আমি কয়েকদিন আগে টিটিতে পোস্টট করছি এখন দেখি হুবহু একই টিউন কোন ধরনের মডিফাই না কইরা আবার টিটিতেই পোস্ট করছে শুধু তার সাইটকে প্রমোট করার জন্য। আমরা ২ ৩ ঘন্টা ধরে কীবোর্ড চেপে টিউন করব আর doger বাচ্চারা মাউসের এক ক্লিকে কপি কইরা পেস্ট করবে। এটা কেমনে মেনে নেওয়া যায়??doger লেজ কখনো সোজা হয় না। টিটি বৈশাখী অফার দিয়া স্পামারদের আইডি রিকভার করছে। আর সে স্পামাররা প্রথম সুযোগেই টিউন কপি পেস্টের মাহাত্ব্যে আমাদের বাঁশ দিতেছে। নিচের লিনক দুটা দেখুন আর প্লিজ আমার পক্ষ থেকে রিপোর্ট কইরা সে স্পামারের আইডি উড়ায়া দেন।
আমার টিউনের লিনক http://www.techtunes.io/android/tune-id/344572
স্পামারে টিউন লিনক http://www.techtunes.io/android-apps/tune-id/346430
এবার আপ্নারাই বলেন সহ্য করা যায় কিনা। টিউনার হয়তো টিউন রিমুভ করতে পারে তাই স্ক্রীনশট দিচ্ছি। প্লিজ আপনারা আমাকে হেল্প করেন
ও হ্যাঁ যতদিন পর্যন্ত না এই টিউনারকে নোটিশ দিয়ে ব্যান করা হচ্ছে ততদিন আমি অনবরত এই টিউন করে যাব।
আমি সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এস এম ফাহিম আবরার। ভালবাসি প্রযুক্তিকে জানতে। নিজের জানা জিনিস অন্যের মাঝে ছড়িয়ে দিতে। আমার ফেসবুক আইডি http://fb.com/lazyfahim
চুরি ছাড়া কিই বা আছে এই সোনার দেশে। বাংলার এইসব দামাল ছেলেরাইতো বাংলাদেশকে দুর্নীতির দিক দিয়ে নং ১ এনেছে।