সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন ! এবং সব সময় ভাল থাকার চেস্টা করবেন আমার মত 🙂 অনেক দিন পর আবার টেকটিউনসে! :p কিন্তু এবার অনেক কিছু নিয়ে ফিরেছি 😀 তার মধ্যে নিজের পার্সোনাল ব্লগ খুলে ফেলেছি 😀 এখনা আমার সকল আপডেট লিখা + হ্যাকিং টিউন এর সকল পর্ব পাবেন আমার ব্লগে 😛
আমার ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন, আর হ্যাকিং এর চেইন টিউন পেতে এখানে ক্লিক করুন
যাই হক, এখন আসি আজকের টিউনের বিষয়ে কি কি থাকে একজন সফল ব্যক্তির মধ্যে!!
সফলতা অনেক পরিশ্রমের একটি বিষয়। জীবনে যে কেউ সফল ব্যক্তিতে পরিণত হতে পারেন না। যারা জীবনে সফল হয়েছেন তাদের অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে। সাধারণ মানুষদের তুলনায় তারা কিছুটা আলাদা হয়ে থাকেন। জীবন পরিচালনার ক্ষেত্রে তারা কিছুটা ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকেন। এবং কি বিশিষ্টের তারা হয়ে থাকেন তা নিয়ে আজকের টিউন 😀 আসুন জানি কি থাকে তাদের মধ্যে!
১. তাদের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে :
লক্ষ্য ছাড়া সফলতা অনিশ্চিত। এই মূলমন্ত্রটি সফল ব্যক্তিদের জানা। এ কারণেই জীবনের পথ চলার শুরু থেকেই তারা এই মূলমন্ত্রকে অনুসরণ করে আসেন। জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে নেন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যান। আর ঐ লক্ষ্য অর্জনের নিমিত্তে কঠোর পরিশ্রমই তাদের সফল ব্যক্তিতে পরিণত করে দেয়।
২. তারা আত্মসচেতন হয়ে থাকেন :
জীবনের সিদ্ধান্তগুলো সঠিক সময়ে সঠিকভাবে নেয়াটা অনেক বড় একটি কাজ। আর এই কাজটি করতে কোনোপ্রকার দ্বিধাবোধ করেন না সফল ব্যক্তিরা। তারা নিজেদের জীবন সম্পর্কে বেশ সচেতন থাকেন। কোন কাজে ভাল হবে কোন কাজে মন্দ হবে এই বিষয়ে সব সময় সচেতন থাকেন। যার ফলে তাদের জীবনে বিফলতা খুব কমই আসে এবং তারা সফল হন।
৩. উদ্যোগী মনোভাব :
কোনো কাজের জন্য উদ্যোগ নেয়া বিষয়টি একেবারে ছেলেখেলা না। পৃথিবীর সব ব্যক্তিই উদ্যোগী হতে পারেন না। অনেকেই এই বিষয়টিকে খুব ভয় পান। কিন্তু জীবনে সফল ব্যক্তিরা বিষয়টিকে খুব সহজভাবেই নিয়ন্ত্রণ করেন। তারা জীবনের চ্যালেঞ্জ নিতেই বেশি পছন্দ করেন। আর এ জন্য উদ্যোগী মনোভাবেই নিজের কাজে এগিয়ে নিয়ে যান এবং নিজের আত্মবিশ্বাসের কারণে তারা সত্যি সত্যি সফল হন।
৪. স্বপ্ন দেখতে ভালোবাসেন :
স্বপ্ন যদিও অনেকেই দেখতে ভালোবাসেন তারপরও সফল ব্যক্তিরা স্বপ্ন দেখেন এবং তা বাস্তায়নের চেষ্টা চালিয়ে যান। তারা কখনই স্বপ্ন দেখে হাত পা গুটিয়ে বসে থাকেন না। স্বপ্ন পূরণের জন্য অগ্রসর হন এবং শেষ পর্যন্ত তাদের কঠোর পরিশ্রম দিয়ে স্বপ্ন পূরণ করেন।
৫. তারা পরিশ্রমী হয়ে থাকেন :
কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। বিষয়টি আসলেও সত্যি। কেননা পরিশ্রম করলে যে কেউ তার ফল পাবেন। শুধুমাত্র পরিশ্রমই মানুষকে তার স্বপ্ন পূরণে সাহায্য করে এবং সফল ব্যক্তিতে পৌঁছিয়ে দেয়।
৬. নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন :
ছাত্র বয়সেই ক্যারিয়ারে সচেতন হয়ে থাকেন সফল ব্যক্তিরা। আর এই ছাত্র বয়সেই অনেককিছু করতে ইচ্ছা করে, জীবনের প্রকৃত স্বাদ পেতে ইচ্ছা করে। দেখা গেল বন্ধুরা অনেক ধরনের মজা করলেও সফল ব্যক্তিরা কখনই এসব বিষয়ে সময় অপচয় করেন না। তারা এসব ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন।
৭. তারা কিছুটা স্বার্থপরও হয়ে থাকেন
শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা যেমন ছোট ছোট স্বার্থ ত্যাগ করতে পারেন তেমনি আবার যেকোনো মূল্যেই নিজের স্বার্থ উদ্ধার করে থাকেন। সবকিছুর মূলে তারা নিজের স্বপ্ন বা লক্ষ্যটিকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন এবং সফল ব্যক্তিতে পরিণত হন।
প্রথম প্রকাশিতঃ- http://masum.info আমায় পাবেন ফেসবুকে !
হ্যাকিং শিখার ইচ্ছা থাকিলে এখানে চোখ রাখতে পারেন। (প্রথম থেকে দেওয়া আছে)
যদি এটা পড়ে আপুনি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপুনি আপনার ফেসবুক, টুইটারে শেয়ার করবেন। বিদায়, ভাল থাকবেন 😀
কম্পিউটার, ব্লগিং, এডসেন্স, এসিও এসব বিষয়ের আরও ইনফরমেশন পাবেন Blogging Tips ওয়েবসাইট এ।
আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
poro posd tai porce …kum e mulloban kotha lekhasan…..tobe …..lekha gula amon bangga bangga kano …