বাংলা বই ডাউনলোডের সবচেয়ে জনপ্রিয় সাইট ‘বাংলাবুকস’

ওয়েবসাইট সম্পর্কিত তথ্যঃ

এই বছরের মে মাসে চালু হওয়া http://www.banglabooks.tk ওয়েবসাইটটি বর্তমানে বাংলা বই ডাউনলোডের সবচেয়ে জনপ্রিয় সাইট। সাইটটিতে আপনি ২০ জন লেখকের এবং ১৩ টি ক্যাটাগরীতে ৬০০ এর অধিক বাংলা বই পাবেন। হোম পেজে পাবেন লেখকের নাম অনুযায়ী বই, ক্যাটাগরী অনুযায়ী বই এবং নতুন আপলোড হওয়া বইয়ের লিঙ্ক। প্রিয় কোন বই বা পেজ যদি আপনি ফেসবুকে শেয়ার করতে চান তাহলে ফেসবুকে শেয়ারের বাটন পাবেন একেবারে পেজের নিচ। এছাড়া প্রিয় লেখকের বই খোজার সার্চ অপশন, সবচেয়ে জনপ্রিয় ক্যাটাগরী এবং ফেসবুক লাইক অপশন আছে ডান সাইডে। গত তিন মাসে এখান হতে ১০০০০০ বই ডাউনলোড করা হয়েছে।

http://www.banglabooks.tk সাইটটির স্ক্রিনশটঃ

ওয়েবসাইট রাঙ্কিং:

বাংলা বই ডাউনলোডের জন্য ‘মূর্ছনা’ অনেকের কাছে প্রিয়। কিন্তু দেখুন ‘মূর্ছনা’ এবং ‘বাংলাবুকস’

ওয়েবসাইট দুটির এলেস্কা সাইট রাঙ্কিং:

মুলত এখান থেকেই বোঝা যায় সাইট দুটির জনপ্রিয়তা।

ওয়েব সাইটটি নিয়ে প্রতিবেদনঃ

‘বাংলা বুকস’ সাইটটি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ১০ ই অক্টোবর তারিখে দৈনিক যুগান্তরে ওয়েব রিভিউ এবং দৈনিক কালের কন্ঠে সক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এছাড়া ১৬ই অক্টোবর দৈনিক প্রথম আলোতে আর একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

মতামত দিনঃ

পাঠকদের চাহিদা দিয়েই যেমন একটি বই জনপ্রিয় হয় তেমনি ভিজিটরদের চাহিদা, পছন্দ দিয়েই একটা সাইটের জনপ্রিয়তা নির্ভর করে। তাই আপনারা ও সাইটটি সম্পর্কে এখানে মতামত দিন এবং সাইটটি সমৃদ্ধ করতে আপনারাও অংশীদার হউন। সাইটটি দেখুন এখান থেকে



Level New

আমি হারুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালো হয়েছে

    ধন্যবাদ

    ভাই এই সাইটা এখন কাজ করছে না কেন? কিছু বুঝতে পারছি না, যাই হোক এখান থেকে অনেক বাংলা বই ডাউনলোড করতে পারবেন
    http://www.ebookbd.info/

আপনাকে ধন্যবাদ।

    Level 0

    হারুন ভাই দোয়া করেন আমার সাইটাকেও http://ebookbd.tk/ যাতে আপনার মতো পপুলার করতে পারি?

আমার একটা বই দরকার। দিতে পারবেন?
নামঃ মাসুদ রানা সিরিজের সাউদিয়া ১০৩
হার্ডকপি হলে আমি পে করতে রাজী আছি।

    ami dite parbo. pay korte hobe na free dibo. amar kache 200 books ache masud ranar hard copy. tobe khuje ber korte kichu din time diben. ok? add mail koren peye jaben pudina_pataa@yahoo

    ধন্যবাদ, মেসেঞ্জারে এড করলাম।

    পুদিনা পাতা ভাই ২০০ বই-ই কি আপনি ফ্রি দিয়ে দিবেন? আপনার বাসা কোথায় ভাই? কাল সকালেই রওনা হয়ে যাব। আপনাকে কষ্ট করে বইগুলো খুজতে হবে না। আমি গিয়েই খুজে বের করব। এতগুলো বই তাও আবার ফ্রি ইইইই !!!!

আমার ধারনা এই সাইটা নিয়ে আগে এক বার টিউন হইছে।

আপনার সাইটে যে বইগুলো আছে সেগুলো কোথাও থেকে কালেক্ট করা নাকি নিজে স্ক্যান করেছেন?

প্রথমে আমি বুয়েট থেকে ২০০ এর মত ই-বই নিয়ে আসি। তারপর কিছু বই কালেক্ট করেছি অনলাইন থেকে । কালেক্ট করা বইয়ে তাদের সাইটের ঠিকানা থাকে এবং কিছু বইয়ের স্ক্যানের মান খুব বাজে। বর্তমানে আমি নিজেই স্ক্যান করছি।

সাইটি নিয়ে অনন্ত ১২-১৩ টিউন আছে এই সাইটে। যাই আমি ই বুক এর সাইট বানানোর প্রজেক্টে হাত দিয়ে আশা করি খুব তাড়াতাড়ী শেষকরতে পারবো। http://www.ebookbd.tk

মুর্ছনা ওয়েব সাইটের Alexa Ranking এর সাথে এভাবে তুলনা করা আপনার ঠিক হয়নি। আপনি আপনার ওয়েব সাইটের বিবরণ দিতে পরেন কিন্তু আরেকটা ওয়েব সাইটের সাথে এভাবে স্ত্র্নিন শর্টসহ তুলনা করতে পারেন না। আপনার ওয়েব সাইট দুই দিনের আর মুর্ছনা দীর্ঘ ধরে তার র্যাংকিং একই জায়গায় ধরে রেখেছে। এই ধরনের ওয়েব সাইটের র্যাংকিং ধরে রাখা অনেক কঠিন। চালিয়ে যান যতদিন ধর্যø থাকে·············

Level 0

আপনার প্রতিদন্দি সাইট তৈরি করছি আমি দোয়া করবেন যাতে তাড়াতাড়ী শেষ করতে পারি??????

পি পি ভাই আপনি আক্জন লুক ভাই
সব বই ফ্রী দিলেন
আমি ত রিতি মত আপনার ফ্বন হএ জাচ্চি