আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
টেকটিউনসে লিখতে ভাল লাগে তাই লিখি, আর যখন দেখি কিছু লোক টিউন চুরি করে নিজের নামে চালিয়ে দেয়, তখন কত যে আপসোস করি হায় আমি এত কষ্ট করে টিউন করলাম আর সে ২/১ মিনিটে আমার টিউন কপি/পেস্ট করে নিজের সাইটে নিজের নামে চালিয়ে যাচ্ছে, যা গুগলে সার্চ না দিলে বুঝতে পারত না। টিউন করতে পারবেন না ভাল কথা কিন্তু অন্য জনের টিউন কপি করে নিজের নামে ছড়িয়ে দিবেন এটা কেমন কথা। টিউন ছড়িয়ে/ছিটিয়ে পড়ুক এটাই আমি ও চাই, তবে অন্তত যে টিউন টা করল তার নাম টা তো থাকবে। অথবা যে সাইট থেকে কপি করলেন সে সাইটের লিংক তো থাকতে পারে, টেকটিউনসে আমি এই পর্যন্ত ৪৫৪ টিউন করলাম সবগুলো টাইল লিখে যদি গুগল সার্চ মারি তাহলে বারোটা বাজবে। ফটোশপ যাদু লিখে দেখলামঃ কপি আর কপি এনিমেশন লিখে দেখলাম আর নাই বা বললাম। কিন্তু আজ কিছুক্ষন আগে টিউন করলাম কিন্তু চুরি হতে সময় লাগে নিয় বেশি চালিয়ে দিচ্ছে তাদের নামে নিচে গুগল থেকে নমুনা দিলাম।
এমন টিউন রয়েছে তাদের কোন কাজ ই শুধু অন্যের টিউন কে কপি মারা। তাই সবাইকে বলল টিউন লিখতে না পারলে, সমস্যা নাই কপি/পেস্ট করুন তবে যিনি টিউন টি যে লিখেছে অন্তত তার নাম লিখুন। আবার অনেক জনকে দেখলাম আমার একই টিউন আবার এই টেকটিউনসে পেস্ট করে কিন্তু টেকটিউনস দেখে ও না দেখে চলে যাচ্ছে, তাই টেকটিউনস এর মডারেটরদের বলব আপনারা এগুলোর দিকে অন্তত খেয়াল রাখবেন।
আমার টিউন কপি করে আমার নাম দিয়ে অন্য সাইটে দিতে কোন সমস্যা নাই কিন্তু টেকটিউনস এ দেওয়া যাবে না কারন একই টিউন বার বার এটা কেমন কথা। লেখার অনেক কিছু ছিল কি লিখব বুঝে উঠতে পারছি না তাই আজ পর্যন্ত লেখা।
আর দিন দিন দেখছি মডারেটর এর পরিবর্তন অশ্লিল টিউন করলে ৩৯ মিনিট হয়ে গেল তবুও কাটার নাম গন্ধ নাই,
টেকটিউনস কে বলব TT এর মনোরম পরিবেশ নষ্ট করার জন্য অনেক লোক উঠে পড়ে লেগেছে, কারন TT একমাত্র প্রসিদ্ধ হবার কারনে। তাই টেকটিনস কে বলব এখনো সময় আছে আমরা আমাদের টেকটিউনস কে আগের মত দেখতে চাই।
টেকটিউনস আমিও লিখি- লিখতে লিখতে টপ-টিউনারের মধ্যে চলে আসলাম,
আর টেকটিউনস এর কোন সমস্যা হলে আমাকে ও সম্মূখীন হতে হয়। তাই আমি জোর দৃষ্টিতে টেকটিউনস কে বলব। ফিরে পেতে চাই আমাদের আগের টেকটিউনস।
টেকটিউনস এর ভবিষ্যত উন্নতি কামনা করছি!! এডমিন মেয়েদি ভাইয়ের দৃষ্টি আকষর্ন করছি।
আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আর আপনি অনেক কিছু শিখে যাবেন একটি মতামত জানাতে পারবেন না এটা কেমন কথা, টিউমেন্টে টিউনারদের উৎসাহিত করবেন। এখানে শিখতে এসেছেন কিছু শিখার চেষ্টা করুন, অযথা স্প্যাম করবেন না, কারন আপনার দেখাদেখি অন্যারা স্প্যাম করতে শিখবে, অযথা টেকটিউনস এর মনোরম পরিবেশ নষ্ট করবেন না। আর টিউনটি যদি ভাল লেগে থাকে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। সর্বশেষ যে কথাটি বলবো- সবাই মিলে করবো মোরা টেকটিউনস কে মনোরম পরিবেশ, আজ এখানেই আমার টিউনটি শেষ। ইনশাআল্লাহ দেখা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
ফেইসবুকে আমি
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
I like u and your tune so. I follow your tune since 2010. I agree with u.
Come back techtunes that you was….