ওয়েবসাইট সম্পর্কিত তথ্যঃ
এই বছরের মে মাসে চালু হওয়া http://www.banglabooks.tk ওয়েবসাইটটি বর্তমানে বাংলা বই ডাউনলোডের সবচেয়ে জনপ্রিয় সাইট। সাইটটিতে আপনি ২০ জন লেখকের এবং ১৩ টি ক্যাটাগরীতে ৬০০ এর অধিক বাংলা বই পাবেন। হোম পেজে পাবেন লেখকের নাম অনুযায়ী বই, ক্যাটাগরী অনুযায়ী বই এবং নতুন আপলোড হওয়া বইয়ের লিঙ্ক। প্রিয় কোন বই বা পেজ যদি আপনি ফেসবুকে শেয়ার করতে চান তাহলে ফেসবুকে শেয়ারের বাটন পাবেন একেবারে পেজের নিচ। এছাড়া প্রিয় লেখকের বই খোজার সার্চ অপশন, সবচেয়ে জনপ্রিয় ক্যাটাগরী এবং ফেসবুক লাইক অপশন আছে ডান সাইডে। গত তিন মাসে এখান হতে ১০০০০০ বই ডাউনলোড করা হয়েছে।
http://www.banglabooks.tk সাইটটির স্ক্রিনশটঃ
ওয়েবসাইট রাঙ্কিং:
বাংলা বই ডাউনলোডের জন্য ‘মূর্ছনা’ অনেকের কাছে প্রিয়। কিন্তু দেখুন ‘মূর্ছনা’ এবং ‘বাংলাবুকস’
ওয়েবসাইট দুটির এলেস্কা সাইট রাঙ্কিং:
মুলত এখান থেকেই বোঝা যায় সাইট দুটির জনপ্রিয়তা।
ওয়েব সাইটটি নিয়ে প্রতিবেদনঃ
‘বাংলা বুকস’ সাইটটি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ১০ ই অক্টোবর তারিখে দৈনিক যুগান্তরে ওয়েব রিভিউ এবং দৈনিক কালের কন্ঠে সক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এছাড়া ১৬ই অক্টোবর দৈনিক প্রথম আলোতে আর একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
মতামত দিনঃ
পাঠকদের চাহিদা দিয়েই যেমন একটি বই জনপ্রিয় হয় তেমনি ভিজিটরদের চাহিদা, পছন্দ দিয়েই একটা সাইটের জনপ্রিয়তা নির্ভর করে। তাই আপনারা ও সাইটটি সম্পর্কে এখানে মতামত দিন এবং সাইটটি সমৃদ্ধ করতে আপনারাও অংশীদার হউন। সাইটটি দেখুন এখান থেকে
আমি হারুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো হয়েছে