আসসালামুয়ালাইকুম।রমজান মাসে এমন গরমে ইফতারে আইস্ক্রীম হলে কেমন হয়।দেখুন পছন্দ হয় কিনা-
আইস্ক্রীম আমাদের অনেকেরই পছন্দের একটি খাবার।আমার এখনও মনে আছে,যখন ছোট ছিলাম তখন স্কুল মাঠে কোন আইস্ক্রীম ১ টাকায় কিন্তাম।সাথে আবার লটারিও ছিল,জিততে পারলে আবার মিনি আইস্ক্রীম পাওয়াযেত।এখনও অইগুলো পাওয়া যায়।তবে আমি আজকে জেসব আইস্ক্রীম নিয়ে কথা বলব তা খাওয়ার জন্য নয়...দেখার জন্য।(just kidding)....টাকা থাকলে কিনে খেতে পারবেন অবশ্যই।
এটি লাস ভেগাস এর "ARIA Resort & Casino" তে পাওয়া যাবে।সোনার পাত দিয়ে সজ্জিত এক গ্লাসে পরিবেশিত(টাকা খাওয়ার ধান্দায়) করা হয় এটি।
এটি শিকাগো তে পাওয়া জাবে।বলা হয় এর স্বাদ নাকি অদ্বীতীয়।আপনি কালো ফলবিশেষ চিপ বা আইরিশ কফি আইসক্রীম উপভোগ করতে পারবেন।
এটা " Dubai’s Scoopi Café" তে পাবেন।23-ক্যারাট সোনার পাত দিয়ে সজ্জিত করা হয় এটি।
vanilla ice cream, whipped cream, chocolate truffles, French macaroons, special sorbet, gold leaves, dark chocolate brownies and chocolate vodka sauce এগুলোর সংমিশ্রনে তৈরি।না দাম এজন্য নয়,২৪ ক্যারেট সোনা দিয়ে আবৃত করা।(আসলে এরা মূলত স্বররন ব্যবসায়ী)।
সাজসজ্জা দেখেই বুঝছেন দাম এত কেন...Langham hotel’s Pavilion restaurant এটি পাওয়া যাবে।
নিউইওর্ক সিটিতে পাবেন।এটি খাবার জন্য ৪৮ ঘন্টা আগে অর্ডার দিতে হবে.২৩ ক্যরাট সোনা দিয়ে পরিবেশিত।
এতক্ষন ডলার এর হিসেব মনে মনে করেছি।বাংলা টাকায় কত আসে।এটি লেখার সময় ক্যাল্কুলেটর বের করে দেখলাম ২৫০০০০+।এর কাহীনী চামচে।বিশেষ চামচ দিয়ে পরিবেশিত হয় এটি।ও হে জার্মানি পাওয়া যাবে এটি।
এতক্ষন যা পরছেন সব ভুলে যান।সাইন্টিফিক ক্যাল্কুলেটর নেন।নিউইওর্ক এ পাওয়া যাবে এটি।গিনেস বুক অব ওয়য়ার্ল্ড রেকর্ড এর জন্য তৈরি হয়েছিল এটি।
গুগল ত্রান্সলেট তুলে দিলাম...।আমি বুঝিনাই..."বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বরফ গায়ের এক বিবেচিত, অর্থহীনতা ফলের টুকুরা তিন মিথুনরাশি আইসক্রীম কোম্পানী থেকে আসে. আপনি বিরল উপাদান দিয়ে তৈরি একটি সুস্বাদু ডেজার্ট বেশী পেতে. তিন মিথুনরাশি আইস ক্রিম পরিবেশ সাহায্য করে একটি মিষ্টি সমাপ্ত সঙ্গে একটি ভ্রমণ অভিজ্ঞতা হতে এই ডিজাইন করা হয়েছে. টাকা পরিবেশ নিবেদিত যে আফ্রিকার একটি অলাভজনক প্রেরণ করা হয়. আপনার ডেজার্ট তাজা জমাট বাঁধা বরফ থেকে তৈরি করা যেতে পারে তাই প্রথমত, আপনি মাউন্ট Kilimanjaro এটি তৈরি করতে হবে. আপনার ডেজার্ট তানজানিয়া একটি প্রথম শ্রেণীর টিকেট এবং পাঁচটি বড় রেট করা হয় যে একটি হোটেল সঙ্গে আসে. উপরন্তু, আপনি পর্বত গাইডসহ আরোহনের আপ অভিজ্ঞতা এবং একটি বিশেষ স্যুভেনির টি-শার্ট রাখতে পেতে হবে. তিনি আপনার সামনে আইস ক্রিম ফলের টুকুরা সৃষ্টি হিসেবে কোম্পানির প্রতিষ্ঠাতা আপনার ব্যক্তিগত শেফ হতে হবে."
এটা খেতে লুইসিয়ানায় যেতে হবে।দেখেই বুঝছেন ডায়মন্ড এর ব্যাবসা চলছে।
অবশেষে বলা যায়।পৃথীবিতে বাংগালীর বড়ই অভাব।ওইসব দেশে বাংগালী থাকলে সোনা আর হীরা ব্যবসায়ীদের ঠেঙ্গীয়ে বিদায় করত।
আমি সাধারণ টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই অন্যরকম এবং অপূর্ব টিউন করেছেন।
লাস্ট এর পিক টা দেখে না হেসে পারলাম না।