এসব কি হচ্ছে ? কেন হচ্ছে? উত্তর চাই!

বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি সুজন ॥ একজন নতুন টিউনার এবং এটা আমার প্রথম টিউন।আশা ছিল প্রথম টিউন অনেক ভাল টপিকের উপর লিখব কিন্তু তা আর হচ্ছে না। না না করেই লিখতে হলো ! আমি টেকটিউনের সকলের উপর দৃষ্টি আকর্ষন করতেছি ॥ টেকটিউনের নীতিমালা অনুযায়ী একটা টিউনকে বেশ সুক্ষ্ন ভাবে বিচার করে তার পর সেটা পাবলিশ করা হয় কিন্তু এখন বোধহয় সেটা করা হয় না॥থামুন কারন ইদানিং বেশ কিছু টিউন দেখছি যেগুলো টেকটিউনের নীতিমালার বহির্ভুত ॥ যেমন কালকে একটা টিউন দেখলাম যেটাতে টিউনার তার তৈরিকৃত ফেসবুক ফিশিং সাইটের লিংক সরাসরি দিয়েছেন এবং কিছু ভাওতা কথা বলেছেন! যাতে সরল লোকগুলো তার মিষ্টি কথায় ভুলে গিয়ে তার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড দিয়ে দেয়॥ আমি যতদুর জানি টেকটিউন এমন একটি সোসিয়াল নেটওয়ার্ক যাতে এধরনের জিনিস খুব কঠোর হাতে দমন করা হয়। কিন্তু এসকল টিউন আজকাল বেশ সহজেই একটা সাধারন টিউনের মতোই পাবলিশ হচ্ছে যা কিনা একজন সাধারন টিউনারের বেশ ক্ষতির কারন! যেমন আজকে একজনকে টিউন করতে দেখলাম তিনি নাকি পাঁচশটাকা খুইয়ে ফেলেছেন। টেকটিউনের নিয়ম অনুযায়ী এসকল টিউনারকে reject করা উচিত্‍ কিন্তু করা হচ্ছে না কেন? এ থেকে কি বোঝা যায় ? হয়তো টেকটিউনের নীতিমালা পরিবর্তিত হয়েছে কিন্তু আপডেট করা হয় নি। আমি টেকটিউনের সকলের উদ্দেশ্যে বলতে চাই আসুন সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। আর টেকটিউন প্রধানের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এর যথাসম্ভব ব্যবস্থা গ্রহন করুন। আমি নতুন টিউনার, আশা করি ভুল ত্রুটি গুলো ক্ষমার চোখে দেখবেন আর ধরিয়ে দেবেন যাতে পরের বার ভাল ভাবে লিখতে পারি।

Level 2

আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম, ইদানিংকালে কিছৃ অসাধু টিউনার টিটির পরিবেশ নষ্ট করছে। আমার মনে হয় প্রতিটি টিউনের নিচে “রিপোর্ট করুন” টাইপের বাটন রাখা যেতে পারে এবং নির্দিষ্ট সংখ্যক ভিজিটর রিপোর্ট করলে সেই টিউন অটোমেটিক পেন্ডিং হয়ে যাবে।

modarator dead !!! 10-15 din dore ei obosta

সত্য কথা।আপনার সাথে একমত।

u right… Apnare modurator banano dorkar…. Ja te aisob sagol der band kora jay…..

Modarator nai so techtunes ekhon facebook. he he 🙂

টিটি তে এখন কাজের টিউন কম, অকাজের টিউন বেশী, এবং একই টিউন বারবার দেখা যাচ্ছে, কেন????

Level New

100% Agree!

kicu female id theke download related post dekhi majhe majhe jei gulate add.fly ba bit.fly ei dhoroner link share kora hoi kew kew 1 e post bar bar kore,,,,,,,,,,,eder kicu kora hoi na tai chance passe bar bar 🙁

assa wp-admin panal e ki kaj choltese ?? Naki tunership baad disa ??? Ami bujtese naaa…… Kau ans diben

    @হোসেন আমার নাম , টেকটিউনের কিছু আপডেট করা হচ্ছে তাই লগিন এবং টেকটিউন ব্রাউজ করতে সমস্যা হচ্ছে॥

কিছু বলার নাই। তারপরেও বলি কিছু টিউন নিয়ম এর বাইরে হচ্ছে

সবাইকে ধন্যবাদ