অনলাইন শপিং এ প্রতারণার হাত থেকে সাবধান

আমরা অনেকেই এখন অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য কিনে থাকি। রাস্তার জ্যাম, সময়, শ্রম ইত্যাদি বিষয় বিবেচনা করে অনেকেই এখন অনলাইনে কেনাকাটা সেরে ফেলছেন। যেসব প্রতিষ্ঠান অনলাইনে কেনাকাটার সুযোগ দিয়ে থাকে তাদের মধ্যে অনেকে হোম ডেলিভারি দিয়ে থাকে সামান্য কিছু সার্ভিস চার্জের বিনিময়ে। অনেক প্রতিষ্ঠান আবার ফ্রী হোম ডেলিভারি সুবিধা দিয়ে থাকে। নিঃসন্দেহে অনলাইন শপিং অনেক সময় এবং শ্রম বাঁচায়। কিন্তু কখন কখন এই অনলাইন শপিং হয়ে উঠে ভোক্তার বিরক্তির কারন। অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা কেও কাওকে দেখতে পারে না। এক্ষেত্রে বিশ্বাস একটি অতি প্রয়োজনীয় উপাদান। যখন কোন ক্রেতা অনলাইনের মাধ্যমে কোন পণ্য অর্ডার করে থাকে তখন সে ঠিক ঐ পণ্যটি পাবার আশাই করে। কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে থাকে।

 

কিছুদিন আগে আমার এক বড় ভাই Kaymu.com থেকে 2 Terabyte  এর একটি পেনড্রাইভ কিনে। পরবর্তীতে দেখা যায় পেনড্রাইভটিতে সমস্যা রয়েছে। এরপর kaymu.com এ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হলে তারা পেনড্রাইভটি বদল করে দিবে বলে। কিন্তু আসলে আর কোন উদ্যোগ নেয়া হয় না। এরপর বিভিন্ন সময় তাদের কল করা হলে ফোন রিসিভ করা হত না। এরপর bikebd নামক একটি ফেসবুক পেজে দেখলাম  একজন একি সাইট থেকে একটি পাওয়ার ব্যাংক নেন। পাওয়ার ব্যাংক নেয়ার সময় তিনি সেটি কোন রকম পরীক্ষা-নিরিক্ষা ছাড়াই নিয়ে নেন। পরবর্তীতে দেখা যায় পাওয়ার ব্যাংকটি কাজ করে না। এরপর ঐ লোক পাওয়ার ব্যাংকের ব্যাটারি খুলে দেখেন ব্যাটারিতে বালু ভর্তি।

২ টেরা পেনড্রাইভটির ছবিঃ

আমরা চাই না অনলাইন শপিং করে প্রতারিত হতে। অনলাইন শপিং-এ প্রতারণার হাত থেকে বাঁচতে হলে নিম্নোক্ত পদক্ষেপগুলো নেয়া যেতে পারেঃ

১. স্বনামধন্য অনলাইন শপিং সাইট থেকে পণ্য কেনার চেষ্টা করা।

২. পণ্য হাতে পেয়ে ভালভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তারপর অর্থ লেনদেন করা।

৩. অনলাইনে পণ্য কেনার জন্য বিভিন্ন আকর্ষণীয় বিজ্ঞাপন বা টিউন দেয়া হয়ে থাকে। যে পণ্যের বিজ্ঞাপন দেয়া হয় সেই পণ্য কেনার প্রয়োজন হলে ফেসবুকে উক্ত বিজ্ঞাপন বা টিউনের টিউমেন্টগুলো পরা উচিত। এতে করে পণ্যের কোন খারাপ দিক থাকলে অনেকেই সেই পণ্য সম্পর্কে অভিযোগ করে থাকে। এতে করে আপনি সংশ্লিষ্ট পণ্য সম্পর্কে ধারনা পেতে পারেন।

৪. কোন পণ্য পছন্দ হলে অর্ডার করার পূর্বে যেকোনো অনলাইন শপের একটি ফোন নাম্বার থাকে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিয়ে তারপর ই অর্ডার করুন।

৫. ইলেক্ট্রনিক্স পণ্য অনলাইন থেকে না কিনে সরাসরি কেনার চেষ্টা করুন।

 

 

 

মানুষ  মাত্রই ভুল। আমি যেহেতু মানুষ আমার ভুল থাকবেই। আর এই টিউনেও হয়ে থাকতে পারে ভুল। আশা করব ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ফেসবুকে আমিঃ FA Shopnil

Level 2

আমি FA Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 444 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি FA Shopnil। মানে ফেরদৌস আলম ষপ্নিল।তিতুমির কলেজ এ ১বম বর্ষের ছাত্র। কম্পিউটার নিয়ে পরে থাকি সারাদিন কিন্তু পারি না কিচ্ছু। Techtunes থেকে অনেক কিছু শিখেছি।আমার অনেক ইচ্ছা কম্পিউটার expert হয়ে ওঠার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আপনার টিউনে সম্ভবত একটি ভুল আছে

কিছুদিন আগে আমার এক বড় ভাই Kaymu.com থেকে ১ Terabyte এর একটি পেনড্রাইভ কিনে।

পেনড্রাইভ আবার ১ Terabyt হয় …..? আশাকরি আপনার ভুল বুঝতে পেরেছেন।

    হ্যা ভাই ১ টেরাবাইট এর পেনড্রাইভ হয়্ বাট এগুলো কাইমু.কম এ পাওয়া যায়

      Level 2

      ধন্যবাদ ভাই। @শুকুর মহাম্মদ

    Level 2

    পেনড্রাইভ ১ টেরা হয়…। আমিও জানতাম না…

Level New

pendrive naki portable hard disk

    Level 2

    পেনড্রাইভ ই…। পোর্টেবল হার্ডডিস্ক হলে পেনড্রাইভ বলতাম না। আর আমিও জানতাম না যে ১ টেরার পেনড্রাইভ আছে।

আপনার টিউন দেখে আর কমেন্ট না করে থাকতে পারলাম না । আপনি কি কাইন্ডলি লিংক টা দিতে পারবেন যে ১ টেরাবাইটের পেন্ড্রাইভ হয় । আর, পাওয়ার সাপ্লাইয়ের ভেতর ব্যাটারি পেলেন কিভাবে ? পাওয়ার ব্যাংক এর ভেতর ব্যাটারি হয় ।

আশা করি বুঝতে পেরেছেন । কারন, শুধু টিউন করলেই হয় না । সেটার একটা রেফারেন্স লাগে । আমি নিজেই কেইমু এর একজন সেলার । আমাকে সারাদিনই প্রায়সময় কেইমুতে ভিজিট করতে হয় । আর আপনি যদি সেলার না দেখে কিংবা সেলারের সাথে কথা না বলে, তাদের ওয়ারেন্টি পলিসি না জেনে, রিটার্ন পলিসি না জেনে পন্য কেনেন তাহলে দোষটা কার ? একটু ভেবে দেখবেন কি ?

    Level 2

    দুঃখিত পেনড্রাইভ টি ২ টেরাবাইট ছিল। আমি পোস্ট এ ছবি আপ্লোড করে দিচ্ছি।। মন্তব্যের জন্য ধন্যবাদ।

    Level 2

    “মানুষ মাত্রই ভুল। আমি যেহেতু মানুষ আমার ভুল থাকবেই। আর এই টিউনেও হয়ে থাকতে পারে ভুল। আশা করব ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।” post er seshe ei kotha ti likhechilam ei karonei…. vul dhoriye deyar jonno dhonnoba… power bank na likhe supplier lekhata ekta boro vul chilo.. dhonnobad..

    Level 2

    http://www.kaymu.com.bd/hp-2tb-pendrive-347079.html

    TT তে লিঙ্ক দেয়া হয়ত নিষিদ্ধ। তবুও দিলাম। লিঙ্কটা ব্রাউজারে কপি করে দেখেন…। আশা করি আপনার রেফারেন্স পেয়েছেন।

Level 2

1 TB Pendrive hoina. Kintu pendrive jeno 1 TB show kore seta firmware a modify kore show korano jai. Amader Uttara te amar ek friend er kase erokom pendrive sell korsilo 64 GB jokhon 8GB silo highest.
Change korte gele danai panai suru kore. Dola deowar jonno polapain nie gesilam. Pore Taka ferot dise.

Level 2

দুঃখিত আমি ভুলে ২ টেরা না দিয়ে ১ টেরা দিয়েছিলাম… পেনড্রাইভটির ছবি দেখতে পারবেন আপনি… ধন্যবাদ টিউমেনট ের জন্য…