প্রিয় টেকটিউনস কমিউনিটি, আশা করি সবাই ভালো আছেন, নিয়মিত বিরতিতে আবার আপনাদের মাঝে আরো একটি এক্সক্লুসিভ টিউন নিয়ে হাজির হলাম, দ্রুতগামী স্পোর্টস কার নিয়ে আমাদের অনেকের আগ্রহের শেষ নেই, ছোট বেলায় যখন নিড ফর স্পীডের গেম গুলো খেলতাম মুলত তখন থেকেই আমার স্পোর্টস কার আসক্তি।
আমি জানি এটি নিয়ে সবারই কম বেশী আগ্রহের শেষ নেই। জানেন কি বিগত কয়েক বছরে স্পোর্টস কারের দুনিয়ায় গতির অসাধারন বিপ্লব ঘটে গিয়েছে?? নতুন নতুন দ্রুতগতির সব স্পোর্টস কার!! একের পর এক গতির বিশ্বরেকর্ড, সেই গতির সাথে পাল্লা দিয়ে কিছুদিন পর পর আবার সেইসব রেকর্ড ভেঙ্গে আবার নতুন রেকর্ড। রেকর্ড ভাঙ্গা আর গড়ার খেলা!! বর্তমানের বিলাসবহুল, অত্যাধুলিক কম্পিউটার সিস্টেম সংবলিত মিলিয়ন ডলারের প্রাইস ট্যাগ লাগানো স্পোর্টস কার গুলোকে আর সুপার কার বলা হয় না, বর্তমানে সুপার লেভেল থেকে এগুলো পৌছে গিয়েছে হাইপার লেভেলে। আমার আজকের টপিক পৃথিবীর দ্রুততম হাইপার স্পোর্টস কার, তো চলুন জেনে নেই শীর্ষ ১৩ টি হাইপার স্পোর্টস কার গুলো সম্পর্কে
১২ নাম্বারে রয়েছে বিশ্বের অন্যতম বিলাসবহুল আর দ্রুততম গাড়িগুলোর মাঝে অন্যতম aston martin one 77 গাড়ীটি, এর স্টাইলিশ লুক এক দেখাতেই যে কেউ পছন্দ করে ফেলবে, এটি দুই সিটের হাইপার স্পোর্টস কার
এর রয়েছে 7.30-liter V12 ৭৫০ হর্স পাওয়ারের ইঞ্জিন এবং 6-speed automated manual Transmission সিস্টেম যেটি কিনা প্রায় ৩.৫ সেকেন্ডের মাঝে ১০০কিমি/ঘন্টা স্পিড তুলতে পারে।
এটির রয়েছে একটি অত্যাধুনিক সাসপেনশন সিস্টেম যেটির কারনে যাত্রা হয়ে উঠে আরো আরামদায়ক, গাড়ীটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় ২২০ মাইল বা ৩৫৪ কিলোমিটার এর দাম প্রায় 1.415 million $ !!
১২ নাম্বারে আছে বিখ্যাত ইটালিয়াল ম্যানুফেকচারার কোম্পানী Lamborghini এর বিলাসবহুল Lamborghini Veneno, Lamborghini এর ডিজাইন সবসময়ই অসাধারন হয়। Interior এবং exterior দুইটিই কার্বন ফাইবার এর তৈরি যার কারনে গাড়িটি ওজনে অনেক হালকা।
৭৫০ হর্স পাওয়ার এর শক্তিশালী Twin Turbo charged V12 ইঞ্জিন, 7-speed semi-automatic transmission সিস্টেম, সুপিরিয়র সাস্পেনশন সিস্টেম, মোস্ট এডভান্স ব্রেক ফ্যাসিলিটি আপনার ড্রাইভিং এক্সপেরিয়েন্স চেঞ্জ করে দিবে, গাড়ীটি মাত্র ২.৮ সেকেন্ডে ০ থেকে ঘন্টায় ১০০কিমি/ঘন্টা পরিমান স্পীড তুলতে সক্ষম।
এই গাড়িটি লিমিটেড এডিশনের মাত্র ৫ পিস তৈরি করা হয়েছে যার মাঝে কোম্পানীর জন্য দুই পিস আর বাকি ৩ পিস বানিজ্যিক উদ্যেশ্যে, গাড়ীটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২২১ কিলোমিটার বা ৩৫৬ কিলোমিটার!! প্রতি গ্যালন জ্বালানী দিয়ে ১৭ মাইল চলতে পারে এই গাড়ীটি, দাম শুনলে চোখ কপালে উঠতে পারে আপনার, মাত্র US$ 4.5 million!!!!!!
