত থাকবেন।

আপনাকে টেটিতে দেখে খুব ভাল লাগছে। আপনার ই-বুক এর অপেক্ষায় রইলাম।

ওয়েলকাম ব্যাক আলমাস… 😀

কি খবর আলমাস কেমন আছো? আসলে তোমাকে ছাড়া আমাদের টেকটিউন্স যেন পূর্ণতা পায় না।আশা করি পরীক্ষা ভালো করে শেষ করে আবার ফিয়ে আসবে এই ভালোবাসার নীড়ে………………….ভালো থেকো।

অনেকদিন পর আপনার টিউন পড়ে ভালো লাগলো। সব স্থানের পুরন সবাইকে দিয়ে হয়না ।তাই আপনার স্থানটা এতদিন পর্যন্ত অপুরন রয়ে গেল। ধন্যবাদ আপনাকে।

Level 0

আল্মাস ভাই আপনার .exe এর অপেক্ষায় রইলাম।

আলমাস কেমন আছ? তোমাকে স্বাগতম। অপেক্ষায় রইলাম……টিউনের জন্য।

আসলেই বাংলাদেশ হ্যাকিং এ অনেক পিছিয়ে আছে। মোস্তাফা জব্বারের মত মানুষ যতদিন প্রযুক্তি নিয়ন্ত্রন করবে তত দিন আমার মনে হয় না হ্যাকিং নিয়ে সরকার কোন সহযোগীতা করবে। কবে আমাদেরকেই এগিয়ে যেতে হবে। সাফল্য কামনা করছি।

শুভ হোক আপনার পথ চলা। এগিয়ে যান আসা করি সবাইকে ভালো কিছু দিবেন। ভালো থাকুন।

    আলমাস ভাইয়া আমিত মোবাইল ইউস করি না ১বছর হয়ে গেছে। (প্রমিজ করে বলছি ভেবো না অন্য কিছু) তবে মেইল করলে আমাকে পাবে খুব রেগুলার। 🙂 অথবা ফেসবুকে খুব রেগুলার আছি আমি। 🙂

Level 0

অপেক্ষায় থাকলাম …কবে বের হতেযাচ্ছে সেই কালজয়ী বই ???

এশিয়ার কেন মনে হয় এটা পৃথিবীরই প্রথম বাংলা হ্যাকিং বই হবে ।

    হতে পারে তবে এ সম্পর্কে আমার ধারনা নাই।

    ঠিক বলেছেন “পৃথিবীরই প্রথম বাংলা হ্যাকিং বই হবে ” লোভ লাগতেছে এখন হাহাহা, বাংলা লিখা পারলে এখুনি শুরু করে দিতাম, হাহাহাহা

Level 0

হ্যাকিং নিয়ে লিখতে লিখতে পরীক্ষার রেজাল্ট যেন আবার খারাপ না হয়।
শুভ কামনা আলমাস।

কি লিখব ভেবে পাচ্ছি না। পড়ে লিখব।

পরিক্ষার কি অবস্থা?
আর অনেক দিন পর তোমাকে দেখে সত্যি ভাল লাগছে।
তোমার জন্য শুভ কামনা রইল।

“হ্যাকার আলমাস, কেন তুমি টিউন ছাড়া কয়মাস।দেরি নয় দিয়ে দাও সেই ই-বুক,তোমার টিউন পড়লেই মনে পাই সুখ।”

ওয়েলকাম ব্যাক

আসলাম তোমার টিউন দেখে ভাল লাগল। তোমার জন্য রইল শুভ কামনা। ইবুকের অপেক্ষায় রইলাম………….

ওয়েলকাম ব্যাক! 🙂

তোমাকে অনেক দিন পর দেখে সত্যি ভাল লাগছে। অপেক্ষায় থাকলাম তোমার ইবুকের…………

আপনাকে অনেক মিস করি আলমাস ভাই। তারা তারি ফিরে আসুন আমাদের মাঝে………………:P 😛 😛

Level 0

ভাইয়া, তাড়াতাড়ি সেই কিতাবখানি আমাদের মাঝে পেশ করুন।
নইলে কিন্তু ফাডাইয়া ফেলাবানে!!!!!!!!!
বুঝিছেন?
ভাল থাকপেন।
মনে থাহে যেন।

অপেক্ষায়…………………..

কবে পাব,,, ??? ই বুক.exe টা…
অপেক্ষাই থাকলাম……….
দীর্ঘজীবি হোন.. আর আমাদেরেকে সাথে রাখুন শুভ কামনায়…..

Best wishes for u Almas bhi.

@আলমাস- পরীক্ষার খবর কি? এখন থেকে নিয়মিত তো? .exe এর অপেক্ষায় থাকলাম।

Level 0

ভালা লাগলো খবরটা হুইনা।

ভাই অপেক্ষায় আছি
বেশি দেরি কইরেইন না

Almas bai tan …………………..

Level 0

০১৭৩৯৮৯১৭৯৭ .Almas bai tanx…..

Level 0

ALMAS bhai ebook ti ki akhon paoa jasse? Plez janaben.

Level 0

This is my first comment in my life in techtunes world. On
My favorite person’s post.
Come back soon brother

Level 0

আলমাস তোমার বইয়ের অপেক্ষায় রইলাম ।

Level 0

ভাই বই টা কই লিঙ্ক টা দেন একটু

Level 0

vai book tta kotha den na ken