মাত্র ৪ দিন আগে, গত ২৯ জুলাই উইন্ডোজ টেন সারা বিশ্বজুড়ে সবার জন্য ফ্রি হিসেবে রিলিজ করা হয়। হয়ত এই সুবিধার কারনেই মাত্র একদিনের মধ্যেই, অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১ কোটি ৪০ লক্ষ ব্যবহারকারী বিভিন্ন অপারেটিং সিস্টেম থেকে উইন্ডোজ টেনে শিফট হয়ে যায় !!!
এটা তেমন বিস্ময়কর নয়, কারন এটি ফ্রি এবং এটি উইন্ডোজের সর্বশেষ ভার্শন। মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ টেন হবে তাদের শেষ উইন্ডোজ। এটাকেই তারা পরিবর্তন এবং উন্নয়নের মাধ্যমে ব্যবহারযোগ্য রাখবে। যদিও আপাতত উইন্ডোজকে ফ্রি বলা হলেও উইন্ডোজের বিভিন্ন শর্ত তাকে ফ্রি হিসেবে বুঝাচ্ছে না। শুধু তাই নয়, তাদের বিভিন্ন বিষয় এখনো পরিস্কার নয়।
যাইহোক, এবার আসি গুগলের দিকে। আপনারা সবাই অবহিত যে, গুগল আমাদের বিভিন্ন ফ্রি সার্ভিস দিয়ে থাকে। যেমন - গুগল ম্যাপ এবং স্ট্রিট ভিউ, যা ছাড়া আজকে আমাদের পথে চলা অনেকটা সম্ভব না। এছাড়াও গুগল সার্চ ইঞ্জিন, ইউটিউব, গুগল ড্রাইভ, ট্রান্সলেট, প্লে স্টোর বিভিন্ন সুবিধা ফ্রি পাচ্ছি আমরা। কিন্তু ফ্রি কি আসলেই ফ্রি ? না, প্রত্যেকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে লাভবান হওয়া। গুগল তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে বিজ্ঞাপন বিক্রির মাধ্যমে। তারা আমাদের ফ্রি সার্ভিস দিয়ে খুশি রাখছে আর কৌশলে আমাদের কাছ থেকে পার্সোনাল ইনফরমেশন জেনে নিচ্ছে। সেসব তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করছে এবং আয় করছে প্রচুর প্রচুর অর্থ। এই কারনে ইউরোপীয় ইউনিয়ন তাদের একতরফা ব্যবসায় অসন্তুষ্ট। তারা মাঝে মাঝেই তাদের বিভিন্ন কর্মকাণ্ড চেক করে থাকে। কারন ইউরোপীয় ইউনিয়ন চায় না যে তারা একতরফা ব্যবসা করুক।
এটা সঠিক যে, গুগলের কারনে অনেক প্রতিষ্ঠান বিজ্ঞাপন সেলের ব্যবসায় তেমন সুযোগ পাচ্ছে না। কিন্তু এখন বিজ্ঞাপন সেলের ব্যবসায় তাদের নতুন প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে উইন্ডোজ টেন।
অনেকে মনে প্রশ্ন থাকতে পারে, কিভাবে ? কিন্তু এটা একদমই সহজ উত্তর। প্রথমত, মাইক্রোসফটের টার্গেট ১ বছরের প্রায় সবাইকে উইন্ডোজ টেনের আওতায় নিয়ে আসা। তাই তারা এটা ফ্রি রেখেছে। এখন হয়ত সবার মনে প্রশ্ন আসবে, হ্যাঁ ! তার ফলে হয়ত কোটি কোটি ইউজার তারা পাবে কিন্তু বিজ্ঞাপন সেল ব্যবসায় তাদের লাভ কি ? এটার উত্তরও একদম সহজ। উইন্ডোজ টেন আগের অন্যসব উইন্ডোজের মত নয়। এটাতে থাকছে অনেক ফ্রি সুবিধা এবং আপডেটেড প্রোগ্রাম। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে - করটানা ! করটানা কি ? করটানা হচ্ছে একটি ভয়েস এসিসটেন্স অ্যাপ ! এটি আপনাকে ভয়েস ডিডেক্টশনের মাধ্যমে সার্চ সুবিধা সহ আরো কিছু সুবিধা দিবে। কিন্তু করটানার মাধ্যমে মাইক্রোসফটের অনেক ধরনের ব্যবসার সুযোগ আছে। কারন গুগলের বিরুদ্ধে অনেক আগে থেকেই অভিযোগ আছে। তারা তাদের সার্চ ইঞ্জিনে সাধারণ সার্চ রেজাল্টের পাশাপাশি পেইড সার্চ রেজাল্ট প্রদর্শন করে থাকে। ফলে অনেক সার্চ রেজাল্টের সাইট হারিয়ে যায় একদম তলানিতে। উল্লেখ্য যে, এই করটানা, উইন্ডোজের নতুন ব্রাউজার এইজ দুইটি মাইক্রোসফটে বিং সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত। এভাবে একদিকে তারা গুগলের মত আমাদের ব্যক্তিগত তথ্য নিয়ে বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করবে অন্যদিকে সার্চ রেজাল্টে তাদের পেইড সাইট গুলো দেখানোর মাধ্যমে আয় করতে পারবে। এছাড়াও আমি একটা কথা বলতে ভুলে গেছি - যেহেতু উইন্ডোজ টেন ১০টি ডিভাইসে ব্যবহার করা যাবে সেহেতু উইন্ডোজের স্টোর গুগলের প্লে স্টোরের জন্য বড় ধরনের হুমকি !
মুলত এই কারনেই গুগলের তাদের নিজেদের ব্যবসার জন্য উইন্ডোজ টেন ভীতির সূচনা হয়েছে। মাইক্রোসফট এখন গুগলের প্রতিদ্বন্দ্বী। তাই এখন মাইক্রোসফটের সামনে একটি বিশাল সুযোগ থাকছে। আমি সুযোগ বলব না, কারণ এটা ব্যবসায়িক পরিকল্পনার ই একটি অংশ।
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh
উইন্ডোজ গুগলের বা*ও ছিড়তে পারবে না।