সবাই কেমন আছেন। আশা করি সকলে ভালোই আছেন। আজকের টিউনটি কি নিয়ে তা তো হেডিং দেখে বুঝেই ফেলেছেন। যাইহোক কথা না বাড়িয়ে টিউন শুরু করি।
“টিউনটি করার পূর্বে সকল টিউনার ভাইদের কে বলতে চায় দয়া করে কোনো খারাপ টিউনমেন্ট করবেন না। যদি কোনো প্রকার ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি টিউনটি ভালো লাগে তাহলে অবশ্যই টিউনমেন্ট করবেন। কারণ আপনাদের টিউনমেন্ট পেলে আরো নতুন টিউন করতে ইচ্ছা করে।
আমাদের প্রাণের প্রিয় টেকটিউনস এ কিছু অসাধু টিউনারগণ মিলে টেকটিউনস এর সকল টিউনার দের ভুল বুঝিয়ে টিউন করছে। এমন ই একটা টিউন আজ আমি আপনাদের সবািইকে বলবো।
টিউন করেছেন : ColorCode | প্রকাশিত হয়েছে : 13 ঘন্টা 42 মিনিট আগে :: 23 August, 2015 on 1:46 am |
টিউনটি পড়তে এখানে কিক্ল করুন :
টিউনটি শিরোনাম হলো :
দেখেই বুঝা যাচ্ছে ফ্রিতে আনলিমিটেড কল এর কথা বলছে সবই ঠিক আছে। কিন্তু টিউনটি শেষে তিনি একটা software দিয়েছেন সেটা দিলে আপনার কম্পিউটারের যতগুলা ব্রাউজার আছে সব কয়টা খারাপ হয়ে যাবে আমার মতো। আর সাথে আরো আছে আনলিমিটেড ভাইরাস। যা আপনার কম্পিউটারকে ধংস করার জন্য যথেষ্ঠ। তাই সবাইকে অনুরোধ করছি software টা কেউ যেন install করবেন না। আর এমন টিউনার আমাদের টেকটিউনস এর প্রয়োজন নেই। যারা আমাদের শেখানোর বদলে ক্ষতি করবেব।
সেই টিউনার আরো বলেছেন যে :
যদি সফটওয়্যারটি ওপেন করতে না পারেন অথবা কোনো সমস্যা হয়, তাহলে এন্টি-ভা-ইরাস আন-ইন্সটল করুন এবং সফটওয়্যারটি আবার সেটাপ দিন।
কোনো কথা প্রমান ছাড়া বিশ্বাস করা যায় না। তাই প্রমান নিচে দিয়ে দিলাম।
প্রমান দেখতে এখানে কিক্ল করুন।
তাই সকলের কাছে আমি অনুরোধ করছি আপনারা যারা এই টিউনার এর বিরুদ্ধে অভিযোগ করতে চান তাহলে টিউনমেন্ট করে প্রতিবাদ জানান। আর টেকটিউনস এর মডেরশন টিমকে বলবো এই টিউনটি ডিলেট করা হোক। আমি চায় না যে আমার মত সমস্যা অন্যদের হোক।
সবাইকে শুভেচ্ছা্ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।।
আমি শাহিদ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নেই, খুব সাধারন একটি ছেলে। লিখাপড়া করছি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ছোটবেলা থেকেই টেকনোলোজির প্রতি ভীষণ আগ্রহ ছিল। তাই শেষপর্যন্ত টেককেই বেছে নিয়েছি পথ চলার সঙ্গী হিসেবে। ভালবাসি কম্পিউটার সংক্রান্ত নতুন কিছু শিখতে। আমার মতে, আমার শেখা তখনই স্বার্থক হবে যখন সেটা আমি আরেকজনের...
U R 100% Right