কপি পেস্ট তো করেই, তাই বলে টেকটিউনস এর টিউন টেকটিউনসেই?

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন, আজ আমি অনেক দুখের সাথে এই টিউন লিখছি। আমার এবং আমাদের প্রিও টেকটিউনস্সে এসব কি হচ্ছে? চারদিকে শুধু দেখি কপি পেস্ট, ফেক আইডির স্পামিং, ট্রাফিকমুন্সুন, নিওবাক্স এর এড, আবার দেখি  ১৬ জিবি পেন্ড্রাইভ এর ও টিউন দিচ্ছে অবাধে।

সেদিন দেখলাম এই রকম একটা টিউন, ২৬ তারিখ রিস্টক না কি যেন এখনই জয়েন করতে বলতেছে। কি আর বলি, কেউ বলছে নিওবাক্স থেকে নাকি মাসে ২০০ ডলার আয় করা যায়। দেখলে হাসি আসে।

নিওবাক্স এর প্রতিদিন ২৫ টা  এড থাকে যা 0.oo1 করে .025 $ হয়। মাসে হয়ে .75 $  যা ১ ডলার অ নয়। আর রেফারেল থেকেও এটা বেশী বারে না। কিভাবে ২০০$  হয়?

 

আজ সে বিষয়ে নাই বা লিখলাম। কয়েকদিন আগে হোসেইন মোহাম্মাদ ভাই একটা টিউন দিয়েছিল,

টপ-টিউনার হিসাবে আমার কিছু কথা! সকলে পড়ুন, বুঝুন, তারপর টিউন করুন।

 

তিনি লিখেছিলেন অন্য সাইট এর কপি পেস্ট নিয়ে। আর এক ভাই, নামটা মনে পরছে না লিখেছেন ট্রিকবিডির সাইটে অনেকে টীটীর লেখা কপি পেস্ট করছে। কিন্টু টিটির লেখা টিটিতেই কপি পেস্ট কলে কেমন লাগে?

দেখুন এক নমুনা,

এই টিউন দিয়েছে সাইফুল ইসলাম নামে এক লোক অথচ এই টিউন আগেই সন্দ্বিপ কুন্ডু টিউনার ভাই দিয়েছে, নিচে স্কীনশূট দেখুন

মেইন টিউন 

কপি পেস্ট টিউন 

এরা আবার এক অভিনভ পদ্ধতি অবলম্বন করেছে।   এরা লেখা শুরু করে কিভাবে দেখুন  ।

 

বুঝতেই পারছেন, আজ এই পর্যন্ত ভাল থাকবেন সবাই।

Level 2

আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ফেম সিকার গুলারে গাছের সাথে বেধে ঝুলায় রাখা উচিত। -_-

কপি পোষ্ট বন্ধ করা সম্ভব নয়। গুগুল যদি আপনার লেখা কপি করে তাহলে সাধারন পাবলিক কথা বাদ দিন।
গুগুল আপনার লেখা দিয়ে টাকা কামায় তাকি জানেন ? না জানলে জেনে নিন।