Gumpert Apollo আছে ১১ নাম্বারে, ডুয়েল সিটের এই স্পোর্টস কারটির রয়েছে নজরকাড়া ডিজাইন এবং লুক, এটি টানেলের মধ্যে দিয়ে দ্রুত চলার জন্য বিশেষ ভাবে উপযোগী করে বানানো হয়েছে।
৬৫০ হর্স পাওয়ার এর এই গাড়িটির রয়েছে Twin-turbocharged 4.2-liter V8 Engine এবং 6-speed sequential manual Transmission সিস্টেম যেটি মাত্র ৩.২ সেকেন্ডেই ১০০কিমি/ঘন্টা স্পিড তুলতে পারে।
এটির ফুয়েল কনসাম্পশন হচ্ছে 21.3MPG(Mile per gallon), অসাধারন ডিজাইনের এই গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় ২২৫ মাইল বা ৩৬২ কিলোমিটার, কিনতে হলে আপনাকে কিন্তু গুনতে হবে প্রায় $450,000!
১০ নাম্বারে রয়েছে Pagani Huayra, যেটির নামকরন করা হয়েছে ইনকাদের গড অফ উয়িন্ড বা বাতাসের দেবতা Huayra-tata থেকে, অসাধারন স্টাইলিশ ডিজাইন গ্লসি লুকিং একে দিয়েছে অনন্য মাত্রা
এর রয়েছে ৭২০ হর্স পাওয়ার এর Twin TurboCharged 6.0 liter V12 Mercedes AMG Engine এবং seven speed auto-manual transmission সিস্টেম যেটি মাত্র ৩ সেকেন্ডের মাঝে ১০০ কিমি/ঘন্টা স্পীড তুলতে পারে
এর Aerodynamics ডিজাইনটি খুব নিখুত করে করা হয়েছে যাতে উচ্চ গতির কারনে নিয়ন্ত্রন না হারায়, প্রতি গ্যালন জ্বালানী দিয়ে এটি প্রায় ১০ মাইল পর্যন্ত চলে, এর সর্বচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় ২৩০ মাইল বা ৩৭০ কিলোমিটার, পকেটে 1.314 million $ থাকলে তবেই মালিক হতে পারবেন এই গাড়িটির।
গতির দুনিয়ায় ৯ নম্বর স্থান দখল করে আছে Zenvo ST1 স্পোর্টস কার টি, Zenvo Automotive কোম্পানীর তৈরি প্রথম হাইপার স্পোর্টস কার এটি, আকর্ষনীয় ডিজাইন এর একটি হাই পারফর্মেন্স হাইপার স্পোর্ট কার।
এর রয়েছে turbocharged and supercharged 6.8-litre এর শক্তিশালী V8 engine যেটি কিনা ১১০৪ হর্স পাওয়ার পরিমান শক্তি উৎপন্ন করতে পারে, এছাড়াও এর আছে 7-speed paddle shift Transmission সিস্টেম এবং গাড়িটি মাত্র ৩ সেকেন্ডে ঘন্টায় ১০০কিমি স্পিড তুলতে পারে।
এই সুপার কার মাত্র ১৫ ইউনিট অর্থাৎ মাত্র ১৫ পিস তৈরি করা হয়েছে এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় ২৩৩ মাইল বা ৩৭৪ কিলোমিটার!! গাড়িটির মুল্য মাত্র $1.8 million
গতির দুনিয়ায় অন্যতম এবং পুরাতন প্রতিদ্বন্দ্বী McLaren F1 রয়েছে তালিকার আট নাম্বারে, এর অন্যতম বিশেষত্ব এর কার্বন ফাইবারের অত্যান্ত হালকা বডি বিশেষ ভাবে রেসিং এর উপযোগী করে তৈরি করা হয়েছে,
