টেকটিউনস এর সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আমি ও ভালো আছি। দেখতে দেখতে কিভাবে টেকটিউনস এর সাথে ৮ মাস কেটে গেল তা বুঝতেও পারলাম না। টেকটিউনস এর টিউনার হওয়ার পর থেকে আমি অনেক কিছু শিখছি। বলা যায় টেকটিউনস আমার হাতকড়ি।
যাইহোক আজ আমি ডোমেইন নিয়ে আলোচনা করবো। টেকটিউনস এ রেজিট্রেশন করার পর থেকে আস্তে আস্তে ওয়ার্ডপ্রেস সহ আরো অনেক বিষয় সম্পর্কে জানতে পারি। তখন থেকে ইচ্ছা ছিল নিজের েএকটা সাইট বানাবো। কখনো সময় আবার কখনো টাকা পয়সার জন্য করতে পারি নাই। আবার যখন করার ঝোক নিলাম তখন আবার দেখি মাস্টার কার্ড পেপাল ছাড়া করা যাবে না। অনেক রাগ হলো শেষ মেষ বসে থাকলাম মনে করলাম করবো। কিন্তু যাই হোক আজ আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরন হলো নিজের একটা ডোমেইন রেজিট্রেশন করলাম তাও আবার মাত্র 400 টাকায়।
বিশ্বাস হচ্ছে না তো আমার ও হচ্ছিল না। প্রথমে মনে করলাম অনেক এসব ফালতু ফালতু বলে। কিন্তু মনে হলো করে দেখি। অবশেষে করলাম। তাও আবার মাত্র 400 টাকায়।
আমি যেই ডোমেইনটি রেজিট্রেশন করেছি সেটি প্রোমো ডোমেইন। আসলে আমার মনে হয় সাইটটিতে রমজান উপলক্ষে দাম কমিয়ে দিয়েছে। কিন্তু শুধু মাত্র Dot Com এর দাম 400 টাকা। বাকি গুলো ৮৫০ টাকা। সাইটটি আমার সব চায়তে বেশি ভালো লাগলো যে বিকাশ এর মাধ্যমে ওনাদের টাকা পরিশোধ করা যায়।
যাইহোক আমি আজ অনেক দিনের শখ পূরন করলাম।
আর হ্যা আমি যেই সাইট থেকে ডোমেইনটা নিছি। সেই সাইট এর ঠিকানা টা হলো : এখানে কিক্ল করুন
ফেসবুক প্রোফাইল | ফেসবুক পেজ |
আমি শাহিদ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নেই, খুব সাধারন একটি ছেলে। লিখাপড়া করছি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ছোটবেলা থেকেই টেকনোলোজির প্রতি ভীষণ আগ্রহ ছিল। তাই শেষপর্যন্ত টেককেই বেছে নিয়েছি পথ চলার সঙ্গী হিসেবে। ভালবাসি কম্পিউটার সংক্রান্ত নতুন কিছু শিখতে। আমার মতে, আমার শেখা তখনই স্বার্থক হবে যখন সেটা আমি আরেকজনের...
আমি ও এক টা দিলাম দেখি কি হয়।