জেলাভিত্তিক ওয়েব পোর্টাল। জেলার সব ধরনের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। (ডিজিটাল তথ্য ব্যাংক)

কেন এ ওয়েব পোর্টাল

একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহি প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে ই-গভর্নেন্স প্রবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। ই-গভার্নেন্স প্রবর্তনের মূল শর্ত অবাধ তথ্য প্রবাহ। সেই পথে একটি মাইলফলক জেলাভিত্তিক এই ওয়েব পোর্টালগুলো। এ ওয়েব সাইটগুলি জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে যেমন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি তাদের সেবা প্রাপ্তি হবে সহজ, দ্রুত ও সাশ্রয়ী। এ ওয়েব সাইটগুলো থেকে জানা যাবে কোথায় কি কি সেবা কি নিয়ম/পদ্ধতিতে এবং কত সময়ে প্রদান করা হয়। এর ফলে নাগরিকের বিভিন্ন সেবা প্রাপ্তি কেবল সহজতর হবে না, প্রশাসনের গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতাও অনেকাংশে নিশ্চিত হবে। তথ্যের পাশাপাশি এই ওয়েব সাইটগুলো বিস্তৃত পরিসরে তুলে ধরেছে বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতি, প্রাচুর্য আর সম্ভাবনা। জনগণের কাছে তাদের কাঙ্খিত সেবা পৌঁছে দিতে, সুশাসন প্রতিষ্ঠায় এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের এ প্রয়াস।

এই ওয়েব পোর্টালগুলোতে আপনি জেলার বিভিন্ন রকমের তথ্য পাবেন।

যেমন ‍ঃ

এছাড়াও আপনি জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মোবাইল নম্বর, বাস ট্রেন ছাড়ার সময় ও মূল্যসহ নানা প্রকার তথ্য পাবেন।

তাহলে আর দেরি কেন? এখনি আপনার জেলায় ওয়েব সাইটটি ভিজিট করুন।

আপনার জেলার ওয়েব সাইট ভিজিট করার জন্য http://www.dc-----------.gov.bd (---------এখানে আপনার জেলার নাম হবে)।

ইংরেজিতে আপনার জেলার বানান না জানলে নিচের লিংঙ্কগুলো থেকে ভিজিট করুন ‍ঃ

বরিশাল বিভাগ ঃ

1.বরগুনাhttp://www.dcbarguna.gov.bd
2.বরিশালhttp://www.dcbarisal.gov.bd
3.ভোলাhttp://www.dcbhola.gov.bd
4.ঝালকাঠীhttp://www.dcjhalakathi.gov.bd
5.পটুয়াখালীhttp://www.dcpatuakhali.gov.bd
6.পিরোজপুরhttp://www.dcpirojpur.gov.bd

চট্টগ্রাম বিভাগ

1.বান্দরবনhttp://www.dcbandarban.gov.bd
2.ব্রাহ্মণবাড়িয়াhttp://www.dcbrahmanbaria.gov.bd
3.চাঁদপুরhttp://www.dcchandpur.gov.bd
4.চট্টগ্রামhttp://www.dcchittagong.gov.bd
5.কুমিল্লাhttp://www.dccomilla.gov.bd
6.কক্সবাজারhttp://www.dccoxsbazar.gov.bd
7.ফেনীhttp://www.dcfeni.gov.bd
8.খাগড়াছড়িhttp://www.dckhagrachhari.gov.bd
8.লক্ষীপুরhttp://www.dclakshmipur.gov.bd
10.নোয়াখালীhttp://www.dcnoakhali.gov.bd
11.রাঙ্গামাটিhttp://www.dcrangamati.gov.bd

ঢাকা বিভাগ

1.ঢাকাhttp://www.dcdhaka.gov.bd
2.ফরিদপুরhttp://www.dcfaridpur.gov.bd
3.গাজিপুরhttp://www.dcgazipur.gov.bd
4.গোপালগঞ্জhttp://www.dcgopalganj.gov.bd
5.জামালপুরhttp://www.dcjamalpur.gov.bd
6.কিশোরগঞ্জhttp://www.dckishoreganj.gov.bd
7.মাদারীপুরhttp://www.dcmadaripur.gov.bd
8.মানিকগঞ্জhttp://www.dcmanikganj.gov.bd
8.মুন্সীগঞ্জhttp://www.dcmunshiganj.gov.bd
10.ময়মনসিংহhttp://www.dcmymensingh.gov.bd
11.নারায়নগঞ্জhttp://www.dcnarayanganj.gov.bd
12.নরসিংধিhttp://www.dcnarsingdi.gov.bd
13.নেত্রকোনাhttp://www.dcnetrokona.gov.bd
14.রাজবাড়ীhttp://www.dcrajbari.gov.bd
15.শরিয়তপুরhttp://www.dcshariatpur.gov.bd
16.শেরপুরhttp://www.dcsherpur.gov.bd
17.তাঞ্জিলhttp://www.dctangail.gov.bd