এর আছে ৭৫০ হর্স পাওয়ার এর 6.1-liter BMW M V12 ইঞ্জিন, 6-speed manual Transmission সিস্টেম। গাড়িটি মাত্র 3.2 সেকেন্ডে ঘন্টায় ১০০ কিমি গতি তুলতে পারে।
এর দরজা দুটি বাদুরের পাখার ডিজাইনে করা হয়েছে। ফুয়েল কনসাম্পশন 15.2MPG (mile per gallon) অথবা 15L/100Km, গাড়ীটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় ২৪১ মাইল বা ৩৮৮ কিলোমিটার, কিনতে গেলে পরবে বেশি না মাত্র $970,000
হাইপার স্পোর্টস কার দুনিয়ার আরেক অন্যতম প্রতিদ্বন্দ্বী সাবেক চ্যাম্পিয়ন যেটি বর্তমানে ৭ নাম্বারে অবস্থান করছে Koenigsegg CCX, অসামান্য লুক, সুপিরিয়র ডিজাইন মিলিয়ন ডলার প্রাইস ট্যাগ এটিকে এনে দিয়েছে অন্যরকম মাত্রা
এর আছে একটি অত্যান্ত শক্তিশালী ৮০৬ হর্স পাওয়ার এর Twin supercharged 90 Degree V8 Engine, এর ট্রান্সমিশন সিস্টেম 6-speed automated manual, মাত্র ৩.২ সেকেন্ডে ঘন্টায় ০-১০০কিমি স্পিড তুলতে সক্ষম কার্বন ফাইবার এর অত্যান্ত হালকা এই হাইপার স্পোর্টস কারটি।
সুইডেনে তৈরিকৃত এই গাড়িটি কিনতে হলে আপনার হাতে থাকা লাগবে $4.450 million, প্রতি ১০০ কিলোমিটার এর জন্য লাগবে ২২লিটার জ্বালানী। এটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় ২৪৫ মাইল বা ৩৯৪ কিলোমিটার
দেখতে দেখতে ৬ নাম্বারে চলে আসলাম আমরা, ৬ নাম্বার স্থান দখল করে আছে রোড স্টার Mclaren P1, ব্রিটিশ McLaren Automotive কোম্পানীর হাইব্রিড হাইপার কার। যেটি ফুয়েল অথবা ব্যাটারী অথবা একসাথে দুইটির মাধ্যমেই চলতে পারে, স্টাইলিশ লুক, ইউনিক ডিজাইন, ওজনে হালকা এবং রাস্তায় প্রচন্ড গতির ঝড় তুলতে সক্ষম এই স্পীড স্টার।
এর রয়েছে অত্যান্ত শক্তিশালী McLaren M838TQ twin-turbo V8 ইঞ্জিন + McLaren electric ECU motor যা কম্বাইন ভাবে ৯০৩ হর্সপাওয়ার জেনারেট করে, এই শক্তি এর চারটি চাকায় ই ট্রান্সমিট হয়। 7-speed dual-clutch Transmission সিস্টেম এবং গাড়িটি মাত্র ২.৮ সেকেন্ডে ০-100Km/h স্পীড তুলতে পারে, 0 to 200 km/h স্পীড তুলতে পারে মাত্র ৬.৮ সেকেন্ডে আর মাত্র ১৮.৫ সেকেন্ডে ঘন্টায় ৩০০km/h স্পীড তুলতে সক্ষম।
Mclaren P1 গাড়িটি লিমিটেড এডিশন এবং তৈরি হয়েছে মাত্র ৩৭৫ ইউনিট, গাড়িটির টপ স্পিড ঘন্টায় ২৪৭ মাইল বা ৩৯৮ কিলোমিটার, দাম শুনতে চান??? US$1.6 million!!
