হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু হবে ৮ মে থেকে

বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং এর প্রয়োগ জ্যামিতিক হারে বেড়ে চলেছে। এর ফলে একদিকে মানুষের জীবন হয়ে উঠছে সহজ ও কার্যকরী অন্যদিকে এই প্রবৃদ্ধি উন্মোচন করছে সম্ভাবনার নতুন দিগন্ত। অটোমেশন, কম্পিউটারায়ন ও ডিজিটালাইজেশনের কারণে আমাদের মত দেশেও প্রযুক্তিবিদ তথা কম্পিউটার প্রোগ্রামারদের চাহিদা বেড়েই চলেছে। বিশ্বের ব্যাপারটাতো আছেই। আমাদের দেশে এখনো কম্পিউটার প্রোগ্রামিং-এর চর্চ্চা বিশ্ববিদ্যালয় ও তদুর্ধ পর্যায়ে সীমিত। কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলো এই কার্যক্রমকে স্কুল পর্যায়েও ছড়িয়ে দিচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একটি দক্ষ জাতি গড়ার জন্য বাংলাদেশেও ৬ষ্ঠ শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আইসিটি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে।

দেশে হাইস্কুল ও কলেজ তথা ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় করার জন্য এই সাংবাৎসরিক উদ্যোগের সূচনা। আন্তর্জাতিক পরিমন্ডলের সঙ্গে সংগতি রেখে এই কার্যক্রমকে জাতীয় হাইস্কুল প্রোগ্রমিং প্রতিযোগিতা ( (National High School Programing Contest -NHSPC ) হিসাবে অবহিত করা হয়েছে।এই কার্যক্রমে থাকবে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ, অনলাইন ও অনসাইট প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা এবং ক্যাম্প। ২০১৫ সালের আয়োজনে থাকছে আঞ্চলিক ও জাতীয় প্রতিযোগিতা ও ক্যাম্প।

হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতা শুরু হবে ৮ মে থেকে। প্রথমে হবে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা, শেষে হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।

এ আয়োজনে ৩০ মিনিটের আইসিটি কুইজ এবং দুই ঘণ্টার ও প্রোগ্রামিং প্রতিযোগিতা থাকবে। প্রোগ্রামিং প্রতিযোগিতা দুই বিভাগে হবে। জুনিয়র বিভাগে ষষ্ঠ থেকে নবম এবং সিনিয়র ক্যাটাগরিতে দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। কুইজ প্রতিযোগিতায় তিনটি বিভাগে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
দেশের সাত বিভাগের আট অঞ্চলে প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ঢাকায় আগামী ২৯ মে আয়োজন করা হবে। প্রোগ্রামিং প্রতিযোগিতা হবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), ঢাকা বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ২৯ মে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে।
প্রতিযোগিতার আয়োজক আইসিটি বিভাগ। সহযোগিতা করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), কোডমার্শাল, দ্বিমিক কম্পিউটিং স্কুল। পৃষ্ঠপোষকতা করছে মোবাইল ফোন সংযোগদাতা রবি।

বিস্তারিত: http://www.nhspc.org

 

ফেসবুকে আমি এখানে

Level 0

আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস