আসসালামু্ আলাইকুম, কেমন আছেন সবাই। আশা করি ভাল।কথা না বাড়িয়ে মুল আলোচনায় আসি। এই টিউনটি শুনতে হয়ত ভাল লাগবে না। কিন্তু বাস্তবতা তাই। আগামী কয়েক বছরের মধ্যে আমরা হারাতে যাচ্ছি অনেক প্রোগ্রামারদের। অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করবেন। একটা ছোট উদাহরনের অবতারণা করছি। একসময় ওযেব ডিজাইন এবং ডেভেলপমেন্ট ছিল অনেক ব্যায়বহৃল একটি বিষয়। মানুষ ওয়েব ডিজাইনের নাম শুনলেই ভয় পেত। আর ওয়েব ডিজাইনার সে তো অনেক দামী বলা চলে ভিআইপি। হঠাত করে সিএমএস এর যুগ এসে গেল। আগে আমরা যারা ওয়েব ডিজাইন করতাম প্রথমে পিএসডি টেম্পলেট তৈরী করতাম, তা থেকে এইচটিএমএল এ রুপান্তর এরপর সেটাকে পিএইচপিতে কনভার্ট করে সাইট তৈরী।
যুগ পাল্টাচ্ছে। কম্পিউটারের বেসিক কাজ জেনে অনেকেই এখন রাতারাতি ওয়েব ডিজাইনার হয়ে যাচ্ছেন। আগের প্রোগ্রামাররাও এখন অলস হয়ে যাচ্ছেন। সত্যি কথা বলতে কি আমি নিজেও আগে প্রোগ্রামিং করতাম কিন্তু এখন অনেকটাই সিএমএস নির্ভর। ছোট খাট কাজ নিয়েও মাথা ঘামাতে ইচ্ছা করে না। এই অবস্থা চলতে থাকলে অদুর ভবিষ্যতে আমরা অনেক প্রোগ্রামার হারাবো। আইটি ক্ষেত্রে বাংলাদেশ যতটা এগিয়ে গিয়েছে ঠিক ততটাই পিছিয়ে যাবে।
আরও একটি উদাহরণ দেই। থিম ফরেস্টের সাথে আমরা সবাই পরিচিত। এভাডা(avada) থিমটি কতবার বিক্রয় হয়েছে দেখুন। এত বেশী বিক্রয় হওয়ার কারণ কি ?? কারণ প্রোগ্রামার এর অভাব।
একটু চিন্তা করুন খুব অল্প কয়েকজন প্রোগ্রামার। তাদের সিডিউল নাই। তাহলে একজন প্রোগ্রামার নতুন একটি বিষয়ের সফটওয়্যার তৈরীর মুল্য কতটুকু বেড়ে যাবে। তাই অনুরোধ বলতে পারেন কিংবা আপনার ইচ্ছা মত যেকোন কিছু ভাবতে পারেন, একজন ভবিষ্যতের কথা চিন্তা করে যারা অনলাইন জগতে নতুন আসছেন তারা প্রোগ্রামিং শিখুন, নিয়মিত চর্চা করুন। কিভাবে শিখবেন ?? গুগলের এই যুগে প্রশ্নটা অবান্তর।গুগল ইউটিউবে অসংখ্য রিসোর্স আছে। তারপরও যারা হাতের কাছে সবকিছু পেতে চান তারা চাইলে নিচের লিংকটি ভিজিট করতে পারেন।
কোডিং শিখার জন্য সেরা ১০ টি ওয়েবসাইট
আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো কথা, যে সাইটে নিয়ে গেলেন ওটা কি আপনার ?