গতির দৌড়ে Mclaren P1 থেকে সামান্য এগিয়ে ৫ নম্বরে Saleen S7 Twin-Turbo, Automotive and Motorsport engineering company Ray Mallock Ltd এর প্রোডাকশন এইটি। নিখুঁত স্টাইলিশ ডিজাইনের সাথে কার্বন ফাইবারের হালকা বডি নিখুঁত এরোডায়নামিক ডিজাইন একে দিয়েছে অন্য মাত্রা।
৭৫০ হর্স পাওয়ার এর অত্যান্ত শক্তিশালী 7.0L Twin Turbo All Aluminum V8 Engine এবং 6-speed manual Transmission সিস্টেম, মাত্র ২.৮ সেকেন্ডে ০ থেকে ঘন্টা প্রতি ১০০কিলোমিটার গতি তুলতে সক্ষম এই স্পীডস্টার।
প্রতি গ্যালন (৩.৭৮ লিটার) জ্বালানিতে হাইওয়েতে ১৭ মাইল এবং শহরে ১০ মাইল চলতে সক্ষম এই হাইপার স্পোর্টস কার টি, এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টা প্রতি ২৪৮ মাইল বা ৪০০ কিলোমিটার!! যা একটি নরমাল হেলিকপ্টারের গতির সমান!!! কেউ কি কিনতে চান?? $602,442 খরচ করার সামর্থ থাকলে তবেই চিন্তা করুন।
দেখতে দেখতে আমরা চলে এলাম সেরা চারে, চার নাম্বার স্থানটি দখল করে আছে SSC Ultimate Aero TT, এটিই পৃথিবীর দ্রুততম হাইপার স্পোর্টস কার যেটি বানিজ্যিক উদ্যেশ্যে তৈরি হয়ে যাচ্ছে, এটিই প্রথম গাড়ি যেটি সাবেক চ্যাম্পিয়ন Veyron এর নন সুপার স্পোর্ট ভার্সন কে হারিয়ে দেয়। মাথা নস্ট ইউনিক স্টাইল আর সুপার এরোডায়নামিক ডিজাইন আর প্রচন্ড গতি নিয়ে রাস্তায় ছুটে চলা
১২৮৭ হর্স পাওয়ার এর 6.9L Twin-turbocharged SSC Designed Billet Aluminum V8 Block এর শক্তিশালী দানবীয় ইঞ্জিন, অত্যাধুনিক ব্রেক সিস্টেম এবং হাই শক এবসোরবেন্ট সাস্পেনশন, 6-Speed Manual Transmission সিস্টেম এবং মাত্র ২.৬ সেকেন্ডের মাঝে শুন্য থেকে ঘন্টা প্রতি ১০০ কিলোমিটার স্পীড তুলতে সক্ষম।
প্রতি গ্যালন (৩.৭৮ লিটার) জ্বালানিতে হাইওয়েতে ২২ মাইল এবং শহরে ১৫ মাইল চলতে সক্ষম এই রোড স্টার, হেলিকপ্টারের চেয়ে দ্রুতগামী এই গাড়ির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৫৭ মাইল বা ৪১৪ কিলোমিটার, দাম $664,000 যা Bugatti Veyron এর দামের অর্ধেক কিন্তু গতির দিক দিয়ে বেশী
তিন নাম্বারে আবার সেই Koenigsegg এইবার আরো আধুনিক আরো স্টাইলিশ হয়ে সাথে আরো অনেক বেশী দানবীয় গতি নিয়ে এলো Agera R, Top Gear Magazine ২০১০ সালের হাইপার কার অফ দ্যা ইয়ার নির্বাচিত হয়েছিলো এটি, এটি লিমিটেড এডিশনের হাইপার স্পোর্টস কার এবং মাত্র ১৮ পিস তৈরি করা হয়েছে
সুপিরিয়র ডিজাইন, নিখুঁত এরোডায়নামিক্স, কার্বন ফাইবাররের অত্যান্ত হালকা বডি, চমৎকার ইন্টেরিওর, অত্যাধুনিক ও আরামদায়ক সাসপেনশন সিস্টেম একে নিয়ে গিয়েছে অন্য এক লেভেলে, গাড়ীটির আরেকটি বৈশিস্ট হল এটি বায়ো ফুয়েলেও চলে।
