ড্রাইভ দিয়ে ভাইরাস ঢুকার রাস্তাটা বন্ধ করে দিন আপনার কম্পিউটারে।

আসসালামুআলাইকুম।

কেমন আছেন সবাই। আমাদের কম্পিউটারে যত ভাইরাস আসে তার ৯০% এ আসে USB ড্রাইভ দিয়ে। এটা শুধু যে সব ভাইরাস অটোরানের মাধমে আপনার কম্পিউটরে প্রবেশ করে এদের কে ঠেকাবে।

কিভাবে USB দিয়ে ভাইরাস ঢুকার রাস্তাটা বন্ধ করবেন ?

Windows-7 এর জন্য

  1. Start Menu, থেকে Run এ ক্লিক করুন।
  2. gpedit.msc টাইপ করে এন্টার করুন
  3. ‘Local Group Policy‘, নামের একটা উইন্ডো আসবে।
  4. প্রথমে ‘Administrative Templates‘ এবং তারপর ‘Windows Components‘, এ ক্লিক করুন
  5. ডান প্যানেলে ‘AutoPlay Policies‘ তে ডাবল ক্লিক করুন
  6. একটা নতুন পপ আপ উইন্ডো আসবে।
  7. ডানে Turn off autoplay on “All Drivers” সিলেক্ট করে apply দিয়ে Ok করুন।

Win-XP এর জন্য

  1. Start Menu, থেকে Run এ ক্লিক করুন।
  2. gpedit.msc টাইপ করে এন্টার করুন
  3. ‘Group Policy‘, নামের একটা উইন্ডো আসবে।
  4. প্রথমে ‘Administrative Templates‘ এবং তারপর ‘System‘, এ ক্লিক করুন
  5. ডান প্যানেলে ‘Turn off Autoplay‘ তে ডাবল ক্লিক করুন
  6. একটা নতুন পপ আপ উইন্ডো আসবে।
  7. Settings এর ভিতর থেকে ‘Enabled‘ ক্লিক করুন।
  8. Turn off autoplay on “All Drivers” সিলেক্ট করে apply দিয়ে Ok করুন।

    পূর্বে এখানে প্রকাশিত

    For more See blog

    পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন টেকটিউনারস বিডি

  9. Start Menu, থেকে Run এ ক্লিক করুন।
  10. gpedit.msc টাইপ করে এন্টার করুন
  11. ‘Group Policy‘, নামের একটা উইন্ডো আসবে।
  12. প্রথমে ‘Administrative Templates‘ এবং তারপর ‘System‘, এ ক্লিক করুন
  13. ডান প্যানেলে ‘Turn off Autoplay‘ তে ডাবল ক্লিক করুন
  14. একটা নতুন পপ আপ উইন্ডো আসবে।
  15. Settings এর ভিতর থেকে ‘Enabled‘ ক্লিক করুন।
  16. Turn off autoplay on “All Drivers” সিলেক্ট করে apply দিয়ে Ok করুন।

    পূর্বে এখানে প্রকাশিত

Level New

আমি Shaheen Parvez। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Shaheen Parvez, Manikganj, Dhaka


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

link update koren

Windows 10 er jonno?

If any one have suggtion about this problem please tell me..

USB DISK NOT Recognized…