পাসওয়ার্ড ম্যানেজার, ডেস্কটপেই বসে থাকবে আপনার প্রয়োজনের অপেক্ষায়

এ বিষয়ে বলার আগে একটু ভূমিকা দিয়ে নি। দয়া করে বিরক্ত হবেন না।

প্রথম আলো-তে একাউন্ট করেছিলাম সেই কবে। পত্রিকা পড়া হয় কিন্তু কমেন্ট করা হয় না। প্রথম আলো পত্রিকায় কমেন্ট করতে গিয়ে দেখি ইউজার নেম পাসওয়ার্ড সব ভুলে গেছি। ৫ বার দিলাম। ৫ বারই ভুল।

শেষে পাসপ্যাকের সাহায্য নিলাম। পাসপ্যাক আমার পাসওয়ার্ড ম্যানেজার। তবে অনলাইন ম্যানেজার।

এই অনলাইন ম্যানেজারকে কিন্তু অফলাইন ম্যানেজার বানানো যায় যা আপনার ডেস্কটপে চমৎকার আইকন হয়ে বসে থাকবে। বহুদিন আগে রেখে দেয়া পাসওয়ার্ড যখন খুশী তখন দেখতে চাইলে ম্যানেজার দেখাবে। নেট কানেকশনের কোন প্রয়োজনই নেই।

এ ম্যানেজারকে যদি আপনার প্রয়োজন বলে মনে করেন তবে চলুন শুরু করি।

১। সরাসরি এখানে ঢুকুন। দেখুন ৪টি পর্বে সবকিছু বলাই আছে। তবু বলছি।

প্রথমে এখান থেকে এডোব এয়ার ইনষ্টল করুন।

২। এবার ২য় ধাপে ম্যানেজারকে নামিয়ে নিন।

৩। নামার সাথে সাথে ডিফল্ট এডোব এয়ারেই খুলে যাবে।

পাসপ্যাকে যদি আগেই আপনার একাউন্ট থেকে থাকে

৪। চোখ বুঁজে ইনষ্টল করে ফেলুন। ইনষ্টলেশনের সময় ডেস্কটপে থাকতে বলে দিন। অটোমেটিক রান করতেও বলে দিন।

আগে থেকে একাউন্ট করা না থাকলে এ সবকিছুর আগে পাসপ্যাকে একটি একাউন্ট করে নিন। ফ্রি।

এবার মোট ১০০টি ইউজারনেম আর পাসওয়ার্ড এখানে রেখে আপনি ভুলে গেলেও পাসপ্যাক কিন্তু ওয়েব লিঙ্কসহ তা মনে রাখবে আপনি যতোদিন চান ততোদিন।

শেষ কথাঃ এ ম্যানেজার কিন্তু উইন্ডোজ, লিনাক্স, ম্যাক এমনকি মোবাইলেও ম্যানেজারি করে।

শেষ কথার পরও একটা কথা যা বলতে ভুলে গিয়েছি।

প্রশ্ন আসতে পারে, যদি এমন হয় যে পাসওয়ার্ড ম্যানেজারের পাসওয়ার্ডই ভুলে গেছি, তখন কি হবে?

দুশ্চিন্তার কোন কারণ নেই। কারণ ডেস্কটপ এডিশনে ম্যানেজারের পাসওয়ার্ড লাগে না, লাগে প্যাকিং কি (Packing Key)

যা হতে পারে পূর্ণাঙ্গ একটি বাক্য। যেমন ধরুন, How are you? বা I love Techtunes.

পাসওয়ার্ড না হয় ভুলে যেতে পারেন। এতো বড়ো বাক্য তো আর ভুলে যাওয়ার কথা নয়! কি বলেন?

Level 0

আমি রিপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

If you love your Mother, your Wife/ Husband will be good & Baby will be sweet.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সফটওয়্যারটির জন্য। দেখি কাজে লাগাতে পারি কিনা।

যদি পাসপ্যাকের পাসওয়ার্ড ভুলে যায় ?

    একটা পাসওয়ার্ড মনে রাখতে না পারলে নেট ব্যবহারেরই দরকার নাই

    ভাই, কথাটা আরেকটু সুন্দর করে বলা যেত ।

    দেলোয়ার ভাই, আপনার প্রশ্নটি ভালো লেগেছে। উত্তর দিতে গিয়ে পোষ্ট আপডেট করেছি। দেখুন তো, জবাবে আপনি সন্তুষ্ট কি-না?

    রিপন ভাই, আমি কিন্তু এভাবে তৈরি করে ফেলেছি, নিজের মতো করে, তারপর ও প্রশ্নটি করলাম । হিমায়িত ভাই যে ভাবে বলেছেন …………..

    দেলোয়ার ভাই,
    দিহান ভাই কিন্তু জোক করেই বলেছে! মাইন্ড করা ঠিক হবে না!!

দেখা মাত্র যেই কোন সাইটে রেজিষ্টেষন করলেই পাসওয়ার্ড মন থেকে হারানোর সম্ভাবনা থাকে কিন্তু নির্দিষ্ট কিছু গুরুত্বপুর্ন সাইট ইউজ করার জন্য একটি ভাল মাল্টি পাসওয়ার্ড ইউস করাই ভাল মনে করি।

    অফটপিকঃ আতাউর ভাই, অনেকদিন পর আপনার সাথে টিউন হলো (মানে দেখা হলো)।
    টেকটিউনস-এর পুরনো অনেক স্বজনদের দেখছি না। কেমন যেন খালি খালি লাগছে।

    ভালো কথা, পাসওয়ার্ড ম্যানেজার শুধু পাসওয়ার্ডই নয়, ইউজার নেমও সাইটের লিঙ্কসহ মনে রাখে।

Level 0

ধন্যবাদ সফটওয়্যারটির জন্য।

Level 0

রিপন ভাই, আমি x-marks ইউজ করি, এ বছরে-ই ওটার মেয়াদ শেষ হয়ে যাবে। যাক মনের মত জিনিস পেলাম।

দেখি কাজ হয় কিনা। ধন্যবাদ

Level 3

Lastpass ও কিন্তু খুব কাজের একই ধরনের সফটওয়্যার।

দারুণ বিষয় তো? সে তো দেখছি কিচুই ভুলে না!