১১৮০ হর্স পাওয়ার এর twin-turbocharged Koenigsegg aluminum 5.0L V8 monstrous ইঞ্জিন, Specially developed 7-speed dual clutch, 1 input shaft transmission with paddle-shift ট্রান্সমিশন সিস্টেম, মাত্র ২.৫ সেকেন্ডে শুন্য থেকে ১০০কিমি/ঘন্টা স্পীড তুলতে সক্ষম এবং মাত্র ১৭.৫ সেকেন্ডের মাঝে শুন্য থেকে ৩০০+কিমি/ঘন্টা স্পীড তুলে ফেলতে পারে এই হাইপার স্পোর্টস কারটি এবং ৩০০কিমি/ঘন্টা থেকে ব্রেক করে সম্পুর্ন থেমে যেতে সময় লাগে মাত্র ৬.৭ সেকেন্ড।
প্রতি ১০০ কিলোমিটার চলার জন্য মাত্র ১২ লিটার জ্বালানী প্রয়োজন। এটির চাকা বরফে চলার জন্য বিশেষ ভাবে উপোযোগী, গাড়িটির সাথে অপশনাল হিসাবে পাবেন একটি স্কি বক্স রোফ এবং ৬টি স্কি সেট। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৬০ মাইল বা ৪১৮ কিলোমিটার!!! পছন্দ হয়েছে?? কেনার কথা ভাবছেন??? পকেটে US$5.3 million এর কম থাকলে এর মালিক হতে পারবেন না।
আসলে টপ লিস্টে যে ৩টি গাড়ি আছে সেগুলো প্রায় কাছাকাছি পার্ফরমেন্স এর ১৯-২০ তফাৎ তারপর অফিসিয়ালি গতির দিক দিয়ে দুই নাম্বারে আছে Bugatti Veyron Super Sport, Bugatti Veyron এক সময়ের শীর্ষ স্থান ধরে রাখলেও SSC Ultimate Aero TT এর কাছে মুকুট হারাতে হয় কিছুদিনের মাঝেই এর প্রায় কিছুদিন পর চলে আসে Bugatti Veyron এর Super Sport ভার্সন যা হাইপার স্পোর্টস কারের সংজ্ঞাকে নিয়ে যায় নতুন উচ্চতায়।
চমৎকার ইন্টেরিওর ডিজাইন, Hybrid Carbon Fiber Monocoque দিয়ে তৈরি অত্যান্ত হালকা বডি, বাতাস কেটে হাইপার স্পীডে চলার জন্য নিখুঁত এরোডায়নামিক ডিজাইন প্রায় ১০ বছরের গবেষণার ফসল আপনার ড্রাইভিং এক্সপেরিয়েন্স বদলে দেবে।
১২০০ হর্স পাওয়ার এর 8.0 L W16 quad-turbocharged V16 অতি দানবীয় Grand Sport ইঞ্জিন, 7-speed DSG automatic transmission সিস্টেম। 1,500 Nm এর পাওয়ারফুল টর্ক এটিকে খুব দ্রুত accelerate করতে সাহায্য করে। মাত্র ২.৪ সেকেন্ডেই 0-100Km/h এবং মাত্র ১৫ সেকেন্ডে 300Km/h+ দানবীয় স্পীড তুলতে সক্ষম
জার্মানিতে July 10, 2010 Bugatti Veyron তার হারানো বিশ্ব রেকর্ড পুনরুদ্ধারের জন্য চ্যালেঞ্জ জানায়, এবং সফল ভাবে ঘন্টা প্রতি ২৬৮ মাইল বা ৪৩২ কিলোমিটার স্পীড তুলে নতুন বিশ্বরেকর্ড গড়ে Super Sport ভার্সনের মাধ্যমে। যদিও নতুন মুকুট খুব দ্রুতই হারাতে হয়। প্রতি গ্যলন জ্বালানি দিয়ে হাইওয়েতে ১৫ মাইল এবং শহরে ৮ মাইল চলতে সক্ষম এই হাইপার কার। মুল্য US$ 2.2 million!!!!