খুলনা বিভাগ

1.বাগেরহাটhttp://www.dcbagerhat.gov.bd
2.চুয়াডাঙ্গাhttp://www.dcchuadanga.gov.bd
3.যশোরhttp://www.dcjessore.gov.bd
4.ঝিনাইদহhttp://www.dcjhenaidah.gov.bd
5.খুলনাhttp://www.dckhulna.gov.bd
6.কুষ্টিয়াhttp://www.dckushtia.gov.bd
7.মাগুরাhttp://www.dcmagura.gov.bd
8.মেহেরপুরhttp://www.dcmeherpur.gov.bd
8.নড়াইলhttp://www.dcnarail.gov.bd
10.সাতক্ষীরাhttp://www.dcsatkhira.gov.bd

রাজশাহী বিভাগ

1.বগুড়াhttp://www.dcbogra.gov.bd
2.চাপাইনবাবগঞ্জhttp://www.dcchapainawabganj.gov.bd
3.জয়পুরহাটhttp://www.dcjoypurhat.gov.bd
4.পাবনাhttp://www.dcpabna.gov.bd
5.নওগাhttp://www.dcnaogaon.gov.bd
6.নাটোরhttp://www.dcnatore.gov.bd
7.রাজশাহীhttp://www.dcrajshahi.gov.bd
8.সিরাজগঞ্জhttp://www.dcsirajganj.gov.bd

রংপুর বিভাগ

1.দিনাজপুরhttp://www.dcdinajpur.gov.bd
2.গাইবান্ধাhttp://www.dcgaibandha.gov.bd
3.কুড়িগ্রামhttp://www.dckurigram.gov.bd
4.লালমনিরহাটhttp://www.dclalmonirhat.gov.bd
5.নীফামারীhttp://www.dcnilphamari.gov.bd
6.পঞ্জগড়http://www.dcpanchagarh.gov.bd
7.রংপুরhttp://www.dcrangpur.gov.bd
8.ঠাকুরগাওhttp://www.dcthakurgaon.gov.bd

সিলেট বিভাগ

1.হবিগঞ্জhttp://www.dchabiganj.gov.bd
2.মৌলোভীবাজারhttp://www.dcmoulvibazar.gov.bd
3.সুনামগঞ্জhttp://www.dcsunamganj.gov.bd
4.সিলেটhttp://www.dcsylhet.gov.bd

জেলার নামগুলো নিজেই বাংলাতে লিখেছি তাই যদি কোন ভুল হয় তাহলে ক্ষমা করবেন।

সবশেষে আমার জেলার ওয়েবসাইটের স্কিনশর্ট ‍ঃ

প্রতিটি জেলারই স্কিনশর্ট দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ব্যান্ডউইথ দিকে লক্ষ্য রেখে দেওয়া হয় নাই।

আর হ্যা টিউনটি কেমন হল মন্তব্য করবেন এবং একটু কষ্ট করে আপনার জেলার নাম উল্লেখ করবেন।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই লিংকে আর বিস্তারিত দেখতে পারেন …………http://www.bdwebguide.tk/index/64_district_web_site/0-49

ভাল ।

Level 0

thanks

কাজের টিউন করেছেন।
অনেক ধন্যবাদ।

    দোয়া করবেন এরথেকেও যেন ভাল এবং কাজের টিউন করতে পারি।

অনেক ভালো। (সিলেট)

    আপনার জেলাটি খুব সুন্দর। আপনার জেলার কথা মনে পড়লেই চা খেতে ইচ্ছা করে।

আসলেই কাজের জিনিস। ধন্যবাদ। (রংপুর)

    ধন্যবাদ মন্তব্য করার জন্য। আপনি তো আমাদের বিভাগীয় জেলায় থাকেন।

Level 0

আপনি দিনাজপুরের কোথায় থাকেন। আমার পরিবার ও দিনাজপুর থাকে।

খুব ভালো তথ্য দিলেন ভাই , অনেক অনেক ধন্যবাদ ( চাঁপাই নওয়াবগঞ্জ )

কাজে আসবে ধন্যবাদ।

এক কথায় দরুন

jossssssssssss…thanks

ভাল ও কাজের টিউন ধন্যবাদ শেয়ার করার জন্য।
আর সাইফুল ইসলাম ভাই কি বেচে বেচে কমেন্টের জবাব দেন নাকি?
সবারই কমেন্টের জবাব দেয়ার চেষ্টা করবেন তা না হইলে কিন্তু কমেন্টর কমে যাওয়ার সম্ভাবনা আছে।

    ধন্যবাদ আপনাকে। আমাকে এই মূল্যবান উপদেশটি দেওয়ার জন্য।

সাইফুল ইসলাম ভাই আপনার প্রত্যেকটা টিউন’ই মানসম্মত। আর জানতে পারলাম আপনার অবস্থান চট্টগ্রমে, কোন জায়গায় জানাবেন। আমি কক্সবাজারের বাসিন্দা। ধন্যবাদ টিউনের জন্য।

    @রিদওয়ান: ধন্যবাদ ভাইয়া। তবে আপনি ভূল জেনেছেন, আমার অবস্থান দিনাজপুরেই ।
    আল্লাহ তৌফিক দিলে আপনার জেলা যাবই যাব 🙂

আলহামদুলিল্লাহ: আমি আপনার আগ্রহকে স্বাগত জানাই। আবশ্যই আসবেন।

nice tune