এবার আপনার ফোন ভাঙবে না, পানি ঢুকবে না বা হ্যাকও করতে পারবে না। আপনি থাকবেন নিরাপদ।

কেমন আছেন সবাই। আশা করি ভাল। আপনাদের জন্য চমকপ্রদ একটা খবর নিয়ে আসলাম।এবার আপনার ফোন ভাঙবে না, পানি ঢুকবে না বা কেউহ্যাক করতে চাইলে হ্যাকও করতে পারবে না। আপনি থাকবেন সবসময়ই নিরাপদ।

প্রকৌশলীরা এমন এক স্মার্টফোন বানিয়েছেন যা ভাঙবে না। এটা এমন এক বিশেষ ধাতু দিয়ে বানানো হয়েছে যা টাইটানিয়াম এবং স্টিলের চেয়েও শক্তিশালী।

এর নাম টিউরিং ফোন। এতে স্মার্টফোনের যাতীয় বৈশিষ্ট্যই বিদ্যমান। সান ফ্রান্সিসকো-ভিত্তিক টিউরিং রোবোটিক ইন্ডাস্ট্রিজ এটি বানিয়েছে। এর পাশে ফিঙ্গারপ্রিন্ট রিডার রয়েছে। এই ধাতু ইতিমধ্যে অ্যাপল তার অল্প সংখ্যক আইফোন ৬ মডেলে ব্যবহার করেছে।

ফোনটির অভ্যন্তের নানা ইলেকট্রনিক্স যন্ত্রে ন্যানো-কোটিং করা হয়েছে। ফলে এটা বিস্ময়কর রকম পানি নিরোধী। কোনো সংযোগস্থলে রাবার ব্যবহার করা হয়নি। একে পানিতে ফেলে দিয়ে তারপর তুলে নিন। একটু ঝাঁকিয়ে আবারো ব্যবহার করা শুরু করুন। কোনো সমস্যাই দেখা দেবে না।

জুলাইয়ের ১ তারিখ থেকে প্রি-অর্ডার নেওয়া হবে। অভ্যন্তরীণ ১৬ জিবি মডেলের জন্যে দাম ধরা হয়েছে ৬১০ ডলার।

নির্মাতা প্রতিষ্ঠানের সিইও সাইল চাও জানান, এতে থাকছে অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১.১। তিনটি রংয়ে বাজারে আসবে। ফারাও, কার্ডিনাল এবং বিওল্ফ ডিজাইনে পাওয়া যাবে ফোনটি।

পর্দাটি ফুল এইচডি ৫.৫ ইঞ্চি। ২.৫ গিগাহার্জ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮০১ এসওসি প্রসেসর আছে। পেছনের ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল ডুয়েল লেড ফ্ল্যাশ। সামনেরটি ৮ মেগাপিক্সেল। ৩০০০ এমএএইচ ব্যাটারি খোলা যাবে না।
সূত্র : এনডিটিভি

যারা মুভি ভালবাসেন তারা আমার মুভি সাইটটি ভিজিট করতে পারেন।  এখানে হিন্দি, ইংলিশ, তামিল সব ধরনের নতুন পুরাতন ছবি পাবেন।

মুভি আপডেট পেতে আমাদের মুভি ফেসবুক পেজে যোগ দিতে পারেন।

ভাল থাকবেন সবাই।

Level 0

আমি হৃদিতা হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

mela din por 1ta kinmu…….. 😛

    মেলা দিন লাগবে না। তার আগেই দাম কমবে।

যেনে খুশি হলাম, কিন্তু দুঃখ – নেবার সামর্থ নাই

আইফোনের মধ্য ললিপপ ওএস !!!! :v