চলুন পরিচিত হয়ে নেই গতির দুনিয়ার রাজার সাথে, Hennessey Venom GT, ২০১৩ সালের জানুয়ারির ২১ তারিখ এটি ভেঙ্গে দেয় দ্রুততম সময়ে ঘন্টা প্রতি ৩০০কিমি গতি তোলার আগের বিশ্ব রেকর্ড মাত্র ১৪.৫ সেকেন্ড সময়ে এটি তুলে ফেলে 300 KM/h হাইপার স্পিড, আগের রেকর্ড টি ছিলো Bugatti Veyron super sport ১৫ সেকেন্ড এবং Koenigsegg Agera R এর ১৭.৫ সেকেন্ড। অত্যান্ত নিখুঁত ডিজাইন, অসাধারন লুক এবং আউটস্ট্যান্ডিং পারফর্মেন্স এর কারনে সেরা রোড স্টারের মুকুট এখন এর মাথায়।
এলুমনিয়াম এবং হাইব্রিড কার্বন ফাইবারের অত্যান্ত হালকা বডি, স্পেশালাইজড শক এবসোরবেন্ট সাস্পেনশন সিস্টেম, ফাস্ট গিয়ার শিফটিং টেকনোলজি, সুপিরিয়র এডভান্স এরোডায়নামিক ডিজাইন একে দিয়েছে ব্যাল্যান্স রেখে দ্রুত বাতাস কেটে চূড়ান্ত সীমায় নিয়ে যাবার ক্ষমতা। প্রতি গ্যালন জ্বালানীতে ১৫.৬ মাইল চলতে সক্ষম এই হাইপার কারটি। দাম US $1.2 million
১২৪৪ হর্সপাওয়ার এর 7.0 L, Twin Turbocharged LS2 V8 হাইটেক ইঞ্জিন, Ricardo 6-Speed manual ট্রান্সমিশন সিস্টেম, Michelin Pilot Super Sport টায়ার, 1,566 N·m টর্ক এটিকে মাত্র ২.৫ সেকেন্ডের মাঝে 0-100 Km/h গতিতে নিয়ে যায়, মাত্র ১৪.৫ সেকেন্ডে তুলে ফেলতে সক্ষম 0-300 Km/h স্পীড
February 14th, 2014, স্থান ফ্লোরিডার NASA Runway, মাত্র ৩.২ মাইলের রানওয়েতে এটি তুলে গতির ঝড় ভেঙ্গে দেয় Bugatti Veyron Super Sport এর ঘন্টা প্রতি ২৬৮ মাইলের রেকর্ড, ঘন্টায় ২৭০.৪৯ মাইল বা ৪৩৬ কিলোমিটারের নতুন রেকর্ড গড়ে ছিনিয়ে নেয় শীর্ষ মুকুট।
কিছু ইনফরমেশন ও ছবি গুলো ইন্টারনেট থেকে কালেক্ট করা হয়েছে।
আজকে এই পর্যন্তই, ভবিষ্যতে আবার দেখা হবে, ধন্যবাদ ভালো থাকবেন সবাই
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice