অ্যান্টি ভাইরাস ব্যবহার করেন , জানেন কি আপনার অ্যান্টি ভাইরাসটি কত টা দমদার

আমরা খুব কম জনই আছি যারা অ্যান্টি ভাইরাস ব্যবহার করেন না। কিন্তু যারা ব্যবহার করেন তারা জানেন তাদের নামি দামি ইন্টারনেট সিকিউরিটি ও অ্যান্টি ভাইরাসের ক্ষমতা গুন গান । এই জানাবো আজকের টিউনে - Consumer Anti virus Performance Benchmarks (2011) এদের দ্বারা একটি সমীক্ষা চালায় অপারেটিংসিস্টেম হিসাবে Windows 7 ব্যবহার করে. বিভিন্ন অ্যান্টিভাইরাস ও ইন্টারনেট সিকিউরিটি কে নিন্ম লিখিত বিষয় গুলির উপর সমীক্ষা করা হয়.
1. Boot Time;
2. Scan Time;
3. User Interface Launch Time;
4.Memory Usage during System Idle;
5.Browse Time;
6.Internet Explorer Launch Time;
7.Installation Size;
8.Installation Time;
9.Registry Keys Added;
10.File Copy, Move and Delete;
11.Installation of Third Party Applications;
12. Network Throughput (previously named “Binary Download Test”)
13.File Format Conversion;
14. File Compression and Decompression; and
15.File Write, Open and Close
16.Scan Time of a Solid State Drive (SSD) (Anti virus Products only)
যার ফলাফলের মধ্যে কিছু উল্লেখ করব।
ও যে মেশিনে এই সমীক্ষা করা হয় তার কনফিগারেশন নিন্মরূপ
Windows 7 (64-bit) System
CPU: Intel Core i7 920 Quad Core @ 2.67GHz
Video Card: nVidia GeForce 8800 GT
Motherboard: Intel x58 Motherboard
RAM: 6GB DDR3 RAM
HDD: Western Digital 500GB 7200RPM
Network: Gigabit (1GB/s) switch

তার আগে দেখে নিন আপনার অ্যান্টি ভাইরাস বা ইন্টার নেট সিকিউরিটি, টি লিষ্টে আছে কিনা। কারন নিম্ন লিখিত অ্যান্টি ভাইরাস বা ইন্টার নেট সিকিউরিটির উপর সমীক্ষাটি চালানো হয়েছে।

ইন্টারনেট সিকিউরিটির লিষ্টে আছে

আর অ্যান্টি ভাইরাসের লিষ্টে আছে

ইন্টারনেট সিকিউরিটির ইনস্টল করা থাকলে Pc Boot করতে সময় লেগেছে নিন্মরূপ

আর অ্যান্টিভাইরাস

লোড করা থাকলে Pc Boot করতে সময় লেগেছে নিন্মরূপ

এর পর 6159 গুলি ফাইল যার সাইজ 982 MB স্ক্যান করে যে ফলা ফল পাওয়া যায় তা নিন্মরূপ

ইন্টারনেট সিকিউরিটির ক্ষেত্রে

আর অ্যান্টিভাইরাসের ক্ষেত্রে


এবার Ram কতটা স্থান নিয়েছে বুট সম্পন্ন করার একমিনিট পরে

ইন্টারনেট সিকিউরিটির ক্ষেত্রে

অ্যান্টিভাইরাসের ক্ষেত্র

 

 

 

কোন ফাইল কপি , বা ডিলিট করার ফলাফল

ইন্টারনেট সিকিউরিটির ক্ষেত্রে

পুরো সমীক্ষাটি পড়তে এখানে ডু মারেন।

Level 0

আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ , জানতে পারলাম ।

সুন্দর হয়েছে .. ভাইয়া আপনী মনে করেন কোনটি Use করা যায়?

    সমীক্ষাটা দেখে সেটা আপনি নিদ্ধারন করেন, আর না হয় কি ধরনের ভাইরাস সমস্যা বলুন তাহলে সাজেস করতে পারি।

thanks bhaia.so konta use korle valo hoy.ami avira premium security suite use korsi //

    সমীক্ষা তো আপনার সামনে তা নিদ্ধারনের ব্যাপারটা আপনার। পিসির কনফিগারেশনের উপর নির্ভর করে আর ভাইরাস সমস্যার উপর।

তথ্য গুলু শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ,
ভাল টিউন হইছে চালিয়ে যান।
সামনেও আরো ভাল ভাল টিউন আমাদের উপহার দিবেন আশা করছি।

    ধন্যবাদ ভাই , আমি আগেও বলেছি আবার বলছি ও ভবিষ্যতে ও বলব ইনশাল্লাহ , ইনশাল্লাহ আমি সম্পূর্ন চেষ্টা করব ভাল টিউন উপহার দেওযার।

Level 0

ধন্যবাদ তথ্যগুলো শেয়ার করার জন্য।

—————————————————
ফ্রি হোস্টিং- ১০ জিবি স্পেস, ১০০ জিবি ব্যান্ডউইথ

এন্টিভাইরাস সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।

thnx for sharing

মৃত্যু আপনার খুব নিকটে মানে?

    আমরা কে কখন মারা যাব তা আমরা বলতে পারি না তা একমাত্র আল্লাহ ই জানেন তাই মৃত্যু আমার থেকে কতটা দূরে তা জানিনা তাই আমার হিসাবে মৃত্যু নিকট।

programmer রোমেল says:
৬ নভেম্বর, ২০১০ at 9:39 পুর্বাহ্ন

মৃত্যু আপনার খুব নিকটে মানে?
সহমত রোমেল ভাইয়ের সাথে , মানে টা কী

    আপনি যেমন কপি পেষ্ট করেছেন আমিও সেটাই করলাম – আমরা কে কখন মারা যাব তা আমরা বলতে পারি না তা একমাত্র আল্লাহ ই জানেন তাই মৃত্যু আমার থেকে কতটা দূরে তা জানিনা তাই আমার হিসাবে মৃত্যু নিকট।

বেশ ভাল সমীক্ষা দেখছি। নরটন স্পিড বেশি বুঝা যাচ্ছে। তারপরেও আমি ক্যাস্পারস্কি নিয়ে ভাল আছি।
অনেক ধন্যবাদ।

    ক্যাস্পারস্কি খারাপ না লিষ্টে চার নম্বরে আছে।

আমি ESET SMART SECURITY 4 নিয়েই সন্তুষ্ট.

    সন্তুষ্ট না হয়ে উপায় আছে। সামগ্রিক ফলাফলে দুই নম্বরে আছে।

কোনটা ভাল মনে হয়েছে আপনার দৃষ্টিতে। আমি অবস্স নরটন ব্যবহার করতেছি আমার নোটবুকে।

    আপনি এক নম্বর অ্যান্টি ভাইরাস ব্যবহার করে মতামত চাওয়ার প্রয়োজন পড়ে ।

Level 0

আমি নরটন নিয়ে শান্তিতে আছি।

আমি নরটন চালাতাম এখন E Scan চালাই আর এতে আমি সব পেয়েছি যা আশা করেছিলাম ।

    যা চেয়েছিলেন তা পেয়ে গেলেই তো কোন কথাই হয় না।